![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
অন্ধকারে নাকি নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়, লোকে বলে
তাই বলে কি অন্ধকারের মানুষগুলো ভেসে যাবে জলে ?
না হয় যাক সব ছেড়ে
ছায়াও হারাক অন্ধকারে
অন্ধকারকে যেন না করি ভয়
অন্ধকারেই তো হয় জোছনার জয়
অন্ধকারের কোন আলো নেই কে বলে ?
চাঁদ আর তারা সে তো অন্ধকারেই জ্বলে।
না থাকুক কোন বন্ধু, না থাকুক কোন স্বজন, না থাকুক ভালোবাসা, না থাকুক প্রিয়জন
তবুও ভয়ের কিছু নেই । তিনি একজনই , যিনি আছেন সর্বাবস্থায়, সর্বদা, তিনি সৃষ্টিকর্তা ।
আরও আছে একজন। শুধু খুজে নিতে হবে ।
কিভাবে ?
তবে বলি শোন
চলতে চলতেই হঠাৎ থেমে যাবে তুমি
ক্লান্তির কাছেও মিলবেনা ক্ষমা
কখনো নুয়ে পরবে ভারে
আলো হারিয়ে যাবে অন্ধকারে ।
শত কোটি মানুষের মাঝেও মনে হবে একা
হৃদয়ের অলিগলি তন্ন তন্ন করে খুজেও পাবেনা কারও দেখা
তবুও তুমি একা নও, তোমার আছে তুমি
আর আছে একজন, যিনি অন্তর্যামী ।
কখনো ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি
এক চিলতে হাসি সবসময়ই থাকবে ঠোঁটের কাছাকাছি
লুকাবে সব বেদনা লুকাবে সব ব্যর্থতা
জেনো এ মনশক্তি তোমার, নয় নিজের সাথে কোন স্বার্থপরতা ।
কখনো হৃদয় সুমুদ্রে হবে ঝড়
কখনো হবে হাহাকার, কখনো হৃদয় শুকনো বালুচর
তবু রেখো হৃদয় শান্ত নদীর মত বহমান
হোক না হয় শুন্যতা আকাশ সমান ।
কখনো হবে অনেক ব্যথা, হৃদয়ের ক্ষতগুলো দগদগে ঘা
না দেখিয়ে কোন মমতা
সরব নয় কর নীরব আর্তনাদ
জেনো তোমারই আছে ব্যথা সয়ে যাওয়ার অসীম ক্ষমতা ।
কখনো উপায় থাকলেও তুমি নিরুপায়
হার মেনে নেওয়া নিয়তির কাছে তুমি অসহায়
কঠিন থেকে কঠিনতর হবে অসহায়ত্বের শেকল
তবুও থাকবে তুমি তোমার পথে অবিচল ।
কখনো ক্রোধের আগুনে পুড়ে নিজেই হবে দগ্ধ
চিৎকার করে ফেটে আবার নিস্তব্ধ
আগ্নেয়গিরির মতো ক্রোধে ফেটে পরবে যখন
ভালোবাসার বৃষ্টিজলে নেভাও সে দহন ।
দুঃখ কষ্ট হতাশা কোন কিছুকে না দিয়ে প্রশ্রয়
তুমি নিজের মাঝেই খুজে নাও নিজের আশ্রয়
না হয় জ্বলুক আশার বাতি টিপ টিপ
তবু জেনো, তুমি নিভে যাবে সেদিনই যেদিন নিভে যাবে জীবন প্রদীপ ।
যখন জীবন শুকিয়ে যায়
ছায়ারাও গিয়ে আড়ালে লুকায়
বেঁচে থাকার দায়ে যখন আলোর প্রয়োজন
এ যেন হয় তোমার নিজের সাথেই নিজের কথোপকথন ।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮
কথার ফুলঝুরি! বলেছেন: ইয়েস স্যার
প্রথম মন্তব্যকারী হিসেবে একটি ডেইরী মিল্ক খান ভাইয়া
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হোক সবার জীবন
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: @সুন্দর হোক সবার জীবন --- আমীন আল্লাহ সবাইকে ভালো রাখুন ।
বোনটির পক্ষ থেকে ভালোবাসা রইলো ছবি আপু ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চমৎকার, আপু।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১
কথার ফুলঝুরি! বলেছেন: @চমৎকার, আপু। --- কবিতা পাঠ ও মন্তব্য করে আপনার ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ আমার দেশী ভাইয়া আপনার ভালোলাগা আমার জন্য অনুপ্রেরণা হয় রইলো ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
ডার্ক ম্যান বলেছেন: ডার্ক ম্যান সবাইকে অন্ধকারে নিয়ে যেতে চায় বারবার
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: @ডার্ক ম্যান সবাইকে অন্ধকারে নিয়ে যেতে চায় বারবার --- আর আলোর মানুষরা ডার্ক ম্যান কে নিয়ে আসবে আলোয়
কোন অন্ধকার নয় । আলো চাই আলো, এত আলো যে চোখ ঝলসে যাবে ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
মাহমুদুর রহমান বলেছেন: কখনো ভালো না লাগলেও বলতে হবে ভালো আছি
এক চিলতে হাসি সবসময়ই থাকবে ঠোঁটের কাছাকাছি
লুকাবে সব বেদনা লুকাবে সব ব্যর্থতা
জেনো এ মনশক্তি তোমার, নয় নিজের সাথে কোন স্বার্থপরতা ।
++
কবিতার প্রতিটি কথা মন ছুঁয়ে গেল আর তাই প্রিয়তে রাখতে বাধ্য হলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার প্রতিটি কথা মন ছুঁয়ে গেল আর তাই প্রিয়তে রাখতে বাধ্য হলাম। -- অনেক ভালো লাগলো ভাইয়া যে আমার লেখা আপনার মনকে স্পর্শ করতে পেরেছে । অনুপ্রানিত । তবে প্রিয়তে নিতে মনে হয়ে ভুলে গিয়েছেন । দেখছিনা তো ।
প্লাস পেয়ে বেজায় খুশী
সামান্য পরিবর্তন করেছি, ভালো না লাগলেও থেকে ভালো না থাকলেও করেছি । আশা করি খারাপ লাগবেনা এখনও ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬
