নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

আটানব্বই হাজার ডলার পেয়ে ফেরত !

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭



যুক্তরাষ্ট্রে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এক ইহুদী র‌্যাবাই। নগদ ৯৮০০০ হাজার ডলার(বাংলাদেশি টাকায় ছিয়াত্তর লাখ চুয়াল্লিশ হাজার টাকা) পেয়ে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে র‌্যাবাই নোয়া মুরফ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেনের একটি বেসরকারি ইহুদী স্কুলের শিক্ষক। কানেকটিকাটের এ ঘটনা সংবাদ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফেরত দেবার আগে ডলার গুলো পেয়ে র‌্যাবাই সাময়িক আনন্দ



উল্লেখ্য গত সেপ্টেম্বরে তিনি কিছু পুরানো আসবার পত্র কেনেন। আসাবার পত্রের সাথে একটি অফিস ডেস্ক ছিলো। দরজা ছোট হওয়ায় ডেস্কটিকে তার ঘরে ঢোকানো যাচ্ছিলো না। ডেস্কটির বিভিন্ন অংশ পার্ট বাই পার্ট খুলে ঢোকানোর চেষ্টা করে মুরফ। ডেস্কটির ফাইল কেবিনেটের ড্রয়ার ও ডেস্কের ওপরের অংশ খোলার পর টাসকি খান মুরফ। তিনি ও তার স্ত্রী ড্রয়ারের পিছনের অংশে প্লাস্টিক ব্যাগে মোড়া একটি বস্তু দেখতে পান। এভাবে খোলা না হলে সেখানে হাত দেওয়া অসম্ভব। মুরফ ও তার স্ত্রী বলেন, আমরা সিনেমাতে এসব দেখে থাকি।



এই সেই ডেস্ক যার মধ্যে ডলার ভর্তি ব্যাগ পাওয়া যায়।

ঘটনাটি মুরফ দম্পতি কে বাকরুদ্ধ করে দেয়। একটি প্লাস্টিক ব্যাগের ভিতর ১০০ ডলারের কয়েক বাণ্ডিল নোট। গুনে দেখা যায় ৯৮০০০ ডলার রয়েছে। যেদিন ডলার গুলোর উদ্ধার হয় সেদিন সন্ধ্যায় তারা ডেস্কের পুরানো মালিক প্যাটিকে ফোন করেন। প্যাটি সব শুনে অবাক হয়ে যান। ফোনে বলেন, তিনি তার উত্তরাধিকারের কিছু জিনিসপত্র ডেস্কে রেখেছিলেন। পরবর্তীতে তিনি সবকিছু ভুলে যান। ডেস্ক বিক্রির সময় তার মনেই ছিলো না এসব জিনিস বিক্রি করা ডেস্কের ভেতর রয়ে গেছে। পরের দিন প্যাটি তার পরিবার নিয়ে হারানো অর্থ ফেরত নেন।



উল্লেখ্য মুরফ ও তার বন্ধু প্যাটি নামক এক মহিলার কাছ থেকে পুরানো কিছু আসবার পত্র ক্রয় করেন। প্যাটি নিউ হ্যাভেনের বাসিন্দা। প্যাটি বলেন, আমি জানিনা এ পৃথিবীতে তোমার মত কয়জন এমন কাজ করবে। সততা বিরল দৃষ্টান্ত স্থাপন করলে তুমি।



পূর্বের পোস্ট গৃহহীনকে পাওয়া গেলো বিলাসবহুল হোটেলে !



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭

ঠগী বলেছেন: কত সুন্দর একটা খবর শেয়ার করলেন। পড়েছে দেড়শর অধিক পাঠক। অথচ কোনো কমেন্ট নাই। সামুতে হয়েছে কি জানেন। ডিজিএফই সব সময় বসে থাকে কে কে কমেন্ট করে দেখার জন্য। কোনো কাম কাজ না থাকলে যা হয়্। এ করাণে ভয়ে কেউ কোনো পোস্টে কমেন্ট দিতে চায় না। কোন সময়ে হেফাজতের তালিকাতে পড়ে ব্লগারদের নাম। এই ভয়ে অনেক শক্তিমান হেভিওয়েট ব্লগার আত্মগোপনে চলে গেছে। অনেকে দাড়ি মোচ রেখে সিপিবি থেকে জামাতে ইসলামে যোগদান করেছে।

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

লোডশেডিং বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য অাপনাকে ধন্যবাদ। সবসময় মন্তব্য করেবন।

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

রেজা রাজকুমার বলেছেন: উচ্চারনটা " রাব্বি" হবেনা।
হবে রেবাই (আসলে শব্দটা Rabbi=ইহুদি ধর্মযাজক/শিক্ষক) ।
:P

অ.ট. ঃ- বেহুশ হয়ে কপিপেস্ট করলে যা হয়।

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

লোডশেডিং বলেছেন: বাংলায় এর সঠিক উচ্চারণ কি হবে সেটা তো আপনি নিজেও জানেন না। রেবাই হবে না। হবে র‌্যাবাই। ভালো করে জেনে জ্ঞান দিতে আসেন। নিজেই জানেন না। আবার অপরের ভুল ধরেন। হাস্যকর। তারপর আমার লেখার ভুল ধরার জন্য ধন্যবাদ। আমার পোস্ট গুরুত্ব দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

রেজা রাজকুমার বলেছেন: হাহাহা: আবে হালায়!!
আগে এই জ্ঞান আচিল কৈ । ওরে.. আমারে ধর!! হোয়াট আ রিডিক্যুলাস জোক। ইট'স নট বিন কারেক্টেড টিল আই ডিড পয়েন ইট আউট।
গ্রোস..... ম্যান !!
......

অ.ট. ঃ- প্রপিক স্ট্যাটাস টা একদম আপ্রোপ্রিয়েট ।
সারমেয় আর কীরূপ চিনিবে অপর সারমেয় ব্যতিত।

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

লোডশেডিং বলেছেন: ধন্যবাদ তো দিলাম। আর বেশি কিছু দিতে পারতাম ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.