নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগই আমার পরিচয় । । ।

কথার ফুলঝুরি!

ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

কথার ফুলঝুরি! › বিস্তারিত পোস্টঃ

আলো চাই অনেক আলো

১৩ ই জুন, ২০২২ দুপুর ২:৫২

আমার অন্ধকার ভাল লাগতো
গ্রামের বাড়িতে খোলা বারান্দায় তিনটা লম্বা সিঁড়ি ছিল
পুরো বাড়িতে আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল ওই সিঁড়ি গুলো
আর সবচেয়ে পছন্দের কাজ ছিল
ওই সিঁড়িতে একা একা বসে থাকা ।

সন্ধে নামলেই আমি অন্ধকারে চুপচাপ ওই সিঁড়িটায় বসে থাকতাম আর ভাবতাম।
কিশোরীর মনে তখন ছিল অসংখ্য ছোট ছোট স্বপ্ন ।
তার মধ্যে একটা ছিল,
এই অন্ধকারে খোলা আকাশের নিচে সিঁড়িতে বসে ভবিষ্যতের এক বিশেষ মানুষের পাশে হাত ধরে পাশাপাশি বসে গল্প করা
অন্ধকারকে এতটাই ভালবেসেছিলাম যে
অন্ধকার আজ পুরো জীবনটাকেই দখল করে নিল।

সেই সিঁড়িটা আজ আর নেই
শুধু আছে স্বপ্নগুলো
আজও অপূর্ণ,
সেই কিশোরীর মনের অসংখ্য ছোট ছোট স্বপ্ন ।

এখন আর আমার অন্ধকার ভাল লাগেনা
সেই সিঁড়িতে দাড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে
আমি আলো চাই
অনেক আলো
এত আলো যে চোখ ঝলসে যাবে ।

(এই লেখাটির জন্ম হয়েছিল ২০১৭ সালের আজকের দিনে)

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: এটা কবিতা কিনা জানিনা । তবে ধন্যবাদ 8-|

২| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি কি নিয়মিত কবিতা লেখেন?

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:১১

কথার ফুলঝুরি! বলেছেন: ঠিক কবিতা হয়না, তবে লিখতাম একসময়, কিছুটা নিয়মিতই ।

৩| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৫

অনন্য দায়িত্বশীল বলেছেন: লিখতে লিখতে একদিন ভালো কবিতা হবে।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: জী, ধন্যবাদ ।

৪| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৬

ইসিয়াক বলেছেন: সময়ের সাথে সাথে চাওয়াগুলো কেমন বদলে যায়। আজ যা ভালো লাগে কাল তা নয়। বিচিত্র মানব মন।
আমার কিন্তু আঁধার ভালো লাগে। সেই আঁধারে দুঃখ গোনা আমার দুঃখবিলাস।

#কেমন আছেন ফুলঝুরি? অনেক দিন পর আপনাকে ব্লগে দেখলাম।
ভালো লাগলো।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: আমার একসময় আঁধার ভালো লাগতো কিন্তু এখন আর লাগেনা। এখন দিনের আলো ভালো লাগে ।

আলহামদুলিল্লাহ ভালো আছি, ইসিয়াক ভাই। আশা করি আপনার দিনকালও ভালো যাচ্ছে ।

মাঝে মাঝেই আসি ব্লগে

৫| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৫

নজসু বলেছেন:


অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
ভালো লেগেছে। আপনি সম্ভবতঃ এখন আমাকে চিনতে পারবেন না।
আমরা অনেকে মিলে একটা সময় কমেন্টে, প্রতি কমেন্টে অনেক মজা করেছি।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: কেমন আছেন সুজন ভাই ?
এতটা বুড়ি তো এখনও হইনি যে ভুলে যাবো :D

৬| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:১৮

কথার ফুলঝুরি! বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

৭| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪১

আরোগ্য বলেছেন: বাহবা! ব্লগে আসার সময় হলো? আপনার পোস্ট দেখে তড়িঘড়ি লগইন করলাম। আশা করি ভালো আছেন?
আমিও বিরতিতে আছি আশা আছে আবার আসবো ফিরে ইনশাআল্লাহ।

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:২০

কথার ফুলঝুরি! বলেছেন: সময় বড় নিষ্ঠুর তাইতো আর আগের মত লেখা আর ব্লগিং হয়না :(

বিরতি শেষ করে ফিরে আসুন জলদি

৮| ১৪ ই জুন, ২০২২ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার নিয়মিত লিখুন প্লিজ

১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:২১

কথার ফুলঝুরি! বলেছেন: আমাকে মনে রেখেছেন আপু :P
নিয়মিত লিখতে চাই আপু কিন্তু সময় করে উঠতে পারিনা :(

৯| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় আপনাকে সময় দেবে না। সময়ের কাছে সময় আদায় করে নিতে হয়

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: ঠিক কথা বলেছেন আপু । সময়ের কাছেও সময় আদায় করে নিতে হয় ।

১০| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৫২

খায়রুল আহসান বলেছেন: ব্লগে পুনঃপ্রত্যাবর্তনে সুস্বাগতম!
আজ থেকে ৫ বছর আগে জন্ম নেয়া কবিতাটি ভালো ছিল।
সময় মানুষের জীবনে অনেক পরিবর্তন আনে। সময়ের সাথে সাথে জীবনের প্রায়োরিটি বদলে যায়, চাওয়া পাওয়ার হিসেবও বদলে যায়। আপনারও হয়তো সেরকমই কিছু হয়েছে।
আগে আঁধার ভালো লাগতো, এখন আলো ভালো লাগে। আজ পূর্নিমার রাত। কিছুক্ষণ বাইরে বসে চাঁদের আলো দেখুন, হয়তো ভালো লাগবে।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: আসসালামু আলাইকুম । ঈদ মোবারক ।
মাঝে মাঝে ভালো লাগে, আঁধারে চুপচাপ বসে রাতের নিশ্চুপ আকাশ দেখতে ।

১১| ১৪ ই জুন, ২০২২ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: কথার ফুলঝুরি!




" আমি আলো চাই
অনেক আলো......।"
এই দু'টো লাইনে যেন পৃথিবীর সব আকুলতা জমাট করে রেখেছেন! তীব্র এক অন্বেষা আগের লাইনগুলোর হাত ধরে এসে স্বপ্নের মতো কুহেলী মনে হয়েছে।
রবি ঠাকুরের মতেই বলি - লেখিকার ( কবির ) জীবনে " আলোর স্রোতে পাল তুলে যাক হাযার প্রজাপতি...."

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৭

কথার ফুলঝুরি! বলেছেন: ঈদ মোবারক । আশা করি ভালো আছেন ভাইয়া ।

" আমি আলো চাই
অনেক আলো......।"
এই দু'টো লাইনে যেন পৃথিবীর সব আকুলতা জমাট করে রেখেছেন----- ঠিক ধরেছেন ভাইয়া, আলোর জন্যই আকুলতা, অনেক অনেক আলো ।

১২| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৮

ককচক বলেছেন: সুন্দর কবিতা।

নতুন কিছু লিখছেন না, অনেকদিন

১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: খুব শীঘ্রই লিখবো ইনশাআল্লাহ ।

১৩| ১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

ককচক বলেছেন: ওকে

১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৫

বিজন রয় বলেছেন: কোথাও আছেন?

না হাওয়া।

চলে আসুন নতুন পোস্ট নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.