![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাপানের ওসাকা শহরের এক লোক ১২০ টি বিড়ালের ভরণপোষণে জন্য চুরি করতেন। খবর আশাই শিমবুনের। মামোরু ডেমিজু নামের ওই ব্যক্তি একজন বেকার। পুলিশের সন্দেহ তিনি ৩২ বাড়িতে চুরি করে বিপুল অর্থ ও অলংকার জমিয়েছেন। অর্থের মূল্যে ১৯.২ মিলিয়ন ইয়েন। ডলারে এর পরিমাণ দাড়ায় ১ লক্ষ ৮৬ হাজার ১৬৩ ।
প্রতিদিন বিড়াল গুলোর পেছনে ডেমিজুর ২৪২ ডলার খরচ হত। ধরা পড়ার পর পুলিশকে ডেমিজু বলেন, বিড়াল গুলোকে তার ভালো লাগতো। এগুলোকে তিনি আদর করতে ভালোবাসতেন। ১২১ টি বিড়ালের মধ্যে একটি ডেমিজুর সাথে থাকতো । ২০ বিড়াল প্রতিবেশীদের গুদাম ঘরে থাকতো। বাকী ১০০ বিড়াল এদিক ওদিক ঘোরাঘুরি করতো। বিড়াল গুলোকে প্রতিদিন টাটকা মাছ ও মুরগি খেতে দেওয়া হতো। বিড়ালের জন্য কেউ এভাবে মানুষের ঘরে সিদ কাটে। এটা জাপানে আগে কেউ শোনেনি। এ কারণে এটি সংবাদ মাধ্যমে খবর হয়েছে।
পূর্বের পোস্ট পড়তে চাইলে এই লিংকে যান
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০০
পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