নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

সকাল ৭টা - খবর পড়ছি আসমা আহমেদ....মাসুদ

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

শুধু রেডিওতেই নয়, আসমা আহমেদ ছিলেন বিটিভির রাত আটটার সংবাদেরও সবচেয়ে জনপ্রিয় নিউজপ্রেজান্টার। শৈশবে আসমা আহমেদ নামটা শুনলে বুকের মধ্যে লাফিয়ে উঠতো বাঘ-ভাল্লুক। কি চমৎকার ছিল তার খবর-পঠন, আমার চাইল্ডহুড হিরোইন।



একসময় দেখলাম সে তার নামের সাথে আরেকটা নাম যোগ করেছে। হঠাৎ করে কেন 'আসমা আহমেদ' থেকে 'আসমা আহমেদ মাসুদ' হয়ে গেলেন সেটা তখন আমার কাছে রহস্যজনক মনে হতো। পরে কেউ একজন বলেছিলো মাসুদ নামে কারো সাথে তার বিয়ে হয়েছে। সেদিন যে কি হৃদয় ভাঙা কষ্ট লেগেছিলো! উফফ!



আসমা আহমেদ মাসুদ এখন কোথায়? তার সেই সুমিষ্ট গলায় আওয়াজ শুনি না কতততততদিন!

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮

লীনা দিলরূবা বলেছেন: ইন্টারেস্টিং বিষয়।

ওনাকে নিয়ে আমার একটা স্মৃতি আছে। সম্ভবত ৯৫ বা ৯৬র কথা আমরা তখন জিগাতলায় থাকি। আমার খালার ফ্ল্যাটের পাশেরটিতে এক লোকের বিয়ে হয়েছে, খালা নতুন বৌ সম্পর্কে দারুন এক্সাইটেড, সেই বৌ হলো আসমা আহমেদ। তাকে দেখতে গেলাম। বয়স হয়ে বিয়ে হয়েছে। স্বামীটি বেশ ভদ্র। কথা হলো দুজনের সাথেই।

অনেকদিন পর তার কথা মনে করিয়ে দিলেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

কৌশিক বলেছেন: একটা ছবি ম্যানেজ কইরা দেন বস।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯

মিলটন বলেছেন: হুম সেসময়ে এই মিডিয়াতে নিউজ প্রেজেন্টার ছিলেন খুবই হাতে গোনা কয়েকজন। তাদের কন্ঠও ছিল সবার চেনা। রেডিও, টিভি, ভোয়ায় যারা খবর পড়তো তাদের কথা মনে পড়ে।

আসমা আহমেদ কে মনে পড়ে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯

অপ্‌সরা বলেছেন: আমি তো মনে করতেই পারলাম না। কে সে???

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

কৌশিক বলেছেন: বাচ্চাকাচ্চারা আসমা আহমেদ কে দেখবে কেমনে? তাদের জন্ম হইছে তখন?

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৫

নুশেরা বলেছেন: অভিনেতা ইনাম আহমেদের কন্যা। এখন কানাডা প্রবাসী বলে শুনেছি। স্বামী মাসুদ সাহেব সেনাবাহিনীর অবঃ। দুই পুত্রের জননী।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

কৌশিক বলেছেন: একটা ছবি!

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৭

আহমেদ রাকিব বলেছেন: @ কৌশিক ভাই, আমারো মনে আছে আসমা আহমেদ মাসুদ এর কথা।
@নুশেরা আপু, ইউ আর গ্রেট। এত্ত খবর পান কেম্নে আপনি? :)

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৯

অনাহূত বলেছেন: আমি ও চিনলাম না ঠিক ....

