![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
তুমি দুপুর বেলার রোদ হয়ে আসো আমার বারান্দায়
তুমি বসন্তের তাজা ফুল হয়ে ফোটো আমার আঙিনায় !
তুমি রাত্রির প্রতি প্রহর গুনে নীরবতায় কথা বল
তুমি তুমি নও যেন আমারই ছবি, ছায়া হয়ে সাথে চল !
অনুভূতির আরেক নাম তুমি, বাস্তব না হোক কল্পনা
তোমাকে ঘিরেই রাত দিন শুধু স্বপ্নের জাল বোনা !
তুমি সূর্যোদয়ের প্রথম আলো, সূর্যাস্তের শেষ
তুমি শুকনো হৃদয়ে আমার, প্রিয় বৃষ্টির রেশ !
তুমি ভালোবাসার কাগজে মোড়া সবচেয়ে প্রিয় উপহার
তুমি মানে এক সাদাকালো জীবনে অনেক রঙের বাহার !
একরাশ ভালোলাগা তুমি, তুমি মানেই মুগ্ধতা
অনুভবের প্রতি পরতে পরতে তুমি ছড়াও স্নিগ্ধতা !
তুমি কবিতার প্রতি অক্ষর, আমার গল্পের নায়ক তুমি
তুমি প্রেম আর তুমি বিরহ, তুমি মানেই পাগলামি !
তুমি এ দেহে প্রানের স্পন্দন তুমি সুখের সুর
তুমি আছো তাই সবকিছু রঙিন জীবন কি সুমধুর !
তোমার নামেই ভালোবাসা যত তুমি শেষ সীমানা
হৃদয়ের অলি গলি জুড়ে শুধু তোমারই আনাগোনা !
তোমায় নিয়ে দিনের শুরু রাতও তোমাতেই শেষ হয়
তুমি আঁধারে প্রদীপ জ্বালো, আমার পৃথিবী তুমিময় !
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: অর্ক ভাইয়া, আজ প্রথম আপনাকে আমার পোস্টে পেলাম এবং ভালো লাগলো । তবে বেশী ভালো লাগছে আপনাকে ব্লগে ফিরে পেয়ে । আমরা কাউকেই হারাতে চাইনা ভাইয়া । আশা করি শীঘ্রই আপনার নতুন লেখা পাবো
@বাহ কবিতায়ও দেখি কথার ফুলঝুরি। দারুণ।--- আমি যা লিখি তা কি আসলেই কবিতা হয় ? ওই মাঝে মাঝে মনে যা আসে তাই দু এক লাইন লিখি আর কি
আপনার প্রশংসা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো ভাইয়া ।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই সুন্দর প্রেমময় কবিতার কথামালা, মুগ্ধ করলো আমাকে।
শুভকামনা রইল
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: @খুবই সুন্দর প্রেমময় কবিতার কথামালা, মুগ্ধ করলো আমাকে--- মনটাই যে প্রেমময়, তাই কবিতাও প্রেমময় লেখা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো নয়ন ভাইয়া ।
আপনার জন্যও রইলো শুভকামনা ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
তুমিময় কাব্যে ছন্দের দারুণ মিল রেখেছেন।
দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২
কথার ফুলঝুরি! বলেছেন: এ কয়দিন কোথায় ছিলেন গো প্রিয় স্রাঞ্জি ভাইয়া ? মনে মনে খুজেছি আপনাকে ব্লগে ।
@তুমিময় কাব্যে ছন্দের দারুণ মিল রেখেছেন-- চেষ্টা করেছি । আপনার মন্তব্য পেয়ে এখন তা সার্থক মনে হচ্ছে
@দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম।-- ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
এখনও কি কবিতা লেখো রাত জেগে?
গান গাও কি আগের মত উচ্চ স্বরে?
পাড়ার যত হিংসুটে মেয়ে তোমার দিকে
তাকিয়ে মুখ ভেংচানি দেয়, চোখ রাঙায়?
তোমার রূপের কারণে যারা অহর্নিশ জ্বলত,
সেই যে মৌমিতা নামের মেয়েটা?
মনে নেই? লম্বা আর শ্যামলা তোমার
সাথে মোরে দেখে পাড়াতে রটিয়ে দিয়েছিল।
সারা পাড়া মুখরোচক গল্পে ম ম করছিল ।
কত কথায় না শুনতে হয়েছিল
আমার অতন্দ্রিলাকে আর তারপরেই তো
রচিত হল আমার শেষ শয়াণ ! তোমার বিয়ে,
পাত্র আমেরিকা ফেরত কোটিপতি
বাপের গুণধর পুত্র, দৃষ্টিতে তুমি এখন
আমেরিকায়।
কিন্তু আমি যে সারাক্ষণ তুমিময়? কোথায় পাব তোমায়!!
