|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কথার ফুলঝুরি!
কথার ফুলঝুরি!
	ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
এই পথ এই শহর 
সবকিছু আছে আগের মত 
তুমি নেই তাই নির্জীব সব 
রঙ হারিয়েছে গাছের পাতারাও যত ! 
আজও বৃষ্টি পরে মুষলধারে
পথঘাট হয় ভিজে একাকার 
তুমি ভিজনা বৃষ্টির জলে 
তাই হৃদয়ে হয় হাহাকার ! 
পথের দু ধারে দোকান যত 
এখনও হয় ফুলে ফুলে রঙিন
তোমার ছোঁয়া পায়না যে তাই 
ফুলগুলোও লাগে মলিন ! 
এখনও আসে শুক্রবার
স্নিগ্ধ এক বিকেল নিয়ে 
তুমি নেই তাই করে অভিমান 
তারপর যায় সেই হারিয়ে ! 
কে জানে সেই উচু জায়গার
খবরটা এখন কি 
সেও বুঝি এখনও পথ চেয়ে আছে 
ভাবছে তুমি দিলে কি ফাঁকি ! 
রাতগুলো এখন আসলেই নীরব
কই গেলো সেই ফিসফিসানি
তারাগুলো খুজে তোমার আওয়াজ 
না পেয়ে তোমায় করে কানাকানি ! 
তুমি নেই তাই প্রাণহীন সব
চলছে সময় 
শুধু থেমে গেছে কলরব ! 
আবার সব উঠবে হেসে 
আনন্দ মিছিল হবে কোলাহল
তোমার পদধূলি পরবে যখন 
এ শহর হবে আনন্দের মহল ! 
তোমার অপেক্ষায় গুনছে প্রহর
নীরব নির্জীব আর নিস্তব্ধ শহর ! 
 ৪৬ টি
    	৪৬ টি    	 +৬/-০
    	+৬/-০  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৮
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: মন্তব্যটি ওপেন করে ভাবছিলাম লোডিং হচ্ছে তাই বুঝি দেখাচ্ছেনা   যাই হোক ১ নং মন্তব্যকারি হিসেবে সুজন ভাইয়া কে পেয়ে ভালো লাগলো
 যাই হোক ১ নং মন্তব্যকারি হিসেবে সুজন ভাইয়া কে পেয়ে ভালো লাগলো  
২|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:১০
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:১০
নজসু বলেছেন: 
অবশেষে আপার সময় হলো ঝুড়ি ভর্তি কথা নিয়ে হাজির হবার। 
কি এমন ব্যস্ততা?
চাঁদ ভাই কেমন আছেন?
কোথাও গেলেন নাকি?
সারা কবিতা জুড়ে হাহাকার। 
একটা বিষয় ভাবছি।  আপনার কবিতাগুলো জীবন্ত।  জীবনের গল্প থেকে উঠে এসেছে যেন।
মাত্র একটা শব্দ থেকে আমি এই ধারণাটা করছি।  অনুমান ভুলও হতে পারে। 
শব্দটা হলো শুক্রবার। 
এখনও আসে শুক্রবার
স্নিগ্ধ এক বিকেল নিয়ে
ছুটির বিকেলবেলাটা প্রিয় মানুষটার সাথে স্নিগ্ধতায় কাটতো মনে হয়। 
কোন এক কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে হয়তো।
তাইতো শুক্রবারটা এলে আরও বেশি অবসাদে ভরে যায় মনটা। 
ব্যখ্যা করতে পারছিনা।  শুধু বুঝছি, এতোটা বাস্তবতা না হলে বিশেষ একটা বার চলে আসতো না।  কল্পনায় কবিতা রচনা হতো অন্য কোনভাবে। 
ধারনা সত্য মিথ্যা যাই হোক, কবিতার ছন্দমিল আমাকে অত্যন্ত অবাক করেছে। 
কবিতা যদিও বেদনাময়; লেখাটা অসম্ভব সুন্দর।
  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৩
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: @অবশেষে আপার সময় হলো ঝুড়ি ভর্তি কথা নিয়ে হাজির হবার। 
কি এমন ব্যস্ততা?
-- হাহা ! কেমন আছেন সুজন ভাইয়া । হা, ইদানিং তেমন আসিনা ব্লগে । ব্যস্ত আছি তা না, আবার লিখতে ও ব্লগে ভালো  লাগেনা কিংবা আপনাদেরকে ভুলে গিয়েছি তাও না   আমার কথার ফুলঝুরি যে সবসময় ফুটে না ভাইয়া ।
 আমার কথার ফুলঝুরি যে সবসময় ফুটে না ভাইয়া । 
@চাঁদ ভাই কেমন আছেন?
কোথাও গেলেন নাকি? -- হা, ভালো আছেন তিনি আলহামদুলিল্লাহ । 
@একটা বিষয় ভাবছি। আপনার কবিতাগুলো জীবন্ত। জীবনের গল্প থেকে উঠে এসেছে যেন।
মাত্র একটা শব্দ থেকে আমি এই ধারণাটা করছি। অনুমান ভুলও হতে পারে। 
শব্দটা হলো শুক্রবার। 
এখনও আসে শুক্রবার
স্নিগ্ধ এক বিকেল নিয়ে
ছুটির বিকেলবেলাটা প্রিয় মানুষটার সাথে স্নিগ্ধতায় কাটতো মনে হয়। 
কোন এক কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে হয়তো।
তাইতো শুক্রবারটা এলে আরও বেশি অবসাদে ভরে যায় মনটা। 
ব্যখ্যা করতে পারছিনা। শুধু বুঝছি, এতোটা বাস্তবতা না হলে বিশেষ একটা বার চলে আসতো না। কল্পনায় কবিতা রচনা হতো অন্য কোনভাবে। --- লেখাটি নিয়ে যে এতখানি ভেবেছেন ভাইয়া, তার জন্য ধন্যবাদ অনেক । প্রতিটি লেখকই তো জীবন থেকে লিখে, কখনো তার নিজের জীবন কখনোবা অন্য কারও ।  হা, শুক্রবারটির সাথে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে । শুক্রবারের বিকেল যেমন সুন্দর তেমন অবসাদময় । 
@ধারনা সত্য মিথ্যা যাই হোক, কবিতার ছন্দমিল আমাকে অত্যন্ত অবাক করেছে। 
কবিতা যদিও বেদনাময়; লেখাটা অসম্ভব সুন্দর-- আমার লেখায় আপনার চমৎকার সুন্দর একটি মন্তব্য, সাথে আপনার ভালো লাগা আমার জন্য অনেক অনুপ্রেরনা সুজন ভাইয়া । 
যত দুরেই যাই, যতদিনই দূরে থাকি, যখনই ফিরে আসবো আপনাদের ভালোবাসা সবসময়ই পাবো আমি জানি । 
৩|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৫
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং...
প্রতিউত্তর কি পাওয়া যাবে???
  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৭
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: @হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং-- হ্যালো হ্যালো, তোমার নামটা বল   ও নিজু ভাই, ব্লগ জুড়ে খালি নির্বাচন আর নির্বাচন
 ও নিজু ভাই, ব্লগ জুড়ে খালি নির্বাচন আর নির্বাচন   
 
