![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
তোমায় নিয়ে জোছনা দেখব হাতে রেখে হাত
তোমায় নিয়ে পার করবো অনেক নির্ঘুম রাত !
তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজবো ছেড়ে এলো চুল
তোমায় নিয়ে পাড়ি দিব সাগর অকূল !
তোমায় নিয়ে রাতের আকাশে দেখবো আমি তারা
তোমায় নিয়ে শুকনো বালুচরে হব বাঁধনহারা !
তোমায় নিয়ে হারিয়ে যাব শত কাজের ফাঁকে
তোমায় নিয়ে হেটে বেড়াবো দূরের নদীর বাঁকে !
তোমায় নিয়ে দূর আকাশে উড়াবো আমি ঘুড়ি
তোমায় নিয়ে মুঠো ভরে কিনবো আমি চুড়ি !
বিঃ দ্রঃ কবিতাটি আজকে থেকে প্রায় ১০ বছর আগে লেখা কিশোরী বয়সে লেখিকার মনে যখন সবেমাত্র প্রেম আর ভালোবাসার অনুভূতিগুলো ডানা মেলতে শুরু করেছিল তখনকার সময়ে লেখা কবিতা এটি। তখন লেখিকার জীবনে বাস্তবে কোন বিশেষ ব্যক্তি ছিলনা, তাই পুরোটাই তখনকার সময়ে লেখিকার ভবিষ্যৎ স্বপ্নপুরুষকে নিয়ে কল্পনা আর স্বপ্ন থেকে লেখা
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: @এখনকার স্বপ্নপুরুষ কে শুনি!!!!!--- হিহি ভাইয়া, আছে একজন আমার বিশেষ কবি
২| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার নিস্পাপ প্রত্যাশা !!
আপনার প্রত্যাশা বাস্তবায়িত হোক।
শুভ কামনা রইলো
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩
কথার ফুলঝুরি! বলেছেন: @চমৎকার নিস্পাপ প্রত্যাশা-- হা নুরু ভাইয়া, কিশোরী বয়সের প্রত্যাশা গুলো এমনই নিষ্পাপ।
@আপনার প্রত্যাশা বাস্তবায়িত হোক--- ধন্যবাদ ভাইয়া, আপনার শুভকামনার জন্য
৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮
রাকু হাসান বলেছেন: বাহ,কি চমৎকার ভাবনা । ১০ বছর আগের! ভাবনা গুলো কিশোরী কিশোরী ..কিউট কিউট লাইন
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: @১০ বছর আগের--- হা ভাইয়া, তবে এক্স্যাক্ট হিসাব করলে হয়তো একটু বেশী হবে
@ভাবনা গুলো কিশোরী কিশোরী ..কিউট কিউট লাইন --- কিশোরী বয়সের ভাবনাতো তাই হয়তো একটু বেশী কিউট
৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: দশ বছর আগের!!!!
মনোমুগ্ধকর।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: @দশ বছর আগের!!!!--- হা ভাইয়া, আপনার বোনটার মনে সেই পিচ্চিকাল থেকেই প্রেম বেশী
@মনোমুগ্ধকর-- প্রিয় ভাইয়ার কাছে কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম ।
৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০
ওমেরা বলেছেন: আপু আপনার ভাবনা গুলো খুব সুন্দরই ছিল । কিন্ত আমি কখনোই এমন করে ভাবতে পারিনি এখনো না , আমি যে ঘুম কুমারী ,আর বৃষ্টি খুবই অপছন্দ ।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: @আপু আপনার ভাবনা গুলো খুব সুন্দরই ছিল --- তাই, আপু ! আমার কৈশোর এর ভাবনা আপুর কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো খুব।
@কিন্ত আমি কখনোই এমন করে ভাবতে পারিনি এখনো না , আমি যে ঘুম কুমারী ,আর বৃষ্টি খুবই অপছন্দ । --- হাহা, আপনার মনেও হয়তো আপু এমন অনেক ভাবনা আছে, কিন্তু প্রকাশ নেই হয়তোবা।
