![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি দাবী করছি...
এই ভুল তথ্যটি বাচ্চাদের পাঠ্যবইতে এখনো শেখানো হয়, বুদ্ধিজীবিরা গর্বভরে এনিয়ে পত্রপত্রিকার সম্পাদকীয় উপসম্পাদকীয়ের পাতা ভরিয়ে ফেলেন এবং এই ব্লগেও কিছু সংখ্যক পোষ্টে এধরনের প্রবনতা লক্ষ করছি। প্রকৃতক্ষে পৃথিবীতে বাংলাদেশের বাঙালীরাই একমাত্র জাতি নয় যারা আপন মাতৃভাষার জন্য জীবন দিয়েছে এবং বুকের রক্ত ঝরিয়েছে।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি -
(১) ১৯৬১ সালের ১৯ মে আসামের শিলচরে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হোন বিশ্বের প্রথম নারী ভাষাশহীদ কমলা ভট্টাচার্যসহ ১১ জন ভাষাবিপ্লবী। আসামে ১৯ মে এখনও ভাষাদিবস পালন করা হয়।
বিস্তারিত দেখুন:
১৯শে মে - সূর্য্য দিবস
আজ ১৯শে মে। ১৯৬১ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন ১১ জন ভাষাবিপ্লবী।
(২) বরাক উপত্যকাতেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির আন্দোলনে ১৯৯৬ সালের ১৬ মার্চ শহীদ হোন বিশ্বের দ্বিতীয় নারী ভাষাশহীদ সুদেষ্ণা সিংহ। ঐদিন পুলিশের গুলিতে আহত হোন সহস্রাধিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাযোদ্ধা। শহীদ সুদেষ্ণার স্মরণে ভারত ও বাংলাদেশের মণিপুরীরা ১৬ মার্চ ভাষাদিবস পালন করে থাকে।
বিস্তারিত দেখুন:
বাংলা উইকিপিডিয়া / সুদেষ্ণা সিংহ
আজ ১৬ই মার্চ । শহীদ সুদেষ্ণা দিবস ।
বাংলাদেশের সকল জনগনের রাষ্ট্রের সংবিধান কেবল বাংলা ভাষাকেই রাষ্ট্রের একমাত্র সাংবিধানিক ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। উপরন্তু রাষ্ট্র, প্রচারমাধ্যম ও প্রকাশনাগুলো পৃথিবীর ভাষাসংগ্রামের ইতিহাস সম্বন্ধে ভুল এবং খন্ডিত তথ্য ক্রমাগতভাবে প্রচার করে মানুষকে সত্যকে আড়াল করে এবং এর মাধ্যমে অপরাপর জাতিসমুহের ভাষা ও অস্তিত্ত্বের লড়াইকে অগ্রাহ্য করছে । এটি মহান ভাষা আন্দোলনের মনস্তত্ত্বের সাথে কোনক্রমেই সঙ্গতিপুর্ণ নয়। ২১ ফেব্রুয়ারি যদি আজ আন্তর্জাতিকভাবে সকলের মাতৃভাষার অধিকারের দাবী তুলতে পারে তবে যে রাষ্ট্র এই দ্রোহের জন্ম দিয়েছে সেই রাষ্ট্রই কেন আজ অপরাপর জাতির মাতৃভাষাকে মেনে নিতে বা স্বীকৃতি দিতে নারাজ?
