নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

কেউ আমাকে একটু অবসর দাও :( আমি লিখতে চাই, আমি পড়তে চাই :(

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬



“ব্যস্ততা” এ যেন এক নীরব ঘাতকের নাম। যা সময়ের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করে আমাদের জীবনে আর কেড়ে নেয় অনেক ভালোলাগার কিছু অভ্যাস, কিছু পছন্দের কাজ, কিছু সম্পর্ক এবং অনেক প্রতিভা।

জীবনের খাতিরে, জীবিকার খাতিরে, কাজের খাতিরে কাজ করতে হয় আর এই কাজের জন্য থাকতে হয় ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততা জীবনকে বানিয়ে ফেলে একটা রোবট। প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে সকালে কাজে যাও, সারাদিন কাজকর্ম করে সন্ধায় বা রাতে ক্লান্ত শরীরে বাড়ী ফিরে কোনরকম খেয়ে দেয়ে ঘুম। আর ছুটির দিনে একটু আলসেমিতে বেলা করে ঘুমানো। আর টুকটাক কিছু কাজ। এরই মাঝে সামাজিকতার খাতিরে কখনো আত্মীয় স্বজনদের বাড়ীতে যাওয়া।

** "বন্ধু" জীবনের অন্যতম একটি অংশ । স্কুল, কলেজ, ভার্সিটি শেষ হবার পর সেই বন্ধুরাও হারিয়ে যায় ব্যস্ততার ভীরে। একই শহরে থাকি অথচ কিছু প্রিয় বন্ধুর সাথে দেখা হয়না বছর হতে চলল। দু একজন ঘনিষ্ঠ বন্ধু যারা ঢাকার বাইরে থাকে তাদের সাথে দেখা তো দূরের কথা হয়তো ৬ মাসে একবার ফোন দেওয়া হয় । আর ওপাশ থেকে অভিযোগ আমি নাকি তাদেরকে ভুলে গিয়েছি :(

** একসময় অনেক গল্পের বই পড়তাম। বিকেলবেলা বারান্দায় কিংবা ছাঁদে বসে গল্পের বই পড়তে পড়তে হারিয়ে যেতাম গল্পের মাঝে । আহারে, কতদিন একটু রিলাক্স হয়ে একটা প্রিয় লেখকের বই হাতে নিয়ে দুটা পাতাও পড়তে পারিনা :(

** সিনেমা দেখতেও ভালো লাগে খুব। কিন্তু মনেই পরেনা শেষ কবে সিনেমা দেখেছি। আর দেখলেও তিন ঘণ্টার একটা সিনেমা দেখা শেষ হতে লাগে এক সপ্তাহ। এ দেখায় কি কোন মজা আছে ? :((

** একটা অপূর্ণ শখ আছে। নাচ শেখা। খুব, খুবই ইচ্ছে নাচ শেখার। ষ্টেজ পারফর্ম করার জন্য না। শুধুমাত্র নিজের শখের জন্য । কিন্তু কই সেই শখ পূরণ করার মত সময়। আদৌ পূরণ হবে বলেতো মনেই হয়না । হায়রে ব্যস্ততা, জীবনের অনেক শখের একটা কিছু তুই কেড়ে নিচ্ছিস আমার থেকে :(

** ঢাকা শহরে কিছু জায়গা আছে, সেখানে বেড়াতে যেতে খুব ইচ্ছে হয়। সবাই দেখি মাওয়া ফেরি ঘাটে ইলিশ মাছ ভাজা খেতে যায়। কিন্তু মাওয়ার ইলিশ খাওয়াতো দুরের কথা আজ পর্যন্ত ইলিশের গন্ধটাও পেলাম না ।
উত্তরা দিয়া বাড়ী, ঢাকা শহরে এমন মানুষ খুব কমই আছে যে কিনা সেখানে যায়নি বেড়াতে। আর আমি শুধু অবাক আর অসহায় চোখে তাঁর ছবিই দেখে যাচ্ছি :(
সাভারের কাছাকাছি এক গোলাপ বাগান আছে :(
নদী খুব ভালো লাগে। মাঝে খুব মন চায় একটু নদীর কাছে গিয়ে বসে থাকি কিছুক্ষণ :(
বিকেল বেলা হাঁটতে ভালো লাগে। কোলাহল ছেড়ে কোন দুরের পথে একটু হেটে আসতে মন চায় কিছুক্ষণ :(
এমন আরও কত ইচ্ছে যেগুলো নিজের ব্যস্ততা কিংবা সঙ্গীদের ব্যস্ততার চাপে পড়ে আছে অনাদরে আর অবহেলায়।

ব্যস্ততা নিয়ে আমার প্রিয় একটি গান :P

ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
যেখানে যাই তুমি আছ মনের ভিতর

তোমার মনের কথা বুঝতে আমি
পারি নি হয়ত ভাবছো তুমি
ভালবাসার কথা বলি নি আজ
যেখানে যাই তুমি আছ মনের ভিতর

সুখের তুলি দিয়ে স্বপ্ন এঁকে
আমার চোখের নীলে দিয়েছি রেখে
আমার ভালবাসা নয়তো পাথর
যেখানে যাই তুমি আছ মনের ভিতর


এবার আসি আসল কথায়, মানে শিরোনামের কথায়। কয়েকদিন থেকে খুব ইচ্ছে হচ্ছিলো কিছু লিখি। তাড়াহুড়ো করে তো আর যাই হোক লেখা যায়না কিছু। মনের মত তো হবেইনা উল্টো ভুল হবে অনেক কিছু। কিন্তু একটু সময় বের করে নিশ্চিন্ত হয়ে আর রিলাক্স হয়ে নিরিবিলি বসে যে কিছু লিখব, তারপর আবার সেই লেখা টাইপ করে পোস্ট করো, হায়রে কই সেই সময় :(

চলতে চলতে ভাবতে ভাবতে মনের মধ্যে কত কথা, কত লেখার ভাবনা, কত কবিতার লাইন মনে আসে। বাইরে থাকলে সেগুলো টুকে রাখি মোবাইল এ আর বাসায় থাকলে খাতায়। এমন অনেক টুকরো টুকরো ভাবনা টুকে রেখেছি কিন্তু সেই সময় কই যে সেই টুকরো টুকরো লেখাগুলো কে পূর্ণতা দিবো। আর এমন কোন টুকরো ভাবনা যদি হারিয়ে যায় তাহলে যে কতখানি কষ্ট লাগে তা শুধুমাত্র একজন লেখকই বলতে পারবে :(

