![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
আমার আছে এক মদন চাঁদ
করে লুকোচুরি খেলা
খেলায় খেলায় দিন চলে যায়
যায় যে চলে বেলা
মদন চাঁদের বাঁশীর সুরে
আনচান করে মন
কবিতা গুলোও যখন তখন
করে শুধু জ্বালাতন
মদন চাঁদ ভীষণ জ্ঞানী
পড়তে ভালোবাসে
মিথ্যা বলে দুষ্টুমি করে
আর মুচকি মুচকি হাসে
ডিম, মুরগী আর পায়েশ
তার পছন্দের খাবার
নুডুলসও তার ভীষণ প্রিয়
এক বসাতেই করে ফেলেন সাবাড়
নীল রঙ তার ভীষণ প্রিয়
আর প্রিয় খেলা দাবা
দাবা খেলায় তার প্রিয় সঙ্গী
একমাত্র তার বাবা
গিটারে তিনি সবার সেরা
রান্নায়ও দারুন পাকা
কিন্তু কেন যেন তিনি সবসময়ই ভাবেন
আমি একটা বোকা
মদন চাঁদ আমার কথা শোনেনা
রাগও অনেক বেশী
তারপরেও আমি
মদন চাঁদ কে অনেক ভালোবাসি
মদন চাঁদ সবার প্রিয়
আর তার প্রিয় তার মা
মায়ের মনেও তার জন্য
অনেক ভালোবাসা জমা
রাগ বেশী হলেও মানুষটা ভালো
প্রেমেতে একটু কাচা
তাই তো আমি বারবার বলি
তুমি একটা পচা
মদন চাঁদের সমুদ্র প্রিয়
আমারও যে তাই
দুজনে মিলে সমুদ্রের পারেই
বসত গড়তে চাই
মদন চাঁদের সাথে হয়না দেখা
থাকে অনেক দূরে
দূরে হলেও অনেক কাছে তিনি
আমার মনেতেই যে বসত করে
চাঁদ যেমন ছড়ায় আলো
অন্ধকার রাতে
আমারও জীবন আলোকিত
আমার মদন চাঁদের সাথে
আমার দোয়া সবসময় আছে
আমার মদন চাঁদের জন্য
মদন চাঁদের ভালোবাসায়
আমার জীবন ধন্য
তার কথা বলতে আমার
লাগে অনেক বেশ
তিনিই আমার শুরু এবং
তিনিই আমার শেষ !
বিঃ দ্রঃ আজকে একজন ব্যক্তির জন্মদিন । জন্মদিনের উপহার স্বরূপ তার প্রিয় মানুষ "মদন চাঁদকে" নিয়ে লেখা ছড়া ।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: @কিছু দিন পরপর কী আপনার বিশেষ ব্যক্তিদের জন্মদিন হয় !!!
--- হা হা হা ! নাতী দেখি নানীর মতই টিউব লাইট
যার জন্মদিন এবং যাকে খুশী করার জন্য ছড়া লিখেছি তিনি আমার কাছে একটুও বিশেষ না
আমার বিশেষ ব্যক্তিদের মানে ? এ তো দেখি প্লুরাল নাম্বার হয়ে গেল
আমার বিশেষ ব্যক্তির জন্মদিন বছরে একবারই হয় আর যে বিশেষনা তারও বছরে একবারই
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১
বিজন রয় বলেছেন: প্রিয় কাউকে নিয়ে প্রিয় একটি ছড়া, নিশ্চয়ই তিনি খুব খুশি হবেন।
আমরাও এই সুযোগে শুভেচ্ছা জানাতে পারছি।
মদন সুখে থাকুন
আপনিও সুখী হন।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: @প্রিয় কাউকে নিয়ে প্রিয় একটি ছড়া, নিশ্চয়ই তিনি খুব খুশি হবেন--- যার জন্মদিন তার প্রিয় মানুষকে নিয়ে ছড়া, জন্মদিনের উপহারস্বরূপ হ্যাঁ, প্রিয় মানুষকে নিয়ে ছড়া পেয়ে তিনি বেজায় খুশী
@আমরাও এই সুযোগে শুভেচ্ছা জানাতে পারছি।-- ধন্যবাদ বিজন ভাইয়া
@মদন সুখে থাকুন
আপনিও সুখী হন।-- আপনিও ভালো থাকুন ভাইয়া ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
বাকপ্রবাস বলেছেন: মদন চাঁদ ভাল ছেলে
জ্বলে রাত্রিদিন
মদন চাঁদের কাছে
ভালবাসার ঋণ।
-
