![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাঁতীর বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা! খায় দায় গান গায় তাইরে নাইরে না!
মন খারাপ করে দেয়া সুর আর উথাল পাথাল ঢেউ.... শুনে দেখুন।
গায়কঃ জাহিদ পিন্টু
মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার....
সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝিরে
ঘন ঘন জোড়া...(২)
সেই নৌকা খান বাইতে আমরণ
মন মাঝিরে
হাড় হইলো গুড়া রে।
মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার....
মাস্তুলে উঠিয়ারে মাঝি
মন মাঝি রে
এদিক-ওদিক চায়... (২)
পেছন ফিরা চাইয়া দেখো রে
মন মাঝি রে
বেলা ডুইবা যায় ও'রে...
মন মাঝি খবরদার
আমার তরী যেনো ভেড়ে না
আমার নৌকা যেনো ডুবে না
মন মাঝি খবরদার....
মিডিয়াফায়ার লিংক
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪১
রুদ্রপ্রতাপ বলেছেন: ধন্যবাদ তথ্য প্রদানের জন্য।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:২৪
নির্জন আমি বলেছেন: +++++
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:২৯
রুদ্রপ্রতাপ বলেছেন: ধন্যবাদ নির্জন...
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: ভালা পাইলাম!
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:০৪
রুদ্রপ্রতাপ বলেছেন: আমি বেশ কিছুদিন ধৈরা ভালা পাইতাছি...
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:১১
ডেইফ বলেছেন: সুন্দর একটি গান।
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:৩২
রুদ্রপ্রতাপ বলেছেন: ধন্যবাদ ডেইফ...ম্যালাদিন পর যে?
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:২১
টানজিমা বলেছেন: ভালৈ লেগেছে ভাইয়া
২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৪
রুদ্রপ্রতাপ বলেছেন: ধুরো হতচ্ছাড়া, দূর হ!
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪১
ডেইফ বলেছেন: ম্যালাদিন কোথায়? আমি তো ব্লগেই থাকি সবসময়।
২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৫
রুদ্রপ্রতাপ বলেছেন: এইদিকে দেখিনা তো, তাই....
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:২২
শোশমিতা বলেছেন: + +
২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৫
রুদ্রপ্রতাপ বলেছেন: ধন্যবাদ শোশমিতা।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:২৬
কালীদাস বলেছেন: পেলাস দিলাম
আছেন কেমন?
২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৬
রুদ্রপ্রতাপ বলেছেন: আরে! বদ্দা যে! খবর কি? আমার খবর টবর ভালো, আপনে কেমন?
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৬
মিরাজ is বলেছেন: মনের সাথে যুদ্ধ । ভাল লাগল লিরিকসটা ......
২৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৪
রুদ্রপ্রতাপ বলেছেন: সেইটাই, লিরিক্সের এই জায়গাটাই আমার ভালো লেগেছে...
ভালো থাকবেন মিরাজ....
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: গানের কথাগুলো সুন্দর!!!
২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৬
রুদ্রপ্রতাপ বলেছেন: আরে! আপ্পি যে! আছেন ক্যামন?
খুবই সুন্দর, তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৫
জিসান শা ইকরাম বলেছেন:
কথা গুলো খুবই সুন্দর, ডাউনলোডাইতাছি ++
২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৩
রুদ্রপ্রতাপ বলেছেন: শুইনা তারপর কেমন লাগলো কৈয়ান কিন্তু!
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২২
টানজিমা বলেছেন: কিউ ভাইয়া কিউ???...
ভাবি বুঝি বকা দিছে
২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৭
রুদ্রপ্রতাপ বলেছেন: দূর হ হারামজাদা চৌক্ষের সামনে থেইকা!
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
শায়মা আন্টি বলেছেনঃ গানের কথাগুলো সুন্দর!!!
আমি আগে শুইনা দেখি।
২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
রুদ্রপ্রতাপ বলেছেন: হ! শুইনা দেখ কাউয়া। কিমুন লাগে?
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৫
কালীদাস বলেছেন: লম্বা ডুব দিয়া উঠছি তো, ব্লগ মাঝে মাঝে কেমন জানি অচেনা মনে হয়.......
তয় গতপরশু ইয়াজিদ বাঈয়ের পুস্ট মডারেটররা ড্রাফট কইরা কাজটা মোটেও ভালা করে নাই! আমি ইয়াজিদ বাঈয়ের একজন একনিষ্ঠ বক্ত!! (ঐ একটা জায়গাতেই মনের সুখে কমেন্ট টেম্পলেটগুলা ইউজ কর্তে পার্তাম
)
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৪
রুদ্রপ্রতাপ বলেছেন:
মাল বটে ঈয়াজিদ বাঈ!
