নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কৌশিক। বয়স প্রায় ১৮ প্লাস। পড়াশুনা করছি। তবে এটা পার্ট টাইম। বেশিরভাগটাই কবিতা লিখতে ব্যস্ত আছি।

কৌশিক প্রথম পত্র

ওগো সাধের সই আমি কবি নই

কৌশিক প্রথম পত্র › বিস্তারিত পোস্টঃ

কবিতা "ঈশ্বর জানে"

২১ শে মে, ২০১৬ রাত ১১:৩৫

হয়ত তুমি রাখোনি খোঁজ,
তোমায় নিয়ে বেঁধেছি ঘর গোপনে রোজ।
কী করে জানবে কতটা অসুস্হতা এ মনে,
আমি মৃত্যু পথে শয্যাশয়ী সে তো প্রতিক্ষণে।
তোমার প্রিয় ফুলে সাজিয়েছি সুখের বাসর,
তুমি জানো না আমি কতবার বসিয়েছি বিয়ের আসর।
ঈশ্বর জানে, আমার ঈশ্বর জানে,
তোমার বসবাস আমার বুকের মাঝখানে।
হয়ত তুমি জানো না কিছু,
তোমার ছায়া আমাকে সর্বদা করে পিছু।
কী করে জানবে পাগল প্রেমিক বলে কতজনে,
আমি সব লুকিয়ে রেখেছি সে তো আমার স্বপ্নে।
স্বপ্ন দেখেই এখন আমি রাত গুলো কাঁটাই,
তুমি জানো না ঘুম ভাঙ্গলে আমি কত প্যাকেট সিগারেট খাই।
ঈশ্বর জানে, শুধু আমার ঈশ্বর জানে,
তুমি এক অব্যাক্ত পিপাসা আমার পুরো মনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.