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৯

অচেনা বাঙালি বলেছেন: আসমা আহমেদ সম্ভবত প্রাক্তন প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এর মেয়ে।


অট:


* পোস্ট করেছেন: ১৫৭৪টি
* মন্তব্য করেছেন: ১২৩২২টি
* মন্তব্য পেয়েছেন: ২৬৬৭৭টি
* ব্লগ লিখেছেন: ৩ বছর ৬ মাস
* ব্লগটি মোট ৫৪৯৪৪২ বার দেখা হয়েছে


ভাইরে তুমি দেখি সবাইর ধরা ছোয়ার ভাইরে চৈলা গেছ। পরো কেমতে? ইচ্চা করে তুমারে ধইরা চুম্মা না থুক্কু পুরস্কার দিই।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২

লীনা দিলরূবা বলেছেন: @অচেনা বাঙালি, আসমা আহমেদ মাসুদ প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এর মেয়ে নন, অভিনেতা ইনাম আহমেদের মেয়ে। নুশেরা উপরে বলেছে ডিটেইল।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

লাল দরজা বলেছেন: আসমা আপা এখন টরন্টোতে থাকেন কৌশিক।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৪

কৌশিক বলেছেন: বস একটা ছবি ম্যানেজ কইরা দেন প্লিজ।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

নুশেরা বলেছেন: @ রাকিব-- উনি অসাধারণ পড়তেন, দারুণ মিষ্টি কণ্ঠ তা কিন্তু না, কিন্তু অবিশ্বাস্যরকম মসৃণতা ছিলো কণ্ঠে... আজকালকার প্রেজেন্টাররা লজ্জা পাবে শুনলে।

রেডিওতে দুপুরবেলায় "বিজ্ঞাপন তরঙ্গ" নামে এক ভয়াবহ অনুষ্ঠান হতো (হয়তো এখনও হয়), সেখানে নাজমুল হুসাইন নামে এক ভদলোক "হাঁ ভাই মণিহার সিনেমায় চলিতেছে" টাইপ কথা বলতেন বিশেষ কায়দায়। সেখানে একবার আসমা এসেছিলেন সাক্ষাতকার দিতে; তখন এইসব শুনি। এখন আবার জিগাইওনা আমি রেডিও ক্যান শুনতাম। বাসে বাজাইলে আমার কী দোষ! :(

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৬

নুশেরা বলেছেন: @ অচুদা-- তাহমিনা জাকারিয়ার আগের নাম তাহমিনা শাহাবুদ্দিন ছিলো দেখে অনেকে ভাবতো জাস্টিস শাহাবুদ্দিনের মেয়ে। সেইটাও ঠিক না। আসমা আহমেদ ইনাম আহমেদের মেয়ে। এই ভদ্রলোক টিভিনাটক আর চলচ্চিত্রের চরিত্রাভিনেতা ছিলেন, বহুত দেখছেন।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

নকীবুল বারী বলেছেন: জানিলাম..............

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

আহমেদ রাকিব বলেছেন: নুশেরা আপু, হি হি হি, ওই রেডিও সো আমিও শুনতাম ছোট বেলায়।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১

ক্যামেরাম্যান বলেছেন: সেসময় আরো কয়েকজন নিউজকাষ্টার ছিলেন অসাধারণ। বাংলায় সিরাজুল মজিদ মামুন, রোকেয়া হায়দার ইংরেজীতে শামিম আহমেদ প্রমূখ।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২

প্রচেত্য বলেছেন:
তারে আমি চোখে দেখিনি, তার অনেক খবর শুনেছি... তার অনেক খবর শুনে অল্প অল্প ....

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৬

অচেনা বাঙালি বলেছেন: মনে পড়েছে। আমারি ভুল, ইনি ইনাম আহমেদের মেয়ে। @ নুশেরা , লীনা