আর শুধুমাত্র আমি না, সামুর অনেক লেখক আছেন যারা ব্যস্ততার জন্য মন চাইলেও বেশী বা নিয়মিত লিখতে পারেননা। আর আমরা বঞ্ছিত হই তাদের নতুন নতুন লেখা থেকে। কত ব্লগার ব্যস্ততার জন্য হারিয়েও গিয়েছেন সামু থেকে। এইসব লেখকদের যদি অবসর সময় থাকতো তাহলে আমরা আরও কত ভালো ভালো নতুন লেখা পেতাম তাদের কাছে থেকে। আরও কত সমৃদ্ধ হতো আমাদের সাহিত্য ভাণ্ডার।

ব্যস্ততা, তুমি কি জানো তুমি কত প্রতিভার ঘাতক ! X((

আমি যদি সরকারপক্ষের কেউ হতাম তাহলে দেশের কবি সাহিত্যিক আর লেখকদের জন্য ফান্ড করতাম :P কোন প্রতিভাবান লেখক কে কাজ করতে দিতাম না। সবাই কাজ কর্ম বাদ দিয়ে নিশ্চিন্ত মনে লিখবে, সাহিত্য চর্চা করবে আর তাঁর পাঠকদের উপহার দিবে নতুন আর সুন্দর সুন্দর লেখা আর সমৃদ্ধ হবে দেশের সাহিত্য ভাণ্ডার :-B


ব্যস্ততা নিয়ে নিজের লেখা ছোট্ট একটি কবিতা ;)

ওরে অবসর, তুই কবে থেকে আমায় করে দিলি পর :(
আপন করে নিয়েছে ব্যস্ততা
জীবনটা যে হয়ে যাচ্ছে যাচ্ছে তা !
সময় সে তো অমাবস্যার চাঁদ
টেরই পাইনা কিভাবে কেটে যায় দিন আর রাত :((
লিখতে চাই গল্প, কবিতা আরও অনেক কিছু
কিন্তু ব্যস্ততা যে ছাড়তেই চায়না পিছু :((
ও ব্যস্ততা, তুই দেনা আমায় একটু অবসর
আমি লিখতে চাই
আর পূর্ণতায় ভরিয়ে দিতে চাই আমার মনের ঘর !:#P

গাইতে গাইতে নাকি গায়েন হয়। আমি গায়েন না, কিন্তু আমি লিখতে লিখতে আরও ভালো কিছু লিখতে চাই, আমার মনের সব ভাবনাগুলো নিয়ে লিখতে চাই কিন্তু সেই লেখার জন্য অবসর টুকু কে দিবে আমায় ? :(
তাইতো অসহায় মনে আমি বলে যাই। কেউ আমাকে একটু অবসর দাও আমি লিখতে চাই, আমি পড়তে চাই।

মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

পবিত্র হোসাইন বলেছেন: আসলেই একটু শান্তি চাই

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: @আসলেই একটু শান্তি চাই --- শান্তি যে দিকে দু চোখ যায় চলে গিয়েছে :( আর আসবে বলে তো কোন সম্ভাবনাও দেখছিনা ।

২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: শুনেছি আজ নাকি বাম গণতান্ত্রিক জোট গঠন হয়েছে। তার আগে বলি, কথায় কথায় যারা বামপন্থিদের ধরে গালাগালি করে এরা কখনোই জানে না বাংলাদেশের বাম দলের কর্মীরা কি পরিমান ডেডিকেটেড ছিল নিজের দেশ দল আর স্বপ্ন নিয়ে।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @শুনেছি আজ নাকি বাম গণতান্ত্রিক জোট গঠন হয়েছে। তার আগে বলি, কথায় কথায় যারা বামপন্থিদের ধরে গালাগালি করে এরা কখনোই জানে না বাংলাদেশের বাম দলের কর্মীরা কি পরিমান ডেডিকেটেড ছিল নিজের দেশ দল আর স্বপ্ন নিয়ে----- হাহাহা! কেমন আছেন প্রিয় রাজীব নুর ভাইয়া। আমি রাজনীতি বুঝিনা :( তাই আর কিছু বললাম না ।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধ্যাত্তেরি, ধুত্তোরি
এটা কেমন পোস্ট?B:-)
ভালো হত কেউ যদি
আজ খাওয়াতো রোস্ট!!!:P



লেখকসমাজ কি জানে না! দারিদ্র্যতার ছ্যাঁকা না খেলে নজরুল, মধুসূদন, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত এসব হওয়া যায় না!!!:P

যারা লেখক হতে চায়ঃ

চাকরি বাদ দিয়ে
চলে যাও গ্রামে,
সারাদিন লিখতে থাকো
কি আছে জীবনে!!:P

পুনশ্চঃ
আমি কুংফু/হিপহপ নাচ পারি..:P
সামুর পুনর্মিলনী হলে, তোমার সাথে একটা নাচ দিমু। সিট বুকিং করে রাখলুম..;) :P

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ধ্যাত্তেরি, ধুত্তোরি
এটা কেমন পোস্ট?B:-)
ভালো হত কেউ যদি
আজ খাওয়াতো রোস্ট!!!:P--- ----

পোস্ট যেমন হোক আজ রোস্ট খাওয়া চাই :((
পোলাও, রোস্ট আর সাথে কোক হলে আমি সব ভুলে যাই :-B


@লেখকসমাজ কি জানে না! দারিদ্র্যতার ছ্যাঁকা না খেলে নজরুল, মধুসূদন, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত এসব হওয়া যায় না!!!:P---- লেখক কিংবা কবি হতে হলে ছ্যাঁকা খাওয়ার বিকল্প নাই । :P দারিদ্রতা হোক আর প্রেম হোক, ছ্যাঁকা খাওয়া চাই =p~

@যারা লেখক হতে চায়ঃ
চাকরি বাদ দিয়ে
চলে যাও গ্রামে,
সারাদিন লিখতে থাকো
কি আছে জীবনে!!:P
--- সরকার কে বলেন আমাদের খাওয়া পরার ব্যবস্থা করে দিতে :P সবে মিলে গ্রামে চলে যাই =p~

