নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

প্রেম বিষয়ক ম্যাও প্যাঁও ক্যাও ছড়া "প্রেম সমাচার" নিয়ে কথার ফুলঝুরির ম্যাও প্যাঁও ক্যাও পোস্ট :P

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪



একে একে দুই হয়
দুয়ে দুয়ে চার
তুমি আমি দুয়ে মিলে হয়
প্রেম সমাচার =p~

প্রেম নাকি অন্ধ জানি
প্রেমের মরাও ডুবেনা জলে
প্রেমকে যদি স্বর্গ মানি
নরক দূর হোক প্রেমের ছলে !:#P

প্রেমে খায় সব হাবু ডুবু
প্রেম করে দেয় যাকে তাকে কাবু :((
প্রেমে আছে বিরহের ভয়
প্রেম করে যাই আমরা তবু :P

প্রেমের টানে ঘর বাড়ী ছাড়ি
প্রেম না পেয়ে অকালে মরি :(
প্রেমের কালো যাদুর আছরে
উদ্ভট সব পাগলামি করি :P

সব শেষে তাই বলি
প্রেম হোক সত্য
প্রেম হোক মহান
প্রেম হোক নির্ভেজাল
কবিতায় কবিতায় গাই প্রেমের জয়গান !:#P

বিঃ দ্রঃ অফিসে কাজ করতে করতে দম ফেলার উপায় নেই এই অবস্থা :(( তাই মন আর মাথাটা কে একটু অন্য দিকে নেওয়ার চেষ্টায় লিখলাম, রাজীব নূর ভাইয়ার ভাষায় ম্যাও ম্যাও =p~ মোঃ নিজাম উদ্দিন মন্ডল ভাইয়ার ভাষায় ম্যাও প্যাঁও :P আর কথার ফুলঝুরির ভাষায় ম্যাও প্যাঁও ক্যাও ছড়া "প্রেম সমাচার" =p~ । লেখার পাঠকদের জন্য অগ্রিম সমবেদনা :|

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: বাঃ, বেশ!!

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: @বাঃ, বেশ!!-- বিজন রয় ভাই এর মন্তব্বে যেন পেলাম ভালো লাগার আবেশ :D

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: অামি ভাবলাম এটা কোন আচার!!

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @অামি ভাবলাম এটা কোন আচার!! -- হাহা =p~ এটা প্রেম আর ভালোবাসার আচার, প্রেম সমাচার :P

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

রাকু হাসান বলেছেন:



হাহহাহা B-) আপনার আপনি দারুণ প্রভাবিত রাজীব নূর ভাই ও নিজাম ভাই দ্বারা । ;) সবমিলিয়ে ম্যাও প্যাও ক্যাও ছড়া :)

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার আপনি দারুণ প্রভাবিত রাজীব নূর ভাই ও নিজাম ভাই দ্বারা -- হাহাহা =p~ হা রাকু হাসান ভাইয়া, রাজীব নূর ভাইকে দেখেছি অনেক পোস্টে মন্তব্য করতে, ম্যাও ম্যাও পোস্ট :P নিজাম ভাই নিজে পোস্ট দেয় ম্যাও প্যাঁও পোস্ট :P আমিও তাদের দ্বারা প্রভাবিত হয়ে দিলাম, ম্যাও প্যাঁও ক্যাও ছড়া নিয়ে একটি ম্যাও প্যাঁও ক্যাও পোস্ট =p~

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:

"প্রেমের মরাও ডুবে না জলে"

-ইহা একটু সমস্যা করছে, এখানে অর্থ হচ্ছে, অন্য মৃতরা জলে ডুবে না; সাথে সাথে তাল মিলিয়ে প্রেমের মরাও জলে ডুবে না

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: @ইহা একটু সমস্যা করছে, এখানে অর্থ হচ্ছে, অন্য মৃতরা জলে ডুবে না; সাথে সাথে তাল মিলিয়ে প্রেমের মরাও জলে ডুবে না--- সমস্যাটা ঠিক বুঝতে পারিনি চাঁদগাজী সাহেব :( তবে ম্যাও প্যাঁও ক্যাও ছড়াতো, তাই অর্থ বাদ দিয়ে ছন্দ মেলানোর চেষ্টা করেছি :P

