![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
অন্ধকার রাত, একফালি চাঁদ আকাশে
তুমি আমি পাশাপাশি, নিস্তব্ধ চারপাশ
শুধু কথা বলে আমাদের প্রেম !
আকাশের চাঁদ, সে মৃদু হাসে
নাকি হিংসায় হয় জ্বলে পুড়ে ছাই !
বাতাস বাজায় শিষ কানে কানে
নাকি তোমাকে ছোবার চেষ্টা গানে গানে !
জোনাকিরা ফিরে ফিরে চায়
নাকি আমাদের প্রেম সেই মনে
বিরহের ব্যথা জাগায় !
যার যা হয় হোক, তবু সব ভুলে
কাছে এসো প্রিয়, হাতে হাত রাখো
চল প্রেমের সমুদ্রে দেই ডুব।
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর কবিতা হয়েছে-- ধন্যবাদ ভাইয়া। কবিতা ভালো লাগায় অনুপ্রাণিত ।
@ শ্রেয়া ঘোষালের গানটি যেন মনে বেজে উঠ্লো-- আমার প্রিয় একজন শিল্পী । তার "আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে" ও "মায়াবন বিহারিণী হরিনি" গান দুইটা খুব প্রিয়।
২| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
স্রাঞ্জি সে বলেছেন:
এত বিরহ জাগে ক্যান...
ঠিকাছে বোন কবিতায় পেলাস......
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন:
@ এত বিরহ জাগে ক্যান...-- মনের মধ্যে বেশী বিরহ তো তাই আমি কবিতা লিখবো ভাবলেই তা অটোমেটিক বিরহে রুপ নেয়: P তাতে কি? বিরহের গান, বিরহের সিনেমা যেমন বেস্ট তেমন বিরহের কবিতাও বেস্ট
কিন্ত এখন দেখছি আমার মত আমার স্রাঞ্জি ভাইকেও বিরহ রোগে ধরেছে । প্রেমের কবিতা পড়ে বলে বিরহ ক্যান
@ঠিকাছে বোন কবিতায় পেলাস...... --- পেলাস পেলে খুশীতে যে ৩২ টা দাত বের হয়ে যায়
ধইন্নবাদ
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১
নীল আকাশ বলেছেন: বাহে, প্রেম ভালোবাসা তো দেখি গলে গলে পড়ছে !!!!!!!!!!!!
কিছুটা ছন্দ মেলানোর চেষ্টা করবেন। একফালি চাঁদ আকাশে না হয়ে হবে, যেমন একফালি চাঁদে ঢাকা আকাশ, পরের লাইনের সাথে মিল রেখে...(চারপাশ)....। আমি কিন্তু কবি নই, পাঠক হিসেবে বলছি.......।
সুন্দর হয়েছে, ভালো প্রচেস্টা।
শুভ কামনা রইল।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @বাহে, প্রেম ভালোবাসা তো দেখি গলে গলে পড়ছে-- হিহি যতই গলে গলে পরুক কমে যাবেনা কখনো
@কিছুটা ছন্দ মেলানোর চেষ্টা করবেন। একফালি চাঁদ আকাশে না হয়ে হবে, যেমন একফালি চাঁদে ঢাকা আকাশ, পরের লাইনের সাথে মিল রেখে...(চারপাশ)....। আমি কিন্তু কবি নই, পাঠক হিসেবে বলছি.......। -- পাঠক হিসেবে আপনার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ তার উপর পাঠক যখন নিজেই লেখক । হা ছন্দমিল থাকলে কবিতা পড়তে কিছুটা ভালো লাগে । আমার লেখা লাইন দুটো তে আপনার মিলটাও খারাপ না। তবে আমি আকাশ না, চাঁদ কে ফোকাস করতে চেয়েছি তাই লিখেছি এক ফালি চাঁদ আকাশে । আমিযে চাঁদ কে ভালোবাসি তবে আকাশের চাঁদ না কিন্তু আমি আর আমার চাঁদের প্রেম দেখে আকাশের চাঁদ হয় হিংসায় জ্বলে পুরে ছাই