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

মহসিন৭১ বলেছেন: ভাই কৌশিক আপনার লেখা পড়ে আসমা আহমেদ এর নাম মনে পড়ে গেল। এখন ওনার মুখে খবর শুনতে ইচ্ছা হচ্ছে । কিন্তু নুশেরা আপু আর লীনা আপু যে তথ্য দিলেন তাতে মনে হয় সে আশা আর পূরণ হবে না। এখন অবশ্য বিটিভির খবর কতজন শোনে সন্দেহ আছে। তখন রেডিও আর বিটিভি ছাড়া কোন উপায় ছিল না। তখনকার আমলে আমার আরও যাদের খবর পড়া ভাল লাগতো তারা হলেন, রামেন্দু মজুমদার, মনোয়ারা বেগম, সরকার কবীর উদ্দিন, ইমরুল কায়েস, ভোয়া থেকে এখনও শোনা যায় একটি কন্ঠ তিনি হলেন, ইকবাল বাহার চৌধুরী। মারা গেছেন বিবিসির নুরুল ইসলাম। বিবিসির আরও অনেকের নাম এখন মনে নেই। এদিকে নুশেরা আপু আর একটা কথা মনে করিয়ে দিলেন তা হচ্ছে যশোরের মনিহার নিয়ে বিখ্যাত নাজমুল হোসাইনের সেই কন্ঠ। এসব কখনও ভোলার নয়। এখনও গাড়ীতে মনিহারের সামনে থেকে যাওয়ার সময় তার নাম মনে পড়ে। এসবই এখন স্মৃতি।

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

শ।মসীর বলেছেন: মনে করাইয়া দিলেন সেই শৈশব স্মৃতি। পড়তাম, আব্বু তখন টেবিলে বসে খবর শুনতেন। সবার গলা শুনলেই বুঝতাম কে খবর পড়ছেন।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি ঘোর শৈশব থেকে বেতারের খবর শুনতাম। এখন শুনিনা। টিভির ওপর নির্ভর করি বেশি। তবে মজার বিষয় হলো যতদূর জানি রেডিওর শ্রোতাই এখনো সবচেয়ে বেশি। যা বলছিলাম, তখন যাঁদের খবর পড়া ভালো লাগতো তাঁদের মধ্যে ছিলেন কাফি খান, সরকার কবির উদ্দিন, ইমরুল চৌধুরী, রোকেয়া হায়দার,লায়লা মোজাম্মেল, মামুন সেরাজুল মজিদ। রোকেয়া হায়দার ভয়েস অব অ্যামেরিকাতে চলে যাবার পর আসমা আহমেদ তাঁর চমৎকার পাঠের গুনে রোকেয়া হায়দারের জায়গাটা নিয়ে নেন। অবশ্য এর আগে থেকেই আসমা খবর পড়তেন বেতার/টিভিতে। বলে রাখা ভালো আমিও আসমার ভক্ত। যতদূর মনে পড়ে ৭৯ সালে ঢাবি থেকে মাস্টার্স করেন। বিয়ে হয়েছিলো এর অনেক পরে,বেশি বয়সেই। বাকী খবরতো নুশেরা দিয়েছেন।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪

ডট কম ০০৯ বলেছেন: আসমা আহমেদ কে মনে পড়ে।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: উনারে অনেক ভালো লাগতো। আজকে আপনের পোস্ট পৈড়া উনার কথা মনে হৈলো। থ্যাংকস।

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৮

চিটি (হামিদা রহমান) বলেছেন: অবিশ্বাস্যরকমের ভালো পড়তেন। কত দিন পর উনার কথা মনে করিয়ে দিলেন।

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

আতিক একটেল বলেছেন: মনে পড়ে গেল

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

কদম বলেছেন: মনে করায়া দিলেন, ছুড বেলায় নিয়া গেলেন।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭

যীশূ বলেছেন: ছবি দেও তো, দেখি মনে করতে পারি কি না।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯

কৌশিক বলেছেন: কালকে রাত থেকে খুজতেছি....কিন্তু পাইতেছি না তো! তুমি অবশ্য তখন মেলা ছোট ছিলা, মনে না পড়ারই কথা।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭

আজনবী বলেছেন: বড় মামা তখন বেতারের নিউজ ডিরেক্টর, অনেকবার দেখেছি। প্রচন্ড ব্যক্তিত্বসম্পন্ন ছিল তার চলাফেরা কথাবার্তা। নিউজ সংক্রান্ত অনেক মজার মজার গল্প শুনতাম মামার রুমে গেলে। একবার এক নতুন নিউজ রিডার স্ক্রিপ্টে বৌদ্ধভিক্ষু লেখে দেখে (ভুল মনে করে) পুরো নিউজটাই বৌদ্ধভিক্ষুক বলে পড়ে এলেন। এরকম অনেকেই ছিলেন যেমন সিরাজুল মজিদ মামুন (বিটিভির প্রথম নিউজ রিডার)।