সুন্দর হয়েছে এবং শুভজন্মদিন মদন চাঁদ।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭
কথার ফুলঝুরি! বলেছেন: @মদন চাঁদ ভাল ছেলে
জ্বলে রাত্রিদিন
মদন চাঁদের কাছে
ভালবাসার ঋণ।-- বাহ ! বাকপ্রবাস ভাইয়া, খুব সুন্দর হয়েছে । ভালোবাসার ঋণ
@সুন্দর হয়েছে এবং শুভজন্মদিন মদন চাঁদ। -- ভাইয়া, আসলে জন্মদিন মদন চাঁদের না যার জন্মদিন তার প্রিয় মানুষ হচ্ছে মদন চাঁদ, তাই মদন চাঁদকে নিয়ে লেখা ছড়া তার জন্মদিনের উপহার স্বরূপ । ছড়া ভালো লাগায় খুশী হলাম ভাইয়া ।
এখন লেখা এডিট করে দিয়েছি আশা করি বুঝতে ভুল হবেনা
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
কাথার ফুলঝুরির মার-পেঁচ বা মারফতি বুঝি না .... কিছু মাস আগে মনে হয় ,আপনার ব্লগে, আপনার বিশেষ কারো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলাম । সেই সুত্র ধরে বলা আর কী।
আচ্ছা !!!!!!!!!! আচ্ছা !!!!!!
আজকের যার জন্মদিন তার জন্য জন্মদিনের শুভেচ্ছা রহিল !!!!!!
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪
কথার ফুলঝুরি! বলেছেন: @কাথার ফুলঝুরির মার-পেঁচ বা মারফতি বুঝি না .... কিছু মাস আগে মনে হয় ,আপনার ব্লগে, আপনার বিশেষ কারো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলাম । সেই সুত্র ধরে বলা আর কী।-- হা হা ! এখন লেখা এডিট করে দিয়েছি আশা করি বুঝতে অসুবিধা হবেনা
হ্যাঁ সেই জন্মদিন মদন চাঁদেরই ছিল তাই তাকে নিয়ে লিখেছিলাম আর আজকে যার জন্মদিন তার উপহার স্বরূপ এটি
@আজকের যার জন্মদিন তার জন্য জন্মদিনের শুভেচ্ছা রহিল !!!!!! -- জি অনেক ধন্যবাদ প্রিয় নাতি/ভাইয়া
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১
হাবিব বলেছেন: ছন্দময় ভালোবাসা, ছন্দময় ছড়া কবিতার জন্য
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: @ছন্দময় ভালোবাসা, ছন্দময় ছড়া কবিতার জন্য -- ধন্যবাদ হাবীব স্যার ।
শুভকামনা রইলো আপনার জন্যও ।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১
নজসু বলেছেন: মদন চাঁদ।
নামের মাঝেই পরিচয়।
উনি শুধু মদন নন, চাঁদও।
দামী কেউ।
চাইলেই পাওয়া যায়না।
আপনি পেয়েছেন।
আপনি ভাগ্যবতী।
আকাশের হীরে
আছে স্বপ্নে ঘিরে।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: @মদন চাঁদ।
নামের মাঝেই পরিচয়।
উনি শুধু মদন নন, চাঁদও।--- জী সুজন ভাইয়া, চাঁদ
@দামী কেউ।
চাইলেই পাওয়া যায়না।
আপনি পেয়েছেন।
আপনি ভাগ্যবতী।-- হুম অনেক দামী । পাওয়া ? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন "পাওয়া কাকে বলে যে মানুষ জানেনা, সে ছোঁয়াকেই পাওয়া মনে করেন"
@আকাশের হীরে
আছে স্বপ্নে ঘিরে।--- একদম ঠিক বলেছেন
৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২
রাকু হাসান বলেছেন:
চমৎকার,সহজ সুন্দর মজার ছড়া । জন্ম দিনের শুভেচ্ছা জানাই । ভালো থাকুক সেই মানুষটি আপনিও । আচ্ছা সে তো নানা না আবার ?
