নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

কি হয় তাতে ? না হয় ভাসালাম আমার প্রেমের তরী স্রোতের বিপরীতে !

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১



হলাম না হয় বিপরীত আমি
না হয় হলাম আমি নির্লজ্জ
কি হয় তাতে ?
আর কেউ তো নয়, সে তো তোমারই কাছে ।

আর কারও কি সাধ্য আছে আমাকে হারাবার
কিন্তু সে তো তুমি
যার কাছে আমি হেরে যাই
একবার কিংবা দুইবার না, বারবার ।

না হয় হেরে গেলাম আমি ভালোবাসার কাছে
কোন মহাভারত কি অশুদ্ধ হয়েছে কখনো হেরে যাওয়াতে
কিংবা হয়েছে কোন সাঁজা ?

তুমিইতো সেই, যে আমাকে হারানোর ক্ষমতা রাখে ।
হেরে গিয়ে তোমাকে জয়ী দেখাতেও যে সুখ
এ কি বোঝার সাধ্য আছে কারও !

না হয় হলাম আমি পাগলী
হলাম না হয় বোকা
কি আসে যায় তাতে ?
বোকারাই তো নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে জানে ।

হলাম না হয় ঘরছাড়া আমি
হলাম সংসার বিমুখও
খুব বেশী কি ক্ষতি হবে তাতে ?

হলনা না হয় স্বপ্ন পূরণ
না হয় পেলাম না পূর্ণতা
সবার না হয় সব কিছুই হল
আমার না হয় রইলো শুধু শূন্যতা !

না হয় দিলে অনেক ব্যাথা
তুমিই তো, আর কেউ তো নয়
তোমার জন্য যে সাত খুন মাফ ।

তবুও তুমি রবে
কখনো স্বরবে কখনো নীরবে
মনের ঘরে সদা সর্বদা !
রবে তুমি প্রতি প্রার্থনায়
আর রবে আবেগে, অনুভবে
আমার ভালোবাসায় !

সবাই তো আঘাতের বদলে ঘৃণা করতে জানে
কে জানে ভালোবাসতে ? আমার মত !

যোধার না হয় আকবর ছিল
আমার ভালোবাসার রাজ্যে মহারাজা তুমি নেই তাতে কি
আমি না হয় হলাম আমার ভালোবাসার রাজ্যের
একাকী এক মহারাণী !

কি হয় তাতে ? না হয় ভাসালাম আমার প্রেমের তরী স্রোতের বিপরীতে !

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

অপ্‌সরা বলেছেন: আমার প্রাণের মাঝে সুধা আছে
চাও কি?

হায় বুঝি তার খবর পেলে না ......

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: @ প্রাণের মাঝে সুধা আছে
চাও কি?

হায় বুঝি তার খবর পেলে না ...
---

খবর পাওয়া হলনা না হয়
না হয় রইল অজানা !
প্রানের সুধা প্রানেই থাকুক
ভালোবাসতে তো আর নেই মানা !

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

বাকপ্রবাস বলেছেন: কবিতায় হোক কাব্য কলা
কবিতায় হোক ছাড়
বাস্তবে যেন উল্টো ছলা
কেউ পাবেনা পার।
-
ভাল লেগেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতায় হোক কাব্য কলা
কবিতায় হোক ছাড়
বাস্তবে যেন উল্টো ছলা
কেউ পাবেনা পার।
--

প্রেম মানেনা বাস্তব কোন
প্রেম রোগের নেই কোন নিরাময় !
বাস্তব যা হোক, থাক একপাশে
কবিতায় হোক ভালোবাসার জয় !

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


এক লোকের বউ খালের পানিতে পড়ে ডুবে গেছে, লোক ডুব দিয়ে উজানের দিকে খুঁজছিলো, কারণ, বউ সব সময় উল্টো কথা বলতো, উল্টো কাজ করতো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: @এক লোকের বউ খালের পানিতে পড়ে ডুবে গেছে, লোক ডুব দিয়ে উজানের দিকে খুঁজছিলো, কারণ, বউ সব সময় উল্টো কথা বলতো, উল্টো কাজ করতো।-- হাহাহা =p~ আপনার মন্তব্য পড়ে দারুন মজা পেলাম চাঁদগাজী সাহেব :P পৃথিবীর ৯৯ দশমিক বউ এর বৈশিষ্ট্য হচ্ছে স্বামীর কথা না শোনা ও উল্টো পথে চলা :P বাকী যারা ১ দশমিক এরা মনে হয় মঙ্গল গ্রহ থেকে
এসেছে =p~