@পুনশ্চঃ
আমি কুংফু/হিপহপ নাচ পারি..:P
সামুর পুনর্মিলনী হলে, তোমার সাথে একটা নাচ দিমু। সিট বুকিং করে রাখলুম..;) :P

তাঁর আগে গল্প চাই গল্প :D হৈমন্তী ;)




৪| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

কাইকর বলেছেন: লেখার জন্য সময়ের দরকার ।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখার জন্য সময়ের দরকার --- চিরন্তন সত্য কথা। সময়ের অভাবে অনেক ভালো ভালো লেখক অনেক ভালো লেখা হারিয়ে যাচ্ছে। :(

৫| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কাওসার চৌধুরী বলেছেন:



শুভেচ্ছা নেবেন, আপু। আপনার আজকের টপিকটি একটু ভিন্ন; তবে বিষয়টি চরম সত্য ও ভাবনার। লেখতে হলে জানতে হয়; আর জানতে হলে পড়ার কোন বিকল্প নেই। এই ব্যস্ততার জন্য পৃথিবীর হাজার হাজার লেখক প্রতিভা পরিস্ফুটিত হতে পারেনি। চাকরি, সংসার, সমাজ আর জীবিকাকে প্রাধান্য দিতে গিয়ে লেখালেখিটা হয়ে যায় গৌণ। একুশ শতকের বিজি এ সময়টাতে লেখক হওয়া সত্যি দূরুহ। অনেকে ব্যালেন্স করতে পারেন, আবার কেই পারেন না। যিনি পারেন তিনিই সফল।

তবে অনেকে লেখালেখিকে ভালবেসে সংসারবিমুখ হয়ে পড়েন, একাকি জীবনযাপন করেন। তবে ভাল লেখক হতে চাইলে পড়াশুনার পাশাপাশি লেখার অনুশীলনের কোন বিকল্প নেই। আর প্রয়োজন ধৈর্য্য। লেখায় ভাল লাগা, শুভ কামনা আপনার জন্য।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার আজকের টপিকটি একটু ভিন্ন--- জী ভাইয়া, মনের কথা লিখেছি একদম। আর আমার মনে হয় এটা শুধুমাত্র আমি না অনেক ব্লগার কিংবা লেখকের আকুতি :( সময়ের অভাব কেড়ে নিচ্ছে অনেক কিছু ।

@একুশ শতকের বিজি এ সময়টাতে লেখক হওয়া সত্যি দূরুহ। অনেকে ব্যালেন্স করতে পারেন, আবার কেই পারেন না। যিনি পারেন তিনিই সফল- চাইলেও পারা যায়না ভাইয়া কারন ক্লান্তি নামক আবার আরেক ঘাতক আছে যা অনেক কষ্টে পাওয়া সামান্য অবসর টুকু কেও কেড়ে নেয় ।


প্রিয় ভাইয়াকে ফিরে পেয়ে এবং ভাইয়ার কাছে আমার লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম অনেক। কারন এই দুষ্টু ব্যস্ততা আমাদের প্রিয় ভাইয়াটাকে ও যে কেড়ে নিতে ছেয়েছিল ।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন:



শান্তি নাই গো বহিন, শান্তির মা মইরা গেছে গা !! :P ;) :)

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: @শান্তি নাই গো বহিন, শান্তির মা মইরা গেছে গা !! :P ;) :)--- আমিতো বলতে চাই যে শান্তির মা এর জন্মই হয় নাই :P শান্তি নামক কোন শব্দই যেন নাই জীবনে :(

৭| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


কি নিয়ে ব্যস্ত?

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: @কি নিয়ে ব্যস্ত? --- জীবন আর জীবিকা :(

৮| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

কি হয়েছে?

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: হিহি কিছু হয়নি ভাইয়া :P মাঝে মাঝে কিছু লিখতে মন চাইলেও সময়ের অভাবে লেখা হয়ে উঠেনা, পড়তে মন চাইলেও পড়ার সময় পাইনা :( তাই দুঃখ লাগছিল । এমন আরও কত কত ইচ্ছে মরে যাচ্ছে সময়ের অভাবে :( যেমন এই লিখাটা শেষ করতে করতেও দুইদিন লেগে গেল :((

৯| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাকু হাসান বলেছেন: এটাই বাস্তবতা,সবাই সবার জায়গায় ব্যস্ত হয়ে উঠে । তার মাঝে যত সম্ভব লিখুন ,পড়বো । ব্যস্ততা মানুষ কে ভুলিয়েও দেয় ।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: @এটাই বাস্তবতা,সবাই সবার জায়গায় ব্যস্ত হয়ে উঠে---- হা ভাইয়া, ব্যস্ত তো হতেই হবে । কিন্তু লেখক মানুষরা বেশী ব্যস্ত হয়ে গেলেতো তাদের লেখা হারিয়ে যাবে । :(

@তার মাঝে যত সম্ভব লিখুন ,পড়বো---- অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ভাইয়া। আশা করি পাশে থাকবেন। আর হা, প্রথম পাতায় আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আপনার লেখাটি দেখেছি, পড়েছিও কিন্তু এই দুষ্টু ব্যস্ততার জন্য মন্তব্য করা হয়ে উঠেনি :( নতুন লেখার অপেক্ষায় রইলাম ।

১০| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ব্যস্ত থাকতে থাকতেই একদিন বুড়ো হয়ে যেতে হয়। অবসর আর হয়ে উঠেনা...