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
কুঙ্গ থাঙ বলেছেন: প্রথম শহীদ এইটাতো সবাইকে স্বীকার করতে হবে। আমার আপত্তি 'একমাত্র' শব্দটিতে। এতে করে অপরাপর শহীদদের উপেক্ষা করা হয়।
আপনি বুঝতে পেরেছেন এজন্যে ধন্যবাদ।
... দিব। অপেক্ষা করেন।
২| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৮
হাসিব বলেছেন:
ঘটনা সত্য
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৫
কুঙ্গ থাঙ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১২
দিগন্ত বলেছেন: ১৯৫২ সালে তেলেগুভাষীদের জন্য পৃথক অন্ধ্র প্রদেশ রাজ্যের দাবীতে আমরণ অনশন শুরু করেন পট্টি শ্রীরামালু এবং উনি শেষ পর্যন্ত ৫৮ দিন অনশনের পরে মৃত্যুবরণ করেন। উনিও ভাষা আন্দোলনে শহীদ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
কুঙ্গ থাঙ বলেছেন: সেটি ভাষা আন্দোলন ছিল না। সেটি ছিল স্বায়ত্তশাসিত পৃথক তামিলরাজ্য প্রতিষ্টার আন্দোলনের অংশ। এ জাতীয় ব্যাপার ভারতের প্রতিটি রাজ্যেই ঘটছে।
৪| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৫
আশেক ইব্রাহীম বলেছেন: সব রাষ্ট্রের চরিত্রই এক। ভৌগলিক অখন্ডতা রক্ষার প্রয়োজনে সাংস্কৃতিক অখন্ডতার মরিচিকার পেছনে ছোটে। যে কারনে একটা ভাষাকেই রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে।
আর বাংলাদেশের ঐসব মানুষগুলোর জাতই দালালী করা। ভাষা আন্দ্লেন বা আর্ন্তর্জাতিক ভাষা দিবসের গর্বে ফুলে ওঠে অথচ বাংলাদেশের অন্যান্য ভাষাভাষী মানুষদের মাতৃভাষার প্রসঙ্গ আসলেই অবতীর্ণ হয় রাষ্ট্রের দালাল হিসেবে।
চাকরীর ধান্দায় লেখাপড়া (দালালী) শিখে এখন মহাপন্ডিত ভাব নিয়েছে এবং নিচ্ছে অনেকে কিন্তু কান্ডজ্ঞানের বড়ই অভাব।
পোষ্টের সাথে সম্পুর্ণ সহমত এবং ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৭
কুঙ্গ থাঙ বলেছেন: সহমর্মীতার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
৫| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৪
সত্যদা বলেছেন: ১৯৬২ সালের ১৯ মে
১৯৯৬ সালের ১৬ মার্চ শহীদ হোন বিশ্বের দ্বিতীয় নারী ভাষাশহীদ
আর বাঙলা ভাষার আন্দোলন... ১৯৫২ তে... এর আগে কেউ করে নি...
এটাই সত্য।.....
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৪
কুঙ্গ থাঙ বলেছেন: সহমত।
৬| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৬
আউটসাইডার বলেছেন: নতুন জিনিষ জানলাম। ভাল লাগলো।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
কুঙ্গ থাঙ বলেছেন: আপনাকেউ।
৭| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৭
মাহমুদউল্লাহ বলেছেন: হুমম, জানতাম না, তথ্যের জন্য ধন্যবাদ। লিংকে ৬২ সালের ঘটনা সম্পর্কে বিস্তারিত নেই। থাকলে ভাল হত। ১৬ মার্চ ভাষাদিবসের সাফল্য জেনে ভাল লাগল।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৪
কুঙ্গ থাঙ বলেছেন: যদি আরো লিংক পাই আপনাকে জানাবো।
৮| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৩
সমকালের গান বলেছেন: ভালো তথ্য। তবু শুনে একটু খারাপ লাগছে। গর্ব করে অনেক সময় অনেককে বলেছি কি না, তাই।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩০
কুঙ্গ থাঙ বলেছেন: ৫২র ভাষা আন্দোলন সকল জাতি এবং ভাষার জন্যই গর্বের বিষয়। এটা নিয়ে কোন দ্বিমতের অবকাশ নেই।
৯| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৮
জ্বিনের বাদশা বলেছেন: আমরা আসলে কিছু না জেনেই বলে ফেলি "বাংলাই একমাত্র ভাষা ....." ... কোরিয়ানরা নিজের ভাষায় নাম রাখার জন্য মরছে জাপানে ... আরবে বেরবের উপজাতি মারা গেছে ... ইস্টইউরোপে রাশিয়ান ভাষা চাপাইয়া দেয়ার জন্য মারা গেছে ... ফ্রান্স আর জার্মানীর সীমান্তের গ্রামগুলাতে ফ্রেঞ্চও চাপানো হইছে, জার্মানও চাপানো হইছে (মারা গেছে কিনা নিশ্চিত না)... ঝাকি দিলে আরো কত বাইর হবে!!
তবে আয়রনি হইল, আমাদের বাংলাদেশ সরকারের হাতেই মনিপুরী ভাষাশহীদ নিহত হইল ... কি বলব!
