![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর গতির সমান কাজ করবে ন্যানো ক্যামেরা। ছোট আকারে এই ক্যামেরাটি যুক্তরাষ্ট্রের এমআইটির(ম্যাসাচুসেটস ইনিষ্টিটিউট অব টেকনোলজি) তিন ছাত্র তৈরি করেন। তিন সদস্যর এই দলে রয়েছেন দুজন ভারতীয় ছাত্র। নাম আয়ুশ বান্দারি ও অচ্যুত কাদাম্বি। অন্যজনের নাম রাফ্যায়েল ওয়াইট।
ক্যামেরাটি চিকিৎসা বিজ্ঞানের ছবি সূক্ষ্ম ভাব তুলতে সক্ষম। এটি গাড়ির সংঘর্ষ রোধে ডিটেক্টরের কাজ করতে পারে। ইন্টারেক্টিভ ভিডিও গেমে এ যন্ত্রটি ব্যাবহার করা যাবে। ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম এই ক্যামেরাটি বৃষ্টি, কুয়াশা এমনকি খারাপ আবহাওয়াতেও ছবি তুলতে পারবে। গত সপ্তাহে এটি হংকং প্রযুক্তি প্রদর্শনীতে দেখানো হয়। ক্যামেরাটির দাম মাত্র ৫০০ ডলার। খবরের সূত্র.এমআইটি
লেখকের পূর্বের পোস্ট
বিদ্যুৎ চালিত হেলিকপ্টার ওরফে ভলোকপ্টার আসছে আগামীতে !
মঙ্গলের উল্কাপিন্ত থেকে আলো ঝরছে
কুকুরের জন্য পেনশন !
রংধনু গাছ
নাক বিহীন এক চোখ বিশিষ্ট বিড়াল
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
লোডশেডিং বলেছেন: কিনবেন। অবশ্যই কিনবেন। আসুক মার্কেটে।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
ঢাকাবাসী বলেছেন: মোডে ৫০০ ডলার! চলেন কিনা ফালাই।