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব তরী সাধারণতঃ স্রো‌তের বিপরী‌তেই ভা‌সে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: @এই সব তরী সাধারণতঃ স্রো‌তের বিপরী‌তেই ভা‌সে।-- দেশী ভাইয়া ঠিক বলেছেন :P প্রেমের তরী বলে কথা :P

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন:

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার টাইমিং টা এতো পারফেক্ট হয় কিভাবে সাদা মন ভাইয়া =p~ আই মিন, একটু আগেই চা খেলাম =p~

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: বিপরীত দিকে গেলে ভালবাসা কি বেশি পাওয়া যায় নাকি ? :|

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

কথার ফুলঝুরি! বলেছেন: @বিপরীত দিকে গেলে ভালবাসা কি বেশি পাওয়া যায় নাকি ? :|-- তা তো বলতে পারবোনা ইমন ভাইয়া :( মাত্র তো তরী ভাসালাম :P তবে যে ভালোবাসার এমনিই বাসবে তার জন্য কোন তরী ভাসানোর প্রয়োজন নাই ।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহ! এমন কবিতা পড়ার পর কেউ কি সাড়া না দিয়ে থাকতে পারে? সে যদি সাড়া না দেয় তাহলে সে সবচেয়ে বড় বোকা। :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ! এমন কবিতা পড়ার পর কেউ কি সাড়া না দিয়ে থাকতে পারে? সে যদি সাড়া না দেয় তাহলে সে সবচেয়ে বড় বোকা-- হাহা! বোকা তো আমি সম্রাট ভাইয়া, যে বিপরীত দিকে তরী ভাসাচ্ছি :(( তবে আর কেউ সাড়া দিক আর না দিক, পাঠক হিসেবে আপনারা তো সাড়া দিয়েছেন আপাতত এতেই খুশী :#)

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতার জন্য মাইনাচ। X(

যোধার না হয় আকবর ছিল
যোধার কী??



পুনশ্চঃ
কবিতার পোস্টে আমি কম মন্তব্য করি।
ব্লগে কোন সজন পিতি চলবে না। :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

কথার ফুলঝুরি! বলেছেন: এই সেরেছে :| কাজিন চলে এসেছে, এখন তো হইবেক বিদ্রোহ আর ভুল ধরাধরি :((


@যোধার কী??
-- কি ভুল হল কাজিন ? :( আকবর এর যোধা, তার কথা বলেছি :(

@পুনশ্চঃ
কবিতার পোস্টে আমি কম মন্তব্য করি।
ব্লগে কোন সজন পিতি চলবে না
--- অত লাফাইয়েন না, আপনার জন্য কবি বউ আনা হবে, যে কিনা সারাদিন আপনাকে কবিতা পাঠ করিয়া শোনাবে =p~ আপনার কবিদের সাথে বিদ্রোহ থামানোর এর চাইতে ভালো উপায় পাচ্ছিনে :| বাঙালী মানেই স্বজন প্রীতি =p~

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

কাওসার চৌধুরী বলেছেন:



না হয় হলাম আমি সমাজের উৎপাত, উচ্ছৃঙ্খল
সে তো তোমারই জন্য, আমারি পাগলামিতে
না হয় হলাম আমি অপয়া, কলঙ্কিনী! তাতে কি?
তুমি পাশে থাকলে, আমাকে বুজলেই খুশি আমি৷

আসলে ভালবাসার তেজ, ভালবাসার শক্তি অফুরান৷এজন্য লাগে বিশ্বাস করার মত দু'টি হাত, দু'টি ভালবাসাময় চোখ, আর আকাশ সমান একটি হার্ট৷এ পৃথিবীতে ভালবাসা পাওয়া আর ভালবাসা দেওয়াটাই সম্ভবত সবেচেয়ে সুন্দর আর বৈচিত্র্যময়৷

শুভ রাত্রি, আপুনি৷

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: @না হয় হলাম আমি সমাজের উৎপাত, উচ্ছৃঙ্খল
সে তো তোমারই জন্য, আমারি পাগলামিতে
না হয় হলাম আমি অপয়া, কলঙ্কিনী! তাতে কি?
তুমি পাশে থাকলে, আমাকে বুজলেই খুশি আমি
-- তাতে কিছুইনা, শুধু পাগলামি আর কি :P পাগলে কি না করে =p~