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
কুঙ্গ থাঙ বলেছেন: আপনাকে ধন্যবাদ যদিও একটি ব্যাপারে একটু ভুল হয়েছে। বাংলাদেশ সরকারের হাতে নয়, ঘটনাটি উত্তর পুর্ব ভারতের।
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৩
কুঙ্গ থাঙ বলেছেন: "ভাষাশহীদ নিহত হইল ... কি বলব! " মন্তব্যে +
১০| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৬
. . . এখনো খুঁজি বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ । আমার মনে হয়না চক্রান্ত করে কেউ একথা বলে যে বাঙ্গালীরা-ই একমাত্র ভাষার জন্য প্রাণ দিয়েছে । আমার কাছে বিষয়টা তথ্যের অভাবজনিত কারণে সৃষ্ট বলে মনে হয় ।
সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা , যারা ভাষার অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছেন । তথ্যগুলো ঠিক মত প্রচারিত হলে নিশ্চয় অধিকাংশ-ই তা ভেবে চিন্তে গ্রহণ করবেন।
আপনার লেখায় বেশ আক্রোশ -এর উপস্থিতি দেখলাম । এটা ঠিক না ।
আর যে রাষ্ট্রের বিরুদ্ধে আপনার উষ্মা , সে নিজেই জন্ম থেকে বিপদের মাঝে আছে। যে বাংলাকে রাষ্ট্র ভাষা করা হয়েছে সে বাংলা-ই এখনো অনেক জাগায় উপেক্ষিত।
আর গর্বিত সুশীল সমাজ যে "এনিয়ে পত্রপত্রিকার সম্পাদকীয় উপসম্পাদকীয়ের পাতা ভরিয়ে ফেলেন" , তাকে বাঁকা চোখে দেখার কিছু নেই। জাতীয় জীবনে এমন আহংকারের বিষয় কয়জনের-ই বা আছে !
জেনে ভাল লাগলো যে, আসামের বাঙ্গালীরা ও মণিপুরীভাষীরাও সেই এক-ই রকম গর্বের অংশীদার ।
আপনার লেখার একজায়গায় আপনি "সস্স্তা আবেগ" -এর কথা উল্ল্যেখ করেছেন !
এ ব্যাপারে কিছু বললাম না আপনার আবেগের কথা বিবেচনা করে ।
তথ্যের জন্য আবারও ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
কুঙ্গ থাঙ বলেছেন: ৫২র ভাষা আন্দোলন নিয়ে কোন বিতর্কের অবকাশ নেই। এটি তাবৎ বিশ্বের ভাষার ইতিহাসে সবচেয়ে গুরুত্তপুর্ণ ঘটনা। ২১ ফেব্রুয়ারি আপনি যদি সিলেট বা মৌলবীবাজার যান তাহলে ভাষিক সংখ্যালঘুদেরকেই সর্বাগ্রে শহীদ মিনারে দেখতে পাবেন, ভাষা আন্দোলন নিয়ে তাদের অনুভুতি ষ্হানীয় বাঙালীদের চাইতে বেশী, কারণ তারা জানে মাতৃভাষা কি জিনিষ এবং কিভাবে সুকৌশলে রাস্ট্র কোন মাতৃভাষাকে দুরে সরিয়ে দিতে পারে।
১১| ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
দিগন্ত বলেছেন: @. . . এখনো খুঁজি - সুন্দর লিখেছেন, ধন্যবাদ। আমি ঠিক এরকমই একটা উত্তর খুঁজছিলাম।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩
কুঙ্গ থাঙ বলেছেন: আমার বিষয়বস্তু সেটা নয়। বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান মর্যাদা পাবে না?
১২| ২৪ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
এক্সবিজনেস বলেছেন: উইকিতে দেয়া তথ্য অনুযায়ী আপনাদের আন্দোলন অসম সরকারের বিরুদ্ধে ছিলো এবং দুঃখজনক ঘটনাগুলোও ঘটেছে ওখানে । কিন্তু আপনি এখানে রাগ প্রকাশ করলেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ।
ক্ষোভপ্রকাশটা কি উদ্দেশ্যমুলক ?
