![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
তোমাকে খুঁজে ফিরি
হঠাৎ ঘুম ভেঙ্গে যাওয়া নিঃসঙ্গ ভোরে
আর নির্ঘুম রাতের প্রতিটি প্রহরে ।
তোমাকে খুঁজে ফিরি
একাকী পথে হেটে যাওয়াতে
আর রিকশার যাত্রা পথে পাশের সিটটাতে ।
তোমাকে খুঁজে ফিরি
শুক্রবারের নির্জন দুপুরের একাকিত্বে
আর স্নিগ্ধ বিকেল থেকে সন্ধার দূরত্বে ।
তোমাকে খুঁজে ফিরি
প্রিয় রঙের শাড়ি, হাতে কাঁচের চুরি আর খোঁপায় ফুলের সাঁজে
আর যখন মনেতে বেদনা জাগানো কোন প্রিয় সুর বাজে ।
তোমাকে খুঁজে ফিরি
রিমঝিম বৃষ্টির প্রতি ফোটায় ফোটায়
আর অনেক ভীরের মাঝে হঠাৎ বিষণ্ণতায় ।
তোমাকে খুঁজে ফিরি
কবিতার প্রতি অক্ষরে শব্দের বুননে
আর গল্পের প্রতি পাতায় পাতায় কল্পনার আবাহনে ।
তোমাকে খুঁজে ফিরি
হাত ধরে পাশাপাশি হেটে যাওয়া কোন কপোত কপোতীর প্রেমে
আর স্মৃতির ছবি সাজিয়ে রাখা মনের এ্যালবামে ।
তোমাকে খুঁজি শুধু তোমাকেই খুঁজি
যা কিছুই করি যেখানেই যাই
সবশেষে ঐ হৃদয় মাঝেই তোমার দেখা পাই ।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: @বেশ! -- কবিতা পাঠ ও মন্তব্য এর জন্য ধন্যবাদ রূপক ভাইয়া
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয়জন নিজের অস্তিত্বের সাথে মিশে যায়...
তাই তো প্রতি মূহুর্তে মনে পড়ে.....
চারপাশ প্রিয়জন হয়ে ধরা দেয়....
চলুক এ খোঁজাখুঁজি... হারিয়ে যাওয়া.....
দিন শেষে পাবো তাকে হৃদমাঝারে....
সুন্দর কবিতায় মুগ্ধতা...
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @প্রিয়জন নিজের অস্তিত্বের সাথে মিশে যায়...
তাই তো প্রতি মূহুর্তে মনে পড়ে.....
চারপাশ প্রিয়জন হয়ে ধরা দেয়.... -- হা ভাইয়া, কেউ চলে গেলেও যায়না । বিভিন্ন রূপে সামনে আসে প্রতিনিয়ত ।
@দিন শেষে পাবো তাকে হৃদমাঝারে.... -- প্রিয় এ গানটি মনে পড়ে গেল "তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"
@সুন্দর কবিতায় মুগ্ধতা... -- লেখা ভালো লাগায় অনুপ্রাণিত, প্রোগ্রামার ভাইয়া
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো খুঁজলে মানুষ হারায় যায়
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: @এতো খুঁজলে মানুষ হারায় যায় -- মানুষ হারায়না, হৃদয়েই থাকে । শুধু যোগাযোগটা বন্ধ হয় ।
তবে বেশী খুজলে দিশেহারা হওয়ার সম্ভাবনা আছে, দিশেহারা রাজপুত্র ভাইয়া
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: এতো খুঁজলে মানুষ হারায় যায় -- মানুষ হারায়না, হৃদয়েই থাকে । শুধু যোগাযোগটা বন্ধ হয় ।
টেলিপ্যাথি আছে না
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌছাইতাম...... টেলিপ্যাথি আছে না
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লাগায় অনুপ্রাণিত' ইসিয়াক ভাইয়া
শুভকামনা রইলো আপনার জন্য।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
হাবিব বলেছেন:
খুঁজে পাবে না আমায় কোন বনে,
নি:সঙ্গ ভোর কিংবা দ্বিপ্রহরে
নির্ঘুম রাতের গভীরে।
আমি যে তোমার মনের গহীনে!
