![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি চ্যানেলে ভারতীয় ও বিদেশি বিষয়বস্তু অত্যধিক প্রচার করায় পাকিস্তানের দশ বেসরকারি চ্যানেলকে ১০ মিলিয়ন(এক কোটি) রুপি জরিমানা করেছে পাকিস্তানের ইলেট্রনিক মিডিয়া রেগুলেটরি কর্তৃপক্ষ।
সোমবার এক নোটিশ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানানো হয়। নোটিশে আরো বলা হয়, ভবিষ্যতে যেন এসব বিষয়বস্তু দেখানোর চর্চা থেকে বিরত থাকে চ্যানেল গুলো।
পাকিস্তানের তথ্য ও প্রচার মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, কিছু স্থানীয় চ্যানেল ভারতীয় ছবি বিজ্ঞাপন মাত্রারিক্ত প্রচার করছে। এসব প্রচার করার একটা গাইডলাইন আছে। সেসব নিয়মকানুন মানছে না চ্যানেল গুলো। পাকিস্তানের মিডিয়া রেগুলেটরি সবকিছু খতিয়ে দেখছে। বেসরকারি টিভি গুলো মাত্র ১০ শতাংশ ভারতীয় ও ১০ শতাংশ ইংরেজি বিষয়বস্তু দেখাতে পারে।
পাকিস্তানে যেসব টিভি চ্যানেলকে জরিমানা করা হয়েছে তার মধ্যে রয়েছে হাম টিভি, অক্সিজেন টিভি, প্লে টিভি, কোহিনুর টিভি, টিভি ওয়ান, এনটিভি, জিএক্সএম, জালওয়া টিভি।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
লোডশেডিং বলেছেন: সহমত। আমি চাই আপনার সুচিন্তিত মন্তব্য, সমালোচনা, আলোচনা।
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
বেকার সব ০০৭ বলেছেন: সেইরাম কাজ করছে
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
লোডশেডিং বলেছেন: আমাদেরও এরকম করা উচিত।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
নিকষ বলেছেন: একমাত্র ইন্ডিয়ান চ্যানেল দেখানোর কারণে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার ইন্ডিয়ার হাতে চলে যাচ্ছে। অ্যাড বানায় ইন্ডিয়ার কোম্পানি, পন্য ইন্ডিয়ার - কিন্তু দেখে বাংলাদেশের পাবলিক, আর বাজারে গিয়া ঐ প্রোডাক্ট খুজে।
বাংলাদেশের সরকার যদি আইন করে দিত ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশ চালাইতে হইলে আলাদা টিভি কোম্পানি করতে হবে, বাংলাদেশের পণ্যের অ্যাড দিতে হবে (যদি ভারতীয় পন্যের প্রচার করতে চায় - তাহলে ঐ কোম্পানি রেজিস্টার্ড হইতে হবে; বাংলাতে অ্যাড বানাইতে হবে); তাহলে অ্যাড কোম্পানি গুলি যেমন প্রচুর বিজনেস পাইত; সরকারও প্রচুর ট্যাক্স পাইত।
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮
লোডশেডিং বলেছেন: আপনার প্রস্তাবটা সুন্দর। সরকার এ বিষয়টা ভেবে দেখতে পারে। সুন্দর মত প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি এমন ধরনের মত সবসময় পাব।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: উচিৎ কাজ করেছে । শালার ইন্ডিয়ান চ্যানেল গুলো বাংলাদেশেও বন্ধ করা হোক ।
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০০
লোডশেডিং বলেছেন: সহমত। নিদেন পক্ষে ভারতীয় নাটক গুলো বন্ধ করে দেওয়া হোক।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমাদের দেশেও এরকম আইন করা হোক। আর কলকাতার বস্তাপচা চ্যানেলগুলি একেবারেই নিষিদ্ধ করা হোক। কলকাতার চ্যানেলগুলি শিক্ষনীয় কিছুই নাই। ওগুলিতে ওদের সমাজের নৈতিক বিপর্যয়গুলিই তুলে ধরা হয়।
নিকষ সাহেবও ভালোই আইডিয়া দিয়েছেন।
১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ খান রোজেন
৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
মদন বলেছেন: দেশের স্বার্থেই আমাদেরও এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত।
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১
লোডশেডিং বলেছেন: সহমত
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১১
ঠগী বলেছেন: ভারতীয় চ্যানেল বন্ধ করা দরকার।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২২
লোডশেডিং বলেছেন: বন্ধ হবে না। বিএনপির আওয়ামীলীগের লোকেরা যেদিন ভারতীয় চ্যানেল দেখা বন্ধ করবে সেদিন এটা করা সম্ভব হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪
নূর আদনান বলেছেন: এমনই তো চাই............