উইকিতে যা লেখা :
সুদেষ্ণা সিংহ (১৯৬৪-১৯৯৬) পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী এবং দ্বিতীয় নারী ভাষাশহীদ।
তিনি ১৯৯৬ সনে ভারতের আসাম রাজ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্বীকৃতির আন্দোলনে শহীদ হন। আসামের বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের দীর্ঘ ভাষা আন্দোলনের ইতিহাসে ১৬ই মার্চ একটি স্মরনীয় দিন। ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় ভাষাবিপ্লবীরা বরাক উপত্যকায় ১৯৯৬ সালের মার্চ মাসে ৫০১ ঘন্টার রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচী ঘোষনা করে। ১৬ই মার্চ আসামরে পাথারকান্দির কলকলিঘাট রেলষ্টেশনে আন্দোলনকারীদের একটি মিছিলে ভারতীয় পুলিশ গুলিবর্ষন করলে ঘটনাস্হলে গুলিতে প্রান হারান বত্রিশ বছরের তরুণী সুদেষ্ণা সিংহ।
এ ঘটনায় অসংখ্য ভাষাবিদ্রোহী আহত হন এবং ব্যাপক ধরপাকড় হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্বীকৃতির আন্দোলনকে উপেক্ষা করতে পারেনা আসাম সরকার। অবশেষে ২০০১ সালের ৭ ফেব্রুয়ারি বরাক উপত্যকার ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় শিক্ষাদান চালু করে। এরপর ২০০৬ সালের ৮ মার্চ ভারতের সুপ্রীমকোর্টের এক রায়ের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ভারতে একটি স্বতন্ত্র ভাষার স্বীকৃতি লাভ করে।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৪
কুঙ্গ থাঙ বলেছেন: শুধু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, যে কোন রাষ্ট্রেরই কর্তব্য ঐ রাষ্ট্রের বাসিন্দা সকল মাতৃভাষাকে স্বীকৃতি ও গুরুত্ত দেয়া। আজ পৃথিবীর প্রায় সাত হাজারেরও বেশী সংখ্যক বেশী ভাষা আছে, এর মধ্যে অর্ধেকই বিলুপ্তির পথে শুধুমাত্র রাষ্ট্রের অসচেতনতা এবং অসম মনোভঙ্গির কারণে।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:০৮
বিগব্যাং বলেছেন:
ভালো পোস্ট।
+
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭
কুঙ্গ থাঙ বলেছেন: ধন্যবাদ + দেবার জন্য। এই পুষ্টে জনৈক বিদগ্ধ ব্যক্তি মাইনাস দিয়েছেন। কি দোষ করলাম বুঝলাম না।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
মানুষ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ। পোষ্টদাতা এবং কমেন্টদাতা সবাই কে।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
কুঙ্গ থাঙ বলেছেন: ধন্যবাদ, মানুষ।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০১
মুকুল বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট
*****
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
কুঙ্গ থাঙ বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাবার পর আন্তর্জাতিকভাবে মনোযোগ তৈরি হয়েছিল সকল মাতৃভাষাকে স্বীকৃতি ও গুরুত্ব দেয়ার ব্যাপারে। কিন্তু বাংলাদেশে এ নিয়ে এখনও কোন কার্যকরী মনোযোগ তৈরী হয়নি। রাষ্ট্রের সংবিধানের একটি পাতায় শুধু একটি লাইনে কি উল্লেখ থাকবে না এই স্বাধীন দেশে বাঙালী ছাড়াও মণিপুরী, চাকমা, মান্দি, ককবরক ইত্যাদি অন্যান্য ভাষার মানুষও বাস করে ?
১৬| ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৬
আকাশ সাগর বলেছেন: মূল লেখক এবং এখনো খুঁজি'কে ধন্যবাদ। চমৎকার পোস্ট এবং মন্তব্য।
১৭| ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
শয়তান বলেছেন: রাষ্ট্রের এহেন উদাসীনতার নিন্দা জানাই ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৫
কুঙ্গ থাঙ বলেছেন: শয়তান এর মন্তব্যে বিপ্লব...
১৮| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৮
. . . এখনো খুঁজি বলেছেন: @ দিগন্ত
@ আকাশ সাগর
আন্তরিক ধন্যবাদ।
@ কুঙ্গ থাঙ
কত কথা বলার থাকে , তবু বলা হয়ে ওঠেনা । হয়তো একথাটাও বলা হতোনা, যেহেতু না বলা কথা থেকে যায় অনেক !
