নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

ফিফা বিশ্বকাপে কঠিন গ্রুপ জি, আপনার মতে কোনটা কেনো?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১



ফিফা বিশ্বকাপ এসে গেলো। হয়ে গেলো ফিফা বিশ্বকাপের ড্র। সব গুলো দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। আমার মতে গ্রুপ জি হচ্ছে সবচেয়ে কঠিন গ্রুপ। বলতে পারেন গ্রুপ অফ ডেথ। এই গ্রুপে লড়াই হবে হাড্ডাহাডি। গ্রুপ জি তে রয়েছে ঘানা,জার্মানি,যুক্তরাষ্ট্র,পুর্তগাল। এদিক দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ সহজ হয়ে গেছে। গ্রুপ এ তে ব্রাজিলের সাথে রয়েছে ক্যামেরুন,ক্রোয়েশিয়া ও মেক্সিকো। বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে এ দলগুলোর সাফল্য তেমন নেই। ব্রাজিল হেসে খেলে এ গ্রুপ থেকে শেষ ষোলতে জায়গা করে নেবে। অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ নারীদের প্রিয় দল আর্জেন্টিনা পড়েছে এফ গ্রুপে । এই গ্রুপে আর্জেন্টিনার সাথী হচ্ছে ইরান,নাইজেরিয়া ও বসনিয়া হর্জোগেভিনা। নাইজেরিয়াকে একাধিকবার হারানোর অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনার। ইরানের সৌভাগ্য এবার তারা চুড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়ে সহজ গ্রুপে পড়েছে। শেষ ষোলতে ইরানের চান্স হয়েও যেতে পারে। তবে আজেন্টিনা নিশ্চিত শেষ ষোলতে যাবে। পাঁচ বারের বিশ্বকাপ জয়ী ইটালি পড়েছে ডি গ্রুপে ইটালির সাথে রয়েছে কোষ্টারিকা, ইংল্যাণ্ড, উরুগুয়ে। গেলো বিশ্বকাপের পারফরমেন্স বিচার করলে এই গ্রুপ অনেক শক্তিশালী। উরুগুয়ে বহুদিন পর বিশ্বকাপে নজরকড়া সাফল্য দেখিয়েছে। আর খেলাটি যেহেতু ব্রাজিলে হবে তাই উরুগুয়েকে টপকে ইটালি, ইংল্যাণ্ডের শেষ ষোলতে যাওয়া অনেকটা কষ্টকরই হবে। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ান স্পেন পড়েছে সহজ গ্রুপে বি তে। এই গ্রুপে স্পেনের সাথে রয়েছে হল্যাণ্ড,অস্ট্রেলিয়া ও চিলি। শেষ ষোলতে স্পেন হল্যাণ্ডই যাবে। এটা একপ্রকার নিশ্চিত বলা চলে। সে যাই হোক ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলই চ্যাম্পিয়ান হবে। এটাই মনে হয় সত্য।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

তামিম ইবনে আমান বলেছেন: ডি হচ্ছে ডেথ গ্রুপ এবার

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

লোডশেডিং বলেছেন: আপনার কথা মেনে নেয়া যায়। এটা কারও কারও কাছে হতে পারে। কিন্ত আমার পক্ষে জি গ্রুপকে ডেথ গ্রুপ বলছি ঘানা আফ্রিকার একটি শক্তিশালী দল যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি শক্তিশালী দল। অন্যদিকে জার্মানি ও পুর্তগাল প্রতিষ্ঠিত শক্তিশালী দল।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ডি গ্রুপি ডেথ গ্রুপ 8-| B:-/

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

লোডশেডিং বলেছেন: গ্রুপ অব ডেথ তাকেই বলে যেখানে চারটি দলই সমান শক্তিশালী। ডি গ্রুপ কি তেমন। কোস্টারিকা তো কোন দলই না।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
গ্রুপ ডি !

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

সায়েম উর রহমান বলেছেন: Current Ranking Consider Korle D Group Theke G Group Beshi Shoktishali .... G Group Er 4 Doler Combined Ranking D Group Er 4 Doler Cheye Kom ... Er Mane Dolgulor Moddhe Parthokko Kom ... D Group Jothesto Tough .... Even B Group O Easy Hobe Na Chile Thakar Karone ... Jehetu Khela South America Te Sehetu South American Team Sob E Bipodjonok Hobe .... Ar Brazil Er Group Difficult NA Holeo Easy Noy ... Ar Second Round Theke Brazil Er Poth Jothesto Bondhur .... Tar Por O Asha Thakbe Brazil 6 Barer Moto World Champion Hobe ...

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

লোডশেডিং বলেছেন: এমন সুন্দর একটা তথ্য দেওয়ায় আপনাকে ধন্যবাদ। র‌্যাংকিং এর বিষয়টা আমার মাথায় ছিলো না। ধন্যবাদ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: যুক্তরাষ্ট্র খুব ভালো ফাষ্ট আর পাওয়ার ফুটবল খেলে,এরা যে কোন দলকে সমস্যায় ফেলবে নিঃসন্দেহে,তবে সেটা পর্তুগালের জন্যই বেশী প্রযোজ্য।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

লোডশেডিং বলেছেন: একটা উচিত কথা বলছেন। এটা অনেকেই বোঝে না।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ড. জেকিল বলেছেন: না রে ভাই মানতে পারলাম না, গ্রুপ ডি হলো গ্রুপ অব ডেথ। তিন টিমই বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

লোডশেডিং বলেছেন: ইতিহাস বিচার করলে জেকিল দাদা এমনটা মনে হবে আপনার। কিন্তু পারফরমেন্স বিচার করলে ?

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

নষ্ট ছেলে বলেছেন: ডি গ্রুপ অব ডেথ কোন সন্দেহ নাই।
অতীত ইতিহাস দিয়ে কিছু হয় না। সাম্প্রতিক পারফর্মেন্স বিচার করেন। পর্তুগাল ওয়ানম্যান আর্মি। প্লে অফ খেইলা আইছে। একটু হলে বাদ পড়ত।

গ্রুপ বি তে চিলি একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। ল্যাটিন আমেরিকায় খেলা, কিছু বলা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.