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
কথার ফুলঝুরি! বলেছেন: @চমৎকার,সহজ সুন্দর মজার ছড়া । জন্ম দিনের শুভেচ্ছা জানাই । ভালো থাকুক সেই মানুষটি আপনিও ।--- অনেক অনেক ধন্যবাদ কাকু । আপনি অন্তত বুঝতে পেরেছেন যে জন্মদিনটা আসলে কার
@আচ্ছা সে তো নানা না আবার ? --- বাহ ! আমার এই নাতী দেখি তার নানার মতই চালাক নানা ছাড়া আপনার নানী আর কাকে এত ভালোবাসবে
৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ছড়া সুন্দর হয়েছে। মজার হয়েছে।
মদনকে শুভেচ্ছা জানাই।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: @ ছড়া সুন্দর হয়েছে। মজার হয়েছে।-- তাই বুঝি, ভাইয়া । ভালো লাগলো জেনে ।
@মদনকে শুভেচ্ছা জানাই।-- আমার মদন চাঁদকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া । তবে জন্মদিন কিন্তু মদন চাঁদের না । জন্মদিন যে মানুষের তার প্রিয় মানুষ মদন চাঁদ ।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এমন ছড়া পেয়ে তো আমার মনে হয় উনি এখন আনন্দে লাফাচ্ছেন!
ছড়ার নৃত্য ভাল লেগেছে!
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: @এমন ছড়া পেয়ে তো আমার মনে হয় উনি এখন আনন্দে লাফাচ্ছেন! -- হাহা ! ছড়াটি মদন চাঁদ কে নিয়ে লেখা কারন আজ যার জন্মদিন তার প্রিয় মানুষ হচ্ছেন মদন চাঁদ। কিন্তু ছড়াটি স্বয়ং মদন চাঁদের দৃষ্টিগোচর হবেনা
আর যদি তিনি তা দেখতেনও আনন্দে লাফাতেন না কারন তিনি মদন চাঁদ, বড় ভাবগম্ভীর মানুষ উল্টো তিনি আমার লেখার ভুল ধরে শেখাবেন কিভাবে হলে আরও ভালো হত
@ছড়ার নৃত্য ভাল লেগেছে-- অনেকদিন পর পোষ্টে আপনাকে পেয়ে এবং লেখা ভালো লেগেছে জেনে খুশী হলাম তাজুল ভাইয়া ।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
সাগর শরীফ বলেছেন: ভাল লাগল।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @ভাল লাগল। -- আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো সাগর ভাইয়া
১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসলে গো ভাই, অফিসে কাজের চাপে সময় দেয়া কষ্টকর!
তারপর তুমি কেমন আছ?
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: @আসলে গো ভাই, অফিসে কাজের চাপে সময় দেয়া কষ্টকর! --একই অবস্থা আমারও
এইতো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ ! আশা করি আপনিও ভালো আছেন ।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ব্লগার_প্রান্ত বলেছেন: মদন মানে -প্রেমের দেবতা!
যাহোক মদন ভাই, শুভ জন্মদিন,
আপনি কি মিরিন্ডা খান?
আমি কিন্তু গত দেড় বছর নিয়মিত দাবা নিয়ে স্টাডি করছি! আমার সাথে খেলবেন?
কথাপুকে দিয়ে বাসায় দাওয়াত দিয়েন, নুডুলস হলেই চলবে
ভালো থাকুন এবং কথাপুকে ভালো রাখুন! ...টা-টা-
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: @ মদন মানে -প্রেমের দেবতা-- হুম, প্রেমের দেবতা কিন্তু আমার মদন চাঁদ যে প্রেমে কাচা
@যাহোক মদন ভাই, শুভ জন্মদিন,
আপনি কি মিরিন্ডা খান?
আমি কিন্তু গত দেড় বছর নিয়মিত দাবা নিয়ে স্টাডি করছি! আমার সাথে খেলবেন?