@প্রতিউত্তর কি পাওয়া যাবে??? -- আমার কাজিন মন্তব্য করবে আর আমি প্রতিউত্তর করবো না তা কি করে হয় ।
 -- আমার কাজিন মন্তব্য করবে আর আমি প্রতিউত্তর করবো না তা কি করে হয় ।
৪|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৫
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: অবশেষে আমার বোনের শীত ঘুমের অবসান হলো । কবিতা ভালো হয়েছে ,তবে এমন অপেক্ষার দ্রুত অবসান  কামনা করি ।  সত্যিই কি অপেক্ষার কোন দিন অবসান হবে?? 
শুভকামনা ও ভালোবাসা  প্রিয় বোনকে।
  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:১৮
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: @অবশেষে আমার বোনের শীত ঘুমের অবসান হলো -- ভাইয়া, শীতকালে সকালে আরামের ঘুম ভেঙ্গে সকাল সকাল অফিস যাওয়ার চেয়ে কষ্ট আর দুনিয়াতে নেই   তবে কতদিন শীতের ভোরে কম্বলের নিচে বসে খেজুরের রস খাইনা, আর কোনদিন হয়তো সেই স্বাদ পাবোও না
 তবে কতদিন শীতের ভোরে কম্বলের নিচে বসে খেজুরের রস খাইনা, আর কোনদিন হয়তো সেই স্বাদ পাবোও না   
 
@কবিতা ভালো হয়েছে ,তবে এমন অপেক্ষার দ্রুত অবসান কামনা করি  -- আপনার ভালো লাগা আমার জন্য অনুপ্রেরনা, ভাইয়া । অপেক্ষার অবসান ? ? ?   
 
@সত্যিই কি অপেক্ষার কোন দিন অবসান হবে?? -- অপেক্ষার অবসান হবে কিনা তা তো জানা নেই ভাইয়া । তবে নিরাশার চাইতে কিছুটা আশা নিয়ে অপেক্ষা করাতেও আনন্দ । আর অপেক্ষা হচ্ছে ভালোবাসার একটি পরীক্ষা। সবাই ভালোবাসতে জানে কিন্তু সবাই অপেক্ষা করতে জানেনা । 
@শুভকামনা ও ভালোবাসা প্রিয় বোনকে-- আপনার জন্য ও অনেক শুভকামনা ভাইয়া । 
(মরীচিকার লাস্ট পর্বটি দেখেছি কিন্তু পড়া হয়নি । শীঘ্রই পড়ব । আগ্রহ লাগছে কি হচ্ছে গল্পে তা জানতে ) 
৫|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৫
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২০
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২০
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালো লাগল। ধন্যবাদ-- লেখা ভালো লাগায় অনুপ্রানিত হলাম, প্রামানিক ভাইয়া । 
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইলো আপনার জন্য ও ।
৬|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:০৩
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একটা গান হয়ে যাক...
   কথা আপু চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে! 
রাগ কোরোনা সুন্দরীগো
রাগলে তোমায় লাগে আরো ভালো
 চুমকি চলেছে একা পথে.....         
  @নির্বাচন নিয়ে টেনশনের কিছু নেই। আমি থাকতে নো প্রবলেমো। [২০১৩-১৪র চেয়ে তো এখন পোস্ট অনেক কম আসে।]       
  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২৬
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২৬
কথার ফুলঝুরি! বলেছেন: @কথা আপু চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে! 
রাগ কোরোনা সুন্দরীগো
রাগলে তোমায় লাগে আরো ভালো
চুমকি চলেছে একা পথে..... 
-- গানটি আমার খুব পছন্দ । আমি ছেলে হলে এই গানটি গেয়ে আপুদের সাথে দুষ্টুমি করতাম   
 
