নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা :(

২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪২



আগে বলতে সময়টা খুব বেশীদিন আগেরও নয় যেখানে সামুতে আমার নিজেরই বয়স মাত্র ১০ মাস ৩ সপ্তাহ সেখানে আর কতদিন আগেইবা হবে ।
এইতো কিছুদিন আগের কথা, তখন ছিল বসন্তকাল, প্রকৃতিতে নয় সামুতে !:#P । একের পর এক ফুল ফুটতো সামুর বাগানে (প্রথম পাতার লেখাসমূহ) তার মধ্যে কিছু ফুল ছড়াতো সুবাস (যেগুলো ভালমানের লেখা) । তবে বাগানে যে সব ফুলই সুগন্ধ ছড়াতো তাও কিন্তু নয় অনেক সুন্দর সুন্দর ফুলের মাঝে কিছু জংলী ফুলেরও দেখা মিলতো B:-) (উল্টা পাল্টা কিছু লেখা। আপনার কিংবা আমার কাছে লাগে এমন ) । আবার কিছু কিছু সময় ফুলের কাঁটাও বিধে যেতো :P (একজন ব্লগারকে উদ্দেশ্য করে আরেকজন ব্লগারের উস্কানিমূলক লেখা) । কখনো কখনো একজন আরেকজন কে ভালোবেসে দিতাম একটি ফুল #:-S (ব্লগারদের নিয়ে মজার বা অন্যান্য লেখা) । আবার কখনো কখনো সামুর সুন্দর সুন্দর ফুল সমৃদ্ধ ব্লগ বাগানে দেখা মিলতো কিছু গরু ছাগলের যাদের শুধু গাছ আর লতাপাতা খেয়ে পেট ভরতো না তাই মাঝে মাঝে তারা ব্লগের ফুলগুলো খেতে আসতো =p~ (ব্লগটাকে যারা ফেসবুক বানাতে চায় তাদের কথা বলছি ) ।
এমনই গোলাপ, জবা, বেলী, গাঁদাসহ আরও অনেক ফুলের মাঝে ফুল কে ভুল না ভেবে মানুষ কিংবা গরুছাগল সবাইকে নিয়ে একসাথে কেটে যাচ্ছিলো দিন কিন্তু হঠাৎই দুষ্টু লোকের চক্রান্তে সামুর বসন্তকাল গেলো হারিয়ে :(
এখন ফুল ফুটলেও তা যেন আর আগের মত স্নিগ্ধ নেই । সুবাসযুক্ত ফুল ফুটলেও তার সংখ্যা খুব কম । সামুর ব্লগ বাগানকে দেখতে আসা মানুষের সংখ্যাও হাতে গোনা (ভিজিটর) ।

এখন কেউ আর ম্যাও প্যাঁও পোস্ট দেয়না (তবে কেউ ম্যাও প্যাঁও পোস্ট মিস করলে আমার এই পোস্টটিকে ম্যাও প্যাঁও পোস্ট ভেবে নিতে পারেন B-) ) কেউ কাউকে উদ্দেশ্য করে তেমন কিছু লিখেনা যা দেখে রাগে গাঁ জ্বলে যাবে, ক্যাচাল হবে কিংবা ব্লগারদের নিয়ে মজার কোন লেখা :(

ব্লগের কবি অকবিদের ইঁদুর মনে করে ইঁদুর মারার ঔষধ নিয়ে যেসকল মহাপুরুষ তাঁদের দমন করার উদ্দেশ্যে মাঝে মাঝেই জ্বলে উঠত তাঁদেরও দেখা নেই /:) ইঁদুরের উপদ্রব কমে গেলে অবশ্য ঔষধ আর দরকারও পড়েনা =p~

আগের দিনে মাঝে মাঝে হেব্বি খানাপিনাও হত :( এখন আর কেউ মজার মজার খাবার নিয়ে হাজির হয়না :(

যে দিনগুলো চলে যায় তার সবই যে ভালো থাকে তা কিন্তু নয় তবে স্মৃতি হিসেবে আমরা সাধারণত ভালো বিষয়গুলোই মনে রাখি তাই যতদিন বেঁচে আছি, সামুতে আছি আমরা আগের দিনের মত এখনও যতটুকু সম্ভব ভালো ভালো স্মৃতির ভান্ডার সমৃদ্ধ করি ভবিষ্যতে যেন সামুর অন্ধকারের এই দিনগুলোর স্মৃতি নিয়েও লিখতে পারি "আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা দ্বিতীয় অংশ"

