![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোড়া লাগানোর পর
কেটে যাওয়া মরা হাত বাচাতে পায়ে জোড়া লাগানো হলো। খবর সিএনএন।
চীনে কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হোন সেদেশের এক শ্রমিক। তার নাম জি উই। দুর্ঘটনায় কব্জি, ডান হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । নিকটস্থ হাসপাতালে যান চিকিৎসা নিতে। সেখানে নিরাশ হতে হয় তাকে। কারণ হাত জোড়া লাগানোর কোনো শল্য চিকিৎসক ছিলো না সেখানে। জি কখনো ভাবেননি চিকিৎসা করে তার হাত জোড়া লাগানো যাবে। প্রথম হাসপাতাল ত্যাগ করতে হয় জি উইকে।
কাটা হাত নিযে ছোটাছুটির পর স্থানীয় আরেকটি হাসপাতালের সন্ধান পান জি। সেখানে ভর্তি হোন জি।
হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জি
এদিকে হাত জোড়া লাগানোর চিকিৎসক খুঁজে পেতে জি'র সাত ঘণ্টা পার হয়ে যায়। কাটা কব্জিটিকে একটি প্লাস্টিক ব্যাগে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে জি।
ডা: টাং জুইউ হাত জোড়া লাগাবেন জি উই'র। তিনি ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতকারী বিশেষজ্ঞ চিকিৎসক। ডা: টাং বলেন, কাজটি জটিল তিনি চেষ্টা করে দেখতে পারেন।
প্রথমে তিনি কাটা কব্জিটিকে বাঁচানোর কৌশল নেন। কব্জি বাঁচানোর পর পুনরায় সেখানে থেকে অস্ত্রোপচারে বিচ্ছিন্ন করে হাতটিকে আগের জায়গায় জোড়া লাগাবেন বলে জানান তিনি।
অত্যন্ত দক্ষতায় তিনি পায়ের কাফ ম্যাসালের সাথে কাটা কব্জি জোড়া লাগান। জোড়া লাগানোর কাজটি ছিলো চিকিৎসকদের কাছে চ্যলেঞ্জিং। অপারেশনের পর জি উই এর পা ভারী হয়ে গেছে। অনুভূতি শূন্য অবস্থায় কব্জিটি জি উইয়ের পায়ের সাথে লেগে রয়েছে। কব্জিটিতে শুধু রক্ত প্রবাহিত হচ্ছে। চিকিৎসকরা বলেছেন প্রায় ছয় মাস পর জি উই'র কব্জির নার্ভ সিস্টেম কাজ করবে।
ডা: ট্যাং বলেন এমন ধরনের ২০ টি কেস পুরো চায়নায় ঘটেছে। সবগুলো সফল হয়েছে। ট্যাং বলেন, এমন একটি অস্ত্রোপচার তিনি ২০০৪ সালে করেছিলেন। সেবার সফল হয়েছিলেন ।তখন বিচ্ছিন্ন হাতকে সজীব রাখতে রোগীর পেটে জোড়া লাগিয়ে দেন তিনি।
সফল অস্ত্রোপচারের পর হাতের কব্জিকে একটি নিদিষ্ট এংগেল পর্যন্ত ঘোড়াতে পারেন জি। তবে আঙ্গুল গুলো নাড়াতে পারেন না। কারণ এখনো জোড়া লাগানো হাতে নার্ভের সংযোগ স্থাপন হয়নি। পুরো অস্ত্রোপচারে ৪৯ হাজার ৪০০ ডলার খরচ হয়েছে। জি কে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ছয় মাস লাগবে পুরোপুরি সুস্থ হতে তাকে।
পূর্বে পোস্ট পড়তে এই লিংকে ক্লিক করুন
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
ঢাকাবাসী বলেছেন: দৃশ্যটি খুব সুখদায়ক নয়!
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
লোডশেডিং বলেছেন: হাত হারানো তো সুখের কোনো ঘটনা না ভাই। ধন্যবাদ ঢাকাবাসী।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: কন কি কথা হাছানি ?
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
স্বপনচারিণী বলেছেন: চিকিৎসাশাস্ত্র অনেক সুফল বয়ে আনছে আমাদের জন্য। সবই সৃষ্টিকর্তার অপার মহিমা। তাঁর গৌরব করতে আমরা যেন ভুলে না যাই।