নিজু ভাই চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ নেই তাতে   
 
রাগ করেনা নিজু ভাই কভু
দেখায় যদিও রাগের ইমু শুধু   
 
@নির্বাচন নিয়ে টেনশনের কিছু নেই। আমি থাকতে নো প্রবলেমো। [২০১৩-১৪র চেয়ে তো এখন পোস্ট অনেক কম আসে।-- আপনার পোস্টগুলো দেখেছি কিন্তু পড়িনি । ভাল্লাগেনা আমার এসব । আমি হলুম বিরহের কবি   
 
(আচ্ছা, নিজু ভাই কোন মার্কায় ভোট দিবে ? চুপি চুপি বলা যাবে কি ?   
   )
 )
৭|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: টুকরো টুকরো দুঃখ আর টুকরো টুকরো আগুন হচ্ছে কবিতা । যে জীবনে একটিও কবিতা পড়েনি তাকে বোঝাতে গেলাম অশ্রুবিন্দু !
  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৩০
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: @ টুকরো টুকরো দুঃখ আর টুকরো টুকরো আগুন হচ্ছে কবিতা -- আমি যা লিখি তা কি আসলেই কবিতা? জানিনা কি, মনে যা আসে তাই ই তো লিখি । আমার মত আনাড়ি লেখিকার এত গভীরে গিয়ে ভাবার মত ক্ষমতা যে নেই ভাইয়া ।  তবে হা, দুঃখ আর আগুন কবিতার প্রান যেন । 
@ যে জীবনে একটিও কবিতা পড়েনি তাকে বোঝাতে গেলাম অশ্রুবিন্দু !-- যে কবিতা পড়ে, কবিতা লিখে, যে কবি, সেই বা কতটুকু বোঝে অশ্রুবিন্দুর ভাষা ।
৮|  ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৪৫
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৪৫
নীল আকাশ বলেছেন: ২৩শে অক্টোবরে পর উধাও হয়ে গেলেন, কোন খবর নেই দেখে ভাবলাম....আমাকে তো আবার একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই জন্য সব সময় খোঁজখবর রাখতে হয়!  
  
আপনার লাস্ট ২টা কবিতা পড়ে তো খুব টেনশনে পরে গেলাম! আবার নিজেই বলছেন -  হা, ইদানিং তেমন আসিনা ব্লগে। ব্যস্ত আছি তা না, আবার লিখতে ও ব্লগে ভালো লাগেনা কিংবা আপনাদেরকে ভুলে গিয়েছি তাও না   আমার কথার ফুলঝুরি যে সবসময় ফুটে না ভাইয়া। - কি, মন খারাপ?
 আমার কথার ফুলঝুরি যে সবসময় ফুটে না ভাইয়া। - কি, মন খারাপ? 
কবিতার লাস্ট লাইন দুইটা মন ছুয়ে গেল! এরাই কি আপনার মনের বর্তমান অবস্থা বলে দিচ্ছে....
ইদানিং আসলেই আপনাকে একদমই দেখি না। আমারো দোষ আছে, ব্যস্ততার কারনে আপনার ব্লগে নিয়মিত দেখা দিতে পারিনা। আপনার কাছে আমার ঋন অনেক এই ব্লগে লেখার ব্যাপারে, হয়ত আপনি ঠেলা না দিলে আমি লেখালিখিই শুরু করতাম না...... 
আশা করি সব কিছু পিছনে ঝেড়ে ফেলে দিয়ে নতুন উদ্যোমে আবার ব্লগে ফিরে আসবেন। কথার ফুলঝুড়ির যদি কথাই না ফুটে তাহলে হবে, আপু? 
 
ধন্যবাদ আর শুভ কামনা রইল! 
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০০
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০০
কথার ফুলঝুরি! বলেছেন: @২৩শে অক্টোবরে পর উধাও হয়ে গেলেন, কোন খবর নেই দেখে ভাবলাম....আমাকে তো আবার একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই জন্য সব সময় খোঁজখবর রাখতে হয়!  --- হা হা ! জন্মদিনে জন্ম নেওয়ার পরে ঘুমাচ্ছিলাম
 --- হা হা ! জন্মদিনে জন্ম নেওয়ার পরে ঘুমাচ্ছিলাম    আর সেই দায়িত্ব। লাগাবেন তো কলাগাছ । কলাগাছে তো আর পা ঝুলিয়ে বসা যাবেনা আর আমার শ্বশুরবাড়ির ও খবর নেই তাই কলাগাছের ভেলা ভাসিয়ে বনবাসে চলে যাবো
 আর সেই দায়িত্ব। লাগাবেন তো কলাগাছ । কলাগাছে তো আর পা ঝুলিয়ে বসা যাবেনা আর আমার শ্বশুরবাড়ির ও খবর নেই তাই কলাগাছের ভেলা ভাসিয়ে বনবাসে চলে যাবো   
 
