![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
ভালোবাসা সেতো জন্মেছে মনে বসত করেও মনে
ভালোবাসার সে কাব্য কথা বলে যাই চরণে চরণে
আমার সকাল তুমি রাত্রি তুমি মধ্য দুপুরেও হয়ে যাই প্রেমী
দেখতে তোমায় ছুটে যাই দূরে ভেঙ্গে সব আলসেমী
একা থাকি তবু একা নই আমি তুমি থাকো অনুভবে
প্রহর গুনি আর হই উতলা আবার দেখা হবে কবে
বৃষ্টি শুধু বৃষ্টি নয় ভালোবাসার জলছবি
ভালোবেসে তোমায় যখন তখন আমি হয়ে যাই কবি
এখানে সেখানে যেখানেই যাই খুজি তোমায় সারাক্ষণ
না পেয়ে তোমায় কিছুটা দুঃখী, মনে মনে আলাপন
তোমায় নিয়ে বিলাসী মনে স্বপ্নের জাল বোনা
শত কাজের মাঝেও হঠাৎ আমি হয়ে যাই আনমনা
কখনো অভিমান মেঘের সমান ভালোবাসার রঙে সৃষ্টি
আবার নিমিষে হচ্ছে উধাও গলে গলে যেন বৃষ্টি
স্মৃতির গভীরে হারাই যদি হেসে উঠি ক্ষণে ক্ষণে
কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি উঁকি দেয় মনে মনে
বলি যে কথা মনের সুখে বকবকানি সবই তা
এলোমেলো যত ভাবনারা আমার হয়ে যায় কবিতা
উচ্ছল আমি চঞ্চল আমি ভালোবাসো তুমি তাই
তোমায় নিয়েই গল্প আমার তুমি ছাড়া কিছু নাই
==============================
মনেতে যখন ভালোবাসার তেষ্টা
বহুদিন পর তাঁকে নিয়ে কিছু লেখার প্রচেষ্টা
পাঠক পছন্দে হবো যে খুশী
না পছন্দেও মুখেতে হাসি
ভালো কিনা মন্দ তা ভাবনার নেই অবকাশ
যেমনই হোক এ যে ভালোবাসার বহিঃপ্রকাশ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৯
কথার ফুলঝুরি! বলেছেন: @আহা! বরষার হরশে প্রেমের ফানুস--- বর্ষা মানেই ভালোবাসা, বৃষ্টি মানেই প্রেম
@ওয়েলডান কামব্যাক প্রিয় ছোটবোনকে-- শত ব্যস্ততার মাঝেও ব্লগে আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে থাকা সম্ভব হয়না ভাইয়া । অনেক অনেকদিন পর লিখলাম আজ তাহাঁকে নিয়ে
ভাইয়ার কাছে থেকে প্লাস পেয়ে বেজায় খুশী
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৮
ইসিয়াক বলেছেন: চমৎকার
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪১
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লাগায় অনুপ্রাণিত, ইসিয়াক ভাইয়া ধন্যবাদ পাশে থাকার জন্য ।
শুভকামনা আপনার জন্য ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪২
নীল আকাশ বলেছেন: বিখ্যাত মদন কুমারকে নিয়ে প্রেমের কবিতার লাইনে লাইনে তো ভালোবাসা ফোঁটা ফোঁটা করে ঝড়ে পড়ছে।
যা মনে ইচ্ছে হয় তাই লিখবেন, বিশেষ করে মদন কুমারকে নিয়ে যখন ইচ্ছে হয়।
অনেকদিন পরে কবিতা লিখলেন!
শুভ রাত্রী।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৫
কথার ফুলঝুরি! বলেছেন: @বিখ্যাত মদন কুমারকে নিয়ে প্রেমের কবিতার লাইনে লাইনে তো ভালোবাসা ফোঁটা ফোঁটা করে ঝড়ে পড়ছে।--
বাহ বাহ ! ভাইয়া আমার মদন চাঁদকে মনে রেখেছেন
@যা মনে ইচ্ছে হয় তাই লিখবেন, বিশেষ করে মদন কুমারকে নিয়ে যখন ইচ্ছে হয়-- এ পাথর হৃদয়ে ফুল যিনি ফুটিয়েছেন ফুলের সুরভী তাঁরই যে প্রাপ্য ।
ধন্যবাদ ভাইয়া অনুপ্রেরনা দেওয়ার জন্য ।
@অনেকদিন পরে কবিতা লিখলেন!-- আসলেই ভাইয়া অনেকদিন পর ।
শুভ রাত্রি আপনাকেও ভাইয়া ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
সবকথা, সব অনুভবতা, সব ভাবনা ভাষাররূপ পেয়েছে?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০২
কথার ফুলঝুরি! বলেছেন: @সবকথা, সব অনুভবতা, সব ভাবনা ভাষাররূপ পেয়েছে?--- আপনি দেখি মনের কথা বলে দিয়েছেন চাঁদগাজী সাহেব । কলমতো চলতে শুরু করলে আর থামতেই চায়না আর তা যদি হয় আমার মদন চাঁদ কে নিয়ে লেখা তাহলে তো অনন্তকাল ধরে শুধু লিখে যেতেই ইচ্ছে করে, তাঁর কথা বলে যেতেই ইচ্ছে করে
লেখাটি শেষ করতে মন চাইছিল না, মনে হচ্ছিলো আরও লিখি ।
ভালোবাসার সব অনুভুতি কখনো সম্ভব নয় ভাষায় প্রকাশ করা তারপরেও এক ক্ষুদ্র প্রয়াস
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৯
আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!
