নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

হাই প্রোফাইল ভারতীয়দের উলঙ্গ করানোর গিনেজ রেকর্ড আমেরিকার

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩



ক্রেন দিয়ে মার্কিন দূতাবাসের ব্যারিকেড উঠিয়ে নিচ্ছে ভারত



বাংলাদেশে যখন পতাকা নিয়ে গিনেজ রেকর্ডের আলোচনা চলছে। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় খেলছে আরেকটি বিশ্ব রেকর্ড বিষয়ে। সেটি ভারতের জন্য। খবরে শুনেছেন ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবাযানী কোবড়াগেদেকে মার্কিন পুলিশ মার্কিন লোকজনের সামনে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে গিয়ে উলঙ্গ করে সার্চ করে। রাত ভর নেশাখরদের সাথে কারাঘারে রাখে। পরদিন দুই লাখ পঞ্চাশ হাজার ডলার মুচলেকায় জামিনে ছাড়া পান। অভিযোগ দেবযানী তার বাসার কাজের মেয়েকে কম বেতনে খাটাতেন। মার্কিন ভিসা ফরমে নাকি দেবযানী ওই মহিলাকে বেশি টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই যাই হোক মহিলা কূটনৈতিক সুযোগ সুবিধা পায়নি। অথাৎ আকাম করে দায়মুক্তি পাননি। এটাই ভারতের নাখোশ হবার কারণ।



এর আগে মার্কিন বিমান বন্দরে ভারতের রাষ্ট্রপতি একে আবুল কালাম আজাদকে উলঙ্গ করে সার্চ করে মার্কিন পুলিশ। এটি দুবার করে মার্কিন পুলিশ কালামের সাথে। এরপর একই ঘটনা ঘটে ভারতের বলিউড নায়ক শাহরুক খানের সাথে। তাকেও মার্কিন পুলিশ বিমান বন্দরে উলঙ্গ সার্চ করে।



প্রতিবার ভারত এসবের প্রতিবাদ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি মার্কিন দাদাদের পদ সেবার কারণে। কিন্তু এবার এগিয়ে এসেছে ভারতের লোকসভা নির্বাচন। দেশপ্রেম দেখানোর মহা সুযোগ হাত ছাড়া করতে পারেননা ভারতীয় রাজনীতিবিদরা। অত্যন্ত নিম্ন মানের এক ভারতীয় কূটনীতিবিদের জন্য এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কংগ্রেস বিজেপি রাজনীতিবিদরা।



তাইতো ১৭ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদের সাথে সাক্ষাত নাকচ করলেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধি ও বিজেপি চিরকুমার নেতা নরেন্দ্র মোদী। দেশ প্রেম দেখাতে গিয়ে তারা দিল্লিস্থ মার্কিন দূতাবাসের অতিরিক্ত পাহারা উঠিয়ে নিচ্ছেন। জানিনা এটা করে তারা আল কায়দাকে আক্রমণের সুযোগ করে দিচ্ছে কিনা। সকল ধরনের মার্কিন কূটনৈতিক সুবিধা উঠিয়ে নেয়া হচ্ছে। ভারতীয় বিমান বন্দর দিয়ে মার্কিন কূটনীতিবিদদের ভিআইপি পাশ প্রত্যাহার করে নিচ্ছে ভারত। শুল্ক বিহীন মদ আনার সুযোগ বন্ধ করে দিচ্ছে। এতেও শান্ত নয় ভারত। মার্কিন এম্বেসীতে কর্মরত ভারতীয়দের কত বেতন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তার হিসাব জানতে ও তদন্ত করতে সকল মার্কিন কূটনীতিবিদদের আইডি কার্ড জমা দিতে বলেছে ভারত। দেখা যাক পানি কতদূর পর্যন্ত গড়ায়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

তিক্তভাষী বলেছেন: যুক্তরাষ্ট্র ও ভারত উভয়কেই আমার সমর্থন জানাচ্ছি। ওরা পরষ্পরের প্রতি প্রাপ‌্য আচরণই করছে। বিশ্বের বাদবাকী রাষ্ট্রগুলোরও উচিত উদাহরণটি অনুসরণে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতি এই ধরণের আচরণ করা।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১২

