![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
তুমি সেই পরশপাথর
যার ছোঁয়ায় এ হৃদয় হয়েছে সোনা
তুমিই দেখিয়েছ ভালোবাসার সাত সমুদ্র !
এ মনের আনাচে কানাচে
আর দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু তুমি, আর তোমারই আনাগোনা !
এ হৃদয় মাঝে সকাল সাঁঝে
তোমারই নামে যত সুর বাজে
তোমারই নামে হয় গুঞ্জন
তোমাকেই পাই, অনুভূতির প্রতি ভাঁজে ভাঁজে !
তোমারই নামে করেছি দলিল হৃদয়ের বসতবাড়ি
তুমি যদি না হও, নিয়ে নেব আড়ি
হয়ে যাবো দেশান্তরী !
তোমারই সাথে হেটে যাই ওই স্বপ্নলোকের পথে
শুন্য কিংবা পূর্ণ আমি
তোমারই ইশারাতে !
তোমারই হৃদয়ে দিওগো, একটুকু শুধু ঠাই
আর কিছু না চাই, আমি আর কিছু না চাই !
তোমাকেই শুধু ভালোবেসে যাবো জনম জনম তাই
ঘরহীন আমি ঠিকানার খোঁজে
তোমারই বুকে, আশ্রয় যেনো পাই !
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা এখন পড়বোনা-- এমনিতেই কবিতা পড়ার পাঠক খুজে পাওয়া যায়না তার উপর চলছে ঈদ ছুটির মৌসুম যখন ব্লগে থাকে পাঠক খরা এমতাবস্থায় যদি প্রিয় ভাইটাও কবিতা না পড়ে তাহলে কেমন হবে
@আজ শুধু শুভকামনা জানালাম -- শুভকামনার জন্য ধন্যবাদ রইল প্রিয় পদাতিক ভাই ।
২| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমন তুমির জন্যই পৃথিবীটা এত মধুময়।
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: @ আহা! এমন তুমির জন্যই পৃথিবীটা এত মধুময়-- হা ভাইয়া, আসলেই
যাক, ভাইয়া তাহলে কবিতা পড়েছে
ভাইয়ার তুমির জন্য ভালোবাসা রইল, ছোট বোনটির পক্ষ থেকে ।
৩| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি! ,
কারো বুকে ঠাঁই যেন পান , তার জন্যে কতো ভালোবাসার ফুলঝুরি-ই তো ছড়িয়ে গেলেন কবি ! সে ভালোবাসা যেন ফুলকলি হয়ে ফোটে কবির ঠিকানাহীন ঘরে ।
খুব সহজ হয়েছে কবিতাটি ।
তবে বাক্য যখন কবিতা বলে গন্য হতে চাইবে , তখন তার মধ্যে নিতান্ত শব্দার্থের অতিরিক্ত কোনও অর্থের বা তাৎপর্যের আভাস থাকতে হবে ।
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১:১০
কথার ফুলঝুরি! বলেছেন: @কারো বুকে ঠাঁই যেন পান , তার জন্যে কতো ভালোবাসার ফুলঝুরি-ই তো ছড়িয়ে গেলেন কবি ! সে ভালোবাসা যেন ফুলকলি হয়ে ফোটে কবির ঠিকানাহীন ঘরে-- ভালোবাসি, তাইতো ভালোবাসা ছড়িয়ে যাই, আর ছড়িয়ে যাবো আজীবন তবে আমার ভালোবাসার পরশপাথর আমার বিশেষ কবির জন্য ভালোবাসা ছড়াতে ছড়াতে যদি আমার পাঠকদের মনে ঠাই পেয়ে যাই তাতেইবা মন্দ কি
আপনার শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া।
@খুব সহজ হয়েছে কবিতাটি-- আমার জীবন যাপন, চিন্তা ভাবনা সবই সহজ তাই হয়তো আমার লেখা গুলোও সহজ হয় । জটিল কবিতা আমি পছন্দও করিনা আর লিখতেও পারিনা ।
@তবে বাক্য যখন কবিতা বলে গন্য হতে চাইবে , তখন তার মধ্যে নিতান্ত শব্দার্থের অতিরিক্ত কোনও অর্থের বা তাৎপর্যের আভাস থাকতে হবে- আমিযে এত নিয়ম কানুন মেনে লিখতে পারবোনা । সেটি কবিদের কাজ, আমিতো কবি না নিজেকে কবি কিংবা লেখক কোনটাই আমি ভাবিনা, আমার যা মনে আসে তাই লিখি, সেটি কারও ভালো লাগলে আমারও ভালো লাগে আর অনুপ্রানিত হই । তবে আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ভাইয়া ।
৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৫
চাঙ্কু বলেছেন: আহ! ভালোবাসা!
