![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে কাঁকড়া গুলোর চলাচল দেখা যাচ্ছে
লক্ষ লক্ষ লাল কাঁকড়ার চলাচলে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। কাঁকড়ার ঢলে রাস্তার লাগোয়া সমুদ্র সৈকতেও লোকজনের চলাচল করতে পারছে না। কারণ কাঁকড়া গুলো সুদূর ইন্দোনেশিয়া থেকে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে সৈকতের রাস্তা দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে ঢুকছে। রেনু কাঁকড়া
অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্ক ডিপার্টমেন্ট কাঁকড়া দলের ওপর একটি সমীক্ষা চালায়। দেখা যায় প্রতিবছর ১৪ প্রজাতির কাঁকড়া সেখানে মাইগ্রেট(বেড়াতে আসে) করে। এদের সংখ্যা ৪৫ লক্ষ হবে আনুমানিক। কাঁকড়াদের শরীরের রং লাল ও কমলা ।
ইন্দোনেশিয়ার এক দ্বীপে কাঁকড়া গুলো বাস করে। সমুদ্র পাড় হয়ে এরা নভেম্বরে অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে আসে। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কাঁকড়া গুলি ডিম পাড়ে। এসময় কাঁকড়াদের প্রজনন-কাল। ডিম দিয়ে এরা আবার ইন্দোনেশিয়া চলে যায়।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্ক জানায়, ক্রিসমাস আইল্যাণ্ডের স্থানীয়রা কাঁকড়া গুলোকে তাদের দ্বীপে আসার জন্য একটি কালভার্ট নির্মাণ করে দিয়েছে । কাকড়া আসার সময় রাস্তার ওপর গাড়ি ও সাইকেলে চালানো সাময়িক বন্ধ রাখছে বলে তারা জানায়।
পূর্বের পোস্ট
পৃথিবীর পুরাতন পায়খানার সন্ধান !
বিদ্যুৎ চালিত হেলিকপ্টার ওরফে ভলোকপ্টার আসছে আগামীতে !
কুকুরের জন্য পেনশন !
রংধনু গাছ
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০
তামিম ইবনে আমান বলেছেন: ভালো পোস্ট +
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। তামিম ভাই।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
aoaiii বলেছেন: অস্ট্রেলিয়া তে থেকে ও এই চমৎকার তথ্যটা জানতাম না।পোস্টে প্লাস।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪১
লোডশেডিং বলেছেন: আপনাকে জানাতে পেরে আমার ভাল লাগছে। ধন্যবাদ আমার পোস্ট সুন্দর মন্তব্য করার জন্য।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
ঢাকাবাসী বলেছেন: প্রায় একই রঙএর লাল কাঁকড়াদের ভীড়ে বাংলাদেশের কক্সবাজারের সী-বীচটা লাল হয়ে থাকতো, আজ থেকে পন্চাশ ষাট বছর আগে। এখন অগুনতি অশিক্ষিত অজ্ঞ অসভ্য দুপেয়ে জীবদের অত্যাচারে সব ভ্যানিস হয়ে গেছে। কিছুই নেই! পোস্টে ++++++++++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪০
লোডশেডিং বলেছেন: আপনে আমার এলাকার লোক হয়ে এতদিন পর প্লাসাইলেন। ধন্যবাদ ঢাকাবাসী।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০
তামিম ইবনে আমান বলেছেন:
কাকড়ার জন্য ওরা রাস্তা খুলে দেয় । আর আমরা মানুষ হয়েও চলাচলের রাস্তা পাই না।