ভাল থাকুন ।
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩
কুঙ্গ থাঙ বলেছেন: ইশ্বর আপনার মঙ্গল করুন।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩
বিহঙ্গ বলেছেন:
তবে আয়রনি হইল, আমাদের বাংলাদেশ সরকারের হাতেই মনিপুরী ভাষাশহীদ নিহত হইল ... কি বলব!
চমতকার পোস্ট, ধন্যবাদ।
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৪
কুঙ্গ থাঙ বলেছেন: মন্তব্যে +
২০| ২৫ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২০
পলাশমিঞা বলেছেন: সত্য জানলাম তাই বাংলাভাষাকে আরো সম্মান করব।
২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
কুঙ্গ থাঙ বলেছেন: জেনে ভাল লাগল। ব্লগে আসার জন্য ধন্যবাদ। আপনার বাড়ী সিলেটের কোথায়?
২১| ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
কালিদাস পন্ডিত বলেছেন:
বঙ্গদেশে তথা আসামে বাঙালী জাতি মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করিয়াছে, কেহ কি বলিবেন আমাদের উন্ননাসিক উর্দ্ধনেত্র কলিকাতার দাদাবাবুরা বাঙলা ভাষার জন্য কি বালখানা করিয়াছেন?
২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
কুঙ্গ থাঙ বলেছেন: তাদের এইসবের দরকার কি? রবীন্দ্রনাথ, সত্যজিৎ. মানিক, কমলকুমারের লগে বন্দে মাতারাম মিলায়া তারা বালাই আছে।
২২| ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
সত্যদা বলেছেন: বিহংগ বলেছেন:
তবে আয়রনি হইল, আমাদের বাংলাদেশ সরকারের হাতেই মনিপুরী ভাষাশহীদ নিহত হইল ... কি বলব!
চমতকার পোস্ট, ধন্যবাদ।
লেখক বলেছেন: মন্তব্যে +
এক্সবিজনেস বলেছেন: উইকিতে দেয়া তথ্য অনুযায়ী আপনাদের আন্দোলন অসম সরকারের বিরুদ্ধে ছিলো এবং দুঃখজনক ঘটনাগুলোও ঘটেছে ওখানে । কিন্তু আপনি এখানে রাগ প্রকাশ করলেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ।
ক্ষোভপ্রকাশটা কি উদ্দেশ্যমুলক ?
উইকিতে যা লেখা :
সুদেষ্ণা সিংহ (১৯৬৪-১৯৯৬) পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী এবং দ্বিতীয় নারী ভাষাশহীদ।
তিনি ১৯৯৬ সনে ভারতের আসাম রাজ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্বীকৃতির আন্দোলনে শহীদ হন। আসামের বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের দীর্ঘ ভাষা আন্দোলনের ইতিহাসে ১৬ই মার্চ একটি স্মরনীয় দিন। ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় ভাষাবিপ্লবীরা বরাক উপত্যকায় ১৯৯৬ সালের মার্চ মাসে ৫০১ ঘন্টার রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচী ঘোষনা করে। ১৬ই মার্চ আসামরে পাথারকান্দির কলকলিঘাট রেলষ্টেশনে আন্দোলনকারীদের একটি মিছিলে ভারতীয় পুলিশ গুলিবর্ষন করলে ঘটনাস্হলে গুলিতে প্রান হারান বত্রিশ বছরের তরুণী সুদেষ্ণা সিংহ।
২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ যদিও একটি ব্যাপারে একটু ভুল হয়েছে। বাংলাদেশ সরকারের হাতে নয়, ঘটনাটি উত্তর পুর্ব ভারতের।
এ সব কি কেবল অসচেতনতা? লেখক প্লিজ লক্ষ করুন....
