![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
একটা দিন সারাটা দিন ইচ্ছেগুলো মেলবে ডানা
একটা দিন সারাটা দিন সব কাজকে করবো মানা
একটা দিন হারিয়ে যাবো দূরের নদীর বাঁকে
একটা দিন দেখবো আকাশ কিভাবে ছবি আঁকে
একটা দিন সারাটা দিন শহরকে জানাবো বিদায়
একটা দিন সারাটা দিন কাটবে সবুজ আঙিনায়
একটা দিন পাওয়া না পাওয়া সবার সাথে আড়ি
একটা দিন স্বপ্নের ডানায় সুদূরে দেব পাড়ি
একটা দিন বৃষ্টি না হোক ভিজবো প্রেমের জলে
একটা দিন ভালোবাসার ছবি আঁকবো দুজন মিলে
একটা দিন আমি হবো তোমার স্বপ্নের রানী
একটা দিন সবকিছুই চাই আর কিছু না জানি
একটা দিন সারাটা দিন শুধু তুমি আর আমি
একটা দিন বড় সাধের দিন, জানে অন্তর্যামী ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @তোমার ইচ্ছাপূরণ হোক-- আমীন
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
করুণাধারা বলেছেন: ভালো হয়েছে কবিতা, পড়তে ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালো হয়েছে কবিতা, পড়তে ভালো লাগলো। -- তাই বুঝি করুণাধারা আপু আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো আপু
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন দিনটি আসুক তাড়াতাড়ি
যেন উৎসব বিয়েবাড়ি।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
কথার ফুলঝুরি! বলেছেন: @এমন দিনটি আসুক তাড়াতাড়ি
যেন উৎসব বিয়েবাড়ি। -- উৎসব বিয়েবাড়ি
বোন শুধু একটু বেড়াতে চেয়েছিল আর ভাইতো দেখছি বিয়েবাড়ির আনন্দের কামনা করছে
যাই হোক ভাইয়া, বোনের জন্য আপনার শুভকামনা কবুল হোক, আমীন
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
সাইন বোর্ড বলেছেন: মনোরম কথামালা, দারুণ প্রাণবন্ত !
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
কথার ফুলঝুরি! বলেছেন: @মনোরম কথামালা, দারুণ প্রাণবন্ত !-- যে একটা দিনকে নিয়ে এত কথা সেই একটা দিনও অনেক প্রানবন্ত, তাই তাকে নিয়ে কথামালাও প্রানবন্ত
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাত্র একটা দিন? মাত্র একদিনের জন্য এত আকুতি? চিরদিনের জন্য নয়? আপনার জায়গায় আমি হলে প্রতিদিনের জন্যই চাইতাম। অনেক আকুতি নিয়ে লেখা কবিতা অনেক অনেক ভালো লাগল।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
কথার ফুলঝুরি! বলেছেন: @মাত্র একটা দিন? মাত্র একদিনের জন্য এত আকুতি? চিরদিনের জন্য নয়? আপনার জায়গায় আমি হলে প্রতিদিনের জন্যই চাইতাম-- হাহা ! একদিন তো শুধু কবিতার জন্য আমিতো শুধুমাত্র একদিন কিংবা চিরদিন নয়, এ জীবনের পরের জীবনেও সকল দিন চাই
@অনেক আকুতি নিয়ে লেখা কবিতা অনেক অনেক ভালো লাগল। --হুম অনেক আকাঙ্ক্ষিত একটি দিনের আকুতি লেখা ভালো লাগায় অনুপ্রাণিত হলাম ভাইয়া ।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
বিজন রয় বলেছেন: সুন্দর আবহ, সুন্দর পরিবেশ।
+++