হুমমমমম... চরণে চরণে, ভালোবাসার রঙিন বরনে চিত্রায়িত কবিতা।
ভালোবাসার তেষ্টা মিটেছে বটে তবে প্রকাশ ভঙ্গিতে আরো মিষ্টতা থাকলে পরে মুখে অনেকক্ষন লেগে থাকতো। আপনার গদ্যগুলোতে বাক্যের বিন্যাস যেভাবে দোলায়িত হয় এ কবিতাটিতে তেমন হয়নি মনে হয়। যদিও সুযোগ ছিলো ভালোবাসার যে প্রকাশ ভঙ্গি তাকে দোলায়িত করার।
অপরাধ নেবেন না। শুধু বলি - প্রশংসা সৃষ্টিকে থামিয়ে দেয়, নবসৃষ্টির উন্মদনা থিতিয়ে পড়ে।
শুভরাত্রি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালোবাসার তেষ্টা মিটেছে বটে তবে প্রকাশ ভঙ্গিতে আরো মিষ্টতা থাকলে পরে মুখে অনেকক্ষন লেগে থাকতো। আপনার গদ্যগুলোতে বাক্যের বিন্যাস যেভাবে দোলায়িত হয় এ কবিতাটিতে তেমন হয়নি মনে হয়। যদিও সুযোগ ছিলো ভালোবাসার যে প্রকাশ ভঙ্গি তাকে দোলায়িত করার।---- আমিযে বরাবরই ভালোবাসা প্রকাশে কাঁচা অনেকদিন পর লিখলাম তাই হয়তো সেভাবে দোলা দিতে পারিনি । তবে চেষ্টা থাকবে সামনে যেন ভালো হয় আরও
@অপরাধ নেবেন না। শুধু বলি - প্রশংসা সৃষ্টিকে থামিয়ে দেয়, নবসৃষ্টির উন্মদনা থিতিয়ে পড়ে।--- সহজেই প্রশংসা করা যায় তবে সমালোচনা কঠিন জিনিস । তার জন্য কোন লেখা মনোযোগ দিয়ে পড়তে হয় । আর আমার সিনিয়ররা যদি আমাকে সঠিক পথ না দেখায় তবে ভালো করবো কিভাবে ? তবে আমার ক্ষেত্রে প্রশংসা অনুপ্রেরনা যোগায় বেশী
ভাইয়ার সুচিন্তিত মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ । শুভকামনা
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালোবাসা আর বৃষ্টির কবিতা লেখার জন্য মোক্ষম সময় বেছে নিয়েছেন। কারণ আবহাওয়াটা ছিল সেইরকম। বৃষ্টি আর ভালোবাসার কথা মনে হলেই ইদানিং গানের দুয়েকটা লাইন মাথায় ঘুরঘুর করে ---
''ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক।' --- শিল্পীঃ আবিদা
প্রিয় কেউ হয়তো অনেক দূর থেকে তার প্রিয় মানুষের জন্য আহ্বান জানায় বৃষ্টিকে। অথবা শুধুই অভিমান।
"জানি আমি ছাড়া ভালো নেই তুমি
মুখোশ জড়িয়ে তবু বসে আমি
অলিখিত সব স্বপ্ন গুলো
ভেঙে চুরে খানখান।" ---শিল্পীঃ প্রিয়াঙ্কা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালোবাসা আর বৃষ্টির কবিতা লেখার জন্য মোক্ষম সময় বেছে নিয়েছেন। কারণ আবহাওয়াটা ছিল সেইরকম--- আসলেই ভাইয়া অনেক সুন্দর আবহাওয়া ছিল কাল । এতো সুন্দর রোমান্টিক আবহাওয়ায় কি আর অফিসের কাজে মন বসে তাইতো লিখে ফেললাম আমার ভালোবাসার কাব্য কথা
@বৃষ্টি আর ভালোবাসার কথা মনে হলেই ইদানিং গানের দুয়েকটা লাইন মাথায় ঘুরঘুর করে ---
''ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক।' --- শিল্পীঃ আবিদা--- সুন্দর
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
ভালোবাসার নেই তুলনা ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: @ভালোবাসার নেই তুলনা -- ঠিক বলেছেন রোমান্টিক কবি
@সুন্দর।+-- ধন্যবাদ ভাইয়া, প্লাস পেয়ে বেজায় খুশী
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫
নাহিদ০৯ বলেছেন: আপনার কবিতা সবসময়ই পাঠকের কথা বলে। ভালো লাগলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: @আপনার কবিতা সবসময়ই পাঠকের কথা বলে। ভালো লাগলো।--- তাই বুঝি নাহিদ ভাইয়া অনুপ্রেরনা পেলাম
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
আপনাকে ব্লগে নিয়মিত পাই না কেন?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: @সহজ সরল সুন্দর--- ধন্যবাদ ভাইয়া