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: @এই ব্যস্ত থাকতে থাকতেই একদিন বুড়ো হয়ে যেতে হয়। অবসর আর হয়ে উঠেনা... --- জী ভাইয়া, কিন্তু বুড়ো হওয়ার আগে যদি ব্যস্ততার জন্য জীবনের সব স্বাদ আহ্লাদ মেটাতে না পারলাম তাহলে কেমন হল :( আর কবে হবে অবসর। একবারে বুড়ো হলেই বুঝি :(

খুব সম্ভবত আমার পোস্ট এ এটা আপনার প্রথম মন্তব্য :D খুবই খুশী হলাম ভাইয়া আপনাকে আমার পোস্ট এ পেয়ে।

১১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২

চঞ্চল হরিণী বলেছেন: এক মহাসংকটময় জীবন । যখন প্রচণ্ড ব্যস্ততা থাকে তখন হাঁফ ছেড়ে বাঁচার জন্য মানুষ সময় খোঁজে, আবার যদি শুধু সময়কেই লুফে নেয় তাহলে জীবন জীবিকা হয়ে পড়ে একেবারেই অনিশ্চিত। তখন যে উদ্দেশ্যে এত সময় দরকার ছিল, দুশ্চিন্তা নামক ঘাতক সেটাও আর ঠিকমত করতে দেয় না। সময় সবচেয়ে বড় মরীচিকা এবং রহস্য। :(

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @এক মহাসংকটময় জীবন । যখন প্রচণ্ড ব্যস্ততা থাকে তখন হাঁফ ছেড়ে বাঁচার জন্য মানুষ সময় খোঁজে, আবার যদি শুধু সময়কেই লুফে নেয় তাহলে জীবন জীবিকা হয়ে পড়ে একেবারেই অনিশ্চিত ---- আসলেই আপু, জীবন বড় সংকটময়। ব্যস্ততা থাকলেও জ্বালা আবার না থাকলেও তো জ্বালা। |-) তবে তারাই এক্ষেত্রে সফল যারা একটু ব্যালেন্স করে চলতে পারে।

অনেক চমৎকার মন্তব্য এর জন্য ধন্যবাদ আপু। ভালোবাসা রইলো আপুর প্রতি।

১২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

ওমেরা বলেছেন: ব্যাস্ততাও আল্লাহর একটা নিয়ামত ! ব্যাস্ত মানেই আপনি ভাল আছেন সুস্থ্য আছেন ।
অনেক ধন্যবাদ আপু।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: @ব্যাস্ততাও আল্লাহর একটা নিয়ামত ! ব্যাস্ত মানেই আপনি ভাল আছেন সুস্থ্য আছেন-- হা ওমেরা আপু, কথা সত্যি। কাজকর্ম না থেকে বেকার হয়ে ঘরে বসে থাকার চেয়ে তো ব্যস্ততা ভালো। কিন্তু মাঝে মাঝে কেমন লাগে কারন এই ব্যস্ততার জন্য জীবনের অনেক স্বাদ মেটানো সম্ভব হয়না আর জীবনে ক্লান্তিও ভর করে অনেক :( তাই ব্যালেন্স করে চলতে হবে এই আরকি ।

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫০

আলআমিন১২৩ বলেছেন: হায়রে....।নদীর এপাড় কহে ছাড়িয়া নিশাঃষ,ওপাড়েতে সর্বসূখ...রিটায়ারড রহিম সাহেবের সময় কাটেনা,আর ওনার....

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @হায়রে....।নদীর এপাড় কহে ছাড়িয়া নিশাঃষ,ওপাড়েতে সর্বসূখ...--- ইহা তো চিরন্তন সত্যি কথা আলআমিন ভাইয়া। পৃথিবীতে ৯৯ দশমিক মানুষ নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট না বলে আমার মনে হয়।

@রিটায়ারড রহিম সাহেবের সময় কাটেনা,আর ওনার..--- হাহা! রহিম সাহেবকে বলেন আমার থেকে একটু ব্যস্ততা নিতে আর তার বিনিময়ে আমাকে একটুখানি অবসর দিতে। কিন্তু আমি ১০০ দশমিক নিশ্চিত ভাইয়া যে, আমার বয়সে রহিম সাহেবও একটুখানি অবসরের জন্য কেঁদেছেন :P অবশ্য তিনি পুরুষ মানুষ তাই তার ব্যাপারে আমি একটু দিধাগ্রস্থ :P

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৪

অচেনা হৃদি বলেছেন: আপু, এই ব্যস্ততা, এই ছুটে চলা জীবন শেষ হবে মৃত্যুর পর ।
আমার বাবা মা যে তাদের চাকরি নিয়ে কত ব্যস্ত ছিলেন ! আমাকে আমার বৃদ্ধা দাদীর কাছে রেখে উনারা কাজে চলে যেতেন । কাজ থেকে ফিরে সবাই ক্লান্ত, তখন কি ছোট ছেলে মেয়েকে আদর করার ইচ্ছে কারো থাকে ?
ভাবতে কষ্ট লাগে । ভাবছি কোন একদিন বাবা মাকে একদম কড়াভাবে শুনিয়ে দেব তারা অন্তত এই ইস্যুতে আমার প্রাপ্য আমাকে দিতে পারেনি । :(

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: @আমার বাবা মা যে তাদের চাকরি নিয়ে কত ব্যস্ত ছিলেন ! আমাকে আমার বৃদ্ধা দাদীর কাছে রেখে উনারা কাজে চলে যেতেন । কাজ থেকে ফিরে সবাই ক্লান্ত, তখন কি ছোট ছেলে মেয়েকে আদর করার ইচ্ছে কারো থাকে ? --- আহারে হৃদি আপু, এই অবস্থা তো এখন ঘরে ঘরে। কিন্তু কিছুতো করারও নেই আপু। কারন কাজ করতে হলে তো বাবা মা কে বাইরে ব্যস্ত থাকতেই হবে আর তারা কাজ করেনও তাদের সন্তানদের ভবিষ্যতের জন্যই। জীবন আর বাস্তবতা বড় কঠিন। অনেক কিছু ছাড় দিতে হয় জীবনে কিন্তু কিছু করার নেই এ ক্ষেত্রে আমাদের।

@
ভাবছি কোন একদিন বাবা মাকে একদম কড়াভাবে শুনিয়ে দেব তারা অন্তত এই ইস্যুতে আমার প্রাপ্য আমাকে দিতে পারেনি
--- কখনো এই কাজ টি করবেন না হৃদি আপু । যদিও বাকি সবকিছুর চাইতে একজন সন্তান তার বাবা মা এর আদরটাই চায় বেশী এবং একজন মেয়ে কিংবা বাবা মায়ের সন্তান হিসেবে বুঝতে পারছি আপনার কষ্ট টা, কিন্ত বাবা মায়েরা কাজ করে শুধুমাত্র তাদের সন্তানদের জন্যই। আর পৃথিবীতে একমাত্র বাবা মা ই আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে।

১৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: হুম, সহমত। আমি অবসর চাই না, একদম ছুটি চাই !! অনেক হয়েছে !!!