@আপনার লাস্ট ২টা কবিতা পড়ে তো খুব টেনশনে পরে গেলাম! আবার নিজেই বলছেন - হা, ইদানিং তেমন আসিনা ব্লগে। ব্যস্ত আছি তা না, আবার লিখতে ও ব্লগে ভালো লাগেনা কিংবা আপনাদেরকে ভুলে গিয়েছি তাও না   আমার কথার ফুলঝুরি যে সবসময় ফুটে না ভাইয়া। - কি, মন খারাপ? -- আমাকে নিয়ে ভেবেছেন দেখে ভালো লাগলো । হা কথা সত্যি । ব্যস্ত নই, আবার ভালো লাগেনা তাও না । মাথা থাকলে যেমন মাথা ব্যথা হবে তেমনি মন থাকলে তো মন খারাপ হবেই
 আমার কথার ফুলঝুরি যে সবসময় ফুটে না ভাইয়া। - কি, মন খারাপ? -- আমাকে নিয়ে ভেবেছেন দেখে ভালো লাগলো । হা কথা সত্যি । ব্যস্ত নই, আবার ভালো লাগেনা তাও না । মাথা থাকলে যেমন মাথা ব্যথা হবে তেমনি মন থাকলে তো মন খারাপ হবেই   জানিনা, মাঝে মাঝে শামুকের মত খোলসের ভেতর ঢুকে থাকতে ইচ্ছে করে আবার মাঝে মাঝে পাখির মত উড়তে
 জানিনা, মাঝে মাঝে শামুকের মত খোলসের ভেতর ঢুকে থাকতে ইচ্ছে করে আবার মাঝে মাঝে পাখির মত উড়তে    
 
@কবিতার লাস্ট লাইন দুইটা মন ছুয়ে গেল! এরাই কি আপনার মনের বর্তমান অবস্থা বলে দিচ্ছে....-- লাইন দুটো আমারও খুব ভালো লেগেছে । আর বর্তমান অবস্থা ? কে জানে কি অতীত, কি বর্তমান আর কি ভবিষ্যৎ । বেঁচে আছি সুস্থ আছি এটাই অনেক কিছু । 
@ইদানিং আসলেই আপনাকে একদমই দেখি না। আমারো দোষ আছে, ব্যস্ততার কারনে আপনার ব্লগে নিয়মিত দেখা দিতে পারিনা। আপনার কাছে আমার ঋন অনেক এই ব্লগে লেখার ব্যাপারে, হয়ত আপনি ঠেলা না দিলে আমি লেখালিখিই শুরু করতাম না.....-- আমাকে এতখানি সম্মান ও ভালোবাসা দেওয়ার যোগ্য মনে করেছেন তার জন্য ধন্যবাদ ভাইয়া । যে কিনা এমন ভালো ভালো লেখা গুলো ড্রাফটে জমিয়ে রাখে তাঁকে তো একটু ঢেলা দিতেই হয়   সামনে আরও নতুন নতুন লেখা ও গল্প উপহার চাই ।
 সামনে আরও নতুন নতুন লেখা ও গল্প উপহার চাই ।  
@আশা করি সব কিছু পিছনে ঝেড়ে ফেলে দিয়ে নতুন উদ্যোমে আবার ব্লগে ফিরে আসবেন। কথার ফুলঝুড়ির যদি কথাই না ফুটে তাহলে হবে, আপু?--- আপনাদেরকে, ব্লগকে, লেখালিখি মিস করি ভাইয়া । আমি চেষ্টা করবো অবশ্যই । তবে যত দিনই দূরে থাকিনা কেন, একদিন না একদিন ফিরে আসবোই, যদি বেচে থাকি 
(প্রোফাইল পিক চেঞ্জ, নাম চেঞ্জ । তবে নামটা এখন ঠিক হয়েছে আর পিকচার টার কথাও একদম সত্যি, নিজের দুর্বলতার কথা, সমস্যার কথা যত কম প্রকাশ করা যায় তত ভালো ) 
৯|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০৭
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০৭
আখেনাটেন বলেছেন: প্রথমে একটু বেদনা, না দেখার হাহাকার। শেষে অাশার ছলনে চেয়ে থাকা কিংবা মিলনের প্রতীক্ষায় অধীর অপেক্ষা। বেশ। 
তা কথার ফুলঝুরিকে মনে হচ্ছে অনেক দিন পর দেখলুম ব্লগে আজকে। সব ভালো তো।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:১২
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @প্রথমে একটু বেদনা, না দেখার হাহাকার। শেষে অাশার ছলনে চেয়ে থাকা কিংবা মিলনের প্রতীক্ষায় অধীর অপেক্ষা। বেশ। -- এটাই তো জীবন ভাইয়া, বেদনা, হাহাকার আর অপেক্ষা । অপেক্ষা নিয়ে বেঁচে থাকা যায় কিন্তু নিরাশা নিয়ে যায়না । 
@তা কথার ফুলঝুরিকে মনে হচ্ছে অনেক দিন পর দেখলুম ব্লগে আজকে। সব ভালো তো।-- জি ভাইয়া, আলহাদুলিল্লাহ । হা ইদানিং খুব কম আসা হয়, কিন্তু আপনাদেরকে মিস করি খুব  
১০|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৪০
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৪০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকেও তো নিরব নিস্তব্ধ দেখা যায়; ব্লগে আগের মত সরব দেখা যায় না! আপনি সুস্থ আছেন তো?
সব কাটিয়ে উঠার চেষ্টা করুন আর সৃষ্টিকর্তা আপনার মনের ভাসনা পূর্ণ করুন।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৪
২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনাকেও তো তো নিরব নিস্তব্ধ দেখা যায়; ব্লগে আগের মত সরব দেখা যায় না! আপনি সুস্থ আছেন তো?--- হা ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি । ব্লগে আগের মত সরব না থাকার কোন কারন নেই, এমনিই   
 