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর আবহ, সুন্দর পরিবেশ।-- অনেকদিন পর ভাইয়াকে পেয়ে ভালো লাগলো সাথে প্লাস পেয়ে এখন বেজায় খুশী
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: একটা দিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখবেন, আপনি ঢাকা শহরে খুব স্বাচ্ছন্দে বেঁচে আছেন। কিন্তু সমস্যাটা হলো, বিশেষজ্ঞরা বলে এই শহরে সঠিক ভাবে বাঁচার কথা না। তার মানে কোথাও একটা ঘাপলা আছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @একটা দিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখবেন, আপনি ঢাকা শহরে খুব স্বাচ্ছন্দে বেঁচে আছেন। কিন্তু সমস্যাটা হলো, বিশেষজ্ঞরা বলে এই শহরে সঠিক ভাবে বাঁচার কথা না। তার মানে কোথাও একটা ঘাপলা আছে। -- জীবন অনেক সুন্দর প্রান্ত ভাইয়া, মজার ব্যাপার হচ্ছে মাত্র দু একজন মানুষ সাথে থাকলেই নিজেকে পরিপূর্ণ মনে হয় । কোথাও একটু ঘাপলা আছে ঠিক, সঠিকভাবে না হোক ভালোভাবেই বেঁচে আছি, আলহামদুলিল্লাহ । শুধু মাঝে মাঝে মনে হয় কালকের দিনটা যদি আর না আসতো জীবনে
প্রোফাইল এর পিকটা কি তোমার নাকি ভাইয়া ? কিন্তু তুমি বলে তো মনে হচ্ছে না
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
আরোগ্য বলেছেন: পাঠে মুগ্ধতা। চমৎকার একটি কবিতা।।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: @পাঠে মুগ্ধতা। চমৎকার একটি কবিতা।। -- কবিতা ভালো লাগায় অনুপ্রাণিত হলাম আরোগ্য ভাইয়া
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪
হাবিব বলেছেন: একদিনে কি হবে?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: উহু' হবেনা হবেনা। একদিন' একজীবন কোনটাই যে হবেনা যদি পরের জীবনের প্রতিদিন হয় তবেই হবে
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
হাবিব বলেছেন: তৃষ্ণা নিবারণের অপেক্ষায় তৃষ্ণা যে আরো বেড়ে যায়...............
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
কথার ফুলঝুরি! বলেছেন: @তৃষ্ণা নিবারণের অপেক্ষায় তৃষ্ণা যে আরো বেড়ে যায়........-- হা ঠিক বলেছেন হাবীব ভাইয়া, তৃষ্ণা বেড়ে যায়, ভালোবাসার তৃষ্ণা । তবে নিরাশার চাইতে তো অপেক্ষা ভালো, তাই নয় কি ?
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধগকর।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: @মনোমুগ্ধগকর। -- ধন্যবাদ রাজীব নুর ভাইয়া । আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরনা হয়ে রইলো
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
নীল আকাশ বলেছেন: একটা দিন পাওয়া না পাওয়া সবার সাথে আড়ি
একটা দিন স্বপ্নের ডানায় সুদূরে দেব পাড়ি।
এই দুইটা লাইন কবিতাটার সাথে মানাচ্ছিল না, তাই নতুন করে লিখে দিলাম।
কবিতা ভালো হয়েছে, ছন্দে লেখা শুরু করলেন তাহলে!
ব্লগে নিয়মিত হলেন আবার?
আমার ব্লগের লেখার সূচনাকারীকে আজকাল আমার লেখায় দেখা পাওয়া যায় না কেন? হুম!
শুভ কামনা রইল!
