নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

মেরে ফেলো চীনের প্রত্যেককে

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১





উপস্থাপক জিমি



যুক্তরাষ্ট্রে চীনকে নিয়ে মশকরা করায় খেপেছে চীন ও সেদেশের চীনা-আমেরিকানরা। চীন যুক্তরাষ্ট্রের কাছে ১.৩ ট্রিলিয়ন(১.৩ লক্ষ কোটি) ডলার পাওনা। এই ঋণের অর্থ যুক্তরাষ্ট্র চীনকে কিভাবে পরিশোধ করবে। ৬ বছরের এক বালকের উত্তর, “চীনের প্রত্যেককে মেরে ফেলো”। যুক্তরাষ্ট্রের এক টিভি টকশোতে এসব প্রচারিত হয়। প্রতিবাদে ফেটে পড়ে সেখানকার চীনা আমেরিকানরা । অনুষ্ঠানের উপস্থাপক জিমি কিমেলের বিরুদ্ধে কঠোর সমালোচনা হয়।



জিমি কিমালের লাইভ টক শোতে প্রায়শই ছোটদের আনা হয় ।তাদের কাছে মজার মজার উত্তর শোনার জন্য এমনটা করা হয়। প্রাপ্ত বয়স্কদের নিয়ে মজা করা তার টক শো’র এক অন্যান্য বৈশিষ্ট্য। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এবিসি মিডিয়া এই টক শো প্রতিদিন শেষ রাতে প্রচার করে। বিতর্কিত এই টকশো টি প্রচার হয় অক্টোবরের ১৬ তারিখে। টক শোর এক অনির্ধারিত অংশে শিশুদের বলা হয় কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে ১.৩ ট্রিলিয়ন ডলার ঋণের টাকা পরিশোধ করবে।চারজন শিশুর একজন, যার বয়স ছয়, সে উত্তর দেয় মেরে ফেলো চীনের প্রত্যেককে। উত্তর শুনে জিমি একে দারুণ পরিকল্পনা বলে মন্তব্য করে। নানা ধরনের মশকরা করেন পাশাপাশি। এতে সেখানকার চীনা অমেরিকানরা প্রতিবাদে ফেটে পড়ে। তারা একে জাতিগত বিদ্বেষ রেসিজমের সাথে তুলনা করে। এবিসি অনুষ্ঠানের ওই টকশো সম্পর্কে প্রতিক্রিয়া দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাং। তিনি বলেন, এবিসি কর্তৃপক্ষের উচিত চীনা আমেরিকানদের কাছে এসব প্রতিবাদের যথাযথ ব্যাখ্যা দেয়া। তিনি আরো বলেন, মিডিয়াতে যেসব অনুষ্ঠানে জাতিগত ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হয় সেসব চিহিৃত করা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।



এদিকে এবিসি মিডিয়া সবকিছুর জন্য ক্ষমা চেয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। বিতর্কিত ওই অনুষ্ঠান প্রচারের জন্য দু:খ প্রকাশ করা হয়। ২৮ অক্টোবর একই অনুষ্ঠানে তা প্রচার করা হয়। ভবিষ্যতে এমন ধরনের হীন প্রচার হবে না বলে তারা চীনা কর্তৃপক্ষকে জানায়। সূত্র.রয়টার্স



আগের পোস্ট ব্রিটিশদের ঘোড়ার মাংস খাওয়া উচিত !



চাক নড়িসকে টেক্কা দিলেন ভ্লাদিমির পুতিন

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

সাইবার অভিযত্রী বলেছেন: জোড় যার মুল্লুক তার।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

লোডশেডিং বলেছেন: ঠিক তাই। মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

শাহরিয়ার খান রোজেন বলেছেন: বাহ্

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

লোডশেডিং বলেছেন: আপনার সুচিন্তিত মত চাই সবসময়।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

এম আর ইকবাল বলেছেন:
যেমন রাষ্ট্র তেমন তার আগামী দিনের নাগরিক ।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

লোডশেডিং বলেছেন: ঠিক তাই।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

আমি অপদার্থ বলেছেন: ঠিকি বলেছিল বাচ্চাটা। আমেরিকানদের জন্য এটাই সহজ :)

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

লোডশেডিং বলেছেন: এটা মজা করার জন্য বলেছিলো। কারণ টক শোতে সবাই সবাইকে নিয়ে মজা করে। তবে এটা সিরিয়াসলি নিয়েছে। যে কারণে খবরে এসেছে। সবকিছুর সীমা থাকা উচিত।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

ঢাকাবাসী বলেছেন: বাচ্চাটা ভুল বলেনিতো! আমেরিকার জন্য এটাই সহজ আর সঠিক(?)।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

লোডশেডিং বলেছেন: হা হা হা :) :)

৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: একটা কার্টুন দেখলাম সেদিন এক ব্লগে - টিভিতে হিরোশিমার ৫০তম বার্ষিকির বোমা বিস্ফোরণ পরবর্তী দৃশ্য দেখছে বাবা আর কিশোর ছেলে।

ছেলের স্বাভাবিক কৌতুহলী জিজ্ঞাসা বাবাকে - এই ধ্বংস যজ্ঞ করছে কোন টেরর ??

১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

লোডশেডিং বলেছেন: কার্টুনটা সামহোয়ারে প্রকাশ করুন। আমরা দেখি। মন্তব্যর জন্য ধন্যবাদ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: পুচকা গুলা তো দেখি মহা বান্দর!

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮

লোডশেডিং বলেছেন: হা হা হা

৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০

তামিম ইবনে আমান বলেছেন: আম্রিকানরা আমাগো থেইকাও বড় ফকিরা

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯

লোডশেডিং বলেছেন: কোনদিক দিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.