![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীতে জাপানের রাজপরিবারের সম্রাট ও তার স্ত্রী মারা গেলে তাকে কবর না দিয়ে দাহ করা হবে।গত ১৫ নভেম্বর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জাপানের রাজপ্রাসাদ এ খবর জানায় । এ ঘোষণা জাপানের চারশত বছরের কবর প্রথা ভেঙ্গে যাবে বলে জানাচ্ছে সেখানকার স্থানীয়রা।
উল্লেখ্য জাপানে কবর ও দাহ দুটোই চলে। তবে দেশের অধিকাংশ নাগরিক তাদের মৃত দেহ দাহই করে থাকেন। তাছাড়া বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের মৃত দেহ দাহ করে থাকেন বহুদিন ধরেই।
জাপানের বর্তমান সম্রাট আকিহিতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি মারা গেলে তার মৃত দেহ দাহ করা হবে। আরও বলা হয়, ৭৯ বছর বয়সী সম্রাটের স্ত্রী মিচিকোর মৃত্যুর পর তার দেহ করা হবে বলে জানান।
সংবাদ সুত্র গুলো আরও বলছে, জাপানও সম্রাটদের জন্য যে পারিবারিক কবর স্থান রয়েছে বর্তমানে সেখানে কবর দেয়ার স্থানের অভাব রয়েছে। সম্রাট নিজেও সে বিষয়ে অবগত বলে জানান। তাছাড়া তিনি মৃত্যুর আগে কবর বানাবার কোনো উদ্যোগ নেননি।
পূর্বের পোস্ট ধর্ষণ মন্তব্যর প্রতিবাদে মিনিস্কার্ট সমাবেশ
রংধনু গাছ ভারতীয় বিষয়বস্তু বেশি দেখানোয় জরিমানা !
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২
লোডশেডিং বলেছেন: না এটা লেখা উচিত না। কারণ এটাতো অন্য ব্যক্তির লেখা পোস্ট না। এটা যে আমার পোস্ট। আমি পোস্ট বা কমেন্ট নকল করি না।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
ঢাকাবাসী বলেছেন: সুন্দর জিনিস জানলুম। সম্রাট দেখলেন তাদের জায়গার অভাব তাই জায়গা বাঁচাতে এই চমৎকার মহতি উদ্যোগ।
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
জনাব মাহাবুব বলেছেন: এটা ব্লগে লেখার মত কোন খবর হইল।