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: শুভসকাল ভাইয়া । আপনার তুমিময় কবিতাও ভালো লাগলো ।
তবে আমার তুমিময় কিন্তু কোন বিরহের কবিতা না, এই কবিতায় এক ফোটাও বিরহ ঢালিনী । আমার বিশেষ কবি আমার মদন চাঁদকে নিয়ে আমার পৃথিবী "তুমিময়"
@কিন্তু আমি যে সারাক্ষণ তুমিময়? কোথায় পাব তোমায়!!-- যার বসবাস এই মনের ভেতরেই তাকে আর কোথাও খোঁজার দরকার টাই বা কি যতক্ষণ আছে নিঃশ্বাস ততক্ষণ আছে সে
টু আমার কবিতার তুমি -- তোমার উপস্থিতি থাকলেও আমার পৃথিবী তুমিময় তোমার উপস্থিতি না থাকলেও তা তুমিময় কারন তুমি আছ এই মনের ভেতরেই
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৮
ল বলেছেন: আমার পৃথিবী তুমি ময় --- এত প্রেম আর এত প্রাণময়তা দিয়ে যাকে পুষে রাখো মনে জানি হে জানি সে তো সৌভাগ্যবান হে।
তুমিময়তা থাকুক আজীবন।
শুভ কামনা।
এ থট - জীবন লাগে কি মধুর?
জীবন যে সুমধুর।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
কথার ফুলঝুরি! বলেছেন:
@আমার পৃথিবী তুমি ময় --- এত প্রেম আর এত প্রাণময়তা দিয়ে যাকে পুষে রাখো মনে জানি হে জানি সে তো সৌভাগ্যবান হে।-- হা লতিফ ভাইয়া, অনেক যতন করে মনের ভেতরে পুষে রেখেছি তবে সৌভাগ্যবান সে নয়, সৌভাগ্যবান আমি কারন সে যে আমার মদন চাঁদ
@তুমিময়তা থাকুক আজীবন।
শুভ কামনা।
-- ইনশাআল্লাহ্ ! শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া ।
@এ থট - জীবন লাগে কি মধুর?
জীবন যে সুমধুর।-- সুমধুর শব্দ টা মাথায় ছিল কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছিল মধুর এর । তবে আপনার মন্তব্য পড়ে মনে হল সুমধুর টা বেশী ভালো লাগছে তাই মধুর কে সুমধুর করে দিয়েছি আর আমার বিশেষ কবি, গুরু বলেছিলেন কবিতায় "যে" বেশী ব্যাবহার না করতে । এখানে যেহেতু "যে" ছাড়াও চলছে তাই সেটি আর রাখিনি
আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া । এমন করে সবসময় যেন পাশে পাই প্রিয় ভাইয়া টাকে ।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @সহজ সরল সুন্দর। -- ধন্যবাদ ভাইয়া । কিছু কবিতার পোষ্টে আপনার দু একটি মন্তব্য দেখে ভেবেছি একবার চেষ্টা করবো একটি জ্বালাময়ী আর তেজী কবিতা লেখার । যদিও আমি ওমন কিছু পারিনা তবে চেষ্টা তো করতেই পারি
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
আলমগীর কাইজার বলেছেন: তুমি তুমি নও যেন আমারই ছবি, ছায়া হয়ে সাথে চল !
অসাধারণ একটি কবিতা, ভালো লাগা কিছু লাইন। শুভকামনা রইলো।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
কথার ফুলঝুরি! বলেছেন:
@অসাধারণ একটি কবিতা, ভালো লাগা কিছু লাইন। শুভকামনা রইলো। -- আপনার ভালো লাগা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো আলমগীর ভাইয়া ।
কবিতা পাঠ ও মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ও শুভকামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া । আপনার জন্যও রইলো শুভকামনা ।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ! বিজয়ের মাসে দেশবন্দনার সুন্দর কবিতা। অবশ্য কবির মনে যদি অন্য প্রেমের কথা বলে সেটা হলেও বেশ।
অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয় বোনকে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২
কথার ফুলঝুরি! বলেছেন: @বাহা! সুন্দর ! বিজয়ের মাসে দেশবন্দনার সুন্দর কবিতা। অবশ্য কবির মনে যদি অন্য প্রেমের কথা বলে সেটা হলেও বেশ।-- ভাইয়া, এটা দেশ বন্দনা না আপনার বোনের বিশেষ কবি মদন চাঁদকে নিয়ে লেখা
লেখা ভালো লাগায় অনুপ্রাণিত হলাম ভাইয়া ।
আপনাকে ও জানাচ্ছি ভালোবাসা ও শুভকামনা ।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
হাবিব বলেছেন: কথার ফুলঝুড়ি থেকে যা ঝরে পড়ে তা দিয়েই মালা গাঁথা সম্ভব
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুড়ি থেকে যা ঝরে পড়ে তা দিয়েই মালা গাঁথা সম্ভব -- হাবীব স্যার এর কথাও কম চমৎকার না তা যেমন তার লেখা বলে দেয় তেমন বলে দিচ্ছে এই মন্তব্য
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি মানেই জীবন
তুমি বিহনে যেন মরন
তুমি মানে এখন সব।
+++++++++++
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: @তুমি মানেই জীবন
তুমি বিহনে যেন মরন
তুমি মানে এখন সব।-- মন্তব্বে চমৎকার তিনটি লাইন যোগ করার জন্য ধনবাদ প্রিয় মাইদুল ভাইয়া সাথে প্লাস পেয়ে বেজায় খুশী
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
তুমিময় কবিতা!