@সব কাটিয়ে উঠার চেষ্টা করুন আর সৃষ্টিকর্তা আপনার মনের বাসনা পূর্ণ করুন।---  শুভকামনার জন্য ধন্যবাদ, তাজুল ভাইয়া ।
১১|  ২৩ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:১০
২৩ শে নভেম্বর, ২০১৮  সকাল ৮:১০
ল বলেছেন: তাঁরাগুলো খুঁজে তোমার আওয়াজ
না পেয়ে তোমায় করে কানাকানি --------  
 ----------------------------------
Explain please
  ২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: @তাঁরাগুলো খুঁজে তোমার আওয়াজ
না পেয়ে তোমায় করে কানাকানি -------- 
----------------------------------
Explain please--- ওরে বাবা ! লতিফ ভাইয়া, ব্যাখ্যা চাচ্ছে ? সত্যিই ভয় পেয়েছি   আসলে বিষয়টি হচ্ছে, এখন রাতের বেলা আর ফোনে কথা হয়না, তার কথার আওয়াজ পাওয়া যায়না তাই তারাগুলো তার আওয়াজ না পেয়ে কানাকানি করে বিষয়টি কি, সে কোথায়
 আসলে বিষয়টি হচ্ছে, এখন রাতের বেলা আর ফোনে কথা হয়না, তার কথার আওয়াজ পাওয়া যায়না তাই তারাগুলো তার আওয়াজ না পেয়ে কানাকানি করে বিষয়টি কি, সে কোথায়  
 
কবিতা কেমন হল বললেন না তো ভাইয়া । অন্ত্যমিল গুলো ঠিক আছে ?
১২|  ২৩ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫২
২৩ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @(আচ্ছা, নিজু ভাই কোন মার্কায় ভোট দিবে ? চুপি চুপি বলা যাবে কি ?)         
চুপচাপের কী আছে? আমি কি কাউকে ডরাই নাকি/?/??
কিন্তু আসল কথা হল কথা আপু, 
আমার রাজনীতি তো ব্লগ আর ফেসবুকেই বন্দি। আমি  আজপর্যন্ত কখনো ভোটই দেইনি। এবার কি হবে তাও জানি না। না ভোটও দিতে পারি...
[আমি আর কমেন্ট করতে পারবো না। মেগাবাইটের দাম দাও.. ]
]
  ২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৫
২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন:  @চুপচাপের কী আছে? আমি কি কাউকে ডরাই নাকি/?/??-- হাহা ! তা তো সবাই জানে   
 
@কিন্তু আসল কথা হল কথা আপু, 
আমার রাজনীতি তো ব্লগ আর ফেসবুকেই বন্দি। আমি আজপর্যন্ত কখনো ভোটই দেইনি। এবার কি হবে তাও জানি না। না ভোটও দিতে পারি... --- এবার ভোট টা না হয় দিয়েই আসেন, কিন্তু না ভোট না ।
--- এবার ভোট টা না হয় দিয়েই আসেন, কিন্তু না ভোট না । 
@[আমি আর কমেন্ট করতে পারবো না। মেগাবাইটের দাম দাও.. ]-- মেগাবাইট ? সেটা আবার কি
]-- মেগাবাইট ? সেটা আবার কি   
 
১৩|  ২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৪
২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০৪
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা 
  ২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
২৩ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালোলাগা  - আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো, প্রিয় মনিরা আপু
 - আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো, প্রিয় মনিরা আপু   
 
ভালোবাসা ও শুভকামনা রইলো আপু ।
১৪|  ২৩ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:২৩
২৩ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:২৩
এস এম ইসমাঈল বলেছেন: বড় জটিল এই প্রেমের খেলা, অপেক্ষার দিন আর শেষ হয় না। 
শুভ কামনা হে কবি।
  ২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: @বড় জটিল এই প্রেমের খেলা, অপেক্ষার দিন আর শেষ হয় না। --- আসলেই ভাইয়া   
 