২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১১
কুঙ্গ থাঙ বলেছেন: আমি ঠিক বুঝতে পারছিনা। আমার ক্ষোভপ্রকাশ মোটেও উদ্দেশ্যমুলক ছিলনা, আমি শুধু সরকার এবং সংশ্লিষ্ট যারা ভাষা আন্দোলন নিয়ে লেখালেখি করেন তাদের জন্য পাঠ্যবই, প্রচারমাধ্যম এবং অন্যান্য মিডিয়ায় বহুল প্রচলিত একটি তথ্যের অসংগতি ধরিয়ে দেবার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ সত্যদা ।
২৩| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
পড়ে_পাওয়া বলেছেন: প্রচুর বাঙ্গালী এ প্রসঙ্গে সম্পূর্ণ একমত। বাংলাদেশের সমমনা বাঙ্গালী ও অবাঙ্গালীদের দ্রুত জোট বাঁধতে হবে, ক্ষুব্ধদের ক্ষোভ যাতে প্রশমিত হতে পারে এবং বাংলাদেশের অন্যান্য ভাষা সম্মন্ধে মানুষের সচেতনতা বাড়ে।
মাতৃভাষার দুঃসময় এখন পৃথিবীতে।
অনেক গুরুত্বপুর্ণ ইস্যুতেই এদেশের মানুষের
কোনো মাথাব্যাথা নাই, আসলে এটা শিক্ষার দোষ....
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
কুঙ্গ থাঙ বলেছেন: পড়ে_পাওয়া, জনগনের সচেতনতাই পারে রাষ্ট্রকে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে কার্যকর ইৎসাহ এবং ইশারা দিতে। কমেন্টের জন্য ধন্যবাদ।
২৪| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
পড়ে_পাওয়া বলেছেন: 'বিষ্ণুপ্রিয়া মনিপুরি শিখুন' বিভাগে ক্লিক করেছিলাম, কিন্ত কিছু পেলাম না.........
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৩
কুঙ্গ থাঙ বলেছেন: আপনার আগ্রগ দেখে কি ভাল লাগছে বুঝাতে পারব না। এরকম পোষ্ট দেবার ইচ্ছা আছে।
২৫| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৮
পড়ে_পাওয়া বলেছেন: বিষ্ণুপ্রিয়া মনিপুরি তো অনেক প্রতিষ্ঠিত ভাষা, অন্য ভাষাগুলি তো আরো বেশী হুমকিতে
এই ফোরামে মারমা কেউ আছেন কি?
২৬| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
সোনার বাংলা বলেছেন: কালিদাস পন্ডিত বলেছেন:
বঙ্গদেশে তথা আসামে বাঙালী জাতি মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করিয়াছে, কেহ কি বলিবেন আমাদের উন্ননাসিক উর্দ্ধনেত্র কলিকাতার দাদাবাবুরা বাঙলা ভাষার জন্য কি বালখানা করিয়াছেন?
সহমত।
পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
+
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৫
কুঙ্গ থাঙ বলেছেন: সোনার বাংলা, আপনাকে ধন্যবাদ। জনগনের সচেতনতাই রাষ্ট্রকে আইনগত সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে কার্যকর উৎসাহ এবং ইশারা যোগাতে পারে।
২৭| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
মানবী বলেছেন: তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ। তবে পোস্টের
"উপরন্তু রাষ্ট্র, প্রচারমাধ্যম ও প্রকাশনাগুলো পৃথিবীর ভাষাসংগ্রামের ইতিহাস সম্বন্ধে ভুল এবং খন্ডিত তথ্য ক্রমাগতভাবে প্রচার করে জনমনে বিভ্রান্তি এবং সস্স্তা আবেগ সৃষ্টি করছে। "
এই অংশটি আপত্তিকর।
মণিপুরী ভাষার প্রতিষ্ঠার দাবীতে যে ভাষা সৈনিক প্রাণ হারিয়েছেন তা নিঃসন্দেহে গুরুত্ব পূর্ণ, অন্যান্য যে সকল ভাষার জন্য আন্দোলন হয়েছে বা চলছে তাও কেই অস্বীকার অবজ্ঞা বা অস্বীকার করছেনা। অন্যান্য ভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের উপমা তুলে ' বাংলা ভাষা প্রতিষ্ঠার ইতিহাস' নিয়ে গর্ব করাকে - """"সস্স্তা আবেগ সৃষ্টি করছে""" বলার নিন্দা জানাই।