ছোট ছোট করে ভালোই বলেছেন। আমারও কিন্তু মাওয়া, গোলাপ বাগান.......যাওয়া হয়নি..... :((

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: @হুম, সহমত। আমি অবসর চাই না, একদম ছুটি চাই !! অনেক হয়েছে !!! ---- --- হাহা! আসলেই অনেক হয়েছে অনেক! আর না ! =p~ কেউ যদি খাওয়া আর বাকি সব খরচ দিত তাহলে আমিও চাই ফুল টাইম অবসর :P


@আমারও কিন্তু মাওয়া, গোলাপ বাগান.......যাওয়া হয়নি..... :((--- আমি যেতে চাই :((

১৬| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: @শুনেছি আজ নাকি বাম গণতান্ত্রিক জোট গঠন হয়েছে। তার আগে বলি, কথায় কথায় যারা বামপন্থিদের ধরে গালাগালি করে এরা কখনোই জানে না বাংলাদেশের বাম দলের কর্মীরা কি পরিমান ডেডিকেটেড ছিল নিজের দেশ দল আর স্বপ্ন নিয়ে----- হাহাহা! কেমন আছেন প্রিয় রাজীব নুর ভাইয়া। আমি রাজনীতি বুঝিনা :( তাই আর কিছু বললাম না ।

ধন্যবাদ।
ভালো থাকুন।

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন ভাইয়া। ভালোবাসা রইলো ভাইয়ার প্রতি।

১৭| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

সিগন্যাস বলেছেন: আহা কি দুঃখ । তবে শত ব্যস্ততার মাঝেও রাতে যখন বই পড়া শুরু করি তখন সব কষ্ট ভুলে যায় । আপনি গভীর রাত্রে মগভর্তি চা নিয়ে হুমায়ুন আহমেদের বই নিয়ে বসে যান । মনে হবে জীবনটাতো খুব সুন্দর

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: @আহা কি দুঃখ--- আসলেই অনেক দুঃখ ভাইয়া :( কতদিন গল্পের বই পড়ি না জানেন ! :(

@তবে শত ব্যস্ততার মাঝেও রাতে যখন বই পড়া শুরু করি তখন সব কষ্ট ভুলে যায় । আপনি গভীর রাত্রে মগভর্তি চা নিয়ে হুমায়ুন আহমেদের বই নিয়ে বসে যান । মনে হবে জীবনটাতো খুব সুন্দর ----- বিষয়টি ভাবতেই তো কত ভালো লাগে যে মধ্যরাতে চা পান করতে করতে গল্পের বই পড়ছি । আহারে আমিও যদি পারতাম আপনার মত। কিন্তু ভাইয়া, সেই উপায় কই ? পরেরদিন তো আবার সকালে অফিসে যাবার জন্য জলদি ঘুম থেকে উঠতে হয় তাই চাইলেও ও রাত জাগা যায়না।

বিঃ দ্রঃ সিগন্যাস ভাইয়া, আপনার কালকের গল্প টা পড়েছি। অনেক ভালো লেগেছে কালকের টা। কিন্তু মন্তব্য করা হয়নি। অপেক্ষা করুন আসছি, আবার পড়বো ও মন্তব্য করবো :D

১৮| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর, ব্লগে এসে কাউকে মন্তব্য না করলে হাতটা কেমন নিশপিশ করে!!!:(

একজনকে দেব বলে ছড়াটা লিখলুম, এখন দেখি সে ফুড়ুৎ....
তাই তোমাকেই দিলুমঃ
শুনতে কি পাও তুমি
ওহে সুন্দরী তমা?
বলে দিনু আমি এই ছড়াটায়
দেব না কোন কমা।।:P

পৃথিবীটা বড় নিষ্ঠুর প্রিয়
বড় কঠিন এর রুপ!
আপন জনের চলে যাওয়া দেখে
হয়ে যাই মোরা চুপ।।:(

কষ্ট তো মোরা প্রতিদিনই পাই
আরো কত রবে জমা!
ছ্যাঁক ম্যাক সব ভুলে গিয়ে তুমি
সব করে দাও ক্ষমা।:P

বিদায় বেলা বলে যাই সখি
যেওনাকো কভু চলে
রাগ হলে দুটো দাবড়ানি দিও :P
তবু কিছু যেও বলে।।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

কথার ফুলঝুরি! বলেছেন:
কবিতা দেখে খুব হয়েছিলাম খুশ :D
কিন্তু আমার জন্য কিনা অন্য আরেকজনের উদ্দেশে লেখা কবিতা ? B:-)
এটা দেখে তো আমি হয়ে গেলাম বেহুঁশ |-)

ওরে আমার প্রিয় কাজিন
শুনে রাখো একটি কথা কঠিন X(( X(( X((
গল্প হোক কিংবা কবিতা
যা, অন্য আরেকজনের উদ্দেশে লেখা
তা কখনো নিবেনা তো কথা :P X((

একটা খুব চাওয়া একজন বিশেষ কবি লিখবে আমার জন্য কবিতা :(
সে চাওয়া হয়নি পূরণ, এই নিয়ে আছে মনেতে ব্যথা :(

মন্ডল ভাই লিখতে চেয়েছে আমাকে নিয়ে একটি গল্প
তাই আমি খুশী অল্প অল্প :#)
গল্প লেখা যখন হবে ফিনিশ
তখন, বেশী খুশীতে হয়ে যাব আমি ভ্যানিশ =p~

১৯| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: কথা আপু! আপনি কতজনের মনের কথা যে লিখে গিয়েছেন! সবারই একই অবস্থা।

বিশেষ করে ব্লগারেরা ব্যস্ততায় ব্লগ থেকে দূরে সরে গিয়েছেন, সেটা খাঁটি কথা। আমিও লম্বা সময় ব্লগ থেকে ব্রেইক নেই ব্যস্ততার কারণে।

ব্যস্ততা থাকলে তো নতুন কিছু করা সম্ভব না, আর যখন থাকেনা তখন ক্লান্তিতে ঘুম, অলসভাবে শুয়ে থাকা ছাড়া অন্যকিছু ভালো লাগেনা। গানটি মনে পড়ে গেল, জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায়না! :(

সুন্দর, আবেগময় কথামালায় লাইক।
শুভেচ্ছা।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