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: @একটা দিন পাওয়া না পাওয়া সবার সাথে আড়ি
একটা দিন স্বপ্নের ডানায় সুদূরে দেব পাড়ি।
এই দুইটা লাইন কবিতাটার সাথে মানাচ্ছিল না, তাই নতুন করে লিখে দিলাম।--- সত্যি বলতে ভাইয়া লাইন দুইটা আমার কাছেও কেমন লাগছিল, যেন ছন্দ নিয়ে হাটতে হাটতে হালকা একটু হোঁচট খেলাম । প্রথম লাইন দুইটা অনেকদিন আগেই এসেছিল মনে, কাল অফিসে বসে বসে কাজ ছিলনা তখন লিখতে ইচ্ছে হচ্ছিলো তাই হুট করে বাকীটা লিখেছি, ভাবনার জন্য তেমন সময়ই নেইনি সাধারনত আমি আমার নিজের লেখা যেমনই হোক, বিশেষ করে কবিতা, তা কখনও পরিবর্তন করিনা নিজস্ব চিন্তা ছাড়া, আমার সৃষ্টি আমার নিজের মতো করে রাখতেই ভালো লাগে আমার । তবে আপনার লেখা লাইন দুটো একদম মানিয়ে গিয়েছে আমার কবিতার সাথে এবং আমার টা একদমই যাচ্ছেনা তাই নিয়ে নিলাম
@কবিতা ভালো হয়েছে, ছন্দে লেখা শুরু করলেন তাহলে!
ব্লগে নিয়মিত হলেন আবার? -- লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া । ছন্দ বলতে, আমার যখন যা মন চায় লিখি, নির্ভর করে মনের উপর ব্লগে থাকা না থাকাও ঠিক তেমন ।
@আমার ব্লগের লেখার সূচনাকারীকে আজকাল আমার লেখায় দেখা পাওয়া যায় না কেন? হুম!-- হাহা ! ভাইয়া সবসময় আমাকে এমন করে বলেন আমার ইতস্তত লাগে আমি আর কি এমন করেছি, একটু উৎসাহ দিয়েছি শুধু । তবে ধন্যবাদ ভাইয়া আমাকে সম্মান টুকু দেওয়ার জন্য এবং সবসময় বোনটির পাশে থাকার জন্য
আপনার নাবিলার গল্পটি কালকে পড়ছিলাম ভালোও লাগছিল, নায়কের নায়িকার বায়োডাটা বানানো পর্যন্ত পড়েছি বাকীটুকু ভেবেছি আজ পড়বো
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৪
ল বলেছেন: একটা দিন সারাবেলা ----- এমন দিলে কেমন হতো গো?
থিমটা অনেক সুন্দর।
ভালোলাগা!!
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @একটা দিন সারাবেলা ----- এমন দিলে কেমন হতো গো? -- হুম, মন্দ হতো না ভাইয়া
@থিমটা অনেক সুন্দর।
ভালোলাগা!! -- কবিতা ভালো লেগেছে জেনে খুশী ও অনুপ্রাণিত হলাম ভাইয়া ।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
ডার্ক ম্যান বলেছেন: একটা দিন সারাটা দিন
তুমি আমার আলাদীন
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
কথার ফুলঝুরি! বলেছেন: @একটা দিন সারাটা দিন
তুমি আমার আলাদীন -- হা হা ! এইটা ভালো ছিল ডার্ক ম্যান ভাইয়া এখন একটা আলাদীনের চেরাগ আর একজন আলাদীনের দৈত্য চাই
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
সেই "একটি দিন" যেন জীবনের "প্রতিটি দিন" হয়েই থাকে এমন বাসনার ফুলঝুরি ছড়িয়ে, সে দিনগুলি দুজনে মিলে স্বপ্ন মধুর মোহে কাটিয়ে দেয়ার মতোই নেচে গেয়ে গেল কবিতাটি!