অন্যরা নিজের ভাষা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন বা করছেন বলে আমার দেশের গবরএর ইতিহাস ম্লান হয়ে যায়না।
আমার মনে হয়না কেউ জোর দিয়ে বলেছে বাংলা ভাষা একমাত্র ভাষা যার জন্য মানুষ প্রাণ দিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই লেখক নিজের জ্ঞানের সীমার মাঝে থেকেই কথাটি বলেন। আপনি সেই তথ্যবহুল পোস্ট দিয়ে সেই জানার পরিধি বাড়িয়েছেন বলে ধন্যবাদ তবে বাংলাদেশ এবং বাংলা ভাষার আন্দোলন নিয়ে গর্ব করা নিয়ে যে কটাক্ষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন তার নিন্দা জানাই।
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭
কুঙ্গ থাঙ বলেছেন: ভাষা আন্দোলন নিয়ে কোনরূপ কটাক্ষ আমার পোষ্টে ছিলনা। তার পরেও ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমার অসাবধানতার জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ঐ অংশটুকু প্রত্যাহার করছি। আশা করছি এরপর আর ভুল বুঝাবুঝির অবকাশ থাকবেনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যা বলেছেন তা মাতৃভাষার প্রতি আপনার অগাধ ভালবাসার নিদর্শন।
২৮| ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫০
মানবী বলেছেন: আমার মন্তব্যে টাইপের ভুল গুলোর জন্য দুঃখিত।
২৯| ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৮
মানবী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
মণিপুরী ভাষার প্রতি আপনার ভালোবাসার জন্য শ্রদ্ধা জানাই। ভালো থাকুন।
৩০| ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:০১
শাওন বলেছেন: আবেগ প্রবণ বলেই হয়ত এই কথা গুলো মুখে চলে আসে লেখকদের তবে খেয়াল রাখতে হবে আবেগের বসে সত্য ঘটনার বাইরে চলে গেলে হবেনা ।
আমি চিন্তা করতেছি অন্য কথা । নরমালি এই কথা বললে রাজাকার ঘোষনা দেওয়া হয় । আপনি এখান থেকে বাচলেন কি করে ?
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:১৬
কুঙ্গ থাঙ বলেছেন: মানবী আমারে বাচাইসে।
৩১| ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩১
বিবর্তনবাদী বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ। মানুষের ভাষার অধিকার ছিনিয়ে নিতে, পাকিস্তানের সাথে ভারতও একই পথে চলছে।
দেশপ্রেম বজায় রেখে, মাতৃভাষার জন্যে লড়ে যান। সমর্থন রইল।
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৭
কুঙ্গ থাঙ বলেছেন: বিবর্তনবাদী আপনাদের সমর্থন এবং সহমর্মিতা দেখে আমি অভিভূত।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাবার পর আন্তর্জাতিকভাবে মনোযোগ তৈরি হয়েছিল সকল মাতৃভাষাকে স্বীকৃতি ও গুরুত্ব দেয়ার ব্যাপারে। কিন্তু বাংলাদেশে এ নিয়ে এখনও কোন কার্যকরী মনোযোগ তৈরী হয়নি। রাষ্ট্রের সংবিধানের একটি পাতায় শুধু একটি লাইন কি যোগ হবে যেখানে বলা হবে এই স্বাধীন দেশে বাঙালী ছাড়াও মণিপুরী, চাকমা, মান্দি, ককবরক ইত্যাদি অন্যান্য ভাষার মানুষও বাস করে ?
৩২| ২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:২৬
বিবর্তনবাদী বলেছেন: লেখক বলেছেন: বিবর্তনবাদী আপনাদের সমর্থন এবং সহমর্মিতা দেখে আমি অভিভূত।
অভিভূত হবার তো কিছু নাই ভাই। ভাষার জন্যে যুদ্ধ করা জাতি আমরা, আমরা একই পথে চলা যাত্রিদেরতো আমরা সমর্থন করবই।
রাষ্ট্রের সংবিধানের একটি পাতায় শুধু একটি লাইন কি যোগ হবে যেখানে বলা হবে এই স্বাধীন দেশে বাঙালী ছাড়াও মণিপুরী, চাকমা, মান্দি, ককবরক ইত্যাদি অন্যান্য ভাষার মানুষও বাস করে ?