কথাপুকে দিয়ে বাসায় দাওয়াত দিয়েন, নুডুলস হলেই চলবে
ভালো থাকুন এবং কথাপুকে ভালো রাখুন! ...টা-টা- --- আমি মিরিন্ডা খাই কিন্তু পাগলীটার কোক পছন্দ অনেকদিন দাবা খেলা হয়না । প্রান্ত ভাইয়াটাকে পেলে খেলা জমবে মনে হচ্ছে । অবশ্যই দাওয়াত দিব, কিন্তু শুধু নুডূলস কেন ? তোমার কথাপু পোলাও এর পাগল, সে কি আর তোমাকে শুধু নুডূলস খাইয়ে ছাড়বে । দোয়া করি প্রান্ত ভাইয়াও অনেক ভালো থাকুক । আমাকে শুভ জন্মদিন জানানোর জন্য ধন্যবাদ । কিন্তু জন্মদিন যে আমার না ভাইয়া, জন্মদিন তো এই পাঁজি মেয়েটির
(আমার মদন চাঁদের হয়ে আমি উত্তর দিয়ে দিলাম তবে তিনি দিলে আরও সুন্দর বলতেন
। প্রান্ত ভাইয়াও ভুলটা করে ফেলল । জন্মদিন তো মদন চাঁদের না
)
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সকলের আশার পূর্ণতায় আলহামদুলিল্লাহ আমি চমৎকার আছি
শুভকামনা বোনটি
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
কথার ফুলঝুরি! বলেছেন:
@সকলের আশার পূর্ণতায় আলহামদুলিল্লাহ আমি চমৎকার আছি-- অনেক ভালো লাগলো জেনে ভাইয়া । আল্লাহ আপনাকে আপনার পরিবারের সাথে আরও অনেক বেশী ভালো রাখুন ।
@শুভকামনা বোনটি -- আপনার জন্যও রইলো শুভকামনা ।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: আপু, ঘটনা সত্যি হলে,....... পুরো কবিতাটা একটা সাইকোলজিকাল থ্রিলার ছিলো...
আজকে আপনার জন্মদিন, ২৩-১০ তারিখটা খুব সুন্দর......০,১,২,৩ চারটি সংখ্যাই এখানে আছে!
আপনাকে আমি কি উপহার দিবো...বলুন তো?
--দোয়া! একমাত্র উপহার যা ফ্রিতে , যেকোন সময় যেকোন মানুষকে দেওয়া যায়!!
মজা করলাম আপু।
খুব ভালো থাকুন সবসময়, জীবনের হাসিকান্নার মাঝে এই ছোট ভাইকে কখনো ভুলে যাবেন না।
আপনার সাথে আমার বাস্তবে পরিচয় থাকলে আমি আপনাকে একটা বই গিফট করতাম, যার নাম--"সংকেত ও অন্যান্য গল্প (সোমেন চন্দ)"
জবা খুব সাধারন একটা ফুল, কিন্তু খুব সুন্দর। জবার এই রংয়ের মতো রঙ্গিন হয়ে উঠুক আপনার জীবন...
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: @আপু, ঘটনা সত্যি হলে,....... পুরো কবিতাটা একটা সাইকোলজিকাল থ্রিলার ছিলো...
আজকে আপনার জন্মদিন, ২৩-১০ তারিখটা খুব সুন্দর......০,১,২,৩ চারটি সংখ্যাই এখানে আছে!-- ঘটনা তো সত্যি ভাইয়া কিন্তু এভাবে তো ভেবে দেখিনি কখনও । আসলেই তো
যাক, আমার বিশেষ কবি আমার মদন চাঁদের মত আমার ভাইয়াটারও যে গণিত খুব পছন্দ জেনে অনেক ভালো লাগলো
গণিত নিয়ে আমার লেখাটি ড্রাফটে আছে । দু একদিন পরে পোস্ট করবো । এবং তোমার পরবর্তী গণিতের পোষ্টের অপেক্ষায় রইলাম ।
@আপনাকে আমি কি উপহার দিবো...বলুন তো?
--দোয়া! একমাত্র উপহার যা ফ্রিতে , যেকোন সময় যেকোন মানুষকে দেওয়া যায়!!