কথার ফুলঝুরি! বলেছেন: @কথা আপু! আপনি কতজনের মনের কথা যে লিখে গিয়েছেন! সবারই একই অবস্থা।---- হাহা! হা, আমি তো জানি আমার সহব্লগার বন্ধু দের মনের কথা 8-|

@বিশেষ করে ব্লগারেরা ব্যস্ততায় ব্লগ থেকে দূরে সরে গিয়েছেন, সেটা খাঁটি কথা। আমিও লম্বা সময় ব্লগ থেকে ব্রেইক নেই ব্যস্ততার কারণে। --- হা আপু, এই দুষ্টু ব্যস্ততা না থাকলে আমরা আরও কত নতুন নতুন এবং সুন্দর সুন্দর লেখা পেতাম তাদের কাছে থেকে সাথে আপনার কাছে থেকেও :(

@ব্যস্ততা থাকলে তো নতুন কিছু করা সম্ভব না, আর যখন থাকেনা তখন ক্লান্তিতে ঘুম, অলসভাবে শুয়ে থাকা ছাড়া অন্যকিছু ভালো লাগেনা--- হা , নতুন কিছু করার জন্য চাই অবসর। কিন্তু সেটি আর কই :( আর হা, যেই একটু অবসর পাই তাও আবার আসে ক্লান্তি নামক আরেক পাজী :((

২০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমরা ব্লগে এসে মন্তব্য না করে চুপচাপ ঘাপটি মেরে থাক কীভাবে??:P

তোমার বিরুদ্ধে অভিযোগ আছে! তুমি নাকি ঠিকমত লাইক দিতে পার না??
আমার পোস্ট একখান লাইক দাও দেখি.....
তোমাকে টেস্ট করি।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: @তোমরা ব্লগে এসে মন্তব্য না করে চুপচাপ ঘাপটি মেরে থাক কীভাবে??:P--- বসে বসে দেখি কে কি করে । হাহাহা :P

@তোমার বিরুদ্ধে অভিযোগ আছে! তুমি নাকি ঠিকমত লাইক দিতে পার না??---- যে অভিযোগ টা এনেছে তিনি সত্যি বলছেন :P কিন্তু তিনি এটা জানেন না যে কথার ফুলঝুরির ভুলে যাওয়ার ব্যারাম আছে :P পোস্ট পড়তে পড়তে তারপর মন্তব্য করতে করতে আর লাইক দেওয়ার কথা মনেই যে থাকেনা :-B

@আমার পোস্ট একখান লাইক দাও দেখি..... --- গতকাল আমি কারও পোস্ট এ লাইক না দেওয়ার রেকর্ড টা ভঙ্গ করেছি :(( তবে আমার দেওয়া প্রথম ৩ টা লাইক এর এখনও দুইটা বাকি আছে :P ভাবছি সেখান থেকে বাকি দুইটার একটা মন্ডল ভাই এবং আরেকটা কাওসার ভাইকে দেই :D

২১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দুঃখিত! :(
আমার অভিযোগ সত্য নয়! (পাগলুকে বিশ্বাস করাটা ঠিক হয় নি!!:()


পুনশ্চঃ
হৈমন্তী গল্পটা আমি ৪-৫দিন আগেই পোস্ট করেছিলুম;)

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @দুঃখিত! :(
আমার অভিযোগ সত্য নয়! (পাগলুকে বিশ্বাস করাটা ঠিক হয় নি!!:()
---- হিহি =p~ না মানে, ব্যাপার টা হচ্ছে, সামু পাগলার পোস্ট এ মন্তব্য করতে করতে আমি লাইক দেওয়ার কথা বরাবরের মত ভুলে গিয়েছিলুম :P কিন্তু এবার তো আমি খেয়ে গেলাম ধরা, কারন মন্তব্বে আমি বলেছিলাম যে লাইক দিব :P ভুলে দেইনি ।
অফিস থেকে বাসায় গিয়ে হঠাৎ মনে হল আরে আমিতো লাইক দিব বলেছি কিন্তু দেইনি :P কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে, দেখি সামু পাগলা বিষয়টি ধরে ফেলেছে :P আর আমিও দিলাম সাথে সাথে লাইক :P

@পুনশ্চঃ
হৈমন্তী গল্পটা আমি ৪-৫দিন আগেই পোস্ট করেছিলুম;)
--- আগে জানতে চাই গল্প টি কেন প্রথম পাতায় দেওয়া হয়নি X(( X(( X(( কাল রাতে গল্পটি একটু একটু পড়েছি, দেখলাম সেখানে আমার নামটিও আছে :#) একটু পর আসছি আবার পড়ে মন্তব্য করবো :-B

২২| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাহ! দারুন কাজিন!
এমন সোজা সত্য কথা ক'জন বলতে পারে!!!!

তুমি মিশুক স্বভাবের, ভালো মানুষ। তবে সমস্যা হল পৃথিবীতে সহজ-সরল মানুষরা একটু বেশী কষ্ট পায়। তোমার হিরো কবি তোমাকে বুঝতে পারবে কি না সন্দেহ!!!! :(

@গল্প টি কেন প্রথম পাতায় দেওয়া হয়নি...
... ঐ গল্প পড়ে অনেকে আমাকে লুল ভাবতে পারে। আমি চাই প্রিয় মানুষগুলোই গল্পটা পড়ুক। তাই প্রথম পেজে দেই নি..:)

পুনশ্চঃ তোমার কবে বিয়ে, আমাদের জানিও..... :P

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: @তুমি মিশুক স্বভাবের, ভালো মানুষ-- --- আরে, মন্ডল ভাই কি আমার সত্যিকারের কাজিন নাকি । তিনি কিভাবে বুঝল আমি মিশুক স্বভাবের :P কথা সত্যি ভাইয়া, তবে আমার যাদেরকে ভালো লাগে শুধুমাত্র তারাই আমার মিশুক স্বভাব দেখতে পায় এবং তারা ভাগ্যবান :P কারন আমি কিন্তু সবার সাথে মিশিনা , কেউ কেউ আবার আমার গুরুগম্ভীর আর ভাব নেওয়া চেহারা ও স্বভাবও দেখতে পায় :P হিহি ! আর আমাকে তো সবাই ভালোই বলে কিন্তু আমিতো আসলে ভালো মানুষ না :(