(লেখাটিকে আরও একটু সমৃদ্ধ করার ইচ্ছে ছিল তবে এখন সব মিলিয়ে আমার ক্ষেত্রে এখন সময় যেন ঠিক সামুর জন্য নয় :( আমার কাজ ও সময় একে অপরকে খুবই ভালোবাসে বোঝা যাচ্ছে। সময় কাজকেই চায় আর কাজ আমাকে সময়ই দিচ্ছেনা লেখার :(

দোয়া করি অতিসত্বর সামুর দুর্দিন দূর হয়ে সুদিন ফিরে আসুক ফিরে আসুক সব পুরনো সহব্লগাররা । আবার ফুটুক ফুল আবার আসুক বসন্ত । আবার আমরা ক্যাচাল করি আবার হই ভালোবাসায় পরিপূর্ণ #:-S

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


বুঝা যাচ্ছে, বসন্ত এসেছে

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

কথার ফুলঝুরি! বলেছেন: @বোঝা যাচ্ছে, বসন্ত এসেছে-- ঠিক বলেছেন চাঁদগাজী সাহেব, বসন্ত এসে গেছে :P ;)

২| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

নয়া পাঠক বলেছেন: দোয়া করি আবার ফিরে আসুক বসন্ত। অতি দ্রুত আগের চেয়ে অনেক প্রাণবন্ত হয়ে।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: @দোয়া করি আবার ফিরে আসুক বসন্ত। অতি দ্রুত আগের চেয়ে অনেক প্রাণবন্ত হয়ে।-- আমিন 8-|

৩| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ছবি যোহ করলেন কিভাবে?

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: তার মানে সবারই সমস্যা হচ্ছিলো । আর বলবেন না, প্রায় ১৫-২০ বার চেষ্টা করার পর সফল হয়েছি :(

৪| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: জুলেখা একজন রাজার কন্যা! তার বাগানে অনেক ফুল। একদিন এক রাক্ষসের বদদোয়ায় তার বাগানের সব ফুল শুকিয়ে গেলো! :(

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: রাক্ষস মরে যাক আবার ফুল ফুটুক আবার আসুক বসন্ত :(

৫| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আরোগ্য বলেছেন: রাতের শেষে যেমন দিন আসে, তেমনি জরাজীর্ণ শীতের পর আবারও সামুর বসন্ত আসবে ইনশাআল্লাহ।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: সেই আশায়ই আছি সবাই ভাইয়া। আর কিছু করতে না পারি অন্তত আমরা যারা ব্লগে আসতে পারছি তারা যেনো ব্লগটাকে সচল রাখি। দোয়া করি শিগগিরই আসুক শুভদিন।

৬| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মুক্তা নীল বলেছেন:
মন খারাপের মাঝে আপনারা এই আবেগভরা লেখা পড়ে আরও মন আনমনা হয়ে উঠেছে। তারপরও আমার কেনো যানি মন বলছে সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই আবেগী হয়ে যাই মুক্তা আপি। আমি যখন প্রথম আসি সামুতে তখন সারাদিন রাত থাকতাম ব্লগে আরও কত চেনা আর প্রিয় মুখ ছিলো। এখন অনেককে পাইনা । মিস করি সেই দিন সেই সামু :(

৭| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!




হ্যাঁ.... সেই যে আমার নানা রঙের দিনগুলি!!!!!!!!!!!!!!

সময় যে সামুর জন্যে নয় তা নিয়ে সব কথাই তো লিখে ফেললেন। বা্কী রইলো কি ?

ফুল ফুটুক আর না ই ফুটুক, সামু ব্লগে চিরকালই বসন্ত.............................