@আসলে ভালবাসার তেজ, ভালবাসার শক্তি অফুরান৷এজন্য লাগে বিশ্বাস করার মত দু'টি হাত, দু'টি ভালবাসাময় চোখ, আর আকাশ সমান একটি হার্ট৷এ পৃথিবীতে ভালবাসা পাওয়া আর ভালবাসা দেওয়াটাই সম্ভবত সবেচেয়ে সুন্দর আর বৈচিত্র্যময়--- কত সুন্দর কথা বলেছেন কাওসার ভাইয়া 8-|

আপনাকেও শুভরাত্রি ভাইয়া ।

অনেকদিন ভাইয়ার কোন নতুন লেখা নেই :(

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: তরী ছাড়া এখন ভালুবাসা কি হয় ? :|

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: @তরী ছাড়া এখন ভালুবাসা কি হয়-- আমার জানামতে ভালোবাসা হয়, হয়তো ভালুবাসা হয়না :||

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা চুন্দর হয়েছে !!! ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা চুন্দর হয়েছে !!!-- যাক, আরেক প্রেমের কবির কাছে এই আনাড়ির কবিতা সুন্দর লেগেছে জেনে খুশী ও উৎসাহিত হইলাম B-)

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: কত ভালবাসেরে....... ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

কথার ফুলঝুরি! বলেছেন: @কত ভালবাসেরে...-- জি, অনেক ভালোবাসি !:#P

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় আপনার সম্ভাবনা খুবই উজ্জ্বল। প্রকাশের প্রাঞ্জলতা ও সাবলীলতা হলো আপনার শক্তি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতায় আপনার সম্ভাবনা খুবই উজ্জ্বল। প্রকাশের প্রাঞ্জলতা ও সাবলীলতা হলো আপনার শক্তি।--- আপনার ভালোলাগা এবং সাথে উৎসাহ মূলক মন্তব্য আমার জন্য অনেক বেশী অনুপ্রেরণা, ভাইয়া ।

আমি কখনও কঠিন শব্দ চয়ন করে কঠিন ভাষায় লিখতে পারিনা । খুবই সহজ সরল ভাবে লিখি, এ ভাবেই ভালো লাগে ।

তবে প্রশংসা পেলে সাথে ভয়টা আরও বেড়ে যায় আগেও বলেছি । কিন্তু সেই ভয় থেকে পরবর্তী তে ভালো কিছু আসে । নতুনদের জন্য আপনার মত সিনিয়রদের উৎসাহ অনেক বেশী অনুপ্রেরণা যোগায় ।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: কখনো কখনো হেরে যাওয়াও জয়ের চাইতেও আনন্দের।

কবিতা ভালো লেগেছে @বোনডি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @কখনো কখনো হেরে যাওয়াও জয়ের চাইতেও আনন্দের। -- হা ভাইয়া, ভালোবাসার মানুষের কাছে হেরে যাওয়াও আনন্দের । কবিতা ভালোলাগায় খুশী হলাম @ভাইডি :P B-)


১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কবিতায় একরাশ মুগ্ধতা রেখেগেলাম। ++

শুভকামনা প্রিয় বোনকে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ! কবিতায় একরাশ মুগ্ধতা রেখেগেলাম। ++-- ওয়াও ভাইয়া, প্লাস :D কবিতা ভালো লাগায় সাথে প্লাস পেয়ে অনেক খুশী হলাম প্রিয় চৌধুরি ভাই আমার ।



১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

জাহিদ অনিক বলেছেন: বেশ - স্রোতের উল্টোদিকে বৈঠা বাওয়া। কিন্তু যেতে হবে আড়াআড়ি- সোজাসুজি গেলে স্রোত ঠেলে নিয়ে যাবে।

কবিতায় +

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

কথার ফুলঝুরি! বলেছেন: @বেশ - স্রোতের উল্টোদিকে বৈঠা বাওয়া। কিন্তু যেতে হবে আড়াআড়ি- সোজাসুজি গেলে স্রোত ঠেলে নিয়ে যাবে-- হাহা, ঠিক আছে জাহিদ ভাইয়া । আপনার পরামর্শ অনুযায়ী আড়াআড়িই যাবো :P

@কবিতায় +-- ধন্যবাদ ভাইয়া B-)