মজা করলাম আপু। == মজা করলেও, উপহার স্বরূপ আমার প্রিয় মানুষগুলোর কাছে থেকে দোয়া ও ভালোবাসার চাইতে বড় উপহার আমার কাছে আর কিছু নেই । এবং তোমার কাছে থেকে আমি ইতোমধ্যে তা পেয়ে গিয়েছি
@খুব ভালো থাকুন সবসময়, জীবনের হাসিকান্নার মাঝে এই ছোট ভাইকে কখনো ভুলে যাবেন না। -- আমি কাউকে ভুলিনা কিন্তু আমাকেই সবাই ভুলে যায় আমার সবার জন্য অনেক মায়া । তোমাকেও ভুলবো না
@আপনার সাথে আমার বাস্তবে পরিচয় থাকলে আমি আপনাকে একটা বই গিফট করতাম, যার নাম--"সংকেত ও অন্যান্য গল্প (সোমেন চন্দ)" --- বাস্তব বড় কঠিন আর নির্মম, বাস্তবের মানুষগুলোও তাই। ব্লগ আমার বাস্তব জীবন থেকে আলাদা দেখেই এখানে আমি শান্তি ও ভালোলাগা পাই । আমি নীলক্ষেত গেলে এই বইটি খুঁজবো । ঠিক আছে ?
@জবা খুব সাধারন একটা ফুল, কিন্তু খুব সুন্দর। জবার এই রংয়ের মতো রঙ্গিন হয়ে উঠুক আপনার জীবন... -- ফুল আমার অনেক পছন্দ । আমার আসল নামও কিন্তু একটি ফুলের নামে লাল রঙ এবং জবা দুইটাই পছন্দ । তোমার জীবনও অনেক সুন্দর হোক ভাই ।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পরিবারের সাথে নারে ভাই! অনেক দূর!
আগামী ৮ তারিখ বাড়ি যামু তাই এখন আমার বাড়ি ও আমার মনে ঈদের আনন্দ
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: @পরিবারের সাথে নারে ভাই! অনেক দূর-- আহারে ভাইয়া এই কষ্ট যে আমি বুঝি ।
@আগামী ৮ তারিখ বাড়ি যামু তাই এখন আমার বাড়ি ও আমার মনে ঈদের আনন্দ
-- সুন্দর ও নিরাপদে বাড়ি আসুন ভাইয়া । সাথে বাড়িতে পরিবারের সাথে আপনার দিনগুলো কাটুক অনেক আনন্দে ।
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: এই যা! শুভ জন্মদিন বলতেই ভুলে গেলাম
২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: আজকের ছোট গল্প বলি তোমাকে, অফিসে তিনজন কলিগ আছে । ছোটবোনের মত যারা আপন ও অনেক পছন্দ করে আমাকে আমিও করি । আজকের দিন নিয়ে ওরা খুব এক্সাইটেড । আমি বুঝতে পেরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলাম, আমার মন ভালো নেই, তাই জন্মদিন উপলক্ষে অফিসে ওরা যেন কোন কিছু আয়োজন না করে। আজ সকালে দেখি তিনজন নতুন জামা পরে এসেছে । আর কি যেন শুধু ফিস ফিস করে । আমি বুঝতে পারছিলাম কিছু একটা চলছে । অফিসের পরে কাছের কোন একটি জায়গায় কেক নিয়ে আমাকে সারপ্রাইজ । বলে, তুমি তো অফিসে কিছু করতে নিষেধ করেছো এটা তো অফিসের বাইরে । আমার মন ভালো না বলে সারাদিন কত প্রচেষ্টা আমাকে হাসানোর আর অফিসের পরে এসব । তুমি, তোমরা, আমার পরিবার, আমার কলিগরা, এই ভালোবাসা গুলোই আমার সবথেকে বড় পাওয়া জীবনে এবং সারাজীবন এই ভালোবাসাই চাই ।
ছবিটা খুব সুন্দর হয়েছে । অনেকে ভুল ভেবেছে যে মদন চাঁদের জন্মদিন তোমার ছবিটা দেখে এখন আর কারও ভুল হবেনা আশা করি
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছড়া । জন্মদিনে প্রিয়বোনকে শুভেচ্ছা রইল ।
দেখি আমার বোন কতটা খেয়ে উঠতে পারে ।
শুভকামনা অফুরান ।
২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: বাইরে কেক, নুডুলস, চিকেন আর বাসায় পোলাও, রোস্ট ও ডিম খেয়ে তো পেটে একটু ও জায়গা নেই ভাইয়া তবে লুচি আর জিলাপি আমার পছন্দ । পেটটা একটু খালি হলে ওগুলোও খাওয়া যাবে
@সুন্দর ছড়া । জন্মদিনে প্রিয়বোনকে শুভেচ্ছা রইল ।
