নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

ব্রেকফাস্টের বদলে হাজার ডলার নগদ !

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭



ছবিতে বায়ে গ্রেগ ডানে স্ট্রেসি টেরি



যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের এক দম্পতি ব্রেকফাস্ট কিনতে গিয়ে হাজার ডলার নগদ পান।



যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডে যারা চাকুরী করেন, তারা জানেন কতটা ব্যস্ত সময় পার করেন তারা। বিশেষ করে সেবা দানে তাদের দ্রুততা প্রশংসনীয়। ড্রাইভ থ্রু ম্যাকডোল্ডানের এমন একটি সার্ভিস যেখানে ক্রেতা সাধারণ গাড়ি পার্ক না করে ম্যাকডোনালডের জানালার পাশে এসে খাবার কিনে থাকেন। তারপর সে খাবার বাড়িতে অথবা গাড়িতে বসে খাওয়া হয়।



এমনই একদিন সকালে ন্যাশভিলের গ্রেগ -স্ট্রেসি টেরি দম্পতি ম্যাকডোনালড থেকে সকালের নাস্তা কিনে আনেন। খাবারের প্যাকেট খুলে দেখেন তাতে খাবার নেই। আছে প্যাকেটে মোড়া হাজার ডলারের খুচরা নোট। ব্যাংকে জমা দেবার জন্য সেগুলো প্যাকিং করে রাখা হয়েছিলো। ডলার গুলো ফেরত দেবার জন্য ওই দম্পতি প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই টাকার মালিক এসে হাজির। কারণ ইতি মধ্যে ম্যাকডোনালডের ওই কর্মচারী জেনে গেছিলো গ্রেগ স্ট্রেসিকে ভুল করে খাবারের বদলে টাকার ব্যাগ দিয়ে দেয়া হয়েছে। সে কর্মচারী তাদের অনুসরণ করে গ্রেগ স্ট্রেসির বাড়িতে চলে আসে। টাকা গুলো কর্মচারীকে ফেরত দিয়ে দেওয়া হয়। তার আগে নোট গুলোর ছবি তুলে রাখে ওই দম্পত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি স্থানীয় মিডিয়া বেশ চাঞ্চল্যর সৃষ্টি করেছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: তারপর কি হলো?

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

লোডশেডিং বলেছেন: সরি ঢাকাবাসী ভাই। শেষে কিছু লাইন যোগ করতে বাদ পড়ে গেছিলো। সেটা এখন যোগ করে দিয়েছি। ধন্যবাদ। অসংঙ্গতি ধরিয়ে দেবার জন্য। আশা করি এমন কাজ বার বার করবেন।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

ড. জেকিল বলেছেন: এই রকম ব্রেকফাস্ট পেলে তো ভালোই হয়। :P

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

লোডশেডিং বলেছেন: আমার আশা এমনটাই যেনো হয় আপনার ক্ষেত্রে। ধন্যবাদ মন্তব্যর জন্য।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

মদন বলেছেন: ওই চিকনাডা বর আর মোটুডা বউ??????????? :-/

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

লোডশেডিং বলেছেন: ছবিটা আপনার ভালো লেগেছে মদন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.