![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদের মোল্লার ফাঁসিতে জামায়াতের চোখ খুলেছে। ভারতকে দিয়ে বাদ বাকী জামাত নেতাদের ফাসি ঠেকাতে চাইছে। পাঁচ বছর ধরে জামায়েতের নেতারা ও যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিষ্টার আবদুর রাজ্জাক ভারতে যাবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাকে ভিসা দেওয়া হচ্ছে না। জামায়াত সম্পর্কে ভারতীয়দের মনে ভুল ধারণা রয়েছে। এমনটা মনে করেন রাজ্জাক। তাছাড়া জঙ্গিবাদের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা নাই। এমনটা বোঝাবার জন্য রাজ্জাক ভারতের নেতৃবন্দের সাথে দেখা করতে চান। পাশাপাশি বাকী জামাত নেতাদের যাতে ফাসি না হয় সে জন্য ভারতকে দিয়ে বর্তমান সরকাররে ওপর চাপ প্রয়োগ করাতে চান রাজ্জাক। এসব নিয়ে আজ ১৮ ডিসেম্বর দৈনিক আনন্দবাজার পত্রিকা সংবাদ করেছে। এই তার লিংক
জামায়েতের এখন উপলব্দি আমেরিকা-ইউরোপ দিয়ে জামাত নেতাদের প্রাণ রক্ষা করা যাবে না। ভারতের পা ধরলে রক্ষা হতেও পারে। তার জন্য সবকিছু করতে রাজি জামায়াত। দেখা যাক জামায়াতের এই কোনথাসা অবস্থায় ভারত সমর্থন দেয় কিনা। উল্লেখ্য ভারতের সাথে গোপন সম্পর্ক রয়েছে জামায়াত নেতা গোলাম আযমের। গোলাম আযম পরিবারের অনেক সদস্য ভারতে নিয়মিত যাতায়াত করে। মনে করা হয় গোলাম আযমের নাটের গুরু হয়েও ফাঁসি থেকে পরিত্রাণ পান ভারতীয় কুটচালে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী গোলাম আযমের দণ্ড কমানোর জন্য গো. আযমের রায় ঘোষণার আগের দিন ভারতীয় কুটনীতিদের সাথে নিয়ে মার্কিন দূতাবাসে বৈঠক করেছিলেন। সেখানে জামাতের আইনজীবী রাজ্জাকও ছিলো। সেখবর প্রতিটি দৈনিকে প্রকাশিত হয়েছিলো। এসব জানাজানি হওয়ার পর ভারত নিজেদের আলগা করে নেয়। কাদের মোল্লার রায় কার্যকরে তেমন উদ্যেগ নেয়নি জামাত। যে কারণে কাদের মোল্লার ফাসি ঠেকাতে পারেনি জামায়াত নেতারা।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২২
লোডশেডিং বলেছেন: প্রতিবাদ জানানোর ভাষা রুচিশীল হওয়া বাঞ্চনীয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
হাসিব০৭ বলেছেন: বালবাজারের নাম শুনলেই মেজাজ খারাপ হইয়া যায়