-- ছড়া ভালো লাগায় খুশী হলাম ভাইয়া জন্মদিনের শুভেচ্ছার জন্যও ধন্যবাদ ।
ভালোবাসা ও শুভকামনা প্রিয় ভাইয়ার জন্য ।
১৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩
রাকু হাসান বলেছেন:
। পার্টি
পাইলাম না
অনেক বেশি শুভকামনা নানীর জন্য ।
২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা ! কয়েকশো বছর তো বাচতেই হবে। নাতী পুতি দের মুখখানি না দেখে কি নানী মরতে পারে
কে বলেছে পার্টি হবেনা, দুষ্টু নাতী কাকুর জন্য পুরো কেক টাই নিয়ে এলাম
১৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় মানুষের জন্মদিনে চমৎকার একটি উপহার, ছড়াটি আমার খুব ভাল লেগেছে। শুভ কামনা রইলো, কথাপুর জন্য।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @প্রিয় মানুষের জন্মদিনে চমৎকার একটি উপহার, ছড়াটি আমার খুব ভাল লেগেছে-- ভাইয়ার কেকের জন্য অনেক ধন্যবাদ কেক/পেস্ট্রি আমার অনেক পছন্দ
কিন্তু ভাইয়া, যার জন্মদিন সে আমার একটুও প্রিয় না
প্রিয় হচ্ছে ছড়ার মানুষটা, আমার মদন চাঁদ
তাই জন্মদিনে তাকে নিয়েই ছড়া লেখা ।
আমার মদন চাঁদের ছড়া ভালো লেগেছে জেনে খুশী হলাম ভাইয়া ।
শুভ সকাল এবং শুভকামনা ভাইয়া ।
২০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯
লাবণ্য ২ বলেছেন: ছড়া অনেক ভালো হয়েছে আপু।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: @ছড়া অনেক ভালো হয়েছে আপু। -- হৃদয়ের মানুষকে নিয়ে হৃদয় থেকে লিখেছি তো তাই ভালো হয়েছে আপু
খুশী হলাম জেনে প্রিয় লাবণ্য আপু যে আমার মদন চাঁদ কে নিয়ে ছড়া আপনার কাছে ভালো লেগেছে
শুভসকাল এবং ভালোবাসা রইলো আপু ।
২১| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: @ ছড়া সুন্দর হয়েছে। মজার হয়েছে।-- তাই বুঝি, ভাইয়া । ভালো লাগলো জেনে ।
@মদনকে শুভেচ্ছা জানাই।-- আমার মদন চাঁদকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া । তবে জন্মদিন কিন্তু মদন চাঁদের না । জন্মদিন যে মানুষের তার প্রিয় মানুষ মদন চাঁদ ।
ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১
কথার ফুলঝুরি! বলেছেন: শুভসকাল প্রিয় ভাইয়া ।
ভাইয়া, হঠাৎ যদি আপনার সাথে কোন দিন রাস্তায় দেখা হয়ে যায় আমি কিন্তু আমার পরিচয় দিবনা শুধু আপনার সাথে দু একটা কথা বলবো তারপর বাসায় এসে সেইটা নিয়ে একটা লেখা লিখবো আমি নিশ্চিত সেই লেখা দারুন হিট হবে
২২| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: বোনডি, অন্যের মদন চাঁদ রে নিয়া দারুণ ছড়া পড়লাম।
২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: @বোনডি, অন্যের মদন চাঁদ রে নিয়া দারুণ ছড়া পড়লাম।-- এইটা কি বললেন ভাইডি, মদন চাঁদ অন্য কারও কেন হবে আর আপনার বোনডি অন্য কারও মদন চাঁদ সম্পর্কে এত জানবেই বা কিভাবে আর যাবে কিনা আরেকজনের কাউকে নিয়ে ছড়া লিখতে । নো ওয়ে
জন্মদিন টা আপনার বোনডিরই ছিল আর মদন চাঁদ আপনার বোনডির সেই বিশেষ কবি
তাই বিশেষ দিনে নিজেই নিজেকে খুশী করার জন্য প্রিয় মানুষটিকে নিয়ে ছড়া লিখেছি
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি তো ভাবলাম আপুদের কম মন্তব্য করবো, এদিকে হাত আমার নিশপিশ করা শুরু করেছে। করি একটা মদনা মন্তব্য...