লোডশেডিং বলেছেন: ঠিক তাই।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: উলঙ্গ সার্চ করে কে কইছে আপনারে? দেবযানী রে করছে সেইটা হয়তো সত্য। তাই বইলা আবুল কালাম আজাদ আর শাহরুখ খা্ন? না! এইটা আমি কোথাও শুনি নাই। এনিওয়ে করলেও খারাপ না। আফটার অল ভারতীরা আজকাল উলঙ্গ কালচারে বিশ্বাসী না? :P

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২

লোডশেডিং বলেছেন: আপনার তো আবার বিশ্বাসে প্রবলেম আছে। যে কারণে নিক নিছেন বিশ্বাস করি ১৯৭১। এবার এই লিংক নিউজটা পড়ে আমার কথায় আমল দিয়েনে। শাহরুখের লিংকটা খুজতাছি।http://articles.timesofindia.indiatimes.com/2011-11-13/india/30393407_1_frisked-president-apj-abdul-kalam-civil-aviation

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪

লোডশেডিং বলেছেন: আবুল কালামের হয়রানি এ লিংকে

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

অজয় বলেছেন: লুল

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: নির্বাচন হোক আর যাই হোক......ওরা যে জাতিয় ই্যসুতে সবাই এককাতারে দাড়াতে পেরেছে.......এই কালচার আমারা কবে আয়ত্ব করতে পারবো।

বাংলাদেশ হলেতো ডিপুমনি বলতো এইটা আম্রিকার নিজস্ব আইনের ব্যাপার আমাদের কিছুই করার নেই........... :|

আর খালেদা বলতো ঠিক কাজই করেছে আম্রিকা.....দেবযানী না আম্রিকার আওয়ামী পন্থী সব কুটনিতিকরাই এমন বেআইনী কাজে সম্পৃক্ত :P

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: বাস্তবতাকে অগ্রাহ্য করে ভারত ইদানিং নিজেদের একটি সুপার পাওয়ার ভাবা শুরু করেছে।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৭

েফরারী এই মনটা আমার বলেছেন: সহমত@তিক্তভাষী বলেছেন: যুক্তরাষ্ট্র ও ভারত উভয়কেই আমার সমর্থন জানাচ্ছি। ওরা পরষ্পরের প্রতি প্রাপ‌্য আচরণই করছে। বিশ্বের বাদবাকী রাষ্ট্রগুলোরও উচিত উদাহরণটি অনুসরণে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতি এই ধরণের আচরণ করা।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫

জগ বলেছেন: এইডা কি আংশিক ষ্ট্রিপ-সার্চ ছিল নাকি (ব্রা-প্যান্টি খুলা সহ) পরিপূর্ণ ষ্ট্রিপ-সার্চ ছিল? সার্চের সময় হাতায়-টাতায় দিছে নাকি দেয় নাই - Curious mind wants to know

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

বাক স্বাধীনতা বলেছেন: অ।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০০

শাহীন উল্লাহ বলেছেন: law is law
ekane indiar fal parar kichu nei.
rapist country india

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

ভিটামিন সি বলেছেন: আম্রিকায় যামু না। গেলে আমারে ভারতীয় মনে কইরা যদি ন্যাংটা কইরা ফালায়, তাইলে মান-সম্মান আর থাকপে না। আমাদের কোন মন্ত্রী মিনিষ্টার এর নেংটি খুলে নাই তো আবার?? আমাদের মুনতিরি তো আবার কয় দিন পরপর বিভিন্ন দেশে দৌড়ায়া রেকর্ড কইরা হালাইছে।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

সোহানী বলেছেন: দেখা যাক পানি কতদূর পর্যন্ত গড়ায়............... দেখার অপেক্ষায়....

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

নষ্ট ছেলে বলেছেন: ভারতের আগে উচিত ছিল দেবযানীকে নির্দোষ প্রমাণ করা তারপর ব্যবস্থা নেওয়া। এখন ভারত যেটা করছে সেটা আমেরিকানরা স্বাভাবিক ভাবে নিবে না ফলে ভারতীয়দের উপর আমেরিকানদের নেতিবাচক মনোভাব বাড়বে।
ভরত যতই লাফালাফি করুক কূতনৈতিক ভাবে আমেরিকার তুলনায় তারা এখনো শিশু।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৩

আকিব আরিয়ান বলেছেন: সোহানী বলেছেন: দেখা যাক পানি কতদূর পর্যন্ত গড়ায়............... দেখার অপেক্ষায়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.