@শুভ কামনা হে কবি। -- ধন্যবাদ এবং আপনার জন্যও রইলো অনেক শুভকামনা । তবে আমাকে কবি বলে সম্বোধন করলে ইতস্তত লাগে   আমি শখের লেখিকা , নিজেকে কবি ভাবার দুঃসাহস নেই । তাই ওসব বলে সম্বোধন করে আমাকে লজ্জা না দিলেই আমি খুশী
 আমি শখের লেখিকা , নিজেকে কবি ভাবার দুঃসাহস নেই । তাই ওসব বলে সম্বোধন করে আমাকে লজ্জা না দিলেই আমি খুশী  
১৫|  ২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:০২
২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:০২
নীল আকাশ বলেছেন: @২৩শে অক্টোবরে পর উধাও হয়ে গেলেন, কোন খবর নেই দেখে ভাবলাম....আমাকে তো আবার একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। সেই জন্য সব সময় খোঁজখবর রাখতে হয়!  --- হা হা ! জন্মদিনে জন্ম নেওয়ার পরে ঘুমাচ্ছিলাম
 --- হা হা ! জন্মদিনে জন্ম নেওয়ার পরে ঘুমাচ্ছিলাম   - আপনার কি আসলেই ২৩শে অক্টোবরে জন্মদিন? কি কোইনসিডেনস! ওয়াও! আপনি কনর্ফাম করুন!
  - আপনার কি আসলেই ২৩শে অক্টোবরে জন্মদিন? কি কোইনসিডেনস! ওয়াও! আপনি কনর্ফাম করুন!   
শুভ কামনা রইল!
  ২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার কি আসলেই ২৩শে অক্টোবরে জন্মদিন? কি কোইনসিডেনস! ওয়াও! আপনি কনর্ফাম করুন! -- হাহা ! আমার  বাবা মা তো তাই বলেছে   কিন্তু আর কার জন্মদিন এই দিনে শুনি ?
 কিন্তু আর কার জন্মদিন এই দিনে শুনি ?
১৬|  ২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৯
২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৯
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
অনেকদিন পরে মনে হয়!
তোমার অপেক্ষায় .......... এই "তুমি"টা কে বোঝা গেলোনা!   তবে এক প্রতিমন্তব্যে বলেছেন - কতদিন শীতের ভোরে কম্বলের নিচে বসে খেজুরের রস খাইনা, আর কোনদিন হয়তো সেই স্বাদ পাবোও না.........  ।
  তবে এক প্রতিমন্তব্যে বলেছেন - কতদিন শীতের ভোরে কম্বলের নিচে বসে খেজুরের রস খাইনা, আর কোনদিন হয়তো সেই স্বাদ পাবোও না.........  ।   
 
কবিতাটিতে সেই  শীতের খেজুরের রসের জন্যেই অপেক্ষা বলে ধরে নিচ্ছি !   কারন কবিতার লাইনেই তেমন ইঙ্গিত দিয়েছেন ----- রঙ হারিয়েছে গাছের পাতারাও যত !  শীতকালের কথা বলেছেন । শীতকালে গেছের পাতারা রং হারিয়ে খসে পড়ে ...
 কারন কবিতার লাইনেই তেমন ইঙ্গিত দিয়েছেন ----- রঙ হারিয়েছে গাছের পাতারাও যত !  শীতকালের কথা বলেছেন । শীতকালে গেছের পাতারা রং হারিয়ে খসে পড়ে ...  
 
তুমি ভিজনা বৃষ্টির জলে  শীতকালে বৃষ্টি হয়না ..... শীতের ইঙ্গিত পরিষ্কার।   
 
পথের দু ধারে দোকান যত 
এখনও হয় ফুলে ফুলে রঙিন
তোমার ছোঁয়া পায়না যে তাই 
ফুলগুলোও লাগে মলিন ! 
এখনও আসে শুক্রবার  
স্নিগ্ধ এক বিকেল নিয়ে 
তুমি নেই তাই করে অভিমান ( অভিযান বলতে চেয়েছেন  )  
দিনটি ছুটির দিন । খেজুরের রস চুরি আমরা কোনও ছুটির দিনেই করতুম ! সেটাই বলেছেন । এবং হেয়ালী করে অভিযান চালানোর কথাটি "অভিমান" করে দিয়েছেন ।   
 
কে জানে সেই উচু জায়গার
খবরটা এখন কি ....... উঁচু মানে খেজুর গাছ । গাছ তো উঁচুই... ! আর খবর মানে , গাছে হাড়ি আছে কিনা জানতে চেয়েছেন !   
 
রাতগুলো এখন আসলেই নীরব
কই গেলো সেই ফিসফিসানি  ...রাতের সঠিক সময়ের কথা বলেছেন । নীরব রাত, ফিসফিস করে কথা বলা তো চক্রান্তেরই আভাস!   
  
আবার সব উঠবে হেসে 
আনন্দ মিছিল হবে কোলাহল
তোমার পদধূলি পরবে যখন  .............একদম ঠিক। রসের কলস ঢুকবে যখন ঘরে তখন তো আনন্দ মিছিল হবেই !  
  
তোমার অপেক্ষায় গুনছে প্রহর......... অপেক্ষায় প্রহর তো গুনতেই হবে ! বর্ষার পরেই তো শীত আসবে, আসবে খেজুর রসের ব্যাপার-স্যাপার ....................  
   
   
 
এটা হলো কবিতাচ্ছেদ! পাঠক যে যে ভাবে বোঝে .............  
 
এখন চোখে ফুলঝুরি দেখছেন না তো ?????????
  ২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: কোন প্রতিউত্তর করার আগে বলতে চাই, আপনার মন্তব্য পরে আমি স্পিচলেস, ভাইয়া   
 
কতখানি যত্ন আর আন্তরিকতার সাথে আমার লেখাটি পড়েছেন আবার নিজের মতো করে তা কি সুন্দর বিশ্লেষণ করেছেন ও সময় নিয়ে মন্তব্য করেছেন, একজন সহব্লগার ও বড় ভাই এর কাছে থেকে এই ভালোবাসা টুকু পেয়ে আমি বেজায় খুশী   আপনারা এত ভালোবাসেন বলেই তো চাইলেও যেতে পারিনা আপনাদের ছেড়ে, বার বার ফিরে আসি এই টান টুকুর জন্যই
 আপনারা এত ভালোবাসেন বলেই তো চাইলেও যেতে পারিনা আপনাদের ছেড়ে, বার বার ফিরে আসি এই টান টুকুর জন্যই    
 