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওহে কথা আপু
দারুন ছড়া বাপু,;)
তোমা দেখে আমিও হায়
লিখিলাম ছড়া,
পড়ে বলো কেমন হল
ঠান্ডা না কড়া?:P


কে যে দিলো ছ্যাঁকা
হয়ে গেনু ব্যাঁকা, :P
করি শুধু ন্যাকা
আজও আমি একা। :P

ব্লগে এলো মেম
জানি নাতো নেম,;)
আমি তাই কেম,
করবই পেম।:P

সখি তুমি কই?
খাচ্ছো কি খই?
বলি পই পই
আমি তোর হই!!;)

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

কথার ফুলঝুরি! বলেছেন:
লাগে কি আর বলা
ছড়া তো ভাই ভালোই কড়া :|
প্রেম করে যারা খায় ধরা
তারাই তো লিখে, ছ্যাঁকা খাওয়া প্রেমের কবিতা আর ছড়া :P

ফুলের নামে নাম যে আমার
দেখি, বলেন তো কি ধারনা আপনার ? ;)
বলতে যদি পারেন আমার নাম
বলে দিচ্ছি ভাই মিলবে ইনাম :-B

খাওয়ার কথা শুনে এখন
ক্ষুধায় খাচ্ছি হিমশিম :((
অফিস ছুটির পরে আজ
অবশ্যই খাবো হালিম :#)

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কখন হবে ফাঁকা
বলবে আমায় হায়
আজকে হবে রিমান্ড সবার
কাহারও নিস্তার নাই!!:P

বি. দ্রঃ
ব্লগের সবার সাথে ফাইট হবে। দেখি কে কয়টা প্রেমের গান পারে.....

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: @কখন হবে ফাঁকা
বলবে আমায় হায়
আজকে হবে রিমান্ড সবার
কাহারও নিস্তার নাই!!:P
--

ফাঁকা মাঠে গোল দিয়ে কি আর
করা যায় ভাই বড়াই :P
গোল যদি দিতে হয় তবে
করতে হবে লড়াই ;)

@বি. দ্রঃ
ব্লগের সবার সাথে ফাইট হবে। দেখি কে কয়টা প্রেমের গান পারে.
-- আন্তাকশারি খেলার চিন্তা ভাবনা চলছে নাকি :D

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: এক্কি!! একে একে ছয়জন মন্তব্য করলেন অথচ কোনও লাইক পড়লোনা। পাশাপাশি তবে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, অফিসে আমার বোনের প্রচন্ড কাজের চাপ, তার মধ্যে আবার ব্লগিং!!! আমি কুর্নিস করছি। হোক না সে ম্যাওপ্যাও, সুযোগ পেলে সেটাই যে অনেক।

এমন ম্যাওপ্যাও চলতে থাকুক। একটি কথা, উপরের ছবিটা যে আমার সেটা যেন ব্লগে কেউ না জানে। টপ সিক্রেট ।

শুভকামনা প্রিয় বোনকে।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: @এক্কি!! একে একে ছয়জন মন্তব্য করলেন অথচ কোনও লাইক পড়লোনা-- হাহা , সবাই মনে হয় আপনার বোনের মত হয়ে গিয়েছে, লেখা পড়ে মন্তব্য করতে করতে লাইক দেওয়ার কথা ভুলে যায় =p~

@পাশাপাশি তবে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, অফিসে আমার বোনের প্রচন্ড কাজের চাপ, তার মধ্যে আবার ব্লগিং!!! আমি কুর্নিস করছি। হোক না সে ম্যাওপ্যাও, সুযোগ পেলে সেটাই যে অনেক। -- হা ভাইয়া, কাজ করতে করতে দম ফেলার সময়টুকু পাচ্ছিলাম না। মাথা যেন কেমন করছিল :(( সাথে বিরক্তি :P তাই ভাবলাম একটা ম্যাও প্যাঁও ক্যাও পোস্ট দিয়ে ব্লগে আমার প্রিয় মানুষগুলোর সাথে একটু কথা বলি :P :D আর মুড টা ঠিক করি :-B