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১

নীল আকাশ বলেছেন: আপু ভালোবাসা কি?
প্রেমিকা: আমি জানি তুমি আমাকে মরতে দিবেনা, আমি লাফ দিলে, তুমি আমার হাত ধরে ফেলবে। আমাকে কিছুতেই নিচে পরতে দিবেনা তুমি।
প্রেমিক : যদি না ধরি?
প্রেমিকা: তখন এই বিশ্বাস নিয়ে মরে যাবো, যে তুমি আমার হাতটি ধরতে খুব চেষ্টা করেছিলে, চেষ্টা করেছিলে আমাকে বাঁচাতে!, কিন্তু পারনি।

বিশেষ দ্রষ্টব্য: বিয়ের পর ভালোবাসার তরী সাধারণতঃ স্রো‌তের বিপরী‌তেই ভা‌সে। বিয়ের পর থেকে আমার ভালোবাসার তরী আজ পযর্ন্ত সব সময় উল্টা দিকেই ভাসতে দেখি। বিয়ের পর একটু খুনসুটি না হলে কি জমে নাকি? তরী একদিকে ভাসলে অল্পদিনের মধ্যেই দুইজনই বোর হয়ে যাবে.................

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: @প্রেমিকা: আমি জানি তুমি আমাকে মরতে দিবেনা, আমি লাফ দিলে, তুমি আমার হাত ধরে ফেলবে। আমাকে কিছুতেই নিচে পরতে দিবেনা তুমি।
প্রেমিক : যদি না ধরি?
প্রেমিকা: তখন এই বিশ্বাস নিয়ে মরে যাবো, যে তুমি আমার হাতটি ধরতে খুব চেষ্টা করেছিলে, চেষ্টা করেছিলে আমাকে বাঁচাতে!, কিন্তু পারনি।
-- এই ধরনের ভালোবাসা আর বিশ্বাস এখন পাওয়া কঠিন নীলআকা ভাইয়া। আর যারা এমন করে সত্যিকার অর্থেই ভালোবাসতে জানে তারা শুধু কষ্টই পায়, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক ।


@বিশেষ দ্রষ্টব্য: বিয়ের পর ভালোবাসার তরী সাধারণতঃ স্রো‌তের বিপরী‌তেই ভা‌সে। বিয়ের পর থেকে আমার ভালোবাসার তরী আজ পযর্ন্ত সব সময় উল্টা দিকেই ভাসতে দেখি। বিয়ের পর একটু খুনসুটি না হলে কি জমে নাকি? তরী একদিকে ভাসলে অল্পদিনের মধ্যেই দুইজনই বোর হয়ে যাবে............
--- হাহা ভাইয়া ঠিক বলেছেন =p~ বিয়ের পর সব মেয়েই স্বামীর কথা শুনতে চায়না :#) তবে ভাইয়া, আমার কবিতা টি কিন্তু এই বিষয় নিয়ে নয় ।

আমার কবিতার বিষয়বস্তু বিয়ের আগের সময় নিয়ে । বিয়ের পর কথা শোনা বা না শোনা নিয়ে না ।

আমি বলতে চেয়েছি, সবাই তো আঘাতের বদলে ঘৃণা করতে জানে কিন্তু আমি ঘৃণার বদলে ভালোবেসে যাব নিঃস্বার্থ ভাবে, আমি হয়ে যাব আমার ভালোবাসার রাজ্যের একাকী এক মহারানী, আমার মহারাজা থাকুক আর না থাকুক, ভসুবাসুক আর না বাসুক। সাধারণত সবাই যে দিকে তরী ভাসায় আমি ভাসাবো তাঁর উল্টো দিকে । আমি হব আলাদা ।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

কথার ফুলঝুরি! বলেছেন: @মনোমুগ্ধকর-- কবিতা পাঠ ও মন্তব্য করে আপনার ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ, প্রিয় রাজীব নুর ভাইয়া 8-|

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা ভালো লাগলো-- খুশী এবং অনুপ্রাণিত হলাম, নীলপরি আপু 8-|

কবিতা পাঠ ও মন্তব্য করে আপনার ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ, আপু ।

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সৈয়দ ইসলাম বলেছেন: কী গো, এতা সুন্দর কবিতা দেখে তো আমি পুরাই টাশকি খেলাম। অসম্ভব ভাল লাগলো। নতুন ব্লগারদের এমন অগ্রগতি সবসময় কাম্য।
প্লাস+++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: @কী গো, এতা সুন্দর কবিতা দেখে তো আমি পুরাই টাশকি খেলাম। অসম্ভব ভাল লাগলো-- আমিও যে কিছুটা টাশকি খেলাম আপনার মন্তব্য দেখে ;) যাক, কবিতা যে ভালো লেগেছে এবং মন্তব্য করে ভালোলাগা জানিয়েছেন, সাথে আবার প্লাস দিয়ে উৎসাহ দিয়েছেন তাঁর জন্য অনেক ধন্যবাদ সৈয়দ ইসলাম ভাইয়া B-)


