![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
ইচ্ছে করে ছুটে যাই
ঐ সমুদ্রের তটে
যেখানে তোমার সকাল দুপুর
আর রাত্রি কাটে !
খাঁচায় বন্দী পাখির মত
ছটফট করে মন
জানাই তোমায় অসহায় মনে
খাঁচা ভেঙ্গে ফেলার ব্যর্থ আমন্ত্রন !
যতই চাই পারিনা দিতে
তোমার দরজায় টোকা
অভিমানের শেকলে বাধা যে মন
সে তো বরাবরই একা !
রাখনি কথা, দিয়েছ ব্যথা
করেছ এ মনকে আহত
তোমারই জন্য ভালোবাসা যত
জন্মেছে মনে অভিমান ঠিক তত !
মনের জমিনে ভালোবাসার ঘর
আজও তোমারই নামে
যেতে পারিনা ছুটে শুধু
মন যে বাধা অভিমানে !
বি ঃ দ্র ঃ পাঠকের কাছে কবিতাটি কেমন লাগবে জানিনা । কিছু কিছু বিষয় ও কিছু কিছু জায়গা আছে যেখানে নিজেকে নিয়ে কিংবা নিজের কোন কিছু নিয়ে কে কি ভাবলো কে কি বললো তা ভাবতে ইচ্ছে হয়না। সেই বিষয় ও জায়গা গুলোকে বেশী ভালোবাসি বলেই হয়তো সেগুলোকে ভালো হোক আর মন্দ হোক, যে যাই বলুক আর কারও কথা না ভেবে শুধুমাত্র নিজের মনের মত করে রাখতে ইচ্ছে করে । আমার ভালোবাসা ও আমার কবিতাও সেইরকম। আর সুন্দর হোক অসুন্দর হোক, ভালো হোক মন্দ হোক একজন মায়ের কাছে যেমন তার সব সন্তানরাই সমান তেমন আমার কাছে আমার প্রতিটি লেখাই সমান ভালোলাগার ভালোবাসার।
কবিতাটি কেন যেন প্রথম পাতায় দিতে ইচ্ছে হলনা । মাঝে মাঝে আমার শামুকের মত চুপচাপ খোলসের ভেতর ঢুকে থাকতে ইচ্ছে করে । এ আমার এক বিচিত্র অভিমান, নিজেরই সাথে।
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
কথার ফুলঝুরি! বলেছেন: প্রথম পাতায় লেখা পোস্ট করলে অনেক মন্তব্য পাই কিন্তু আমি দেখতাম লাবণ্য আপু আমার ব্লগ বাড়ি ঘুরে যায় কিন্তু কোন পোষ্টে মন্তব্য করেনা । মন খারাপ লাগতো আর ভাবতাম কেন
আজ অবশেষে পেলাম লাবণ্য আপুকে
তাও আমার খোঁজ নিতে এসে আপু লেখা পড়ে মন্তব্য করেছে, সাথে আবার একটি লাইকও
বিষয়টি আমার জন্য খুবই আনন্দের, আপু
আমার পোষ্টে আমার সহব্লগারদের মন্তব্য, লাইক এগুলো আমার প্রতি তাদের ভালোবাসা স্বরূপ আর ভালোবাসার বিনিময়ে কোন ধন্যবাদ দিতে নেই । তাই আপুর জন্যও অনেক ভালোবাসা ও শুভকামনা।
@আপনার ভালোবাসার কাব্যকথা সুন্দর হয়েছে আপু-- আমার কবিতায় আপনার ভালোলাগা, মন্তব্য ও লাইক সব অনুপ্রেরনা হয়ে রইলো আপু
২| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯
লাবণ্য ২ বলেছেন: আর কখনও মন্তব্য করতে মিস করবো না আপু।আসলে ইদানিং কোন ব্লগারের কবিতা পড়ে কমেন্ট করা হয়না।তবে কথা আপুর কবিতায় এবার থেকে সবসময়ই আমার মন্তব্য থাকবে ইনশাআল্লাহ।শুভেচ্ছা আপু।
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: @আর কখনও মন্তব্য করতে মিস করবো না আপু।আসলে ইদানিং কোন ব্লগারের কবিতা পড়ে কমেন্ট করা হয়না।তবে কথা আপুর কবিতায় এবার থেকে সবসময়ই আমার মন্তব্য থাকবে ইনশাআল্লাহ-- অনেক বেশী খুশী হলাম লাবণ্য আপু
আপনার জন্য ও শুভেচ্ছা ও ভালোবাসা, আবারও
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপু নিজের সাথে মাঝেমাঝে অভিমান করা উচিৎ আমি মনে করি।
খুব সুন্দর হয়েছে কবিতাটি আপু। প্রতিটি চরণে আছে ভালোলাগা।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: @আপু নিজের সাথে মাঝেমাঝে অভিমান করা উচিৎ আমি মনে করি।-- হ্যাঁ আপু, কখনো নিজের সাথে অভিমান কখনো অন্য কারও উপর । শামুকের মত খোলসের ভেতর ঢুকে থাকলেই ভালো তাতে আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে ।
@খুব সুন্দর হয়েছে কবিতাটি আপু। প্রতিটি চরণে আছে ভালোলাগা-- কবিতা ভালো লেগেছে জেনে আমারও যে ভালো লাগলো ফারিহা আপু ।
(প্রতিমন্তব্বে জানতে চেয়েছিলেন আমার প্রিয় খাবার কি । ভেবেছিলাম পরে গিয়ে বলব । আমার প্রিয় খাবার পোলাও সাথে কোক, আর পেস্ট্রি আর কাবাব নান ও পরোটা )
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওরে নীল দরিয়া তারে দে রে দে ছাড়িয়া ! বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া . . . . . . . .