@উপরের ছবিটা যে আমার সেটা যেন ব্লগে কেউ না জানে। টপ সিক্রেট--- হাহাহা =p~ ভাই বোনের চেহারায় মিল আছে দেখছি =p~

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন:

;) ;) ;)

নিচের ছবি দেখে কিছু বুঝলেন?? ;) :P :P


০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @নিচের ছবি দেখে কিছু বুঝলেন??-- কুঁড়ের_বাদশা ভাইয়া, আমিতো টিউব লাইট :P একটু কম বুঝি :P তবে আপনি কি বুঝলেন এই পিকটা দেখে ? =p~


৯| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো ম্যাও প্যাও।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: @বেশতো ম্যাও প্যাও।--- হাহাহা =p~ হা, সেলিম আনোয়ার ভাইয়া, রাজীব নূর ভাইয়ার ম্যাও ম্যাও পোস্ট ও মন্ডল ভাই এর ম্যাও প্যাঁও, এই ভাষা থেকে প্রভাবিত হয়ে এটা আমার ম্যাও প্যাঁও ক্যাও পোস্ট :P

১০| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

এ.এস বাশার বলেছেন: বাহঃ বেশ হয়েছে......
অনুপ্রাণিত হয়ে আমিও একটি ম্যাও প্যাঁও ক্যাও সাথে একটা চ্যাঁও দিলাম........

তিল হতে তৈল হয় ;)
বিলে হয় মাছ, B-)
প্রেম দিলে মন পাবি :D
না হয় খাবি বাঁশ।। :P

ধান হতে চাল হয় ;)
ভ্যাট থেকে খই, B-)
প্রেমের জলে ডুবে মরি :D
প্রেমিকারা কই।। :P

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: প্রেমিকারা সব মেরেছে ডুব
প্রেম করে আর হবে কি :P
প্রেমে যে আছে ছ্যাঁকা খাওয়ার ভয়
তবুও প্রেম রোগ ছাড়ে কি :((

@অনুপ্রাণিত হয়ে আমিও একটি ম্যাও প্যাঁও ক্যাও সাথে একটা চ্যাঁও দিলাম........
--- হাহাহা =p~ খারাপ না ভাইয়া =p~ ম্যাও প্যাঁও ক্যাও চ্যাঁও :P এই ধারা চলতে থাকুক =p~

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

করুণাধারা বলেছেন: মাথায় মনে হয় প্রেমের ভূত চেপেছে- চেপে বসে কবিতা লিখিয়ে নিয়েছে!!

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: @মাথায় মনে হয় প্রেমের ভূত চেপেছে- চেপে বসে কবিতা লিখিয়ে নিয়েছে--- হাহাহা =p~ করুনাধারা আপু প্রেমের ভুত খুবই দুষ্ট, যখন তখন মাথায় চেপে বসে :P তবে এখন প্রেমের ভুত না দুষ্টুমির ভুত মাথায় চেপেছে :P

১২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০

অচেনা হৃদি বলেছেন: ভালো হয়েছে! প্রেমের ছড়ায় কথা আপুকে লাইক। মনে হয় এক সপ্তাহ পর আন্দোলনের বাইরে একটা ব্লগ পোস্ট পেলাম। =p~

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

কথার ফুলঝুরি! বলেছেন: @মনে হয় এক সপ্তাহ পর আন্দোলনের বাইরে একটা ব্লগ পোস্ট পেলাম। =p~--- হা হৃদি আপু :( আন্দোলন, মারামারি এসব দেখতে দেখতে কেমন হাঁসফাঁশ লাগছিল :(

১৩| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি ম্যাওপ্যাও লেখক?
আমি তো মোবাইল থেকে ব্লগিং করছি, তোমরা পারো না কেন??:(

আগামীকাল তোমার মোবাইলের নাম ও মডেল বলবে। ব্লগিংয়ের টিপস দিয়ে দিবানি।


অনেক আগেই পেরিয়েছে
বয়স তোমার কুড়ি
ফুচকা হালিম বাদ দিয়ে তাই
খাওগে গিয়ে মুড়ি..;)