@নতুন ব্লগারদের এমন অগ্রগতি সবসময় কাম্য-- সিনিয়রদের উৎসাহ ও অনুপ্রেরনাও যে আমাদের কাম্য । তাদের উৎসাহ ভালো লেখার ক্ষেত্রে এক রকম টনিক হিসেবে কাজ করে ;) (প্রমানিত) :P

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!



এ যে ব্যক্ত প্রেম !

ভালোবাসা তাও যদি ফিরে নেবে শেষে
কেন লজ্জা কেড়ে নিলে, একাকিনী ছেড়ে দিলে
বিশাল ভবের মাঝে বিবসনা বেশে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: @এ যে ব্যক্ত প্রেম-- ব্যক্ত এবং অব্যক্ত দুটোই ;)


@ভালোবাসা তাও যদি ফিরে নেবে শেষে
কেন লজ্জা কেড়ে নিলে, একাকিনী ছেড়ে দিলে
বিশাল ভবের মাঝে বিবসনা বেশে
-- লাইন তিনটির জন্য ধন্যবাদ, আহমেদ জী এস ভাইয়া ।

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

শিখা রহমান বলেছেন: বাহ!! ফুলঝুরি কবিতায় যে সত্যিই ভালোবাসার ফুলঝুরি!! কবিতাটার ছন্দময়তা দারুণ লেগেছে। পড়ার পরেও অনেকক্ষণ রেশ থেকে যায়।

শুভকামনা। ভালোবাসা ও শুভকামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ!! ফুলঝুরি কবিতায় যে সত্যিই ভালোবাসার ফুলঝুরি!! কবিতাটার ছন্দময়তা দারুণ লেগেছে। পড়ার পরেও অনেকক্ষণ রেশ থেকে যায়।
-- তাই বুঝি ? শিখা আপু B-) অনেক বেশী খুশী হলাম আপনার চমৎকার মন্তব্য পেয়ে । যাক, আমার কবিতা তাহলে সার্থক, আপনাদের কাছে যে ভালো লেগেছে B-)

আপনার জন্যও ভালোবাসা ও শুভকামনা রইলো শিখা আপু ।

২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

বলেছেন: বাহ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: @বাহ-- আপনার অল্প কথাতেই আমি অনেক খুশী হয়েছি লতিফ ভাইয়া। কারন সাধারণত আমাদের যখন কোনকিছু খুব বেশী ভালো লাগে তখন আমরা এক কথায় বাহ বলি ;)

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

এ.এস বাশার বলেছেন: কি দূর্ভগ্য আমার এই কবিতাটি অনেক দেরিতে পড়তে হল।

কবিতা অসাধারন হয়েছে আপু.....
অনেক দিন পর দেখা হল...
কেমন আছেন বটে.....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: @কি দূর্ভগ্য আমার এই কবিতাটি অনেক দেরিতে পড়তে হল-- যাক পড়া তো হল অবশেষে ।

@কবিতা অসাধারন হয়েছে আপু.- জেনে খুশী হলাম ভাইয়া ।

@অনেক দিন পর দেখা হল...
কেমন আছেন বটে
..... -- হা, অনেকদিন পর । আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাইয়া । তবে কিঞ্চিৎ বিজি, তাই নিয়মিত সবার লেখা পড়তে পারছিনা :( অনেক লেখা মিস হয়ে যাচ্ছে :(

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

হয়ত তোমারই জন্য বলেছেন: কি দূর্ভগ্য আমার কথার ফুলঝুরি কে এতদিন খুজে পেলাম না ৷অনেক ভল লেখা মিস করছি হুম ৷ /:)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @কি দূর্ভগ্য আমার কথার ফুলঝুরি কে এতদিন খুজে পেলাম না ৷অনেক ভল লেখা মিস করছি হুম ৷ /:)-- অবশেষে পেয়েছেন তো B-) শখের বশে লিখি, লেখা ভালো নাকি কেমন তা আপনারাই ভালো বলতে পারবেন ভাপু। দোয়া করবেন যেন সামনের দিনগুলোতেও আপনাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিতে পারি ।

আপনার জন্যও অনেক শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.