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: হা ভাইয়া' সোনালী দিন গুলোকে যদি আসলেই খাচায় বন্দী করে রাখা যেতো :(

আরও অনেক কিছুইযে লেখার ইচ্ছে হচ্ছিলো ভাইয়া কিন্তু এত বিজি সময় যাচ্ছে কাজে কর্মে চাইলেও পারলাম না মনের মতো করে লিখতে।

আমরা যারা আসতে পারছি ব্লগে তারা ফুল ফুটিয়ে বসন্ত নিয়ে আসবো ব্লগে 8-|

৮| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

ঢাবিয়ান বলেছেন: ভিজিটর আস্তে আস্তে বাড়বে, নো টেনশন। ভিপিএন এর কথা অনেকেই জানে না বলেই মনে হচ্ছে।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: আমিও যে জানতাম না ভাইয়া' খুব মন খারাপ হচ্ছিলো লগ ইন করতে না পেরে পি সি থেকে কারন মোবাইল থেকে লেখা খুবই কষ্ট। পরে কোন এক ভাইয়ার একটা পোস্ট দেখে চেস্টা করতেই হয়ে গেলো :#) এখন মহা খুশী আমি :D

৯| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ঢাবিয়ান বলেছেন: ২৫ জন ব্লগার
১০৪১ জন ভিজিটর
৯৫৫ জন মোবাইল থেকে ।এত ষঢ়যন্ত্রের মাঝেও সংখ্যাটা একেবারে কম নয়। B:-/

২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৪

কথার ফুলঝুরি! বলেছেন: হুম ঠিক বলেছেন তবে ২৫ জনের বেশী সাধারণত দেখাই যায়না যেখানে আগে ৮০ এর উপরে ভিজিটর থাকতো সেখানে দু:খ লাগে এমন দেখে। একটা লেখা লিখলেও আগে সেটা কিছুক্ষন থাকতো প্রথম পাতায় আর এখন ঘন্টার পর ঘন্টা ওভাবেই পরে থাকে :|

১০| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: সামু আবার ঝলমল করে উঠবে। সেই সময় খুব দূরে নয়।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: @সামু আবার ঝলমল করে উঠবে। সেই সময় খুব দূরে নয়।--- আশা রাখি তাই যেন হয় 8-| আমি আপনি তো আছি বাকীরাও চলে আসবে ইনশাআল্লাহ ।

১১| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৩

জুন বলেছেন: আবারো সুদিন ফিরে আসবে সামুর সেই ব্যপারে আশাবাদী ফুলঝুরি :)

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: @আবারো সুদিন ফিরে আসবে সামুর সেই ব্যপারে আশাবাদী ফুলঝুরি--- আমরা সবাই আশাবাদী #:-S আবার আসবে বসন্তকাল !:#P

১২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৭

নজসু বলেছেন:



অপেক্ষায় আছি আপা।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: অনেকদিন পর আমার ভাইটির মুখে আপা ডাক শুনে মন ভরে গেলো 8-| কেমন আছেন সুজন ভাইয়া ?

আপনার মত আমরাও অপেক্ষায় আছি কবে আসবে সুদিন :(

১৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৯

মাহমুদুর রহমান বলেছেন: সনেট কবিকে খুব মিস করি।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: হা ভাইয়া, সনেট কবি সহ আরও অনেক কে মিস করি :(

১৪| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

মা.হাসান বলেছেন: বেশ কিছু দিনের মধ্যে আজ বেশ কয়েকটা ভালো পোস্ট দেখে একটু ভালো লাগছে। সনেট কবি সহ নিয়মিত আরো কিছু ব্লগার ব্লগে অনুপস্থিত। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাবে এটা আশা করি না, তবে আশা রাখি যারা এখনো ব্লগে ঢুকতে পারছেন না তারা শীঘ্রই উপায় খুঁজে নিয়ে ব্লগে আবার নিয়মিত হবেন।

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: @বেশ কিছু দিনের মধ্যে আজ বেশ কয়েকটা ভালো পোস্ট দেখে একটু ভালো লাগছে। সনেট কবি সহ নিয়মিত আরো কিছু ব্লগার ব্লগে অনুপস্থিত।--- যারা ব্লগটাকে মাতিয়ে রাখতো তারাইতো নেই :( হুম, সেলিম আনোয়ার, কাওসার চৌধুরী, নিজাম উদ্দিন মন্ডল, হাবীব স্যার, মনিরা সুলতানা, সামু পাগলা ০০৭, সিগন্যাস, কুড়ের বাদশা আরও কত কেউ :(


@সরকারি নিষেধাজ্ঞা উঠে যাবে এটা আশা করি না, তবে আশা রাখি যারা এখনো ব্লগে ঢুকতে পারছেন না তারা শীঘ্রই উপায় খুঁজে নিয়ে ব্লগে আবার নিয়মিত হবেন।
--- সেটাই আশা রাখতে পারি কেবল ।

১৫| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৪

নীল আকাশ বলেছেন: এক দেশে এক রানী ছিল, সেই রানীর এক সভাসদ ছিল, সেই সভাসদের মাথা...