@তবে সমস্যা হল পৃথিবীতে সহজ-সরল মানুষরা একটু বেশী কষ্ট পায়। -- ইহা সত্য :( চির সত্য :(

@তোমার হিরো কবি তোমাকে বুঝতে পারবে কি না সন্দেহ!!!! আপনার সন্দেহ যথার্থ :( এবং আমার কোন সন্দেহ নেই যে বুঝতে পারবেনা :(

@পুনশ্চঃ তোমার কবে বিয়ে, আমাদের জানিও..... :P---- এই জনমে আর নহে, হে মোর কাজিন :(

২৩| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোবোন,

ব্যস্ত একটু থাকি ঠিকই, কিন্তু কখনযে বোনের পোষ্টটি চোখের আড়ালে চলে গেলো টের পাইনি। আজ শুধু নামের খোজে পেলাম ততক্ষণে সামুর সম্ভবত সপ্তম পাতায় চলে গেছে। বিষয়ের সঙ্গে সহমত। আমার নিজেরই বেশ কয়েকটি পোষ্ট রেডি। সময়াভাবে দিতে পারছিনা। দিনের বেলাতো হয়না, আর রাতে ভাইপোর পড়ানো। সব মিলিয়ে ব্লগ দেখার সময় একটুআধটু বার করলেও টাইপ করার সময় একেবারে নেই।

আমার বোনের অবশ্য এতটা ব্যস্ততা না থাকারই কথা। যাইহোক, সময় পেলে আমরা ব্লগে আসবো। একে অপরকে খুঁজে পেতে।

অনেক অনেক শুভকামনা আমার ছোট্ট বোনকে।

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কথার ফুলঝুরি! বলেছেন:
@ব্যস্ত একটু থাকি ঠিকই, কিন্তু কখনযে বোনের পোষ্টটি চোখের আড়ালে চলে গেলো টের পাইনি-- হা ভাইয়া, আমারও এমন হয়, দেখা গেল এমন সময় একটা ভালো লাগার লেখা দেখলাম যে পরে পড়বো কিংবা মন্তব্য করবো বলে একদম বেমালুম ভুলেই যাই। তাই মাঝে মাঝে প্রিয় মানুষগুলোর ব্লগ টা একটু ঘুরে আসা উচিত।

আমার প্রিয় ভাইয়া যে তার ছোটবোনের খোঁজ নিতে এসেছে দেখে খুবই খুশী হলাম। !:#P

@আমার নিজেরই বেশ কয়েকটি পোষ্ট রেডি। সময়াভাবে দিতে পারছিনা--- হা, ভাইয়া, লেখা লিখতে অবসর লাগে, আর যাই হোক তাড়াহুড়ো করে তো আর লেখালিখি করা যায়না :( কিন্তু কাজ কর্মও তো করতে হবে। তাই ব্যালেন্স করে চলা ছাড়া উপায় নেই।

@আমার বোনের অবশ্য এতটা ব্যস্ততা না থাকারই কথা--- আপনার মত অতটা নেই ঠিক কিন্তু সপ্তাহে একটা দিনই তো একটু অবসর পাই তাও থাকে ক্লান্তি :(

@ সময় পেলে আমরা ব্লগে আসবো। একে অপরকে খুঁজে পেতে।--- অবশ্যই, অবশ্যই :-B যত ব্যস্ততা থাকুক ব্লগের প্রিয় মুখগুলো কে না কি দেখে থাকা যায় 8-|

২৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
ধুমায় লেখুন। মনে যা আসে তাই! আস্তে আস্তে লেখা সাইজে আসবে। আর পড়ুন সবার ব্লগ। দেখবেন স্টাইল চলে এসেছে!

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: @ধুমায় লেখুন। মনে যা আসে তাই-- হাহা! না ভাইয়া, লেখা যখন থেকে প্রথম পাতায় যায় তখন থেকে মনে যা আসে তাই লিখতে পারিনা :P যদিও আগেও অমনটা করতাম না :P এবং আমি মনে করি, হাজারটা মানহীন পচা লেখার চেয়ে একটা মানসম্পন্ন সুন্দর লেখা অনেক ভালো।

@আস্তে আস্তে লেখা সাইজে আসবে। আর পড়ুন সবার ব্লগ। দেখবেন স্টাইল চলে এসেছে! --- হা, ব্লগ একটি লেখা শেখার জায়গাও। চেষ্টা করি সবার লেখা পড়ার ও নিজের লেখাকেও উন্নত করার ।

মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

বিঃ দ্রঃ দেরিতে প্রতিউত্তর এর জন্য দুঃখিত ভাইয়া :(

২৫| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্ট ও মন্তব্য পড়লাম।

সময় বের করে নিতে হয়।

চাকরী করলেতো আর সময়ই নেই, কত শত ইচ্ছা পড়ে থাকে............।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @সময় বের করে নিতে হয়--- হা ভাইয়া, ব্যস্ততা থাকবেই কিন্তু সময় বের করে নিতে হবে এবং ব্যালেন্স করে চলতে হবে।

@চাকরী করলেতো আর সময়ই নেই, কত শত ইচ্ছা পড়ে থাকে--- হা রে ভাইয়া :( কথা ঠিক। সপ্তাহে ৬ দিন সকাল থেকে সন্ধ্যা খাটো আর একটা দিন ছুটি ওইদিন মন চায় ঘুমাই । এই করতে করতে সব ইচ্ছা শেষ :(

বিঃ দ্রঃ দেরিতে প্রতিউত্তর এর জন্য দুঃখিত ভাইয়া :(

২৬| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

তারেক সিফাত বলেছেন: "কেউ আমাকে একটু অবসর দাও, আমি লিখতে চাই, আমি পড়তে চাই"- যারা হয়ত একটু লেখালিখি করে তাদের সবারই মনের কথা এটি।


২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: @"কেউ আমাকে একটু অবসর দাও, আমি লিখতে চাই, আমি পড়তে চাই"- যারা হয়ত একটু লেখালিখি করে তাদের সবারই মনের কথা এটি।---- হা ভাইয়া, আমিতো জানি আমার সহব্লগার বন্ধুদের মনের কথা :P তবুও আমরা সবাই যেন আমাদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে লেখালেখি চালিয়ে যাই।

আমার লেখা পড়া ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ তারেক সিফাত ভাইয়া।