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: @সেই "একটি দিন" যেন জীবনের "প্রতিটি দিন" হয়েই থাকে এমন বাসনার ফুলঝুরি ছড়িয়ে, সে দিনগুলি দুজনে মিলে স্বপ্ন মধুর মোহে কাটিয়ে দেয়ার মতোই নেচে গেয়ে গেল কবিতাটি! -- বাহ কি চমৎকার বলেছেন ভাইয়া । মন ছুঁয়ে গেলো আপনার মন্তব্য কিন্তু একটা দিনে যে হবে না ভাইয়া
একদিন, চিরদিন আর পরের জীবনের প্রতিদিন যদি হয়ে তাহলেই হবে আমার মদন চাঁদ কে নিয়ে এই একদিনের সাধ পূর্ণ
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
নীল আকাশ বলেছেন: আপনার নাবিলার গল্পটি কালকে পড়ছিলাম ভালোও লাগছিল, নায়কের নায়িকার বায়োডাটা বানানো পর্যন্ত পড়েছি বাকীটুকু ভেবেছি আজ পড়বো আমি নিশ্চিত এটা সম্পূর্ণ পড়ার পর নস্টালজিক হয়ে যাবেন (অন্তত: আপনি হবেন এটা আমি শিওর, কেন বললাম সেটা পড়ার পর বুঝবেন) আর পোষ্ট পড়ে বেশ কয়েকজনের কি বলেছে পড়ে দেখবেন..........
আমি কারো কবিতায় সহজে নাক গলাই না। সত্যি ঐ লাইন ২টা মানাচ্ছিল না। আপনার কবিতা অনেক অনেক বার পড়ে আপনার থীমে এসে তারপর আমার লাইন ২টা দিয়েছি। পছন্দ হয়েছে আর পোষ্টেও দিয়েছেন দেখে বেশ লজ্জা লজ্জা লাগছে। তারপরও খুব খুশি। কবিতাটা এখন পরিপূর্ণ হয়েছে।
চমৎকার কবিতার জন্য অভিনন্দন, আপু।
শুভ কামনা রইল!
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: @আমি নিশ্চিত এটা সম্পূর্ণ পড়ার পর নস্টালজিক হয়ে যাবেন (অন্তত: আপনি হবেন এটা আমি শিওর, কেন বললাম সেটা পড়ার পর বুঝবেন) আর পোষ্ট পড়ে বেশ কয়েকজনের কি বলেছে পড়ে দেখবেন.......... -- মনে হচ্ছে মিস করে ফেলছি কিছু । আসছি আসছি, কাজ শেষ করে ফ্রি হয়ে আয়েশ করে পড়বো বলেই তো রেখে দিয়েছি
@আমি কারো কবিতায় সহজে নাক গলাই না। সত্যি ঐ লাইন ২টা মানাচ্ছিল না। আপনার কবিতা অনেক অনেক বার পড়ে আপনার থীমে এসে তারপর আমার লাইন ২টা দিয়েছি। পছন্দ হয়েছে আর পোষ্টেও দিয়েছেন দেখে বেশ লজ্জা লজ্জা লাগছে। তারপরও খুব খুশি। কবিতাটা এখন পরিপূর্ণ হয়েছে।-- আমার কবিতা ভালোবেসে এতখানি গভীরে গিয়ে ওই লাইন দুইটা দেওয়ার জন্য মন থেকে ধন্যবাদ ভাইয়া । আমিও সাধারণত কিছু করিনা বলেছি, কিন্তু লাইন দুইটা যেন আমার কবিতার জন্যই ছিল তাই না নিয়ে থাকতে পারিনি আর এখন বুঝতে পারছেন তো আমার কেমন লাগে যখন আপনি বার বার আমাকে ক্রেডিট দেন
@চমৎকার কবিতার জন্য অভিনন্দন, আপু।-- ধন্যবাদ ভাইয়া , সাথে শুভকামনা রইলো আপনার জন্যও ।
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
দিলাম দোয়া কইরা, নানী খাবে নানার লগে ভিক্ষা করিয়া।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: @দিলাম দোয়া কইরা, নানী খাবে নানার লগে ভিক্ষা করিয়া। -- হা হা ! নানার লগে ভিক্ষা কইরা খাইলেও যে সুখ
ভিক্ষা করে খাই আর যেভাবে খাই নাতীর মদন নানার সাথেই যেন খাই, তাই দোয়া করার জন্য ধন্যবাদ প্রিয় নাতী
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: একটা দিন সারাটা দিন ধরে ফেলেছি মনে ,
যে দিনটা দুলব আমি আপন জনের সনে।
দুরন্ত আশায় মুগ্ধতা । পোস্টে লাইক ।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় বোনকে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: @একটা দিন সারাটা দিন ধরে ফেলেছি মনে ,
যে দিনটা দুলব আমি আপন জনের সনে-- বাহ ভাইয়া । খুব সুন্দর হয়েছে
@দুরন্ত আশায় মুগ্ধতা । পোস্টে লাইক-- প্রিয় ভাইয়ার কাছে থেকে চমৎকার মন্তব্য সাথে লাইক পেয়ে বোন অনুপ্রাণিত
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
কথায় ফুলঝুরি ছোটাতেই পারেন, কথাই শুধু বোঝেন না !