আমিও তো ঘুম কুমারী আপু
তবে আপু আপনার কাছে বৃষ্টি ভালো লাগেনা ? বলেন কি আপু, বৃষ্টি দেখলে তো আমি পাগল হয়ে যাই
বৃষ্টি আমার অসম্ভব পছন্দ।
৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।
তোমায় নিয়ে জোসনা দেখব হাতে রেখে রাত, আচ্ছা এখানে রাত হবে নাকি 'হাতে রেখে হাত' হবে ।
কবিতায় ++
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: @প্রীশু নিয়েন--- ভাইয়া, প্রীশু শব্দটির অর্থ খুজলাম মাত্র গুগল এ, কিন্তু পেলাম না যাই হোক, আমার মনে হয় এটার মানে শুভেচ্ছা । নতুন একটি শব্দ জানা হল।
@তোমায় নিয়ে জোসনা দেখব হাতে রেখে রাত, আচ্ছা এখানে রাত হবে নাকি 'হাতে রেখে হাত' হবে ।-- হা ভাইয়া, ওটা হাতই হবে টাইপিং মিস্টেক খেয়াল করিনি । অনেক ধন্যবাদ ভাইয়া এমন বিশাল একটি ভুল ধরিয়ে দেবার জন্য। একটি লেখা পোস্ট করার আগে কয়েকবার পড়ি কিন্তু হয়ে যায় মাঝে মাঝে দু একটা ভুল চোখের আড়াল। তবে ভাইয়ারা যদি সেটা ইগনোর না করে ধরিয়ে দেয় তাহলে খুশী হই আমি খুব।
@কবিতায় ++ -- অনেক বেশী খুশী হলাম ভাইয়া প্লাস পেয়ে সাথে অনুপ্রানিত ।
৭| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০
তারেক_মাহমুদ বলেছেন: দূরন্ত কিশোরীর মধুর ভাবনা। কৌশরের ভাবনাগুলো এমনি বাধনহারা। লাইক দিলাম।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: @দূরন্ত কিশোরীর মধুর ভাবনা-- তারেক ভাইয়া, শুধু কিশোরীর ভাবনাগুলোই দুরন্ত ছিল, কিশোরী নিজে কিন্তু এই বিষয়ে একটুও দুরন্ত ছিলনা তখন হাহা
@কৌশরের ভাবনাগুলো এমনি বাধনহারা--- হা, তখনকার ভাবনা আর জীবন সবকিছুই অন্যরকম ভালোলাগা।
@লাইক দিলাম--- লাইকের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
৮| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫
ইব্রাহীম আই কে বলেছেন: এত বছর আগের লেখা। এতদিন পর আমাদের জন্য।
ভালো ছিল মনে হয় সেই দিনগুলো
৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০
কথার ফুলঝুরি! বলেছেন: @এত বছর আগের লেখা। এতদিন পর আমাদের জন্য--- হাহা! ভাইয়া, সামুর বদৌলতে আমার ভাবনাগুলো আপনাদের পর্যন্ত নিয়ে আসতে পেরেছি তাতে সামুর প্রতি কৃতজ্ঞ । যখন এটা লিখেছিলাম তখনকি ভেবেছিলাম, যে কোন এক সময়ে এই লেখা আপনারা পড়বেন
@ভালো ছিল মনে হয় সেই দিনগুলো--হা, অনেক ভালো ছিল। কিন্তু শুধু পড়াশোনা আর পড়াশোনা আমার ভাবনাগুলোই কিন্তু শুধু এমন রোমান্টিক ছিল ভাইয়া
ঐ সময়ে আমিতো পড়াশোনা ছাড়া কিছুই বুঝতাম না
শুধু ভাবনা আর কল্পনার দৌড়ই ছিল বহুদুর
বাস্তবে না।
৯| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Click This Link
৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: হা মামুন ভাইয়া, পড়লাম আপনার কবিতা। ভালো লেগেছে ।
শুভকামনা ভাইয়ার জন্য।
১০| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: আমারই তো অনেক কিছু বলতে ইচ্ছে করছে। কিন্তু বোনের সুপ্ত বাসনা চুপিচুপি পড়ে বিদায় নিলাম। কামনাকরি ইচ্ছে ডানায় ভর করে পৌঁছে যায় যেন তেপান্তরে। সুন্দর ইচ্ছে। লাইক দিয়ে কবিতায় মুগ্ধতা রেখেগেলাম।