জন্মদিনের কেক কি শেষ??
আবার মদনা ছড়া? পোস্টে মাইনাচ।
আমাকে তোমার কনিষ্ঠ মদন বানাও..
@কবি মদন
সাবাশ মদনা ভায়া। তোমার প্রেম করা দরকার নাই, বিয়েরও দরকার নাই। তুমি দেবদাস হও, কবিতা লিখো।
(নিজু! লাঠির বাড়ি খাবার আগে তুই পালা।)
বি. দ্রঃ তোমার সাথে যেদিন দেখা হবে, আমি হেলমেট পরে যাব। মাথাটা অন্তত রক্ষে পাবে...
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০
কথার ফুলঝুরি! বলেছেন: @আমি তো ভাবলাম আপুদের কম মন্তব্য করবো, এদিকে হাত আমার নিশপিশ করা শুরু করেছে-- বাহ বাহ কাজিন দেখি মুক্ত হয়ে গিয়েছে এখন তাহলে আবার কাজিনের ক্যাঙ্গারুর মত লাফালাফি দেখার সৌভাগ্য হইবেক
@জন্মদিনের কেক কি শেষ?? -- কেক তো আমি একাই খেয়ে ফেলেছি সব
@আবার মদনা ছড়া? পোস্টে মাইনাচ।
-- কোন সমস্যা নেই । আমার পোষ্টে কেউ মাইনাস দিলে আমি নিজে আরেকটা মাইনাস দিয়ে নেই । মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস
বীজগণিত মনে আছে তো ?
@আমাকে তোমার কনিষ্ঠ মদন বানাও..-- কনিষ্ঠ হোক জ্যৈষ্ঠ হোক আমার মদন একটাই এবং একটাই থাকিবে ইনশাআল্লাহ্
@@কবি মদন
সাবাশ মদনা ভায়া। তোমার প্রেম করা দরকার নাই, বিয়েরও দরকার নাই। তুমি দেবদাস হও, কবিতা লিখো। -- নিজু ভাই কি জানেনা যে দেবদাস হয় একজনই । পাগলী নিজেই তো দেবদাস আমি আর কি হব (কবি মদনের পক্ষ থেকে প্রতিউত্তর)
@(নিজু! লাঠির বাড়ি খাবার আগে তুই পালা।)
--- আমি আগে নিরীহ ছিলাম এখন কিন্তু অনেক পাঁজি সাবধান
@বি. দ্রঃ তোমার সাথে যেদিন দেখা হবে, আমি হেলমেট পরে যাব। মাথাটা অন্তত রক্ষে পাবে...--- হা হা ! দেখা যদি আদৌ হয় । আমাকে কেউ চিনবেনা কারন বাস্তবের আমি অনেক লক্ষ্মী মেয়ে
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আচ্ছা আচ্ছা। তাইলে এইডা হইলো মেইন কাহিনী।
মদন চাঁদ ভালো থাকুক, ভালো থাকুক মদন চাঁদের....