কিন্তু একটা দিনে যে হবে না ভাইয়া একদিন, চিরদিন আর পরের জীবনের প্রতিদিন যদি হয়ে তাহলেই হবে আমার মদন চাঁদ কে নিয়ে এই একদিনের সাধ পূর্ণ
আপনার এই মরমীয়া সাধ যেন পূর্ণ হয় সে জন্যেই তো মন্তব্যে আপনার সাধ জাগার আগেই বলেছি - " সেই "একটি দিন" যেন জীবনের "প্রতিটি দিন" হয়েই থাকে.........."
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
কথার ফুলঝুরি! বলেছেন: @কথায় ফুলঝুরি ছোটাতেই পারেন, কথাই শুধু বোঝেন না ! -- হা হা ! ধরে ফেলেছেন তাহলে
@আপনার এই মরমীয়া সাধ যেন পূর্ণ হয় সে জন্যেই তো মন্তব্যে আপনার সাধ জাগার আগেই বলেছি - " সেই "একটি দিন" যেন জীবনের "প্রতিটি দিন" হয়েই থাকে.......-- ও আচ্ছা, ভাইয়া তাহলে জীবন বলতে এই জীবন আর সেই জীবন দুইটাকেই বুঝিয়েছেন আপনার দোয়া কবুল হোক, আমীন
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা ভাল লাগল।
১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: @মিষ্টি কবিতা ভাল লাগল। -- কবিতায় ভালোলাগা অনুপ্রেরনা হয়ে রইলো মোস্তফা সোহেল ভাইয়া ।
শুভকামনা রইলো আপনার জন্য ।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
নজসু বলেছেন:
একটা দিন শুধুই তার জন্য।
দিনটা শুধু হাসির।
দিনটা হবে মান অভিমানের।
দিনটা হবে না বলা অনেক কথার।
দিনটাই হবে শুধু দুজনের। (আমার চাঁদ ভাই আর আপার)
.........................................
সুন্দর অন্তমিলে হৃদয় ছোঁয়া লেখা।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: @একটা দিন শুধুই তার জন্য।
দিনটা শুধু হাসির।
দিনটা হবে মান অভিমানের।
দিনটা হবে না বলা অনেক কথার।
দিনটাই হবে শুধু দুজনের। (আমার চাঁদ ভাই আর আপার) --- সুজন ভাইয়া, আপনি এত সুন্দর করে আমাকে আপা বললেন আর আমার মদন চাঁদ কে চাঁদ ভাই বললেন কি যে ভালো লাগলো, মনে হচ্ছে আপনি যেন আমার সত্যিকারের ভাই । আমাদেরকে নিয়ে লেখা এই ৫ টি লাইন খুব চমৎকার হয়েছে, এটা তো শুধু কিছু কথামালা নয় আপনার কাছে থেকে পাওয়া ভালোবাসা
@সুন্দর অন্তমিলে হৃদয় ছোঁয়া লেখা-- লেখা ভালো লাগায় অনুপ্রাণিত, ভাইয়া
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: তোমার ইচ্ছাপূরণ হোক