এবার আসল কোথায় আসি,  হা অনেকদিন পর আসলাম ব্লগে ।  
"তোমার অপেক্ষায়"-- আমার সব প্রেম কিংবা বিরহের কবিতায় যে তুমি থাকে এই তুমিও সেই তুমি   
 
যদিও আমার কবিতার সাথে শীতের কোন সম্পর্ক নেই তবে একজন পাঠক হিসেবে আমার কবিতা ও শীতকে নিয়ে আপনার বিশ্লেষণ দারুন অবাক করেছে আমাকে । না, চোখে ফুলঝুরি দেখছিনা   
 
শুক্রবারের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, বিকেল কিংবা রৌদ্রজ্জ্বল দিন আমার অনেক পছন্দের, সপ্তাহের অন্যান্য দিন অফিস থাকায় বিকেল দেখা হয়না, একমাত্র শুক্রবারেই পাওয়া যায় বিকেলের দেখা, শুক্রবারটা অনেক আকাঙ্ক্ষিত এবং এখন শুক্রবার গুলো আসে বিষাদ নিয়ে, সবকিছু মিলিয়ে তাই কবিতায় শুক্রবারকে নিয়ে এসেছি ।  
আর ঢাকাতেই কোন একটি জায়গায় একটি উচু স্থান আছে যেখানে পা ঝুলিয়ে বসে প্রিয় মানুষটির সাথে গল্প করা আমার অন্যতম পছন্দের এবং আমার প্রিয় জায়গা সেটি   
 
১৭|  ২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি! 
প্রতিমন্তব্যে শিহরিত। 
কবিতার "তুমি" যে "সেই তুমি" তা না বোঝার কোনও কারন নেই। কিন্তু ঐ যে, প্রতিমন্তব্যে শীতের খেজুর রসের কথা বললেন তাই  মনে হলো সবাইতো সেই তুমিকে নিয়েই  একই ধাঁচের মন্তব্য করবেন, আমি না হয় তাতে একটু রসে ভিয়েন দিয়ে গেলুম!  
স্পেশাল আইটেম।   কারন বাতাসে খেজুর রসের গন্ধ আসি আসি করছে।   
 
ব্লগে নিয়মিত হয়ে কথার ফুলঝুরি ছোটাবেন, তাতেই সব বিষাদের মেঘ কেটে যাবে!
ভালো থাকুন ।
  ২৫ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:১২
২৫ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার "তুমি" যে "সেই তুমি" তা না বোঝার কোনও কারন নেই। কিন্তু ঐ যে, প্রতিমন্তব্যে শীতের খেজুর রসের কথা বললেন তাই মনে হলো সবাইতো সেই তুমিকে নিয়েই একই ধাঁচের মন্তব্য করবেন, আমি না হয় তাতে একটু রসে ভিয়েন দিয়ে গেলুম--- হাহা ! হুম খুব মজা পেয়েছি ভাইয়া আপনার বিশ্লেষণে   
 
@স্পেশাল আইটেম। কারন বাতাসে খেজুর রসের গন্ধ আসি আসি করছে। --- সেই কথা আর বইলেন না ভাইয়া, খেজুরের রস খেতে ইচ্ছে করে   
 
@ব্লগে নিয়মিত হয়ে কথার ফুলঝুরি ছোটাবেন, তাতেই সব বিষাদের মেঘ কেটে যাবে-- হা ভাইয়া, ব্লগ যেন এক অন্য জগৎ যেখানে ব্যক্তিগত জীবনের ছায়া নেই, ফেসবুকের মতো শো অফ নেই, কে কি বললো না বললো এসব নিয়ে ভাবনা নেই,  আছে আপনাদের মতো কিছু রুচিশীল আর সুশীল মানুষ যাদের সান্নিধ্যে থাকলে মন মানসিকতা চিন্তাভাবনা অন্যরকম হয়ে যায়, শেখা যায় অনেক কিছু, জানা যায় আর স্বাধীন ভাবে মন খুলে লেখা যায়, আর আপনারাও যে কথার ফুলঝুরি কে আপন করে নিয়েছেন, তাইতো আমার ব্লগ ভালো লাগে   
 
১৮|  ২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:২৮
২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:২৮
কবীর বলেছেন: দুঃখ, কষ্ট নিপাত যাক,
ভালোবাসা মুক্তি পাক !!!  
  
  ২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৯
২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: ভালোবাসা তো চিরকালই মুক্ত, মনের আকাশে । কেউ আমাকে ভালোবাসুক  আর না বাসুক আমি তাকে ভালোবাসতেই পারি   
 
বন্দী শুধু প্রেম , যদি কেউ ভালো না বাসে   
  
১৯|  ২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৮
২৫ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৮
নীল আকাশ বলেছেন: @আপনার কি আসলেই ২৩শে অক্টোবরে জন্মদিন? - আমার বাবা মা তো তাই বলেছে - বলেন কি? হায় হায় সর্বনাশ!  
  