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১০
কথার ফুলঝুরি! বলেছেন: @আহ! ভালোবাসা!--- জি ভাইয়া, ভালোবাসা ভালোবাসা
চাঙ্কু ভাইয়া আপনার নামটা দেখলে আমার চাংকি পান্ডের কথা মনে পরে যায় মাম্মা মিয়া আই অ্যাম জোকিং
হাহা
শুভ সকাল চাঙ্কু ভাইয়া এবং ধন্যবাদ আপনাকে, আমার লেখা পড়া ও মন্তব্য এর জন্য ।
৫| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৭
সিগন্যাস বলেছেন: আমি তো কবিতা লিখতে পারিনা
তাই কারো জন্য এতো সুন্দরভাবে আকুতিমাকুতি করতে পারিনা
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২০
কথার ফুলঝুরি! বলেছেন: @আমি তো কবিতা লিখতে পারিনা-- আমিওযে তেনাদের নিয়ে লিখতে পারিনা তবে, আমি কিন্তু কবি না সিগন্যাস ভাইয়া
আমি কিন্তু কবিতা লিখিনা
আমার যা মনে আসে তাই লিখি উল্টাপাল্টা আর সেগুলোকে আপনাদের মত কিছু ভালো আর বন্ধু মানুষ কবিতা হিসেবে নিয়ে আমাকে খুশী করেন
@তাই কারো জন্য এতো সুন্দরভাবে আকুতিমাকুতি করতে পারিনা -- আপনার তো কবিতা লিখে আকুতিমাকুতি করার দরকার নেই ভাইয়া। আপনি একটা অতিপ্রাকৃত ভয়ের গল্প লিখবেন আর ওমনি দেখবেন আপনার তিনি ভয়ে আপনার কাছে দৌড়ে এসেছে
পুনশ্চ ঃ আমার বিশেষ কবিতো ভয় পায়না তাহলে আপনাকে বলতাম তাঁর জন্য একটা ভুতের গল্প লিখে দিতে
যদি সে ভয় পেয়ে আমার কাছে চলে আসতো
৬| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৯
কুঁড়ের_বাদশা বলেছেন:
টিউটিরিয়াল: সখি ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়।
কবিতা পড়ে মনে হল এটা কবির ভালবাসার গণশিক্ষা কর্মসূচি।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: @টিউটিরিয়াল: সখি ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়।
-- ওহে কুঁড়ের বাদশা, ভালোবাসা নহে কেবলই যাতনাময়, মাঝে মাঝে বড়ই মধুময় আর রহস্যময়
@কবিতা পড়ে মনে হল এটা কবির ভালবাসার গণশিক্ষা কর্মসূচি -- কবিতা পড়ে যাই মনে হোক, কুঁড়ের বাদশা যে তার কুঁড়েমি ভেঙ্গে আমার কবিতা পড়েছে আমি তাতেই খুশী
বিঃ দ্রঃ ভালোবাসা শিক্ষার যদি কোন স্কুল হয় আমি সেখানে হব হেডমাষ্টারনি
৭| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০
কুঁড়ের_বাদশা বলেছেন:
আপনার শিক্ষাগত যোগ্যতা কি? মাস্টার হতে গেলে অবশ্যই যোগ্যতার প্রয়োজন আছে, তাই বলি না মানে কয়টা প্রেম ভালোবাসা করেছেন?