কি করবেন বলুন, যেই দেশে জেব্রা ক্রসিং এর সাদা রং লাল হয় বাচ্চাদের রক্তে
সেই দেশে এর চেয়ে ভালো আর কি আশা করেন?
ব্লগের সেই সুদিন আজ আর নেই, জানি না কবে আবার ফিরে আসবে।
তবুও মনে বড় আশা জাগে হয়ত কোন এক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখব
সব কিছু ঠিক ঠিক আগের মতোই হয়ে গেছে।
সেই শুভ কামনায় আজ এই পর্যন্তই..

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫২

কথার ফুলঝুরি! বলেছেন: @কি করবেন বলুন, যেই দেশে জেব্রা ক্রসিং এর সাদা রং লাল হয় বাচ্চাদের রক্তে
সেই দেশে এর চেয়ে ভালো আর কি আশা করেন?
--- আসলেই ভাইয়া । কিছু বলার নেই :(


@তবুও মনে বড় আশা জাগে হয়ত কোন এক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখব
সব কিছু ঠিক ঠিক আগের মতোই হয়ে গেছে।
--- এই আশাটুকুইতো আমাদের বাচিয়ে রাখে ভাইয়া । আর আমরা যারা আসতে পারছি তারাও চেষ্টা করি সচল রাখার ব্লগটাকে । এভাবে দিন কাটতে কাটতে কোনদিন হয়তো সূর্য উঠবে ।


( নীলপরী গল্পের অপেক্ষায় রইলাম ভাইয়া । সাথে আরও নতুন গল্পের )

১৬| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৫

ডার্ক ম্যান বলেছেন: দেশে থাকতে ব্লগে ঢুকতে পারতাম না। এখন বাইরে আছি। কিন্তু ল্যাপটপ না থাকার কারণে নিয়মিত ঢুকতে পারি না। আপনারা চেষ্টা চালিয়ে যান। আপনাদের সংগ্রাম সফল হোক। আর সংগ্রামের ফসল ঘরে তোলার জন্য প্রস্তুত আছি।

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: @দেশে থাকতে ব্লগে ঢুকতে পারতাম না। এখন বাইরে আছি। কিন্তু ল্যাপটপ না থাকার কারণে নিয়মিত ঢুকতে পারি না--- অতিদ্রুত নিয়মিত হন ব্লগে এই কামনা 8-|

@আপনারা চেষ্টা চালিয়ে যান। আপনাদের সংগ্রাম সফল হোক। --- আমি নিজেও কিছুদিন অনিয়মিত ছিলাম তবে ব্লগকে ভালোবাসি তাই বেশীদিন দূরে থাকতে পারিনা । সময় ও কাজ খুবই নিষ্ঠুর :(

১৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: অবশ্যই সেদিনগুলো মিস করি !! এইতো কিছু দিন আগে !! পোস্টে মজা করে হলেও অনেক কথায় তুলে ধরেছেন। আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।
+।

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৯

কথার ফুলঝুরি! বলেছেন: @অবশ্যই সেদিনগুলো মিস করি !! এইতো কিছু দিন আগে !!--- এইতো কিছুদিন আগেই কত জমজমাট ছিল ব্লগ আর এখন যেন ঘুমায় :( কত কাউকে পাইওনা । তবে এই লেখায় আপনি সহ অনেককে পেলাম তাই ভালো লাগছে 8-|

@পোস্টে মজা করে হলেও অনেক কথায় তুলে ধরেছেন-- হুম ভাইয়া, ভাবলাম কিছুটা মজা করে যদি এই দুর্দিনে একটু আনন্দ পাওয়া যায় :P

@আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।-- ইনশাআল্লাহ্‌ 8-|


(প্লাস পেয়ে বেজায় খুশী :#) )

১৮| ২৪ শে মার্চ, ২০১৯ ভোর ৪:২৩

বলেছেন: গল্পটা কি জানেন,
আদালতে খুনের মামালায় সাক্ষ্য দিচ্ছে এক ভদ্রলোক --
পক্ষে বিপক্ষে জেরা শেষে বিচারক সাক্ষীকে বললেন
আপনার আর কিছু বলার আছে?
সাক্ষী বললো, ইউর অনার, দারোগা সাহেব তো আর কিছু শিখিয়ে দেয় নি!!