শুভকামনা রইল।
৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
কথার ফুলঝুরি! বলেছেন: @আমারই তো অনেক কিছু বলতে ইচ্ছে করছে। কিন্তু বোনের সুপ্ত বাসনা চুপিচুপি পড়ে বিদায় নিলাম-- হাহা! যা বলতে ইচ্ছে হচ্ছে বলে ফেলুন না পদাতিক ভাইয়া। আমরাও জানি আমাদের ভাইয়ার ইচ্ছেগুলো
@কামনাকরি ইচ্ছে ডানায় ভর করে পৌঁছে যায় যেন তেপান্তরে। সুন্দর ইচ্ছে-- শুভকামনার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। এর মধ্যে কিছু ইচ্ছে কিন্তু পূরণ হয়েছে এখন আপনাদের শুভকামনায় যদি বাকিগুলোও আল্লাহ্ পূরণ করে দেয়
১১| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
ইচ্ছে করে জোৎস্না রাতে
তোমায় নিয়ে ঘুরি,
ইচ্ছে করে তোমার হাতে
পড়াই রঙিন চুড়ি।
ইচ্ছে করে ভিজি বর্ষায়
ঘুরি সারাবেলা,
ইচ্ছে করে কাটাই সময়
খেলি নতুন খেলা।
ইচ্ছে করে হারাই আমি
তোমার কালো কেশে,
ইচ্ছে করে থাকি সদায়
তোমার সাথে মিশে।
ইচ্ছে করে দেখি তোমায়
অযুত বছর ধরে,
ইচ্ছে আমার থাকি যেন
তোমায় শুধু ঘিরে।
.......................... কিশোর বেলার রুমান্টিক ভাবনা................. ভাল লাগলো, আপু
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া আপনার কবিতা পড়েতো আমি মুগ্ধ ভাইয়া আপনি মাঝে মাঝে কবিতা লিখবেন প্লিজ আর রোমান্টিক গল্প
তবে ইদানিং আপনি অনেকদিন পর পর নতুন লেখা পোস্ট করেন
আমার কিশোর বেলার রোমান্টিক ভাবনা ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া
১২| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
মিথী_মারজান বলেছেন: প্রতিটা ভাবনাই সহজ সরল আর প্রতিটা ভাবনাই খুব সুন্দর!
ঐ বয়সে আমিও ঠিক এভাবেই ভাবতাম।
দারুণ তো!!!
ভাবনাগুলো এতোটা কিভাবে মিলে গেলো ফুলঝুরি!!!
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: @ ভাবনাই সহজ সরল আর প্রতিটা ভাবনাই খুব সুন্দর!--- আমার ভাবনাগুলোযে এমনই আপু। সহজ সরল
@ঐ বয়সে আমিও ঠিক এভাবেই ভাবতাম-- হা আপু, যখন প্রথম মনের ভেতরে অনুভূতিগুলো ডানা মেলে তখন ভাবনাগুলো এমনই হয় । তবে আমার ভাবনাগুলো এখনও এমন বুড়ো হয়ে গেলেও এমনই থাকবে
@ভাবনাগুলো এতোটা কিভাবে মিলে গেলো ফুলঝুরি!!! -- বাহ আপু, বোনে বোনে মনের মিল হয়ে গিয়েছে
বি দ্রঃ অনেকদিন পর প্রিয় আপুটাকে পেয়ে বেশ ভালো লাগছে ।
১৩| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
রঙিন কবিতার রঙধনু! ভাল লাগবেই!
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @রঙিন কবিতার রঙধনু! ভাল লাগবেই!-- আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা ভাইয়া । খুশী হলাম জেনে
১৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
"ইদানিং আপনি অনেকদিন পর পর নতুন লেখা পোস্ট করেন"
এখন মাসে ৫-৬টির বেশি পোস্ট করবো না; চেষ্টা করবো কোয়ান্টিটি নয়; লেখার কোয়ালিটি মেইনটেইন করতে। এজন্য প্রতিটি লেখায় অনেক সময় ব্যয় করছি; তথ্যগুলো নির্ভুল দেওয়ার চেষ্টা করছি। পাঠকরা যেন লেখাটি পড়ে সন্তুষ্ট হন, সে বিষয়টি মাথায় রাখছি।
ধন্যবাদ, আপু............