কয়টা ছেলের রাতের ঘুম হারাম করিয়াছে সব কিছু জানা প্রয়োজন।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার শিক্ষাগত যোগ্যতা কি? মাস্টার হতে গেলে অবশ্যই যোগ্যতার প্রয়োজন আছে, তাই বলি না মানে কয়টা প্রেম ভালোবাসা করেছেন?
--- হাহাহা
প্রেম আর ভালোবাসার মধ্যে কিন্তু কিঞ্চিৎ পার্থক্য আছে ভাইয়া
সেদিকে না হয় আজ না গেলাম
আমি প্রেম না, ভালোবাসা শিক্ষার স্কুলের শিক্ষিকা হব যারা প্রেম করে সময় নষ্ট করে তাঁদেরকে ভালো বাসতে শেখাবো । সেক্ষেত্রে মনে হয়না আপনি আমার চেয়ে যোগ্য আর কাউকে পাবেন
প্রেম বলেন কিংবা ভালোবাসা তা আমি জীবনে একটাই করেছি এবং সেখানে আমি পি এইচ ডি
@কয়টা ছেলের রাতের ঘুম হারাম করিয়াছে সব কিছু জানা প্রয়োজন -- আমার বিশেষ কবিকে ভালোবাসতে বাসতেই আমার ঘুম হারাম আর কার ঘুম হারাম হল এত কিছু দেখার সময় নাই আমার
৮| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮
নতুন নকিব বলেছেন:
ঈদ মোবারক। তবে কবিতা এখনও পড়িনি।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১০
কথার ফুলঝুরি! বলেছেন: @ঈদ মোবারক-- অফিস খুলে গিয়েছে আমার ঈদ শেষ তবে আপনাকে ঈদ মোবারক নতুন নকিব ভাইয়া ।
@তবে কবিতা এখনও পড়িনি-- পড়ে জানাবেন কেমন লিখেছি ।
৯| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২
কুঁড়ের_বাদশা বলেছেন:
কেন এই লুকোচুরি কি কারনে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না,যদি পারো সামনে আসো আমাকে ভালোবাসো?
এই গানটা গান, আশা করি আপনার বিশেষ কবিকে পেয়ে যাবেন।
প্রেম ভালোবাসা দুটাই এক জিনিস, মানে সমর্থক শব্দ। ভালবাসার উপরে phd করেছেন শুনে ভালো লাগলো। আমাদেরও কিছু তালীম দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার মন্তব্য শেষ করি
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কেন এই লুকোচুরি কি কারনে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না,যদি পারো সামনে আসো আমাকে ভালোবাসো?
এই গানটা গান, আশা করি আপনার বিশেষ কবিকে পেয়ে যাবেন--- হাহা ভালো গান । ধন্যবাদ । আমার বিশেষ কবি কিন্তু আমার সাথেই আছেন
তার জন্য আমার তরফ থেকে আমার পছন্দের একটি গানের এই লাইনটি "তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবেনা এই মন"
@প্রেম ভালোবাসা দুটাই এক জিনিস, মানে সমর্থক শব্দ--- থাক সেই দিকে আর না যাই
@ভালবাসার উপরে phd করেছেন শুনে ভালো লাগলো। আমাদেরও কিছু তালীম দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার মন্তব্য শেষ করি
-- কুঁড়ের বাদশার প্রেম করার দরকার নাই থাক
১০| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫
খালেদা শাম্মী বলেছেন: আহা! তোমার তরেই জীবন সমর্পণ! আপু, যেন প্রেমের জগত ঘুরে এলাম এক নিমিষেই।
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: @তোমার তরেই জীবন সমর্পণ-- বাহ কি সুন্দর কথা
@আপু, যেন প্রেমের জগত ঘুরে এলাম এক নিমিষেই। -- আমার ভালোবাসার পরশপাথর, আমার প্রেমের জগৎ আপুর কাছে ভালো লেগেছে আশা করি ।
১১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আমাকে নিয়ে নাকি? কেন যেন এই প্রশ্ন মনে এলো...