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৪
টানজিমা বলেছেন:
যাইতাম না
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৩
রুদ্রপ্রতাপ বলেছেন: তর ভাবী কৈলাম ঝাটা লৈয়া আইলো! পালা! পালা!
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৫
শূণ্য উপত্যকা বলেছেন: এই গানটা একদিন সিডির দোকানে শুনেছিলাম। ভালই লেগেছিল। ডাউনলোড করতেছি। আবার শুনব।
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৪
রুদ্রপ্রতাপ বলেছেন: শিওর! শুইনা দেখ, ভালো লাগবে।
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৯
আহাদিল বলেছেন: ডাউনলোড হয় না ক্যা!
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৬
রুদ্রপ্রতাপ বলেছেন: খিকয! বুঝছি, আপনে টেকি বিষেষজ্ঞ, আমার মতো।
লন, এইটা ক্লিকান-
http://www.mediafire.com/?r8spgg673dv1de0
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৫
ছায়াপাখির অরণ্য বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১:০৩
রুদ্রপ্রতাপ বলেছেন: আব্বে ঐ, মুখ বেঁকাস ক্যা?
শুভ ইংরেজী নববর্ষ।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৫
কালীদাস বলেছেন: হ্যাপি নিউ-ইয়ার, স্বপ্নকথক !!
বছরটা আনন্দময়, কর্মময় হয়ে উঠুক......
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১:০৪
রুদ্রপ্রতাপ বলেছেন: শুভ ইংরেজী নববর্ষ। দাদা, খাওয়াইবেন নাকি? আয়া পড়ুম?
২০| ০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২০
নাহোল বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮
রুদ্রপ্রতাপ বলেছেন: কিরে? কামড়াইছে?
২১| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৬
ভাঙ্গন বলেছেন: জাহিদ পিন্টুর গান শুনেছি। লোকটা ভয়েসে একটা ভেরিয়েশান আছে।
......
শুভ ইংরেজি নববর্ষ !
০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৮
রুদ্রপ্রতাপ বলেছেন: ভাঙ্গনদি!
শুভ ইংরেজি নববর্ষ !
২২| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: নাইস। থ্যাঙ্কস ফর শেয়ারিং।
নতুন বছরের শুভেচ্ছা রইলো। সব কিছু শুভ হোক, সুন্দর হোক।
০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১:১১
রুদ্রপ্রতাপ বলেছেন: ইয়াং ফু চ্যাং! ঠ্যাং প্যাং!
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ ভোর ৫:২৮
অনন্ত দিগন্ত বলেছেন: বাহ , সুন্দর গান তো
০৪ ঠা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৫১
রুদ্রপ্রতাপ বলেছেন: অন্তু দা, ভাললাগছে? খুশি হৈলাম।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩২
ছায়াপাখির অরণ্য বলেছেন: শুভ ইংরেজী নববর্ষ !!
(আমার মডেম এর মরনাপন্ন অবস্থা বলিয়া শুভেচ্ছা পৌঁছাইতে ৬ দিন দেরি হইল! :-< )
০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
রুদ্রপ্রতাপ বলেছেন: আহারে! কিউবির মডেম নাকি ৫০০ টাকায় পাওয়া যায়, কিন্যা ফেল একটা।
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৫
সকাল রয় বলেছেন:
গান শুনবো
আপনার খবরি কি
০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৬
রুদ্রপ্রতাপ বলেছেন: আমি আছি বেঁচে... না থাকার মতো...
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৫
জিসান শা ইকরাম বলেছেন:
শুনেছি গানটা। ভালোই লেগেছে । আমি এর গান আর শুনি নাই
০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭
রুদ্রপ্রতাপ বলেছেন: আমিও আগে শুনিনাই, এই প্রথম!
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১১
সোহরাব সুমন বলেছেন: দারুন !
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫
রুদ্রপ্রতাপ বলেছেন: ধন্যবাদ।
২৮| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৫
জুন বলেছেন: আমি তো ভাবলাম রুদ্র এটা আপনার লেখা
কথাগুলো খুব সুন্দর।
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২২
রুদ্রপ্রতাপ বলেছেন: না না আপ্পি! আমি কি আর রানা ভাই এর মতো লিরিসিস্ট?
আপনাদের ভালো লাগলে আমারো ভালো লাগে।
২৯| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০
টিয়াপাখি বলেছেন: ামার অনেক ভাল লাগার একটা গান
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৬
রুদ্রপ্রতাপ বলেছেন: তাই? আমারো...প্রতিদিন শুনি।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৯
সিফাত৬৯ বলেছেন: এ্যালবাম:প্রেম শিকারী(বালাম ফিচারিং)
প্রকাশনা:জি সিরিজ