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২১
কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া একদম আমার মনের কথা বলে দিয়েছেন। আমিও সেটা মনে করি যে লেখার কোয়ান্টিটি নয় কোয়ালিটি হচ্ছে আসল। একগাদা মানহীন লেখার চেয়ে একটা মানসম্মত লেখা অনেক বেশী দামী।
@এখন মাসে ৫-৬টির বেশি পোস্ট করবো না; চেষ্টা করবো কোয়ান্টিটি নয়; লেখার কোয়ালিটি মেইনটেইন করতে--- কিন্তু ভাইয়ার লেখার ক্ষেত্রে আমিতো কখনো কোয়ান্টিটি এবং কোয়ালিটির অসামঞ্জস্যতা দেখিনি। আপনার প্রতিটি লেখার কোয়ালিটি অনেক বেশী হাই এবং অন্যসবার থেকে একদম আলাদা আপনার প্রতিটি লেখা। একটি লেখা লিখতে আপনি যে অনেক বেশী পড়াশোনা করেন, সময় ও শ্রম দেন তা আপনার লেখা দেখেই যে কেউ বলে দিবে।
আর সবজায়গায়ই দু একজন মানুষ থাকবে যাদের কাছে আমাকে ভালো লাগবেনা, আমার লেখা বা অন্যকিছু ভালো লাগবেনা, আমি যতই ভালো হইনা কেন। কিন্তু তাই বলেকি আমি কিছুনা ? আমিতো জানি আমার কি আছে, এবং এরকম দু একজন কে
ইগনোর করে যারা আমাকেে এপ্রিসিয়েট করে আমি তাদেরকে বিবেচনা করে সামনে আগানোর চেষ্টা করি এবং ওইরকম দু একজনকে জাস্ট পাত্তা না দিয়ে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নেই। আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। জাস্ট গো এহেড প্রিয় ভাইয়া।
বিঃ দ্রঃ ভাইয়া যখন থেকে হঠাৎ খুব বেশী ব্যস্ত হয়ে গেল আমি কিন্তু তখনই বুঝতে পেরেছিলাম ভাইয়া আসলে অতটা ব্যস্ত হয়নি
১৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:১৫
চাঙ্কু বলেছেন: হাত ভরে চুড়ি কিনতে দেখছি কিন্তু মুঠো ভরে চুড়ি কিনে কেমনে?
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: @হাত ভরে চুড়ি কিনতে দেখছি কিন্তু মুঠো ভরে চুড়ি কিনে কেমনে?--- হাহাহা চাঙ্কু ভাইয়া চুড়ি কেনা আর চুড়ি পরার মধ্যে গোল পাকিয়ে ফেলেছেন
হাত ভরে চুড়ি পরাও যায় আবার হাত ভরে চুড়ি কেনাও বলা যায়, কিন্তু মুঠো ভরে শুধু চুড়ি কেনা যায়, পরা না।
আগে মুঠো ভরে চুড়ি কিনে তারপর না হাত ভরে পরব ।
মন্তব্য এর জন্য ধন্যবাদ চাঙ্কু ভাইয়া।
১৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৩:১৫
চঞ্চল হরিণী বলেছেন: কিশোরী বেলার মিষ্টি ইচ্ছেগুলো পড়লাম আপু। আমিও হারিয়ে গেলাম আমার কিশোরী বেলার প্রেমানুভূতিতে । খুব মিষ্টি লাগলো। আর কাওসার ভাইয়ের ইচ্ছে ছড়া পড়েও খুব ভালো লাগলো।
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @কিশোরী বেলার মিষ্টি ইচ্ছেগুলো পড়লাম আপু। আমিও হারিয়ে গেলাম আমার কিশোরী বেলার প্রেমানুভূতিতে-- আসলেই আপু, সেই দিনগুলো কি সুন্দর ছিল। যদিও মনের মধ্যে এই ধরনের প্রেমের অনুভূতি ছিল কিন্তু তখন তো পড়াশোনা ছাড়া আর কিছু বুঝতামই না । মনেই মনেই শুধু প্রেমের দৌড়টা বেশী ছিল বাস্তবে না । হাহা।