তুমিই আমার শীত-গ্রীষ্ণ, বর্ষা-বসন্ত,
তুমিই চৈত্রমাস।
তুমিই আমার দিন-রাত্তির, ভিতর-বাহির,
তুমিই সর্বনাশ!
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: @কথার ফুলঝুরি!
তুমিময় কবিতা!
--
@তুমিই আমার শীত-গ্রীষ্ণ, বর্ষা-বসন্ত,
তুমিই চৈত্রমাস।
তুমিই আমার দিন-রাত্তির, ভিতর-বাহির,
তুমিই সর্বনাশ! -- বাহ ! বাহ ! চমৎকার । হা সর্বনাশ
প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস– তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।। -- আমার তুমির জন্য
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
সামিয়া বলেছেন: সুন্দর কবিতা----
আপনার লেখার ভঙ্গি সহ নানান জিনিস নাকি আমার সাথে মিলে যায়, কেউ কেউ আপনাকে আমি বলে সন্দেহ করে গো---- একদম চোখ নাক কুঁচকে জানতে চায় আমি আপনি কি না
তবে আমি দেখেছি আমার লেখা আপনার সাথে মিলে না, আমার লেখা খটখটে সংক্ষিপ্ত আর হাল্কা টাইপ। আপনি ভালো লেখেন। শুভ কামনা।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার লেখার ভঙ্গি সহ নানান জিনিস নাকি আমার সাথে মিলে যায়, কেউ কেউ আপনাকে আমি বলে সন্দেহ করে গো---- একদম চোখ নাক কুঁচকে জানতে চায় আমি আপনি কি না ---- হাহা ! তাই বুঝি, সামিয়া আপু
বিষয়টি জানা ছিল না । মজা পেলাম, সাথে ভালো লাগলো জেনে । আরেকটা মজার কথা শোনেন সামিয়া আপু, আমাকে অনেকে মিথী মারজান আপুও ভেবেছে
@তবে আমি দেখেছি আমার লেখা আপনার সাথে মিলে না, আমার লেখা খটখটে সংক্ষিপ্ত আর হাল্কা টাইপ। আপনি ভালো লেখেন। --- কারও লেখাই যে কারও সাথে মিলবে না আপু । সবারই লেখা ও মন্তব্য এর ধরন আলাদা তবুও মাঝে মাঝে কিছু ছায়া হয়তো পাওয়া যায়, এই যা । হাহা ! কে বলেছে আপুর লেখা খটখটে আপনিও অনেক ভালো লিখেন আপু । আপনার পথে ঘাটে সিরিয়াল টা ভালো লাগে । লেখা ও লেখার আইডিয়া দারুন
আপুকে আমার পোস্টে পেয়ে এবং লেখা আপুর কাছে ভালো লেগেছে জেনে খুশী হলাম দোয়া করবেন আপু যেন আপনার মত আমিও সবার ভালোবাসা পাই ব্লগে ।
আপনার জন্যও রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা ।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @বেশ---
কি হে প্রোগ্রামার ভাইয়া কেমন আছেন ?
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালু ভালু
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালু ভালু )--- হা হা ! ভালো লাগলে ভাইয়া খেতে পারেন একটি আলু
১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আলু ক্যান অ্যল্যু খামু
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: আলু কিংবা অ্যল্যু কোনটাই না খেয়ে আপনি পটেটো পাইরেটস গেম খেলেন
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুরোটা পড়ার ধৈর্য্য হলো না। লুতুপুতু টাইপ লেখা! আমাদের মেয়েরা যে কবে প্র্যাকটিকেল হবে?