দারুন প্রেমময় কবিতা !!!!
আপনার কবিতা স্বার্থকতা লাভ করুক ।
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা আমাকে নিয়ে নাকি? কেন যেন এই প্রশ্ন মনে এলো.-- হাহাহা
ভাইয়াআআআআ
মাঝে মাঝে মনে এমন প্রশ্ন উদয় হয়
কিন্তু কেন ? সেই কেন এর কোন উত্তর নেই
আমার সব প্রেমের কবিতার মত এই কবিতাও আমার বিশেষ কবিকে নিয়ে লেখা, তিনিই যে এই পাথর আর কাট খোট্টা মনে প্রেম জাগিয়েছেন তাই তিনিই আমার ভালোবাসার পরশপাথর
তবে ভাইয়াও আমার খুব পছন্দের একজন কবি সত্যি বলছি ।
@দারুন প্রেমময় কবিতা কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া ।
@আপনার কবিতা স্বার্থকতা লাভ করুক-- শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া তবে যে লিখে তার লেখা যদি তার পাঠকের কাছে ভালো লাগে সেখানেই তার সবচেয়ে বড় সার্থকতা । আর যাকে নিয়ে লেখা তার ভালো লাগলেতো কোন কথাই নেই, যদিও তিনি একজন শিক্ষকের মত শেখাবেন বেশী, কিভাবে আরও ভালো হতো তা
১২| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ বাহ!!
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ বাহ-- কিসের জন্য এত বাহ বাহ ভ্রমরের ডানা ভাইয়া আমার কবিতার জন্য নাকি প্রেমের জন্য
১৩| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার -রবীন্দ্রনাথ ঠাকুর
... আমরা কি তাহলে একজন মিসেস দেবদাস পেতে যাচ্ছি???
@কুঁড়ের_বাদশা
কুঁড়ে মানুষ এত গান গায় কেন হে???
আরেকটা ছ্যাঁকা খাওয়ার শখ হইছে??
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: @আমরা কি তাহলে একজন মিসেস দেবদাস পেতে যাচ্ছি???-- সে আর বলতে
আমার বিশেষ কবির জন্য না হয় হয়ে গে্লাম মিস দেবদাস
@কুঁড়ে মানুষ এত গান গায় কেন হে???
আরেকটা ছ্যাঁকা খাওয়ার শখ হইছে??-- কাজিন বলে কি কুঁড়ের_বাদশা ছ্যাঁকা খেলো কবে ? কিন্তু তারতো একটাও ছ্যাঁকা খাওয়া কবিতা দেখলামনা । ছ্যাঁকা খেয়ে যদি কোন কবিতাই না লিখল তাহলে কেমন ছ্যাঁকা খেলো
তাহলে আরেকটা খাক
১৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হায় হায়!
মিসেস না, মিসেস না, হবে মিস দেবদাস...
তুমি কি সত্যি প্রেমে খুব দক্ষ??
বলো দেখি, প্রেমিক হিসেবে আমি কেমন??
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৪
কথার ফুলঝুরি! বলেছেন: @হায় হায়!
মিসেস না, মিসেস না, হবে মিস দেবদাস ওই একই হল ঘুরে ফিরে সেই দেবদাসই তো
আর তা ছাড়া মিসরাই দেবদাস হয় মিসেসরা না
@তুমি কি সত্যি প্রেমে খুব দক্ষ??-- হাহাহা প্রেম না ভালোবাসা
আমার কাছে প্রেম আর ভালোবাসা দুটো আলাদা জিনিস । আমি শুধু ভালোবাসতে জানি, প্রেম করতে না
মেয়েদের প্রেমে দক্ষ হতে হলে ঢঙ্গি হতে হয় । আমি ওসব ঢং ফং পারিনা
@বলো দেখি, প্রেমিক হিসেবে আমি কেমন??-- প্রেম না করে তো বলতে পারছিনা
১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৪
চাঙ্কু বলেছেন: মাম্মা মিয়া আই অ্যাম জোকিং!! ছুডবেলার কথা মনে করিয়ে দিলেন। তবে চাঙ্কি পান্ডের কথা মনে করে আমার নিক চাঙ্কু না। সেইটা এক বিকাট হিস্তরি!!