পিঞ্জরখুলে দিয়েছি.
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি.
যা রে যাবি যদি যা.
. যা রে বাধন কেটে যা!.....
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা না জানে আড়াল
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া
৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২
হাবিব বলেছেন:
কবে প্রেম ছিল কবে অভিমান?
কিছুই পারলাম না বুঝিতে,
কোথায় আমি পাব ফুলঝুরি
কোথায় যাব খুঁজিতে ?
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: @কবে প্রেম ছিল কবে অভিমান?
কিছুই পারলাম না বুঝিতে,
কোথায় আমি পাব ফুলঝুরি
কোথায় যাব খুঁজিতে ? ---
খোঁজাখুজির কোন নেই প্রয়োজন
ফুলঝুরির ব্লগ বাড়িতেই তার সব আয়োজন !
প্রেম, ভালোবাসা কিংবা অভিমান ?
যদি পড়ে নেন পুরনো লেখা
তবেই পাবেন ফুলঝুরির সব মনের কথার দেখা
৬| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০
নজসু বলেছেন: অভিমান এর অপর নাম ভালবাসা,
যে তোমার সাথে খুব বেশি রাগ করে, অভিমান করে।
বুঝে নিতে হবে সেই তোমাকে অনেক বেশি ভালবাসে।
সেও বুঝে নেবে আপনার অভিমানের আসল অর্থটা কি?
কবিতাপাঠে তৃপ্তি পেয়েছি।
হৃদয়ে ব্যথা মজুদ করে আনন্দ পাই।
কবিতাটা পর্যন্ত প্রথম পাতায় দিতে না চাওয়ার অভিমানে বোঝা যাচ্ছে আপনার অভিমান কত তীব্র।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
কথার ফুলঝুরি! বলেছেন: @অভিমান এর অপর নাম ভালবাসা,
যে তোমার সাথে খুব বেশি রাগ করে, অভিমান করে।
বুঝে নিতে হবে সেই তোমাকে অনেক বেশি ভালবাসে--- হাঁ কথা সত্যি অভিমানের অপর নাম ভালোবাসা । যার প্রতি ভালোবাসা বেশী, যে বেশী আপন তার উপরই তো অভিমান করা যায় । যে আমার কিছুই না তার সাথে তো আর অভিমান হয়না ।
@সেও বুঝে নেবে আপনার অভিমানের আসল অর্থটা কি?-- বোঝেনা বোঝেনা সবাই বোঝেনা
বোঝেনা সে বোঝেনা
@কবিতাপাঠে তৃপ্তি পেয়েছি।
হৃদয়ে ব্যথা মজুদ করে আনন্দ পাই।-- হাহা! হৃদয়ে শুধু ব্যথা না, প্রেম ও ভালোবাসা ও মজুদ আছে আমিতো সহজ সরল কবিতা লিখি তাই হয়তো পাঠকদের তা হজম করতে অসুবিধা হয়না
ছোট্ট বাবু নজসু ভাইয়ার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা
@কবিতাটা প্রথম পাতায় দিতে না চাওয়ার অভিমানে বোঝা যাচ্ছে আপনার অভিমান কত তীব্র। --- "ভালোবাসা যত
জন্মেছে মনে, অভিমান ঠিক তত" -- হুম, তীব্র ভালোবাসার তীব্র অভিমান এক অভিমান ঝরে পরেছে আমার কবিতায় আর আরেক অভিমান যেটা নিজেরই সাথে, তার জন্য প্রথম পাতায় লেখা না দেওয়া । মাঝে মাঝে খোলসের ভেতরে ঢুকে থাকতে মন চায়, ভালো লাগেনা বাইরের দুনিয়া ।
৭| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর কবিতা !
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: প্রথম পাতায় ঋতো ভাইয়াকে কম পাই হয়তো বা আমার লেখাগুলো ভাইয়ার চোখে পরেনা
কিন্তু আজ দেখি পেয়ে গেলাম লেখা প্রথম পাতায় না দিয়েও
@সুন্দর কবিতা -- আরেকজন সুন্দর সুন্দর কবিতার লেখকের কাছে আমার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো খুব । অনুপ্রাণিত হলাম সাথে ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮
লাবণ্য ২ বলেছেন: আপনার ভালোবাসার কাব্যকথা সুন্দর হয়েছে আপু।শুভেচ্ছা।