নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

কোরবানি রঙ্গ =p~

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯



ঈদ এসেছে ঈদ, কোরবানির ঈদ
গরু আর খাসীতে ভরে গিয়েছে আমাদের বঙ্গ B-)
এই নিয়ে না হয় হয়ে যাক
ছোট্ট একটা কোরবানি রঙ্গ :P

বিরাট গরু ছাগলের হাট, নাকি
গরু ছাগলের বিরাট হাট
এই নিয়ে যেন না হয় কোন বিভ্রাট =p~
হাট সেতো গরু ছাগলেরই
আমরা মানুষ সেখানে কোন সম্রাট :P

সুযোগ পেলেই জিজ্ঞেস করে সব
আমরা গরু নাকি খাসী :||
আমরা তো ভাই মানুষ সব
না গরু আর না খাসী :|
এই নিয়ে হয় খুব হাসাহাসি =p~

গরু ছাগল দেখলেই হয়
কত নিল ভাই :||
দাম জেনে কি আর হবে
মাংস যে তার ভালো হওয়া চাই :-0

গরু কিংবা খাসী
এতক্ষণে নিশ্চয় সব হয়ে গিয়েছে জবাই :#)
ব্লগেও হওয়া চাই কোরবানি আমেজ
কাজ কর্ম সব গোল্লায় যাক
আসুন জলদি, ব্লগে আড্ডা জমাই সবাই :P

মনটা খুব লাগছিল না ভালো
ফিল করছিলাম খুব একা একা :(
ব্লগেও দেখি নেই ভিজিটর
অনলাইনও যে ফাঁকা ফাঁকা :((

তারপরেও দেখি, আছে কিছু প্রিয়মুখ :D
চলছে ভীষণ আড্ডা :-B
আমিও কি ভাই কম কিছুতে ;)
পরলে না হয় পরুক আজ মাথায়
ক্ষুব্ধ পাঠকদের ডাণ্ডা :P

ডাণ্ডা মেরে ঠাণ্ডা কিন্তু
করতে পারবেনা আমায় :P
ঈদ এর দিনে ব্লগ ছেড়ে
চুপচাপ বসে থাকা কি আর মানায় B-)

আর বেশী কিছু লিখলাম না আজ
শেষ করলাম আমার বকবক :P
যাওয়ার আগে আরেকবার জানাই
সবাইকে ঈদ মোবারক !:#P

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

স্রাঞ্জি সে বলেছেন:
মাংস মোবারক। =p~

বকবক ভালই লাগল।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: @মাংস মোবারক-- ওরে আমার স্রাঞ্জি সে ভাইয়া থুক্কু স্রাঞ্জি সে আপু :P মাংসতো এখনও খেলাম না :P রাতে একবারে পেট ভরে খাবো B-)

@বকবক ভালই লাগল-- হুম আপু, পাঠক খরার দিনে তাওতো পেলাম আপনাকে :-B

২| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: মাথা নষ্ট............................।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: @মাথা নষ্ট............................।-- প্রান্তর ভাইয়া, কার মাথা নষ্ট :P আপুর বকবকানি দেখেকি মনে হচ্ছে যে আপুর মাথা নষ্ট ? :P নাকি বকবাকানি দেখে প্রান্তর ভাই এর মাথা নষ্ট =p~ আপুর মাথায় কি ডাণ্ডা পরার সম্ভাবনা আছে নাকি :((

৩| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: যে রাঁধে, সে কোবতেও লেখে =p~

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: @যে রাঁধে, সে কোবতেও লেখে-- ইদানিং রাধি কম, কোবতে লিখি বেশী =p~

৪| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
1.আপু! আপু!
আইলা ভিউ... থুক্কু ঈদ মোবারক। :P

2. টাইপোঃ
গরু এর খাসীতে ভরে গিয়েছে আমাদের বঙ্গB-)
সুযোগ পেলেই জিগেস করে সব

৩. স্রাঞ্জি সে ও প্রান্তর পাতা
এই দুটোকে দেখলেই আমার চান্দি গরম হয়ে যাচ্ছে। (নেটের স্পিডটা থাকলে দুজনকে দেখে নিতাম)


৪. বকরীকে অনেকে বরকী বলে, সেটা জানো?

৫। আমাদের ছাগল তো জবাই হয়ে গেল, কাঁঠালপাতাগুলো এখন খাবে কে??

৬। ব্লগে একটা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা দরকার। ;)

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: ১, আমি আবার ইংরেজী কম বুঝি কি না ;)

২, টাইপোটা ঠিক বুঝতে পারিনি, কারেকশন করে দিলে খুশী হতাম কাজিন :(

৩, আপনার চান্দির মধ্যে ডাণ্ডা মেরে করে দেব ঠাণ্ডা =p~

৪, জানতাম তো :||

৫, মন্ডল ভাই থাকতে কিসের চিন্তা :P

৬, সংকেতটা কে দিবে, আই মিন হানিফ সংকেত কে হবে শুনি =p~

৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈদ মোবারক।
শুভ হোক প্রতিটি মুহূর্ত।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: আমার প্রিয় দেশী ভাই, আপনাকেও ঈদ মোবারক 8-|

৬| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: ঈদ মোবারক প্রিয় রাজীব নুর ভাইয়া। আশা করি পরিবারের সবার সাথে ঈদটি আনন্দে কাটছে 8-|

৭| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: আপু @পাঠকের প্রতিক্রিয়া ! র কথায় পাত্তা দিবেন না, তিনি দুষ্টু গরু =p~