বিঃ দ্রঃ দেরিতে প্রতিউত্তর এর জন্য দুঃখিত ভাইয়া :(

২৭| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: এখন সম্পর্ক রক্ষার্থে সবাই অলস।আপনি তিন দিন এক জনকে স্মরন করে দেখেন সে আপনাকে একদিনও স্মরন করবে কিনা সন্ধেহ।
ব্যস্ত সবাই এটা ঠিক।কিন্তু আমি নিজের বেলায় ব্যস্ত কথাটি অন্য ভাবে বলি।
আমি বলি,ইজি কাজে বিজি ছিলাম। ;)

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @এখন সম্পর্ক রক্ষার্থে সবাই অলস।আপনি তিন দিন এক জনকে স্মরন করে দেখেন সে আপনাকে একদিনও স্মরন করবে কিনা সন্ধেহ।---- ভাইয়া, সম্পর্ক এমন একটা বিষয় যেটি রক্ষা করা কিংবা বাঁচিয়ে রাখার জন্য দুটি পক্ষেরই সমান অবদান প্রয়োজন। যে আপনাকে, আপনার সাথে তার সম্পর্কটাকে ভালোবাসবে সে অবশ্যই শত ব্যস্ততার মাঝেও আপনার সাথে যোগাযোগ রাখবে।

@ইজি কাজে বিজি ছিলাম-- হাহা! এই কথাটি আমিও বলি মাঝে মাঝে দুষ্টুমি করে :P

২৮| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কই লুকাই ছিলে কয়েক দিন???X(


আপু! আপু!
তুমি তো ছিলে না। ব্লগে না, টিএসসির কিস-মিস নিয়ে, সেই হুলুস্থুল কান্ড!!!:P কত পোস্ট এলো! আমি কত শখ করে দু-তিনটা কমেন্ট করলাম। মডুরা একটা মুছে দিল।:(
মুডটাই নষ্ট..... :(

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @কই লুকাই ছিলে কয়েক দিন???X(--- মন মেজাজ ভালো ছিলনা মন্ডল ভাই :(

@আপু! আপু!
তুমি তো ছিলে না। ব্লগে না, টিএসসির কিস-মিস নিয়ে, সেই হুলুস্থুল কান্ড
--- আজকে আসার পর একটা পোস্ট দেখলাম এই বিষয়ে । এইসব বিষয় মানুষ আবার সাপোর্টও করছে দেখলাম। হায়রে কই যাচ্ছি আমরা X((

@আমি কত শখ করে দু-তিনটা কমেন্ট করলাম। মডুরা একটা মুছে দিল।:(--- মন্ডল ভাই, আমরা কিন্তু আপনাকে হারাতে চাইনা :((

২৯| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্যাটা মডুরা কি যে করেছে? X( ঠিকমত নোটিফিকেশন পাচ্ছি না!! সবার পেজে গিয়ে গিয়ে প্রতিউত্তর পড়তে ভালো লাগে??X(


মন্তব্যঃ
কি আর করার! মন থাকলে সেটা তো খারাপ হবেই। তবে আমি হিরো থাকতে তোমার কোন ভয় নেই। কিন্তু কি করা যায়?

আইডিয়া!
ভালো না লাগলে বাসার ছোটদের সাথে গল্প করবে/টুপ করে ব্লগে চলে আসবে। আমরা দু ভাই মিলে আড্ডা দিব...:)

পুনশ্চঃ
ছোট থেকেই আপুদের সাথে আমার ভাব বেশী। ব্লগে এসেও তাই। লুল উপাধিটা মনে হয় পেয়েই যাব...:(
পেলে পাব, তাতে কি!!! আমি কি কাউকেও ডরাইX(

গান গাওঃ
দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে
এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে,
মনটা যেন আজ পাখির ডানা
হারিয়ে যেতে তাই নেই তো মানা
চুপি চুপি চুপি স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে
মন চায়,মন চায়
যেখানে চোখ যায়
সেখানে যাব হারিয়ে...;)



(তোমার ছ্যাঁকা খাওয়া কবি নাতি ডুব মেরেছে, পারলে ওই বাঁদড়টাকে কান ধরে নিয়ে আসো..)

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ব্যাটা মডুরা কি যে করেছে? X( ঠিকমত নোটিফিকেশন পাচ্ছি না!-- আমারও কিছুদিন থেকে এমনটি হচ্ছে :((

@কি আর করার! মন থাকলে সেটা তো খারাপ হবেই-- কথা সত্যি, মাথা থাকলে তো মাথা ব্যথা হবেই :P তাই মন খারাপ যেন না হয় তাই ভাবছি মনটাকে বুড়িগঙ্গা নদীতে গিয়ে ফেলে আসবো :P মন ও নেই মন খারাপের ঝামেলা ও নেই =p~

@ভালো না লাগলে বাসার ছোটদের সাথে গল্প করবে/টুপ করে ব্লগে চলে আসবে--- কিছু কিছু মন খারাপের কোন ওষুধ নেই মন্ডল ভাই :(


@ছোট থেকেই আপুদের সাথে আমার ভাব বেশী। ব্লগে এসেও তাই। লুল উপাধিটা মনে হয় পেয়েই যাব...:(
পেলে পাব, তাতে কি!!! আমি কি কাউকেও ডরাই
--

এই বিষয়ে দুটি লাইন :P

ওরে প্রিয় কাজিন আমার
কে কি বলে তাতে কি আসে যায় আপনার B:-/
আপুদের সাথে ভাব বেশী
এটা তো খুশীর কথা :-B
পেলে পাক তাতে, অন্যরা মনে তে ব্যথা :P
দেখি কে দেয় আপনাকে উপাধি লুল X((
বলে দিচ্ছি আমি কথা, থাকবেনা তার মাথায় একটাও চুল X((

@তোমার ছ্যাঁকা খাওয়া কবি নাতি ডুব মেরেছে, পারলে ওই বাঁদড়টাকে কান ধরে নিয়ে আসো--- আসলেই তো , কই গেল আমার নাতি :( নাতি আমাকে নিয়ে একটি কবিতা লেখার পারমিশন চেয়েছিল :P ভাবলাম যাক, নানা না হয় না ই লিখল, নাতিই না হয় লিখুক একটি কবিতা :P কিন্তু কি পোড়া কপাল আমার নাতিও দেখি উধাও :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.