![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিলাসবহুল হোটেল পিটসবার্গ সোয়ানকেস্টের লাক্সারি প্রেসিডিনসিয়াল সুটে(কক্ষে) রাত কাঁটালো এক গৃহহীন। তার নাম জেফরি লেনন ওয়াটসন। বয়স ৪৮।
জেফরি ওয়াটসনের কোনো নির্দিষ্ট আশ্রয় নেই। তিনি যেখানে সেখানে রাত কাটান। তবে রাত কাটানোর আগে তিনি জায়গা নির্বাচন করেন। শোয়ার মত স্থান হলেই তিনি সেখানে ঘুমবেন।
আটক হওয়ার পর জেফরি পুলিশকে বলেন, তিনি লসএনজেলসের ফিরছিলেন হোটেলের রাস্তা দিয়ে। ঘুমানোর জন্য তার হোটেলটির ১৬ তলার কক্ষটি পছন্দ হয়। তিনি ঘুমিয়ে পড়েন সেখানে। হোটেলের ম্যানেজার বলেন, আগের দিন একটি অনুষ্ঠানের জন্য হোটেলের একটি নির্দিষ্ট এলাকা খোলা রাখা হয়েছিলো। সেই রাস্তা দিয়ে জেফরি ঢুকে পড়ে।
পুলিশের হাতে আটক জেফরি
জেফরি যে কক্ষে ঘুমিয়ে রাত কাটায় তার প্রতি রাতের খরচ ২ হাজার পাঁচশ মার্কিন ডলার। কক্ষ ভাড়া নেয়া আমন্ত্রিত অতিথিরা জেফরিকে ঘুমন্ত অবস্থায় দেখলে তারা হোটেলের নিরাপত্তা রক্ষীদের খবর দেয়। জেফরি কখন থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন তা জানা যায়নি। এদিকে পুলিশ জেফরির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও সেবা চুরির অভিযোগ এনেছে। ১৫০০০ হাজার ডলার বন্ডে জামিন নিতে অসমর্থ হলে তাকে এলজেনি কাউন্টি জেলে রাখা হয়। । আগামী ১৯ নভেম্বর তার মামলার শুনানি হবে।
এই কক্ষে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় জেফরিকে
গতকালের পোস্ট এক চোখ ধারি বিড়াল এই লিংকে
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
নূর আদনান বলেছেন: আমি শিরোনামে দেখলাম যে এক গৃহীনি
পরে ছবি দেখ আবার ভাল করে পড়লাম যে আসলে গৃহহীন'
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০
লোডশেডিং বলেছেন: বিদুৎ গতিতে দেখলে যা হয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯
ঠগী বলেছেন: সুন্দর পোস্ট জেনে ভালো লাগলো। এখানেও একই অবস্থা কোনো কমেন্ট নাই।