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

কথার ফুলঝুরি! বলেছেন: @আপু @পাঠকের প্রতিক্রিয়া ! র কথায় পাত্তা দিবেন না, তিনি দুষ্টু গরু =p~-- প্রান্তর ভাইয়া, শুন্য গোয়ালের চাইতে একটা দুষ্টু গরু থাকা অনেক ভালো =p~ তিনিতো আবার আমার কাজিন :P সেই হিসেব করলে আমিও যে :P =p~

৮| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: শুন্য গোয়ালের চাইতে একটা দুষ্টু গরু থাকা অনেক ভালো
আমিতো জানতাম,
দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো =p~ =p~

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: @আমিতো জানতাম,
দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো
-- হা হা হা =p~ আমিও যে সেটাই জানতাম ভাই =p~ তবে গোয়ালে মন্ডল ভাই এর মত দু একটা দুষ্টু গরুও যে থাকা চাই :P তাইতো ওভাবে বললাম শুধুমাত্র আমার কাজিনের খাতিরে :P

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন। পাঠে বিমুগ্ধ হলাম।
পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ঈদ মোবারক।
জয়গুরু!

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর লিখেছেন। পাঠে বিমুগ্ধ হলাম।-- ঈদে আমার অলস দুপুরের বকবকানি লেখা ভালো লেগেছে জেনে খুশী ও অনুপ্রানিত হলাম লক্ষণ ভান্ডারী ভাই :#)

আপনার জন্যও রইল শুভেচ্ছা ।

১০| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ভাই গরু নই, খাসি যদিবা হই।
গরু খাসির তর্জাই আমি খুশি হই।
গরুর সংখ্যা ভারী, খাসিরা নগন্য।
বেলা শেষে কষা খেয় দুই হই ধন্য।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @ আমি ভাই গরু নই, খাসি যদিবা হই।
গরু খাসির তর্জাই আমি খুশি হই।
গরুর সংখ্যা ভারী, খাসিরা নগন্য।
বেলা শেষে কষা খেয় দুই হই ধন্য
--

পদাতিক ভাই এর ছোট্ট ছড়া লাগলো ভীষণ ভালো
ধন্যবাদ আর শুভেচ্ছা প্রিয় ভাইয়া
আমার পোস্টে ছড়িয়েছেন যে আলো B-)

১১| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বিজন রয় বলেছেন: বেশ আনন্দেই কাটছে আপনার ঈদ বোঝাই যাচ্ছে।

ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: @বেশ আনন্দেই কাটছে আপনার ঈদ বোঝাই যাচ্ছে।
-- আনন্দে কাটছিল না বিজন রয় ভাইয়া :( তবে ব্লগে আপনাদের মত কিছু প্রিয় মানুষ থাকলে আর কি চিন্তা !:#P

আপনাকেও জানাই ঈদ মোবারক ।

১২| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গরু এর(এবং) খাসীতে ভরে গিয়েছে আমাদের বঙ্গ
সুযোগ পেলেই জিগেস(জিজ্ঞেস) করে সব




@প্রান্তর পাতা
এর প্রোপিক দেখলেই মেজাজটা...X(
পোস্টের গরুটাও এর চেয়ে ভালো....:D


হানিফ সংকেত হব আমি। ;)

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ কাজিন B-) ঠিক করেছি এখন :D


@প্রান্তর পাতা
এর প্রোপিক দেখলেই মেজাজটা...X(
পোস্টের গরুটাও এর চেয়ে ভালো.
-- হাহা । দেখেনতো প্রোপিক এর গাল দুটো কি টসটসে =p~ আর পোস্ট এর গরুটা কি স্মার্ট B-) =p~

বিঃ দ্রঃ সারাদিন কাওসার ভাই এর দেখা নাই B:-) ভাইয়া কি গোস্ত খেতে অজ্ঞান হয়ে গেল :((

১৩| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বি. দ্রঃ
সকালে আমার হস্ত কাটিয়া গিয়াছে, ভালোমত টাইপ করিতে পারিতেছি না। তার উপর ব্লগের জান্টু আপুরা আমার সহিত শত্রুতা করিতেছে, কিছু বলিলেই লাঠি নিয়া দাবড়ানি দিতাছে। কষ্ট করিয়া আমি লিখিব কাহার জন্য???:(

২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কথার ফুলঝুরি! বলেছেন: @সকালে আমার হস্ত কাটিয়া গিয়াছে, ভালোমত টাইপ করিতে পারিতেছি না-- ওহো :( তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন প্রিয় মন্ডল ভাই :(

@তার উপর ব্লগের জান্টু আপুরা আমার সহিত শত্রুতা করিতেছে, কিছু বলিলেই লাঠি নিয়া দাবড়ানি দিতাছে-- আপনার কাজিন কথার ফুলঝুরি থাকতে নো টেনশন :#) কে আপনাকে দাবড়ানি দেয় দেখি X(( তাকে ডাণ্ডা মেরে করে দেব ঠাণ্ডা X((

১৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

আরণ্যক রাখাল বলেছেন: রঙ্গে মজা পাইলাম না যে!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @ রঙ্গে মজা পাইলাম না যে -- যাক, একজন অন্তত ক্ষুব্ধ পাঠক পেয়ে ভালো লাগলো :P =p~ রাখাল ভাইয়ার কি আমার মাথায় ডাণ্ডা মারার সম্ভাবনা আছে :P :(( যদিও আমি ভয় পাইনা, তবুও ভাইয়া ওমন কোন ইচ্ছা থাকলে আগেই বলেন :P ভাগবো তাহলে আমি :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.