@খুব মিষ্টি লাগলো।-- আমার কিশোর বেলার অনুভূতি আপুর কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু।
@কাওসার ভাইয়ের ইচ্ছে ছড়া পড়েও খুব ভালো লাগলো। -- হা আপু, আমিতো ভাইয়ার রোমান্টিক কবিতা পড়ে মুগ্ধ। তিনি অল রাউন্ডার । যেমন অন্য লেখা লিখেন, গল্প লিখেন তেমন কবিতাও সেই লিখেন। শুধু কবিতাগুলো পোস্ট আকারে লিখেন না
১৭| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭
সামিয়া বলেছেন: সহজ সরল প্রাঞ্জল শব্দচয়নে গুছিয়ে মনের ভাব ব্যাক্ত করেছেন। ভালোলাগা --------
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন: @সহজ সরল প্রাঞ্জল শব্দচয়নে গুছিয়ে মনের ভাব ব্যাক্ত করেছেন-- কবিতা লেখার সময়টা তো কিশোর বেলার তাই হয়তো তবে এখনও আমি সেই একইরকম ভাবে লিখি সহজ আর সরল ।
কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম সামিয়া আপু। অনেক শুভকামনা ও ভালোবাসা আপুটার জন্য।
১৮| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: (মন্তব্য দুটি রাতেই লিখেছিলাম। প্রতিউত্তর করবেনা দেখে রাতে কমেন্ট করি নি। এখন অবস্য একটু এডিট করে দিলুম...)
হায় হায়!
পোস্ট তো আলোচিত অংশে চলে গিয়েছে। এখন তো বুঝিয়া শুনিয়া মন্তব্য করিতে হইবেক??
1. পড়লুম সেই ছড়া
কিশোরীর লেখা ভালো।
তবু কেন লেখা পড়ে
মুখ হলো মোর কালো?
.....
২, তোমার কবি কেমন হিরো
দেখতে কি খুব ভালো?
ব্যাটা কবি সব খানেতে!
জ্বালো আগুন জ্বালো।
গানাঃ
বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে....
★তুমি তো প্রেমের সাগর!!!! তা নাবিক সিনবাদ(কবি) কই? জলদস্যুরা তাকে লুট করেছে নাকি?? নাকি দিক হারিয়ে মৃত সাগরে হাবুডুবু খাচ্ছে??
পুনশ্চঃ
আজকে চুড়ি দিতে পারবো না। কবির সাথে আমার বিদ্রোহ। যেই লেখায় কবি থাকবে, সেখানে লাইক প্রদান করা হইবে না।
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: @(মন্তব্য দুটি রাতেই লিখেছিলাম। প্রতিউত্তর করবেনা দেখে রাতে কমেন্ট করি নি। এখন অবস্য একটু এডিট করে দিলুম...-- হাহা
ভালো করেছেন মন্ডল ভাই । আসলেই রাতে করতে পারতাম না প্রতিউত্তর
তবে এখনও দেরী হয়ে গেল বলে দুঃখিত
@পোস্ট তো আলোচিত অংশে চলে গিয়েছে। এখন তো বুঝিয়া শুনিয়া মন্তব্য করিতে হইবেক??--হাহা। জী রাতে ছিল আলোচিত অংশে
@পড়লুম সেই ছড়া
কিশোরীর লেখা ভালো।
তবু কেন লেখা পড়ে
মুখ হলো মোর কালো?
হাহা। মুখ কালো হয়েছে কেন
লক্ষন তো ভালো নয়
মন্ডল ভাই এর কবিতা ভালো লাগবেনা
তা কি করে হয়
@তোমার কবি কেমন হিরো
দেখতে কি খুব ভালো?
ব্যাটা কবি সব খানেতে!