তোমার মনের আসন যে দখল করে
কিভাবে তাকে পাবে পাশের সিটে?
সে যে মনের ঘরে
বসে আছে প্রেমের চৌকি পেতে!!
শুধু শুক্রবারেই আমার ছুটি
সপ্তাহের ৬ দিনই যে তোমার চাকরি করি,
বিনা বেতনে
তোমাতেই ডুবে মরি!!!
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! ভাইয়া শুধু মনের ভেতরেই না, মাঝে মাঝে বাহিরেও যে চাই
সবসময় চাই
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
নজসু বলেছেন:
আপা, হয়তো বিশ্বাস করবে না আমি কি কমেন্ট করতাম।
কবিতাটা পড়ছিলাম আর ভাবছিলাম কমেন্টে লিখবো- প্রিয় আপা, চাঁদ ভাইয়ের স্থান তোমার হৃদয়ে। সেখান থেকে তার অন্য কোথাও যাবার পথ বন্ধ। ভাইকে হেথা না অন্য কোথা না খুঁজে তোমার হৃদয়ে খোঁজো। ঠিক পেয়ে যাবে।
অথচ দেখো, কবিতার শেষ লাইন আমার কমেন্টটা মাটি করে দিলো।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: আমার ভাইটি এত সুন্দর করে আমার মদন চাঁদ কে চাঁদ ভাই বলে মনটা ভরে যায় !
ভাই বলে কথা' তাইতো মিলে গিয়েছে ভাই বোনের ভাবনা। কবিতার শেষ লাইনটিই যে সবকিছু কোথাও পাইনা তাকে শুধু হৃদয়েই পাই। এইটুকুই সম্বল এইটুকুই সবকিছু।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না... মাঝে মাঝে তব দেখা পাই, চির দিন কেন পাই না ?
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: চিরদিন দেখা পাইতো ভাইয়া' হৃদয়ে।
ভাইয়াকে কালকে প্রোগ্রামে দেখলাম না যে? জাননি কেন ভাইয়া? কাজ ছিল বুঝি? আগামীতে কিন্তু আমি যাচ্ছি ইনশাআল্লাহ। তখন যেন মিস দিয়েন না। সবাইকে চাই
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: যা হোক.....শেষ পর্যন্ত দেখা পেয়েছেন।
ভালোই লাগল।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! হৃদয়ের মাঝে যার বসবাস তার দেখা পাওয়া কে আটকায়?
লেখা ভালো লাগায় অনুপ্রাণিত
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
মানুষ মরীচিকাকে খুঁজে বেড়ায়
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: হৃদয় মাঝেই বসত যার সে তো মরীচিকা নয়! সে আলো' হৃদয়ের আলো।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: দুচোখের কোনে তার দেখেছি শিশির
সূর্য উঠুক তাই-
পাঠিয়েছি চিঠি আমি, দেবতার দোরে,
শিশির শুকিয়ে যাবে, কাল খুব ভোরে।
এই কবিতাটি আপনাকে উপহার দিলাম, প্রিয় অদেখা বোনটি আমার!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: প্রান্ত ভাইয়া' সবার আগে বল কাল যাওনি কেন প্রোগ্রামে? তুমিতো ঢাকায়ই থাকো। তোমার অদেখা বোনটির খুব ইচ্ছে পরেরবার সবার সাথে দেখা করার, তখন নিশ্চয়ই আমার ভাইটিকেও পাবো।
একটি কবিতার চাইতে বেস্ট উপহার আর কি হতে পারে! ছোট ভাইটির কাছে থেকে ভালোবাসা গ্রহন করিলাম' সানন্দে
ভালোবাসা ও শুভকামনা ভাইয়া।
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪
সাইন বোর্ড বলেছেন: ভালবাসা, প্রেম, মনে পড়া এবং খুঁজে ফেরা - ভাল লাগল অনুভূতির প্রকাশ ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালবাসা, প্রেম, মনে পড়া এবং খুঁজে ফেরা - -- অবশেষে খুজে পাওয়া হৃদয় মাঝে
@ভাল লাগল অনুভূতির প্রকাশ -- আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরণা হয়ে রইলো সাইন বোর্ড ভাইয়া
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০
অপু দ্যা গ্রেট বলেছেন:
এই আমি অসহায় মানুষ
আমাকে কেউ খোজে না
যাক সে কথা, খুজে পেলে দাওয়াত করে কাচ্চি খাওয়াবেন ।
কবিতা বেশি সুন্দর হইছে ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: @এই আমি অসহায় মানুষ
আমাকে কেউ খোজে না-- আপনি খোঁজা বাদ দিয়ে দেন তখন ঠিক খুজে নেবে আপনাকে, যে খোঁজার
@যাক সে কথা, খুজে পেলে দাওয়াত করে কাচ্চি খাওয়াবেন । -- খুজে পেয়েছিতো ভাইয়া, নিচের ছড়াটিতে তাকে পাবেন কাচ্চিটা পাওনা রইলো
আমার বিশেষ কবি আমার মদন চাঁদ
@কবিতা বেশি সুন্দর হইছে । -- তাই বুঝি অপু ভাইয়া দ্যা গ্রেট
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর । এ খোঁজা চলতেই থাকুক ...