@সুন্দর হয়েছে, ভালো প্রচেস্টা--- কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২
হাবিব বলেছেন:
আকাশের চাঁদ হিংসায় তো জ্বলবেই। আপনারা দুজনেই প্রেম করছেন অথচ চাঁদকে পাত্তাই দিচ্ছেন না।
সবাই তো তার প্রেমিকাকে চাঁদের সাথে তুলনা করে, আবার তাদের প্রেমকে তুলনা করে চাঁদের আলোর সাথে।
প্রেম যেহেতু জমেছে আশা করি চাঁদের সাথেও সখ্যতা হয়ে যাবে অচিরেই। সুন্দর লেখা।
সময় পেলে আমার ব্লগ বাগান থেকে ফুল কুড়াবেন আশা রাখি। হতাশ করবোনা।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: @আকাশের চাঁদ হিংসায় তো জ্বলবেই। আপনারা দুজনেই প্রেম করছেন অথচ চাঁদকে পাত্তাই দিচ্ছেন না-- হাহা ! স্বয়ং চাঁদ যখন পাশে থাকবে তখন আবার আকাশের চাঁদ কি
@সবাই তো তার প্রেমিকাকে চাঁদের সাথে তুলনা করে, আবার তাদের প্রেমকে তুলনা করে চাঁদের আলোর সাথে-- হ্যাঁ আমিও সেম । কিন্তু সবসময় কেন প্রেমিকারাই চাঁদ হবে ? প্রেমিক কি কখনো চাঁদ হতে পারেনা ? যে যা বলুক, আমার বিশেষ কবিই আমার চাঁদ
@প্রেম যেহেতু জমেছে আশা করি চাঁদের সাথেও সখ্যতা হয়ে যাবে অচিরেই-- হুম প্রেম জমেছে। তবে কবিতায় । আমার সখ্যতা যে অন্ধকারের সাথে তবে চাঁদকে ভালোবাসলে তো অন্ধকারকে ভালোবাসতেই হবে
'আমি চাঁদ কে ভালোবাসি তাই অন্ধকারের সাথে আমার সখ্যতা বেশী"
@সময় পেলে আমার ব্লগ বাগান থেকে ফুল কুড়াবেন আশা রাখি। হতাশ করবোনা। -- অবশ্যই অবশ্যই হাবীব ভাইয়া । ফুল কুড়োতে যে আমার ভালো লাগে তবে আপনার ব্লগ বাগানে কি ফুল আছে তা দেখতে হবে ।
শুভকামনা রইলো আপনার জন্য ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
চলো প্রেমের সমুদ্রে দেই ডুব !!!!!!!!!!
ডুব দেন আর যাই করেন তবে
সাতাঁর না জানলে বিপদ আছে !!!!!!!!!!!!!!!
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @চলো প্রেমের সমুদ্রে দেই ডুব !!!!!!!!!! -- নানীর মত নাতিও কম যায়না প্রেমে
@ডুব দেন আর যাই করেন তবে
সাতাঁর না জানলে বিপদ আছে !!!--- কথা তো ঠিক, সাতার না জানলেতো ডুবে মরবো আর ছেলেরা যেরকম মানুষ ডুবতে থাকলে আবার আমাকে একা ফেলেই না পালায়
তবে সমস্যা নেই, লাইফ জ্যাকেট পরে প্রেমের সমুদ্রে নামলে মনে হয় ডুবে যাওয়ার ভয় থাকবে না
তখন অবশ্যই আবার সাতারের আসল মজাটাও পাওয়া যাবেনা
(বহুদিন কোন নতুন কবিতা নেই। কবে পাচ্ছি নতুন লেখা? )
৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আগেই পড়েছি।
আমিও কোবতে লিখব। তোমাদের দেখিয়ে দিব, ডোডো পক্ষিও কবিতা লিখিতে পারে...