জ্বালো আগুন জ্বালো।
আমার কবি যেমনই হোক তিনিই আমার প্রিয়
সব খানেতে থাকবেই তো কবি
মনেতে যে তার ই ছবি
যতই বলেন ভাই, আগুন জ্বালো আগুন জ্বালো
মনেতে আগুন জ্বলছে তবুও, কবিই যে আমার কাছে ভালো
@তুমি তো প্রেমের সাগর!!!! তা নাবিক সিনবাদ(কবি) কই? জলদস্যুরা তাকে লুট করেছে নাকি?? নাকি দিক হারিয়ে মৃত সাগরে হাবুডুবু খাচ্ছে??
---
আমার প্রেমের সাগরে আমিই হাবুডুবু খাই
কবি একটা পচা তাই কবির দেখা নাই
@আজকে চুড়ি দিতে পারবো না। কবির সাথে আমার বিদ্রোহ। যেই লেখায় কবি থাকবে, সেখানে লাইক প্রদান করা হইবে না-- কি বলেন কি এসব প্রিয় কাজিন আমার আমার কবির সাথে বিদ্রোহ যে হলে দুঃখ পাবে কাজিন আপনার
১৯| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার লেখা পড়ে হাসতে গিয়ে গতকাল আম্মুর হাতে ধরা পড়েছিলাম..! ছড়াঃ
দশটি বছর আগে
কোন এক সাঁঝে,
কিশোরীর সেই কথা
এখনো কানে বাজে।
প্রেম না করে, কেন আমি
হিরো হলাম হায়?
আপুদের দেখলে আমি
আমার মাঝে নাই। (ব্লগের সবাই কিন্তু আমার কাজিন)
আমিও ভাই ঠিক করেছি
করবো নাকো বিয়ে(আরো কয়েক বছর)
বিয়ে করলেই শেষ হবে মোর
হিরোগিরি আর ইয়ে(লুলামি)
পুনশ্চঃ (একটা ধাঁধা দিলুম)
প্রেমের কবিতা লিখতে আমার ভালো লাগে না। যে আমাকে পছন্দ করে না, তার জন্য দেবদাশ হবার ইচ্ছা আমার নাই। আমার হৈমন্তী হলেই চলবে, প্রিয়াঙ্কা চোপড়াকে দিয়ে আমার কী হইবে??
৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: @তোমার লেখা পড়ে হাসতে গিয়ে গতকাল আম্মুর হাতে ধরা পড়েছিলাম..--- আমার কিশোর বেলার এত সুন্দর রোমান্টিক ভাবনা পড়ে আপনার হাসি আসছে তাও এত হাসি
মন্ডল ভাই এর জন্য আমি নিয়ে এসেছি এক আইডিয়া
কেমন হল আমার আইডিয়া তা জানাবেন চিন্তা ভাবনা করিয়া
সালমান খান মেয়েদের হিরো তা নিশ্চয় জানা আছে ভাই
তাইতো, হিরো হতে হলে আপনাকেও সালমানের মত চিরকুমার হওয়া চাই
আমার মত বিয়ের চিন্তা দিয়ে দেন মাথা থেকে একেবারেই বাদ
কি আর হবে বিয়ে করে, জীবনটা অযথাই বরবাদ
@পুনশ্চঃ (একটা ধাঁধা দিলুম)
প্রেমের কবিতা লিখতে আমার ভালো লাগে না। যে আমাকে পছন্দ করে না, তার জন্য দেবদাশ হবার ইচ্ছা আমার নাই। আমার হৈমন্তী হলেই চলবে, প্রিয়াঙ্কা চোপড়াকে দিয়ে আমার কী হইবে?? -- আহারে হৈমন্তীর জন্য যদি দুইটা লাইন লিখতেন কি যে খুশী হতো তিনি হৈমন্তীরা কিন্তু ভালোবাসে বেশী আর অল্পতেই অনেক খুশী হয় ভাইয়া, শুধু একটু ভালোবাসা হলেই তাদের সব পাওয়া হয়ে যায়, কিন্তু হৈমন্তীরা কিছুই পায়না কষ্ট ছাড়া
আর প্রিয়াঙ্কা চোপড়ারা ভালোবাসে কম কিন্তু তারা সব চায় এবং পায়ও সব
বিঃ দ্রঃ অনেক বেশী বলে ফেললামগো কাজিন। কিন্তু ধাঁধার উত্তর তো পেলাম না
২০| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২