নাম যে তোমার কথা নয়
আগেই আমি জানি :D
কোন ফুলেতে লুকিয়ে আছো
বলবো হিসেব টানি....:(


জেনে নিন কিছু ফুলের বাংলা ও ইংরাজি নাম ।
1/ শাপলা (water lily)2/ পদ্ম (lotus)3/ গোলাপ (rose)4/ কদম (kadamba)5/ জবা (china-rose)6/ গন্ধরাজ (gardenia)7/ গাঁদা (mari gold)8/ বেলী (bela)9/ নয়নতারা (periwinkle)10/ সূর্যমুখী (sun flower)11/ বকুল (bakul)12/ কৃষ্ণচুড়া (gulmohor)13/ কলমী লতা (kalmi)14/ চাঁপা (champa)15/ পপি (poppy)16/ মোরগ ফুল (cocks comb)17/ কামিনী (china-box)18/ জিনিয়া (zinnia)19/ রজনি গন্ধা (tube-rose)20/ অলকাণন্দা (alamanda)21/ মৌসন্ধ্যা (mousandhya)22/ রঙ্গন (lxora)23/ অপরাজিতা (clitoria)24/ কলাবতি (canna)25/ কেয়া (screw-pine)26/ করবী (oleander)27/ টগর (fool-foot)28/ হাসনা হেনা (night-queen)29/ কাঠ গোলাপ (wood champa)30/ সন্ধ্যা মালতী (shandhya maloti)31/ মালতী (echites)32/ শিউলী (night-iasmine)33/ ক্যাক্টাস (cactus)34/ বাগান বিলাস (bougainvillea)35/ ডালিয়া (dahlia)36/ জারুল (jarul)37/ মাধবী লতা (madhobi lata)




তুমি একটা খাটাশ!!!X(

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: কুড়ি তে যদি বুড়ী হয়
ত্রিশ এ তাহলে ফিনিশ :P
ফুচকা মুড়ি যাই খাই
হালিম একটা সেই জিনিস =p~

নাম যে আমার লুকিয়ে আছে
কুড়ির ঘরেতে বসে ;)
এতো ফুলের নাম দেখে যে
কথার ফুলঝুরি হাসে =p~

@তুমি একটা খাটাশ!!!X(-- আপনি শিম্পাঞ্জী X(( X(( X((

১৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: বিশ্বের সব শ্রেষ্ঠ কবিই মূলত মানব জাতির গৌরব।সাহিত্যের প্রধান উদ্দেশ্য পাঠককে আনন্দ দান করা। তাই যে সাহিত্য পড়ে পাঠক আনন্দ লাভ করে, সেটাই প্রকৃত সাহিত্য।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

কথার ফুলঝুরি! বলেছেন: @সাহিত্যের প্রধান উদ্দেশ্য পাঠককে আনন্দ দান করা। তাই যে সাহিত্য পড়ে পাঠক আনন্দ লাভ করে, সেটাই প্রকৃত সাহিত্য-- ঠিক বলেছেন ভাইয়া, আনন্দ হচ্ছে মনের অন্যতম একটি চাহিদা । একটি ম্যাও প্যাঁও ক্যাও পোস্টও যদি কাউকে আনন্দ দিতে পারে মন্দ কি :P

ভাইয়া মনে হয় আনন্দ পেয়েছেন আমার ম্যাও প্যাঁও ক্যাও পোস্টে =p~ আমিও আনন্দিত :D

বিঃ দ্রঃ অনুমতি ছাড়া ভাইয়ার নাম এবং ম্যাও ম্যাও শব্দ টি ব্যাবহার করেছি বিধায় দুঃখিত :| একটু মজা করতে চাচ্ছিলাম :P

১৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



"কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি" B-) B-) আপুর কবিতাটি প্রেমিক মনে ভালবাসার রসায়ন সৃষ্টি করবেই।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০২

কথার ফুলঝুরি! বলেছেন: @কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি-- ভাইয়া, দুঃখ কষ্ট আর কাজের প্রেশার ভোলার জন্য একটু মজা করতে একটা ম্যাও প্যাঁও ক্যাও পোস্ট দিলাম আর আপনি কিনা একটা ছ্যাঁকা খাওয়া গান মনে করিয়ে দিলেন :((