@আপনাকে ব্লগে নিয়মিত পাই না কেন?--- মাঝে মাঝে একটু বেশী বিজি থাকিতো তাই তবে ব্লগে আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে বেশীদিন বাইরে থাকা সম্ভব হয়না
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: বব্বা, বব্বা! এত প্রেম আসে কোথা হতে!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
কথার ফুলঝুরি! বলেছেন: @বব্বা, বব্বা! এত প্রেম আসে কোথা হতে!-- হা হা সৃষ্টিকর্তা প্রদত্ত
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: যেমনই হোক এ যে ভালোবাসার বহিঃপ্রকাশ
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
কথার ফুলঝুরি! বলেছেন: @যেমনই হোক এ যে ভালোবাসার বহিঃপ্রকাশ--- জ্বী, হ্যাঁ
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কাব্যকথায় ভালোবাসার বহিঃপ্রকাশ
মন্দ বলার নেই কোন অবকাশ
ছন্দ,অন্ত্যমিল ছিলো বেশ
এক নিমিষে পড়ে করেছি শেষ
শুভেচ্ছা, শুভকামনা রইলো এক আকাশ
জীবন কাটুক- 'বিন্দাস'।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১০
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ কি দারুন ছন্দ , খুবই ভালো লাগলো ভাইডি আমার লেখা ভালো লাগায় অনুপ্রাণিত সাথে এমন চমৎকার মন্তব্য পেয়ে আরও খুশী
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৫
ল বলেছেন: এ যে ভালোবাসার বহিঃপ্রকাশ -- আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন কবিতায় ++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: সত্যি বলতে লেখাটি লিখে আমার আত্মতৃপ্তি হয়নি লতিফ ভাই কারন আরও অনেক অনেক কথা ছিল যা লেখা হয়নি বা লেখা যায়নি কারন অনেক বড় হয়ে যাবে তাতে, লেখাটি যে শেষই করতে ইচ্ছে হচ্ছিলো না
তবে আপনার ভালো লেগেছে জেনে খুশী ও অনুপ্রাণিত হলাম সাথে প্লাস পেয়ে বেজায় খুশী
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতায় +++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করে আপনার ভালো লাগা জানিয়ে অনুপ্রেরনা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ হাফেজ ভাইয়া
প্লাস পেয়ে খুশী
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
জ্বী, হ্যাঁ ঢাকা নারায়নগঞ্জ সহ সমগ্র বাংলাদেশে একযোগে শুভমুক্তিনায়ক রাজ রাজ্জাকের “রাজা সাহেব - হেব - হেব - হেব - - -
জ্বী, হ্যাঁ টা এভাবে বলেছেন মনে হচ্ছে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
কথার ফুলঝুরি! বলেছেন: হা হা ! ছোট বেলায় রেডিও তে দুপুরের দিকে একটা অনুষ্ঠান হতো সিনেমা নিয়ে সেটার মত
আমি প্রতিমন্তব্য টি লেখার সময়ই হেসেছি কি লিখছি কিন্তু আর কি যে লেখা যায় তা মাথায়ই আসেনি
১৬| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭
কথার ফুলঝুরি! বলেছেন: লেখা পড়ে আপনার ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ ছবি আপু
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার কাব্য কথা'র শেষ চরণ দুটো সুন্দর হয়েছে, ভাল লেগেছে। + +
০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫০
কথার ফুলঝুরি! বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া অনেকদিন হল কিছু লিখিনা ও ব্লগেও আসিনা তেমন তবে আপনাদের ভালোবাসা আবার বেশীদিন দুরেও থাকতে দেয়না
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বরষার হরশে প্রেমের ফানুস। ++
ওয়েলডান কামব্যাক প্রিয় ছোটবোনকে।
শুভেচ্ছা অফুরান।