![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
আচ্ছা ! আমার বলে কি কিছু আছে ?
নাকি সব হয়েছে বিলীন
সময়ের স্রোতে ।
একে একে যে যাচ্ছে কেটে দিন ।
তোমার হৃদয় সমুদ্রে যে ভালোবাসার দ্বীপ
সেখানে পেতাম ঠাই
সেটাও বুঝি গেলো তলিয়ে
আরতো তার দেখা নাই ।
ভালোবাসার ছোট ছোট ঢেউগুলোও আর আছড়ে পরেনা আমার সৈকতে
এপারে এখন শান্ত তুমি
আর ভেজেনা হৃদয় আমার
শুষ্ক মনের জমি ।
কিনেছিলাম কিছু অধিকার
ভালোবাসার দামে
সেগুলোও সব গেল হারিয়ে
নেই যে আর আমার নামে ।
ভালোবাসার এক স্তূপ খড়কুটো পরে ছিল
তোমার হৃদয় ঘরের এক কোনে
সেগুলোও বুঝি গেল পুড়ে
তোমার বিদ্রোহের আগুনে ।
যা কিছু আমার ছিল
একে একে হারালো সব
হৃদয় কোঠরে তাই হচ্ছে বিলাপ
হচ্ছেনা তো খুশীর কলরব ।
আচ্ছা ! আমার বলে কিছু ছিলতো কখনও ?
নাকি সেগুলোও ছিল ধোঁয়াশা
আর মরীচিকা ।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য ধন্যবাদ টুটুল ভাইয়া । কবিতা ভালোলাগায় অনুপ্রানিত হলাম ।
কোন সমস্যা নেই ভাইয়া। আমি বাকী মন্তব্যগুলো মুছে দিয়েছি ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬
কাওসার চৌধুরী বলেছেন:
আপু,
ভালবাসার শক্তি অসীম। ভালবাসা আছে বলেই পৃথিবীটা এত মায়াময়। একে পাওয়ার জন্য মানুষ সাত সমুদ্র তের নদী পার হয়ে এগিয়ে যায়। জয় হোক ভালবাসার, জয় হোক মানবতার।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: শুভ সকাল ভাইয়া ।
@আপু,
ভালবাসার শক্তি অসীম। ভালবাসা আছে বলেই পৃথিবীটা এত মায়াময়। একে পাওয়ার জন্য মানুষ সাত সমুদ্র তের নদী পার হয়ে এগিয়ে যায়। জয় হোক ভালবাসার, জয় হোক মানবতার। ---- কথা তো সত্যি ভাইয়া । কিন্তু বেশী ভালোবাসলে আবার তার জ্বালাও আছে
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩
রাজীব নুর বলেছেন: কবিতায় গভীরতা নেই।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতায় গভীরতা নেই। -- সত্যি কথা বলতে, আমারও তাই মনে হয়েছে ভাইয়া । একে একে তো সব গিয়েছে এখন বুঝি আমার কবিতার পালা
৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই ত্রিভুবনে ভালোবাসা নামক জিনিসটি হলো সবচেয়ে ব্যয়বহুল ও শক্তিশালী। আপু আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে। কেমন আছেন?
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: @এই ত্রিভুবনে ভালোবাসা নামক জিনিসটি হলো সবচেয়ে ব্যয়বহুল ও শক্তিশালী-- হাহা ! ভালো বলেছেন ফারিহা আপু ।
ব্যয়বহুল
"গভীর প্রেম মানুষকে পুতুল
বানিয়ে দেয় ।
প্রেমিক প্রেমিকার হাতের
পুতুল হয় কিংবা প্রেমিকা
হয় প্রেমিকের পুতুল ।
দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না ।
কে পুতুল হবে আর কে হবে সূত্রধর
তা নির্ভর করে মানসিক
ক্ষমতার উপর। মানসিক
ক্ষমতা যার বেশী তার হাতেই
পুতুলের সুতা"--- হুমায়ূন আহমেদ ।
@আপু আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে। -- ভালো লাগলো জেনে, ফারিহা আপু
@কেমন আছেন?-- আলহামদুলিল্লাহ ! ভালো আছি আপু । আশা করি আপনিও ভালো আছেন
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭
স্রাঞ্জি সে বলেছেন:
ভালবাসা হলো ক্ষণিকতার হাহাকার.......
কবিতায় পেলাস দিয়ে গেলাম....
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালবাসা হলো ক্ষণিকতার হাহাকার....... -- একবার যে ভালোবাসার হাহাকারের স্বাদ পেয়েছে শুধু সেই জানে
@কবিতায় পেলাস দিয়ে গেলাম.... -- ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫
টুটুল বলেছেন: এতো বিষাদ, এতো বিষণ্ণতা।
‘সর্বদাই হু হু করে মন,
বিশ্ব যেন মরুর মতন।
চারি দিকে ঝালাফালা।
উঃ কী জ্বলন্ত জ্বালা,
অগ্নিকুণ্ডে পতঙ্গপতন।’
-বিহারীলাল চক্রবর্তী
ভালোলাগা রেখে গেলাম।