শুভ জন্মদিন - বোনডির ভাইডি
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০১
কথার ফুলঝুরি! বলেছেন: @আচ্ছা আচ্ছা। তাইলে এইডা হইলো মেইন কাহিনী--যাক, এতক্ষণে বোঝা হল তাহলে
@মদন চাঁদ ভালো থাকুক, ভালো থাকুক মদন চাঁদের....--- ধন্যবাদ ভাইডি
@শুভ জন্মদিন - বোনডির ভাইডি -- শুভেচ্ছা গ্রহন করিলাম
২৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মদন চাঁদকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তিনি ভালো আছেন। আপু আপনাকে জানাই শুভ কামনা।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: @মদন চাঁদকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা-- ফারিহা আপু, ওইদিনতো আমার মদন চাঁদের নয় আমার নিজেরই জন্মদিন ছিল যাক, আপনার শুভেচ্ছা আমার মদন চাঁদের জন্মদিনের জন্য অগ্রিম হিসেবে নিলাম ।
@আশা করি তিনি ভালো আছেন-- দোয়া করবেন আপু তার জন্য ।
@আপু আপনাকে জানাই শুভ কামনা।-- ধন্যবাদ ও ভালোবাসা রইলো ফারিহা আপু
২৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬
নজসু বলেছেন: আপনি এক সপ্তাহ হলো ব্লগে অনুপস্থিত।
চাঁদ পেয়ে ভাইদের ভুলে গেলেন নাকি?
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনি এক সপ্তাহ হলো ব্লগে অনুপস্থিত।-- আমার প্রিয় ভাই ঠিকই খেয়াল করেছে আপুটা যে নেই । ভাবছিলাম আর বের হবোনা খোলসের ভেতর থেকে কিন্তু আজ মনটা ভালো লাগছে তাই চলে এসেছি আমার প্রিয় মানুষগুলোর কাছে
@চাঁদ পেয়ে ভাইদের ভুলে গেলেন নাকি?--- হা হা ! বাস্তব জীবনে আমাকে যারা পছন্দ করে, আমাকে সাথে করে বেরাতে যেতে চায় বা অন্য সব কিছুতে আমার মদন চাঁদ কে তারা হিংসা করে কারন আমি তাঁকে পেলে দুনিয়ার সবাইকে ভুলে যাই
তবে আপনাদেরকে আমি কখনোই ভুলবো না, মদন চাঁদকে পেলেও না
২৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
তিনি আমার শুরু তিনি আমার শেষ
ভালবাসার মানুষ তিনি তাই তার থেকেই শুরু তার মধ্যেই শেষ হবে স্বাভাবিক । জন্মদিনের শুভেচ্ছা । আর কেক পার্সেল করে দিয়েন সাথে কাচ্চি বিরিয়ানি ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালবাসার মানুষ তিনি তাই তার থেকেই শুরু তার মধ্যেই শেষ হবে স্বাভাবিক--- হ্যাঁ, ঠিক বলেছেন ভাইয়া । অপু ভাইয়া দ্যা গ্রেট
@জন্মদিনের শুভেচ্ছা-- অনেক ধন্যবাদ ভাইয়া
@আর কেক পার্সেল করে দিয়েন সাথে কাচ্চি বিরিয়ানি ।-- হা হা ! সাথে একটা কোকও দিব । বিরিয়ানির সাথে কোক না হলে কেমন হয়
২৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আপু প্লিজ, রেসপন্স করেন! আপনি কোথায়??????
আপনি কি জানেন না, ভালোবেসে চলে যেতে হয় না? যে গনিত বিষয়ক পোষ্টের কথা বলছিলেন, ঐটা কই? আপনি কই?
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: @আপু প্লিজ, রেসপন্স করেন! আপনি কোথায়?????? -- ওরে আমার ভাইয়াটা । এইতো আমি, চলে এসেছি আমাকে তোমরা এত ভালোবাসো যে চাইলেও পারিনা খোলসের ভেতর ঢুকে থাকতে
@আপনি কি জানেন না, ভালোবেসে চলে যেতে হয় না? -- হা প্রান্তর ভাইয়া, জানি, আর ভালোবেসে কেউ চলে গেলে যে কষ্ট হয় কেমন তাও জানি কিন্তু তবুও তো আমরা চলে যাই
@যে গনিত বিষয়ক পোষ্টের কথা বলছিলেন, ঐটা কই? আপনি কই?-- গনিত বিষয়ক পোস্টটা ড্রাফটে আছে, আমিতো চলে এসেছি দেখি কবে পোস্ট দেই
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:

কিছু দিন পরপর কী আপনার বিশেষ ব্যক্তিদের জন্মদিন হয় !!!