সারা বছর আর দিন পেলেন না   আমার দিনটাতে এসে হাজির হলেন এই দুনিয়ায়!
 আমার দিনটাতে এসে হাজির হলেন এই দুনিয়ায়!  বাকি ৩৬৩ দিন কি ক্ষতি করেছিল??
 বাকি ৩৬৩ দিন কি ক্ষতি করেছিল??
কি আর করার, বাসি জন্মদিনের শুভেচ্ছা  রইল!   
 
  ২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২২
২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২২
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ তাই বুঝি, ভাইয়া   তাহলে আগামী বছর জন্মদিনের কেকটা এক সাথেই কাটা যাবে
 তাহলে আগামী বছর জন্মদিনের কেকটা এক সাথেই কাটা যাবে  
২০|  ২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৪
২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৪
নীল আকাশ বলেছেন: বাহ বাহ তাই বুঝি, ভাইয়া   তাহলে আগামী বছর জন্মদিনের কেকটা এক সাথেই কাটা যাবে
 তাহলে আগামী বছর জন্মদিনের কেকটা এক সাথেই কাটা যাবে   - আমার কোন ভাষা নেই এই কোইনসিডেন্স ব্যাখ্যা করার। There are many things in heaven and earth, you can't explain!
 - আমার কোন ভাষা নেই এই কোইনসিডেন্স ব্যাখ্যা করার। There are many things in heaven and earth, you can't explain!   
সেদিন ২৩শে অক্টোবরে পর উধাও হয়ে গেলেন, লিখার পরেই মনে এই সন্দেহটা হয়েছিল। যাক, তুলা আর বিশ্চিক রাশির যৌথ জাতিকা হিসেবে অভিনন্দন। 
শুভ কামনা রইল!
  ২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
২৫ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: @ আমার কোন ভাষা নেই এই কোইনসিডেন্স ব্যাখ্যা করার। There are many things in heaven and earth, you can't explain!-- হা ভাইয়া, সত্যি   
 
@যাক, তুলা আর বিশ্চিক রাশির যৌথ জাতিকা হিসেবে অভিনন্দন। -- হা হা ! আপনাকেও সেম ।
২১|  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:১৯
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:১৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এক কথায় অসাধারণ লেগেছে কবিতাটি। অপেক্ষার প্রহর খুব শিগ্রই শেষ হতে চলেছে একটু ধৈর্য শুধু এখন.....   
 
আপু কেমন আছেন? অনেক দিন পর ব্লগে পোষ্ট করলেন, কবিতা পড়ে আমি মুগ্ধ!
  ২৮ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৫৯
২৮ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৫৯
কথার ফুলঝুরি! বলেছেন: @অপেক্ষার প্রহর খুব শিগ্রই শেষ হতে চলেছে একটু ধৈর্য শুধু এখন.....  -- আপনার মুখে ফুলচন্দন পরুক, ফারিহা আপু
-- আপনার মুখে ফুলচন্দন পরুক, ফারিহা আপু   
 
@অনেক দিন পর ব্লগে পোষ্ট করলেন, কবিতা পড়ে আমি  মুগ্ধ! -- হা আপু, অনেকদিন পর । কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম আপু । 
ভালো আছি আপু । আপনার জন্য রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা ।
২২|  ২৬ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:০৭
২৬ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:০৭
ল বলেছেন: -------------------কানাকানি 
তাঁরাগুলো খুঁজে তোমার আওয়াজ
না পেয়ে তোমায় মর্ত্য অভিমানী ----  
আবেগময় কবিতা --- আবেগ ঝরঝর করুক।
  ২৮ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:০১
২৮ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:০১
কথার ফুলঝুরি! বলেছেন: @আবেগময় কবিতা --- আবেগ ঝরঝর করুক। -- হৃদয়ের আবেগ সমুদ্র থেকে এক ফোঁটা আবেগ এনে কবিতায় মেখে দিয়েছি  
২৩|  ২৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
২৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
কাওসার চৌধুরী বলেছেন: 
আমি আজ তোমার অপেক্ষায় নেই
আজ আছি শুধু তোমার প্রতীক্ষায়।
কখন তুমি আসবে?
জানি তুমি আসবে না,
তুমি আসতে পার না,
তোমার আসার সুযোগ নেই।
তবুও নিজেকে সান্ত্বনা দেই,
হয়তো তুমি আসবে একদিন।
হয়তো তোমার হ্মনিকের তরে হলেও মনে পড়বে,
মনে পড়বে এই গাছ এই নদীর পাড়
নদীর পাড়ের কাশফুল।
মনে পড়বে এক দিন একটি হ্মনে
তুমি যে এখানে আসতে,
পাশে বসতে তুমি আঁচল বিছিয়ে।
সাজাতে এখানে ভালবাসার ঢালা।
আজ তুমিহীনা এখানে
শুষ্ক মৃতিকা খরায় ফেটে চৌচির।
বহে এখানে তপ্ত হাওয়া
তবুও আজও আমি এখানে আসি 
ভাবি আসবে তুমি একদিন না একদিন
ভাঙবে তোমার ধারণা।
বুঝবে তুমি ভালবাসা। 
শুধু তোমার অপেক্ষায়, কই তুমি, কথাপু?
  ০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১৮
০১ লা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: আমার ভাইয়া অলরাউন্ডার ! সবকিছুতেই পাকা, কবিতায়ও বেশ   
 
@কই তুমি, কথাপু?-- এইতো ভাইয়া, আমি চলে এসেছি  
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৯
২২ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৯
নজসু বলেছেন:
১