আমি একবার একটা পোষ্ট লেখেছিলাম- "আমি কেন চাঙ্কু" । পোষ্টটা ডিলিট করে দেছি। আফসুস
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩
কথার ফুলঝুরি! বলেছেন: @ মাম্মা মিয়া আই অ্যাম জোকিং!! ছুডবেলার কথা মনে করিয়ে দিলেন- হাহা । মাঝে মাঝে জোক করা মন্দ না
@তবে চাঙ্কি পান্ডের কথা মনে করে আমার নিক চাঙ্কু না-- সেইটা জানি । ওটা জাস্ট মজা করে বলেছিলাম
@আমি একবার একটা পোষ্ট লেখেছিলাম- "আমি কেন চাঙ্কু" । পোষ্টটা ডিলিট করে দেছি-- পোস্টটা থাকলে আসলেই ভালো হত ।
তবে এই নামের বিষয় নিয়ে অর্ধেক লিখে রেখেছি , কালকে আসছি তা নিয়ে
১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:২১
চাঙ্কু বলেছেন: তবে এই নামের বিষয় নিয়ে অর্ধেক লিখে রেখেছি , কালকে আসছি তা নিয়ে
কন কি? ভয়েতো আমার হাত-পা...।
তবে পড়ার জন্য অধির অপেক্ষায় আছি। তাড়াতাড়ি পোষ্ট করেন
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: @কন কি? ভয়েতো আমার হাত-পা.-- হাহা ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া কারন শুধু আপনার নাম যে না, আরও অনেকগুলো নামও থাকবে সাথে
তাই ভয় পেলেও তারা থাকবে আপনাকে সাহস দেওয়ার জন্য
@তবে পড়ার জন্য অধির অপেক্ষায় আছি। তাড়াতাড়ি পোষ্ট করেন-- বিকেলে করবো ইনশাআল্লাহ্ অবশ্য যদি আজকে শেষ করতে পারি তাহলে
১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: দুঃখত আপনার কবিতা পড়তে দেরী করে ফেলেছি।
সুন্দর কবিতা।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @দুঃখত আপনার কবিতা পড়তে দেরী করে ফেলেছি-- যারা দেরীতে আমার পোস্টে মন্তব্য করে তারা নিশ্চয় আমার কথা মনে করে লেখাটা পড়তে আসে ও মন্তব্য করে । যারা আপনাকে মনে করে আপনাকে দেখতে আসবে তারা দুঃখিত কেন হবে ভাইয়া
@সুন্দর কবিতা-- ভাইয়ার কাছে লেখা ভালো লেগেছে জেনে খুশী ও অনুপ্রানিত হলাম ।
১৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকেই শুধু ভালোবেসে যাবো জনম জনম
আহা পরশ পাথর টা চাই
....................................................................................................................................................................
একরাশ শুভচ্ছা রইল
২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @তোমাকেই শুধু ভালোবেসে যাবো জনম জনম-- হা, কথা কিন্তু সত্যি, শুধু কবিতার লাইন না
@আহা পরশ পাথর টা চাই-- হিহি , আমার পরশপাথর যে আমি কাউকে দিবনা ভাইয়া/আপু তবে আপনার জীবনেও এমন একজন পরশপাথর হোক এই কামনা
আপনার জন্যও রইল শুভকামনা ।
১৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার সাথে কবির কথা
ভাষার প্রানে গান
দেহের মাঝে দ্রোহের দেখা
রক্তে লেগেছে বাণ!
২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার সাথে কবির কথা
ভাষার প্রানে গান
দেহের মাঝে দ্রোহের দেখা
রক্তে লেগেছে বাণ! -- বাহ! খুব চমৎকার ৪ টি লাইন ।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা এখন পড়বোনা। আজ শুধু শুভকামনা জানালাম।