অবশ্যই থাকতে পারে। স্বাধীন বাংলাদেশের প্রতি যাদের আনুগত্য আছে, তাদের স্ব স্ব ভাষার প্রতি রাষ্ট্রেরও কর্তব্য অবশ্যই রয়েছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
কুঙ্গ থাঙ বলেছেন: রাষ্ট্র তার কর্তব্য সম্বন্ধে সচেতন হবে সে প্রত্যাশাই করি।
৩৩| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৬
পড়ে_পাওয়া বলেছেন: মনিপুরীতে একটা শর্টকোর্স দেন তো।
৩৪| ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩২
মদনবাবু বলেছেন: +
অত্যন্ত যৌক্তিক আপনাদের দাবী । অবশ্যই ভাষার পারস্পরিক সহাবস্থান থাকা উচিৎ । নয়তো একে অন্যকে কিভাবে বুঝবো আমরা ।
কুঙ্গ থাঙ কেমন আছেন ? অনেক কম লিখছেন আজকাল । একটু বাড়িয়ে দিন ।
৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
কানা বাবা বলেছেন:
ভালো পোস্ট; আলোচনাও স্বাস্থ্যকর।
আমিও মদনবাবু'র মতো বলতে চাই "একটু বাড়িয়ে দিন", দাদা...
৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৩
রাশেদ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
কুঙ্গ থাঙ বলেছেন: ধন্যবাদ, কমেন্টের জন্য।
৩৭| ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৫
অনার্য তাপস বলেছেন: অনেকদিন আগের পোস্ট!! প্রায় একবছর আগের।
এই জন্যই সামহো.কে পছন্দ করি। কখন যে কোন তথ্য পাওয়া যায়।
ধন্যবাদ।
৩৮| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৮
আলমগীর কুমকুম বলেছেন: কথা সত্য।
৩৯| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪২
পথিক!!!!!!! বলেছেন: মানুষ কত কিছু ভুলে যায়
৪০| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:২৬
রাসেল ( ........) বলেছেন: মনিপুরীদের আন্দোলনকে খাটো করতে চাইছি না, তবে ভাষার দাবীতে আন্দোলন অনেক হয়েছে, সে তালিকায় নিহত মানুষের নাম আরও বাড়বে, এমন কি এটাও সত্য যে ১৯৫২র ২১শে ফেব্রুয়ারী পুলিশের গুলিতে নিহত হওয়ার আগেই পৃথিবীতে ভাষার দাবিতে মানুষ প্রাণ দিয়েছে। তবে আমাদের আবেগী মিডিয়া আমাদের সেসব সত্য জানায় নি।
তামিলনাড়ুতে যে মানুষটা অনশন করে মৃত্যু বরণ করলো রাষ্ট্র ভাষার দাবিতে তার নামও কেউ তালিকায় উঠায় নি।
১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩১
কুঙ্গ থাঙ বলেছেন: আপনার কথা সত্য। শ্লোভাক আর চেকদের মধ্যে ভাষা নিয়ে অনেকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
৪১| ০১ লা এপ্রিল, ২০১০ রাত ৯:৪০
নষ্ট ছেলে বলেছেন: তথ্যগুলো জানানোর জন্য ধন্যবাদ।
৪২| ১৬ ই মার্চ, ২০১১ সকাল ৮:৩০
রিফাত হোসেন বলেছেন: বুঝলাম । কিন্তু অতিরিক্ত মাত্রায় সংখ্যাগরিষ্ঠ(মূল রাষ্ট্রীয় ভাষার অনুপাতে) না হলে সংখ্যালঘু ভাষীদের ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় না ।
এটা পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য । আপনি যেভাবে বলছেন তাহলে ইটালিতে তো আরও আগে বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করা উচিত ।
উদাহরণ দিলাম মাত্র ।
তবে আপনার পক্ষে আছি ।
৪৩| ১৯ শে মে, ২০১২ রাত ৯:৫১
দীপান্বিতা বলেছেন:
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা .....
[কুঙ্গ থাঙ! আপনি আর আসেন না কেন?...লেখেন না কেন?......ছবিটা দেখে আপনার কথাই মাথায় এল......ভাল থাকবেন সব সময় ]
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৮
কৌশিক বলেছেন: প্রথম শহীদ হয়েছে বাঙালী বড়জোর এটুকু বলা চলে। ১৬ই মার্চ এর আগে একটা পোস্ট দিয়েন, অংশগ্রহণের ইচ্ছে রইল।