আরোহী আশা বলেছেন: গুল্লু গুল্লু কবিতা ভীষণ ভীষণ ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: @গুল্লু গুল্লু কবিতা ভীষণ ভীষণ ভালো লাগলো -- হা হা ! তাই বুঝি আশা আপু আশাই যে আমাদেরকে বাচিয়ে রাখে ।
আপুটার জন্যও এত গুল্লু গুল্লু ভালোবাসা
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
সাইন বোর্ড বলেছেন: কবিতার মাঝেই নিজেকে সমর্পণ, অন্ধকারেই হয়ত লুকিয়ে আছে আলোর বিচ্ছুরণ........ভাল লাগা এবং শুভ কামনা ।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতার মাঝেই নিজেকে সমর্পণ, অন্ধকারেই হয়ত লুকিয়ে আছে আলোর বিচ্ছুরণ...-- আমি আমার কবিতায় যে আলোর কথা বলেছি সে আলো আমাদের সবার মাঝেই আছে, শুধু খুজে নিতে হবে । নিজের চেয়ে বড় সাপোর্ট আর কেউ নেই । সবাই ছেড়ে যাবে অন্ধকারে তবুও থাকবে আমার আমি ।
লেখা ভালো লাগায় অনুপ্রাণিত, সাইন বোর্ড ভাইয়া ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ একখান কবিতা
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: @দারুণ একখান কবিতা )--- তাই বুঝি ভাইয়া
ধন্যবাদ অনেক ।
(আপনার কি কোন শর্ট কাট নাম আছে ভাইয়া ? আমি সবাইকে নাম ধরে সম্বোধন করি কিন্তু আপনার নামটি উচ্চারন করতে গেলে দাত ভেঙ্গে যায়
)
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ নেই
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: @নাহ নেই --
ওকে আমি আপনার নাম দিলাম আঁকিবুঁকি, ভাইয়া
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: আত্তা
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: আঁকিবুঁকি ভাইয়া থ্যাংক ইউ
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: দারুন।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা, প্রিয় ভাইয়া ভালোলাগায় অনুপ্রাণিত ।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮
হাবিব বলেছেন:
আঁধারের মানুষ আমি ভালোবাসি
আঁধার আছ বলেইতো আলো রাশি রাশি.....
অমূল্যের মর্যাদা পায়!
আলোর মানুষেরা নিয়ত আঁধারে অপরাধ করে যায়......!
আঁধার রাতের চাঁদ-তারাদের সাথে
মিতালি আমার বেশ!
জোছনার ফাক গলে একটু তোমায় মেখে দিবাে আলোর রেশ!
কবিতায় ++
সময় করে পুরোটা দিয়ে দেব.....
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
কথার ফুলঝুরি! বলেছেন: @কবিতায় ++-- প্লাস পেয়ে বেজায় খুশী সাথে অনুপ্রাণিত হাবিব ভাইয়া
@সময় করে পুরোটা দিয়ে দেব..... -- অপেক্ষায় রইলাম তবে ।
কবিতা পাঠ ও চমৎকার মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯
হাবিব বলেছেন: আর হ্যাঁ আপু, ডেইরি মিল্ক না দিলে কিন্তু এমন কবিতা আপনাকে দিতাম না.....
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
কথার ফুলঝুরি! বলেছেন: @আর হ্যাঁ আপু, ডেইরি মিল্ক না দিলে কিন্তু এমন কবিতা আপনাকে দিতাম না..... --- হা হা ! তাহলে না হয় একটি ডেইরী মিল্কই দেন ভাইয়া
ভাইয়াদের কাছে থেকে চকলেটই তো চাই
আর কবিতা শুধু আমার বিশেষ কবির থেকেই চাই
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনার পরিধি বাড়ছে, ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার ভাবনার পরিধি বাড়ছে, ভালো লাগলো -- আমারও যে অনেক ভালো লাগলো আপনার প্রশংসা পেয়ে আপনার কোন একটি পোস্টেই বলেছিলেন আমার কবিতা হয়তো আপনার পড়া হয়নি । তখন থেকেই অপেক্ষায় ছিলাম কবে আপনাকে আমার কবিতার পোষ্টে পাবো । আজ পেলাম, তবে মনে হয় এর আগেই একদিন পেয়েছিলাম ।
কবিতা পাঠ ও মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ চাঁদগাজী সাহেব
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৪
ল বলেছেন: আধার কাটুক আসুক শুভ ভোর।
কবিতায় মুগ্ধতা -- মোটিভেশনাল কবিতা --+++
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লাগায় অনুপ্রাণিত লতিফ ভাইয়া !
@মোটিভেশনাল কবিতা-- হুম ভাইয়া । জীবনের কিছু কঠিন সময়ে নিজেই নিজেকে মোটিভেট করতে হয় । এটাই অন্ধকারের আলো ।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
নজসু বলেছেন:
এ এক অদ্ভুত অনুভূতি।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: @এ এক অদ্ভুত অনুভূতি।- কবিতা পাঠের অনুভূতি নাকি অন্ধকারের আলো পাওয়ার অনুভূতি ?
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭
হাবিব বলেছেন: প্রেজেন্ট ম্যাম