কাওসার চৌধুরী বলেছেন:
ব্যক্তি জীবনে আমি খুবই নিরিবিলি ও ভাবুক মানুষ; আমি সব সময় বিতর্ক এড়িয়ে চলতে চেষ্টা করি; কাউকে কথা দিয়ে, আচরণ দিয়ে কখনো কষ্ট দেই না। আমার বয়সে অনেক ছোট কাউকেও তুই বলি না; রেস্টুরেন্টে বসে লাগামহীন আড্ডা দিতে পারি না; গানের আসরেও খুব ভাল লাগলে হাততালি দেই; ব্যাস এটুকুই। এগুলো আমার চারিত্রিক দূর্বলতা।
এজন্য কেউ আমার অনেক বড় কোন ক্ষতি করলেও বাজে কোন কথা বলি না; নীরবে সহ্য করি। আমার এ বিষয়গুলো পরিবারের লোকজন, প্রতিবেশী; নিকটাত্মীয় ও পরিচিত জন জানেন। কিন্তু কেউ যখন আমাকে না জেনে অযথা বাজে কথা বলেন; কোন কারণ ছাড়াই ঝগড়া করতে আসেন; উদ্দেশ্য প্রনোদিত হয়ে এটাক করেন; তখন খুব মুষড়ে যাই, কষ্ট পাই, হতাশ হই।
একটা সময় আসে যখন নিজেকে চুপচাপ দৃশ্যপট থেকে সরিয়ে নেই; আগ্রহ হারিয়ে ফেলি। তবে ব্লগে লেখবো। আগের মতো না হলেও মাসে ৫-৬ টি লেখা পোস্ট করার চেষ্টা করবো। আরেকটি কথা, আজকে অন্য একটি পোস্টে আমার মনের মতো করে একটি কমেন্ট করেছেন; একদম আমার মনের কথাগুলো চমৎকারভাবে বলেছেন এজন্য কৃতজ্ঞতা রইলো।
পরিশেষে বলবো, আপনি লেখুন। আমার আশীর্বাদ সব সময় প্রিয় আপুর জন্য আছে।
৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: @ব্যক্তি জীবনে আমি খুবই নিরিবিলি ও ভাবুক মানুষ; আমি সব সময় বিতর্ক এড়িয়ে চলতে চেষ্টা করি; কাউকে কথা দিয়ে, আচরণ দিয়ে কখনো কষ্ট দেই না-- ভাইয়ার সাথে আমার দেখি একটু মিল আছে । শুধু একটু অমিল, আমি নিরিবিলি আর ভাবুক অনেক সময়, তবে মাঝে মাঝে আবার ভীষণ আড্ডাবাজ কিন্তু আমি সবার সাথে মিশিনা যাদেরকে আমার ভালো লাগে শুধু তারাই আমার এই রূপ টা দেখতে পায় আমি একটা মিক্সড ক্যারেক্টার
@এজন্য কেউ আমার অনেক বড় কোন ক্ষতি করলেও বাজে কোন কথা বলি না; নীরবে সহ্য করি। আমার এ বিষয়গুলো পরিবারের লোকজন, প্রতিবেশী; নিকটাত্মীয় ও পরিচিত জন জানেন। কিন্তু কেউ যখন আমাকে না জেনে অযথা বাজে কথা বলেন; কোন কারণ ছাড়াই ঝগড়া করতে আসেন; উদ্দেশ্য প্রনোদিত হয়ে এটাক করেন; তখন খুব মুষড়ে যাই, কষ্ট পাই, হতাশ হই---- এই বিষয়টা তে পুরোপুরি মিল আছে ভাইয়া আমি সাধারণত কাউকে কিছু বলিনা তবে বেশী কষ্ট পেলে আপন কেউ হলে তার উপর অভিমান করি আর কারও উপর অনেক রাগ হলেও তার সাথে কথা বলা বন্ধ করে দেই কিন্তু আর্গুমেন্ট আমার একদম পছন্দ না ।
@একটা সময় আসে যখন নিজেকে চুপচাপ দৃশ্যপট থেকে সরিয়ে নেই; আগ্রহ হারিয়ে ফেলি। তবে ব্লগে লেখবো। আগের মতো না হলেও মাসে ৫-৬ টি লেখা পোস্ট করার চেষ্টা করবো--- আশা করি ভাইয়া আমাদের মাঝে থাকবেন সবসময়।