সময়টা এরকমই কোন জবাবদিহিতা ছাড়াই শিখানো বুলিতে চলছে রাষ্ট্র!!!

সামুর সুদিনের হাতছানি দিচ্ছে আপনাদের আগমনী গানে ---


২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০১

কথার ফুলঝুরি! বলেছেন: @ গল্পটা কি জানেন,
আদালতে খুনের মামালায় সাক্ষ্য দিচ্ছে এক ভদ্রলোক --
পক্ষে বিপক্ষে জেরা শেষে বিচারক সাক্ষীকে বললেন
আপনার আর কিছু বলার আছে?
সাক্ষী বললো, ইউর অনার, দারোগা সাহেব তো আর কিছু শিখিয়ে দেয় নি!!
-- এটা একমাত্র আমাদের দেশেরই গল্প হতে পারে ।

@সময়টা এরকমই কোন জবাবদিহিতা ছাড়াই শিখানো বুলিতে চলছে রাষ্ট্র!!! - তাইইতো, তা না হলে কি সামু কে নিয়ে এই অবস্থা ।

@সামুর সুদিনের হাতছানি দিচ্ছে আপনাদের আগমনী গানে ------ একে একে সবাই ফিরে আসুক এই কামনা 8-|

১৯| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুতে এখন আকালের দিন যাচ্ছে।

সুসময় আসবে কোকিলসহ।

ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৩

কথার ফুলঝুরি! বলেছেন: @সামুতে এখন আকালের দিন যাচ্ছে।-- :(


@সুসময় আসবে কোকিলসহ।--- আমরা আশাবাদী । ইনশাআল্লাহ্‌ আসবে 8-|

২০| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: বোন'ডি@ পোস্ট, কমেন্ট পইড়্যা মনে হইতাছে কমেন্ট করনের চাইতে গানটা শুনা বেশি ইম্পর্টেন্ট!
কি অবস্থা? ক্যামন যাচ্ছে দিনকাল?

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: @বোন'ডি@ পোস্ট, কমেন্ট পইড়্যা মনে হইতাছে কমেন্ট করনের চাইতে গানটা শুনা বেশি ইম্পর্টেন্ট! -- হা হা হা । শুধু গান শুনলে কেমন হবে ভাইডি? সামুকে বাঁচাতে হলে গান ফান বাদ দিয়ে লিখেন আর পোষ্ট পড়েন ও মন্তব্য করেন B-)


@কি অবস্থা? ক্যামন যাচ্ছে দিনকাল?-- আলহামদুলিল্লাহ 8-| ভালো আছি । আশা রাখি ভাইটিও ভালো আছেন 8-|

২১| ২৭ শে জুন, ২০১৯ দুপুর ২:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: দেইখা গেলাম B-))

২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা =p~ আমিও দেখলাম কে আমার বাড়ী ঘুরে গেলো :D

২২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৩

রাকু হাসান বলেছেন:

নানী আমার বয়স হয়েছে /:) । কিছু একটা তো করতে হবে :P :) । অনেক দিন নানী কে ব্লগে দেখে ভালো লাগছে :) । কেমন আছেন ।

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো আছি কাকূ 8-|

বয়সের কাজ সামনে এগিয়ে যাওয়া তাকে যেতে দেওয়াই ভালো =p~

মাঝে মাঝে আসি আপনাদের দেখতে তবে লেখা হয়না অনেকদিন :(

২৩| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১২:২২

নীল আকাশ বলেছেন: আপনি ফিরেছেন তাহলে?

১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: ফেরার কথা তখনই আসে যখন কেউ হাড়িয়ে যায়, আমিতো হারাইনি ভাইয়া শুধু মাঝে মাঝে একটু ডুব দেই :D

আপনার অনেকগুলো নতুন লেখা দেখলাম । পড়ার ইচ্ছেও হচ্ছে । আশা করি ঈদ এর ছুটিতে পড়ব ।
আর কিছু না হোক গল্প গুলোতো পড়তেই হবে B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.