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: @পুরোটা পড়ার ধৈর্য্য হলো না--- ভাগ্যিস পুরোটা পড়েন নি ভাইয়া, আমার কপাল ভালো । বেঁচে গেলাম এই যাত্রায়
@লুতুপুতু টাইপ লেখা--- যাহ, ভাইয়ার মনে দেখি প্রেম ভালোবাসা রোমান্স বলতে কিছুই নেই এমন সুন্দর একটি রোমান্টিক কবিতাকে আপনার লুতুপুতু টাইপ কবিতা মনে হল । ইশ, কোন মেয়ের যে কপাল টা পুড়বে
ভাবছি এখন থেকে যত কবিতা লিখবো সবগুলো আপনাকে গিয়ে দাওয়াত দিয়ে আসবো
ব্লগে কবিতার উপদ্রবে আপনি ব্লগ ছেড়ে দিতে চাচ্ছেন, আর যখন নিজের ব্লগ বাড়িতেই কবিতার উপদ্রব শুরু হবে তখন আপনি কি করবেন আমার তা খুব দেখার ইচ্ছে
@আমাদের মেয়েরা যে কবে প্র্যাকটিকেল হবে? --- আমার মনে হয় হবেনা ভাইয়া । মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত মেয়েদের তেমনি রান্নাঘর । তবে কথা হচ্ছে, মেয়েরা যদি রান্নাঘরে না দৌড়ায় ভাত টা কিন্তু আপনাকেই রেধে খেতে হবে ।
মেয়েরা আবার বেশী প্র্যাকটিকেল হলেও কিন্তু সমস্যা, আপনাদেরই । ভেবে দেখবেন একটু ।
আমার ব্লগ বাড়ি ঘুরে যাওয়া, কষ্ট হলেও আমার লুতুপুতু টাইপ কবিতা আংশিক পাঠ করে মন্তব্য করে আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ বৈরাগী ভাইয়া শুভকামনা রইলো আপনার জন্য । আশা করি পাশে পাবো সবসময় । কবিতা ভালো না লাগলেও জানাবেন প্লীজ । বেশী প্রশংসা মাঝে মাঝে একঘেয়েমি লাগে আমার ।
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
ল বলেছেন: আরেক নেতিবাচক চিন্তা ধারার বৈরাগী ---
এত সুন্দর কবিতাটা নাকি লুতুপুতু -; উনার জন্যে রইলো অসংখ্য কুতুকুতু
লেখুন বেশি করে আমরা পাঠে তৃপ্ত হই।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: @এত সুন্দর কবিতাটা নাকি লুতুপুতু -; উনার জন্যে রইলো অসংখ্য কুতুকুতু-- হা হা হা ! লতিফ ভাইয়া, কুতু কুতু তে তো আমারই হাসি পাচ্ছে অনেক
ব্যাপার না ভাইয়া, সবাই যে সবকিছু পছন্দ করবে তা তো না । আর যখন আপনি শুধুমাত্র নিজের ভালোলাগার জন্য কোন কিছু করবেন তখন কে কি বললো বা ভাবলো তাতে আপনার কিছু যাবে আসবেনা ।
@লেখুন বেশি করে আমরা পাঠে তৃপ্ত হই। -- এই বোনটির পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেদিন কিশোরী এক মেয়ে পরিচিত হয়েই বললো আই লাভ ইউ। দিলাম এক ধমক। বেচারি নিরুদ্দেশ। এখন মায়া লাগছে। একটু বুঝিয়ে বললেই পারতাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: @সেদিন কিশোরী এক মেয়ে পরিচিত হয়েই বললো আই লাভ ইউ। দিলাম এক ধমক। বেচারি নিরুদ্দেশ। এখন মায়া লাগছে। একটু বুঝিয়ে বললেই পারতাম--- হা হা হ্যা, একটু বুঝিয়ে বলা হয়তো যেতো । তবে কিশোরী মেয়ে তাও আবার এখনকার জেনারেশন, ভালোবাসা কি তা বোঝার মতো বয়স হয়েছে নাকি ওর ? ওরতো এখন পড়াশোনার সময়
ওকে ধমক দিয়েই ঠিক করেছেন ।
তবে যদি কখনো সত্যিকারেই কেউ ভালোবাসে তাকে যেন আবার ধমক টমক দিবেন না ভাইয়া । সবাই আবেগ অনুভূতি নিয়ে সত্যিকার ভাবে ভালোবাসতে জানে না ।
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
রাকু হাসান বলেছেন:
বাপরে এত রোমান্টিকতা !! কোথায় রাখেন এত রোমিন্টকতা বৃদ্ধ বয়সে
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: @বাপরে এত রোমান্টিকতা !! কোথায় রাখেন এত রোমিন্টকতা বৃদ্ধ বয়সে
) --- ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে আর আমিতো মোটে বৃদ্ধ
বহুদিন পর আমার কাকু কে পেলাম
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর প্রকাশ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর প্রকাশ-- কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য ধন্যবাদ স্বপ্নীল ভাইয়া ।
শুভকামনা রইলো আপনার জন্য ।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
অর্ক বলেছেন: বাহ কবিতায়ও দেখি কথার ফুলঝুরি। দারুণ।