বিলম্বিত আগমন জন্য দুঃখিত।
শুভকামনা ভালোবাসা প্রিয় ছোটবোনকে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: মনে করে এসে ছোটবোনের লেখা পড়ে ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া
আপনার জন্যও অনেক ভালোবাসা ও শুভকামনা ।
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে+
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতা ভালো লেগেছে+--- বাহ, প্লাস ধন্যবাদ ধন্যবাদ । নাতীর ভালোলাগা নানীর জন্য অনুপ্রেরণা হয়ে রইলো
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
ল বলেছেন:
তোমাকে খুজে ফিরি --অলিন্দ থেকে নিলয়ে -
আধার থেকে আলেয়ায়--
তোমাকে খুজে ফিরি - প্রিয় গান প্রিয় কবিতায়
শব্দের সুপ্ত কর্নিয়ায়---
তোমাকে খুজে ফিরি--- হারানো স্মৃতির পার্কে, বেঞ্চে সবুজ পাতায়
বটমূলের নীচে ছায়ার মায়ায়।
তোমাকে খুজে ফিরি -- বৃষ্টির শব্দে,শিশিরকণায়
চাতক পাখির মতো ছটফট মনটায়।
তোমাকে খুজে ফিরি - শহরে বিয়ের শানাইয়ের সুরে-
পারম সুরক্ষায় রাখি তোমায় সার্থক প্রেমের সৃজনে ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লাগলো ভাইয়া, আমার লেখার গভীরে গিয়ে নিজের কিছু ভাবনা নিয়ে এসেছেন । খুবই চমৎকার হয়েছে, সত্যি বলছি ।
কিন্তু আমার লেখাটি কেমন হয়েছে তাতো বললেন না ভাইয়া তাহলে কিভাবে বুঝবো ভাইয়ার কাছে লেখা ভালো লাগলো কি না ।
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
ডার্ক ম্যান বলেছেন: খুঁজিতে খুঁজিতে যায় বেলা
নাম তার বেলা বোস ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না[/sb-- গানটি শুনলেই মনটি কেমন করে, অনেক পছন্দের একটি গান ।
@খুঁজিতে খুঁজিতে যায় বেলা --
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
ল বলেছেন:
চাওয়ার এক পরম আকুতি প্রেয়সীর মন গভীরে প্রোথিত শত সহস্র ভাবনার ফুলঝুরি --
প্রেমিক পুরুষ গর্ব করতে পারে এমন ভালোবাসার রাজস্বীী কে ---
কবিতার পরতে পরতে এমন আকুতি আমায় করে দিলো নষ্টালজিক
কবি ও কবির কথামালায় মুগ্ধ।
সুন্দর ------
অবশেষে এই হৃদয়ে মাঝে তোমাকে খুঁজে পাই।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়ার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত।
কোথাও তার দেখা না পেলেও হৃদয় মাঝে ঠিকই দেখা পাই।
ভাইয়া যে আমার কবিতা পড়ে আসলেই নস্টালজিক হয়ে গিয়েছেন তা ব্লগে এসেই বুঝলাম, আসছি আপনার কবিতা পড়তে
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!