@আপুর কবিতাটি প্রেমিক মনে ভালবাসার রসায়ন সৃষ্টি করবেই। --- হাহাহা =p~ আই হোপ সো :P

১৬| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

কাছের-মানুষ বলেছেন: ম্যাওপ্যাও হলেও আমার ভাল লাগল।

মানুষের জীবনে প্রেম প্রিতির দরকার আছে।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @ম্যাওপ্যাও হলেও আমার ভাল লাগল--- যাক, আমার ম্যাও প্যাঁও ক্যাও পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো :D

@মানুষের জীবনে প্রেম প্রিতির দরকার আছে--- জী ঠিক বলেছেন ভাইয়া। প্রেম প্রিতি না থাকলে জীবনতো নিরামিষ হয়ে যাবে :P

১৭| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কত যে প্রেমের কথা

বলে ফুলঝুরি!

আহা! পড়ে তাহা

হৃদয় যায় ভরি।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: @কত যে প্রেমের কথা
বলে ফুলঝুরি!
আহা! পড়ে তাহা
হৃদয় যায় ভরি।
-- কথার ফুলঝুরির প্রেমিকা মনে
প্রেম ছাড়া নেই যে কোন কথা :P
প্রেমেই বাঁচা প্রেমেই মরা
প্রেম যে মোর হৃদয়ে গাথা !:#P

১৮| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: @সাহিত্যের প্রধান উদ্দেশ্য পাঠককে আনন্দ দান করা। তাই যে সাহিত্য পড়ে পাঠক আনন্দ লাভ করে, সেটাই প্রকৃত সাহিত্য-- ঠিক বলেছেন ভাইয়া, আনন্দ হচ্ছে মনের অন্যতম একটি চাহিদা । একটি ম্যাও প্যাঁও ক্যাও পোস্টও যদি কাউকে আনন্দ দিতে পারে মন্দ কি :P

ভাইয়া মনে হয় আনন্দ পেয়েছেন আমার ম্যাও প্যাঁও ক্যাও পোস্টে =p~ আমিও আনন্দিত :D

বিঃ দ্রঃ অনুমতি ছাড়া ভাইয়ার নাম এবং ম্যাও ম্যাও শব্দ টি ব্যাবহার করেছি বিধায় দুঃখিত :| একটু মজা করতে চাচ্ছিলাম


ভালো থাকুন।

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: আপনিও ভালো থাকবেন ভাইয়া ।

১৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: মন্দ নয়।

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: অনেকদিন পর প্রামানিক ভাইকে পেলাম :D

২০| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পুষ্পা আপু! পুষ্পা আপু!

তোমার কি বিয়ে হয়ে গেল????:(

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: @তোমার কি বিয়ে হয়ে গেল????:(--

নো টেনশন প্রিয় কাজিন
বিয়ে শাদীর আশা ছেড়ে দিয়ে আমি হয়ে গিয়েছি স্বাধীন ;)
বিয়ের সাথে তো নিয়েছি আড়ি :P
আর যদিও বা হয়ে যায় ভুলক্রমে
কাজিন কে দিব দাওয়াত আমার বাড়ি :#)

বিঃ দ্রঃ আমিতো দেখেছি, আমার প্রিয় কাজিন এবং আমার প্রিয় কাওসার ভাই আমার খোঁজ নিতে ব্লগে এসেছিল :#) যাক, বুঝলাম যে ব্লগে আমার প্রিয় মানুষগুলোও আমাকে ভালোবাসে !:#P

২১| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বলেছেন: আ-হা প্রেম,জয়তু প্রেম

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @আ-হা প্রেম,জয়তু প্রেম--- প্রেমেই বাঁচা, প্রেমেই মরা :P শুধু, প্রেম করে খেতে চাইনা ধরা :P =p~

২২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

বিজন রয় বলেছেন: ম্যাও প্যাঁও ক্যাও.......... থামবে কবে??

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @ম্যাও প্যাঁও ক্যাও.......... থামবে কবে?? --- চলুকনা আর কিছুদিন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.