আর একজনের কথা মনে পরে আকাশবানীর দেবদুলাল বন্দোপাধ্যায়। আশির দশকের শুরুর দিকেও তার চমৎকার কণ্ঠের নিউজ শুনতাম। ৪৭এর দেশবিভাগ, শুয়রের বাচ্চা ফাকিস্থানিদের দুঃশাষন, ১৭৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সবাই তার কন্ঠে নিউজ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪

এম আই টু বলেছেন: আসমা আহমেদ মাসুদ আমার ফেভারিট নিউজ প্রেজেন্টার। একুশে টিভি আসার পর সামিয়া জামানের খবর পড়াও ভালো লাগত। হায়রে রেডিও। নাজমুল হাসানের সিনেমার এড শুইনা মনে হইত আজকেই গিয়া সিনেমাটা দেইখা আসি :)। কিন্তু আমার আব্বাজান শুনলে মাইরা ফালাইবো সেই ভয়ে যাই নাই :(। এখন এফ এম শুনি মাঝে মাঝে :)

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০০

আজনবী বলেছেন: কারেন্ট চলে যাওয়ায় তারাহুরা করায় "১৯৭১ সালের" পরিবর্তে "১৭৭১ সালের" হয়ে গেয়েছে, এজন্য দুঃখিত।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৪

সুবিদ্ বলেছেন: স্মৃতিময় অতীত

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৭

মোস্তাফিজ রিপন বলেছেন: নুশেরার তথ্য সঠিক। আসমা আহমেদ বর্তমানে কানাডা প্রবাসী। বাড়ী টরন্টোতে। একটা স্কুলে শিক্ষকতার কাজ করছেন।

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪০

রোবোট বলেছেন: আসমা আহমেদ - একবার বাংলাদেশে যাবার সনয় প্লেনে আমার সিটের পিছনে বসেছিলেন। বেশী কথা বলার সাহস হয় নাই। কানাডা প্রবাসী বলেই মনে পড়ছে।

শাহাবুদ্দিনের মেয়ে ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা ছিলেন। নামটা মনে আসছে না। নুরের ছোটাভাইর স্ত্রী। আমেরিকায় রোড এ্যাকসিডেন্টে মারা যান কয়েকবছর আগে।

সামিয়া জামানের পড়াও বেশ লাগত।

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

কৌশিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রোবোট।

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮

রোবোট বলেছেন: শাহাবুদ্দীনের মেয়ের নাম ছিলো সিতারা।

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৮

মেহরাব শাহরিয়ার বলেছেন: আসমা আহমেদ , সিরাজুল মজিদ মামুন , সালেহ আকরাম , তাহমিনা জাকারিয়া ......

শত নিউজ প্রেজেন্টারের কন্ঠ শুনে ভুলেও গেছি , কিন্তু এদের কন্ঠ এখনও স্পষ্ট শুনি

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

মুক্ত বয়ান বলেছেন: এইটা তো দেখি "স্মৃতি তুমি বেদানা" পুস্টু!!! :-/

৩৫| ১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৩

মুহিব বলেছেন: সেই সময় একমাত্র আসমা আহমেদ ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর করে খবর পড়ত। আমরা ভাবতাম উনি পুরো খবর মুখস্থ করে ফেলেছেন। আর অনুষ্ঠান ঘোষক ছিলেন কায়সার মাসুদ। আসমা আহমেদ যখন মাসুদ লাগালেন ভাবতাম এই মাসুদ সাহেবকে তিনি বিয়ে করেছেন! খুবই ভাল লাগত তাকে।

১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭

কৌশিক বলেছেন: ঠিক ঠিক। আজকালকার বেশীরভাগ খবর পাঠাদের দেখলে খবর আর শুনতে ইচ্ছে করে না!

৩৬| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:৪১

নিরন্তর যাত্রা বলেছেন: আপু খবর কি কখনো পেয়ে ছিলেন?

৩৭| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:৪২

নিরন্তর যাত্রা বলেছেন: আপুর খবর কি কখনো পেয়ে ছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.