নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসম সমীকরণ www.fb/osomosomikoron.net

ফয়সাল সুলতান

আমি সাধারণ একটা মানুষ। পরাশুনা করছি। অনেক চেষ্ঠা করেছি ভালো থাকার জন্য। এখনও করে যাচ্ছি

ফয়সাল সুলতান › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্নতার খেয়াল

০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

চোখের কোনে জমানো জল
পাহাড়ী ঝর্ণার মত ঝরবে তখন
যখন তুমি ঝুম বৃষ্টিতে একা বারান্দায়,
আর আমি দরজার চৌকাঠ ডিঙাতে গিয়ে
যখন দেখব ঘর ভর্তি সেই সুবাস আর নেই,
দক্ষিনের জানালা বন্ধ,
বুঝতে দেরী হবেনা, তুমি নেই।
টি টেবিলে আগের মতই চায়ের কাপ,
গরম ধোয়া উঠছে শুন্যতার হাহাকারে
তার পাশেই তোমার এক ভাজ করা চিরকুট,
কলমের কালিরও বোধ হয় ইচ্ছা ছিল না,
তবুও লিখে গেছো "চললাম, ভাল থেকো"
মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা,
তখনকার চিঠিটি ছিল নীল রঙের,
সময়টা বোধ হয় বড্ড বেশীই পেরিয়ে গেছে
বয়সের ভাড়ে এখন সে বৃদ্ধ,
সাদা অফসেট পেপার।
ভাল থাকতে চেয়েছি, এটাই বোধ হয় ভাল থাকা,
এভাবেও ভাল থাকা যায়.............
______ অসম সমীকরণ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.