@আরেকটি কথা, আজকে অন্য একটি পোস্টে আমার মনের মতো করে একটি কমেন্ট করেছেন; একদম আমার মনের কথাগুলো চমৎকারভাবে বলেছেন এজন্য কৃতজ্ঞতা রইলো-- আমি ধন্য ভাইয়া যে ব্লগে আমি আপনার মত এক ভাইয়ার দেখা পেয়েছি । সেই প্রথম থেকে আপনি আমাকে সবসময় উৎসাহ আর সাপোর্ট দিয়ে আসছেন। আমি যা বলেছি, কেউ হয়তো বলতে পারে স্বজনপ্রীতি। কিন্তু আমি সবসময় বলিনা আর যখন বলি সঠিক টা বলি।
২১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
তারেক ফাহিম বলেছেন: কবিতায় মুগ্ধতা।
কিশোর বয়সের শুনে আরও ভালো লাগছে।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতায় মুগ্ধতা।-- আপনার ভালোলাগায় অনুপ্রানিত হলাম তারেক ভাইয়া।
@কিশোর বয়সের শুনে আরও ভালো লাগছে--- হা ভাইয়া, আজ থেকে প্রায় ১০ বছর আগের লেখা। এক্সাট হিসেব করলে আরও একটু বেশীও হতে পারে
২২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
ল বলেছেন: মনোমুগ্ধকর
বিশুদ্ধ প্রেমের খুঁজে---বিশুদ্ধ হৃদয়
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @মনোমুগ্ধকর-- আপনার ভালো লাগায় আমি অনুপ্রানিত ও খুশী হলাম ল ভাইয়া।
@বিশুদ্ধ প্রেমের খুঁজে---বিশুদ্ধ হৃদয়--- এক বিশুদ্ধ কিশোরীর বিশুদ্ধ মন খুঁজে ফিরত বিশুদ্ধ প্রেম
বিঃ দ্রঃ আচ্ছা নামের ক্ষেত্রে এত কিপ্টামি কেন ভাইয়া তবে ইউনিক হয়েছে "ল"
২৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৭
ল বলেছেন: ধন্যবাদ ভাইআ আ আ আ আ আআআ।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮
কথার ফুলঝুরি! বলেছেন: @ধন্যবাদ ভাইআ আ আ আ আ আআআ। --- হাহাহা আ আ আ আ আ আ
শুভকামনা ও ভালোবাসা রইল "ল" ভাইয়ার প্রতি।
২৪| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬
সামিয়া আক্তার শেহা বলেছেন: বাহ,কি চমৎকার ভাবনা।পড়ে খুব ভাল লাগল।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ,কি চমৎকার ভাবনা।পড়ে খুব ভাল লাগল। --- শুভ সকাল সামিয়া আপু। আমার কিশোর বেলার রোমান্টিক ভাবনা আপনার কাছে ভালো লাগায় আমি খুব খুশী
কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ আপু। শুভকামনা ও ভালোবাসা রইল আপনার জন্য।
২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ওফ কি কিউট একখান কোবতে.....
ঠিক তোমার মতো
তা স্বপ্নপুরুষের দেখা পেলা
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: @ওফ কি কিউট একখান কোবতে.....
ঠিক তোমার মতো -- বলে কি, আমি কিউট
আমার কলিগরা কিন্তু আমাকে লেডি ডন নাম দিয়েছে, সাবধান
@তা স্বপ্নপুরুষের দেখা পেলা )-- জি পেয়েছি, সেই কবে
তার সাথে পরিচয় নেই বুঝি আপনার
তাহলে নিচের লেখাটি পড়ুন
আমার বিশেষ কবি, আমার মদন চাঁদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: এখনকার স্বপ্নপুরুষ কে শুনি!!!!!