আলবিদা।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: @আগেই পড়েছি। -- জি হ্যাঁ, আপনি তো আমার পুরনো বন্ধু
@আমিও কোবতে লিখব। তোমাদের দেখিয়ে দিব, ডোডো পক্ষিও কবিতা লিখিতে পারে...--- আচ্ছা ! নিজু ভাই কবিতা লিখলে তা কেমন হবে ? রবীন্দ্রনাথ ঠাকুরের "তোমারেই যেন ভালবাসিয়াছি শত রুপে শত বার" এমন কিছু ? নাকি কাজী নজরুল ইওলামের "কারার ওই লৌহ কপাট" এমন কিছু ? নাকি কুসুমকুমারী দাশের "আমাদের দেশে হবে সেই ছেলে কবে" এমন কিছু
@আলবিদা-- মাথা কি ঠাণ্ডা হয়নি নাকি এমনি তে যদি মাথা ঠাণ্ডা না হয় তাহলে মাথায় ডাণ্ডা মেরে তা ঠাণ্ডা করে দিব
৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর কবিতা -- আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা কবি ।
ধন্যবাদ, কবিতা পাঠ ও মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ।
শ্রদ্ধা ও শুভকামনা আপনার জন্য কবি ।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২
রাকু হাসান বলেছেন:
বুড়ো বয়সে ভিমরতি ধরছে নি ?
এত প্রেম এই বয়সেও আমরা কি করতে পারি
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: @বুড়ো বয়সে ভিমরতি ধরছে নি ? (-- বুড়ো বুড়িরা প্রেম করতে পারবে না কে বলেছে আপনাকে
বুড়ো বুড়িদের মনে প্রেম থাকে বেশী
বেঁচে থাকলে আমিতো ৯০ বছর বয়সেও প্রেম করবো, তবে শুধুমাত্র বিশেষ একজন মানুষের সাথে
এত প্রেম এই বয়সেও আমরা কি করতে পারি
--- প্রেমের নেই কোন বয়স, প্রেমের নেই কোন নিয়ম । তবে কাকু ও তো বুড়া
৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
আপুনি,
চাঁদকে কল্পনা করে, সাক্ষী রেখে দারুন কবিতা!!
"তোমার দাবী ছিলো
তুমি চাঁদ থেকেও সুন্দর ।
আমিও বাপু যুক্তিতর্কতে
আর যাইনি। বলতাম,
তোমাকে, আমার প্রেয়সী
পৃথিবীর সবকিছু থেকে
সুন্দর। অ-নে-ক রূপবতী!"
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১
কথার ফুলঝুরি! বলেছেন: @আপুনি,
চাঁদকে কল্পনা করে, সাক্ষী রেখে দারুন কবিতা!!-- হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন । তবে এ চাঁদ আকাশের চাঁদ না কবিতা ভালোলাগায় অনুপ্রানিত হলাম ভাইয়া ।
@তোমার দাবী ছিলো
তুমি চাঁদ থেকেও সুন্দর ।
আমিও বাপু যুক্তিতর্কতে
আর যাইনি। বলতাম,
তোমাকে, আমার প্রেয়সী
পৃথিবীর সবকিছু থেকে
সুন্দর। অ-নে-ক রূপবতী!" -- হাহা হা ! মেয়েদের সাথে যুক্তি তর্কে না গিয়ে যা বলে তা ভালো ছেলের মত মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ ভাইয়া
শুভরাত্রি ভাইয়া ।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। দশে সাত দিলাম।
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩
কথার ফুলঝুরি! বলেছেন: @খুব সুন্দর। দশে সাত দিলাম। -- ইশ ! অল্পের জন্য লেটার মার্ক টা মিস হয়ে গেল তবে আশা রাখছি নেক্সট টাইম পাবো
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা হয়েছে। শ্রেয়া ঘোষালের গানটি য়েন মনে বেজে উঠ্লো।
শুভকামনা প্রিয় বোনকে।