![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন মিশন সমাপ্ত করেছেন বলে জানান। সোমবার ওয়াশিংটন পোস্টের অনলাইন নিউজ পোর্টালে এ খবর প্রকাশ হয়।
রাশিয়াতে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক স্নোডেনের একটি সাক্ষাতকার নেন। স্নোডেন বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এনএসএ প্রতিষ্ঠানের কোনও ক্ষতি করতে চান না। তিনি এর উন্নয়নের জন্য এসব করেছেন। ভবিষ্যতে এনএসএ কে আরো শক্তিশালী করবে বলে তার বিশ্বাস। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বলেন, সাক্ষাতকারটি নেওয়ার সময় স্নোডেনকে সুস্থ ও স্বাভাবিক মনে হচ্ছিলো। রাশিয়ান পেস্ট্রি,পাস্টা,বার্গার খেতে খেতে তিনি এ সাক্ষাতকার দেন। স্নোডেন বলেন ২০০১, ১১ সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্র সবার ওপর টেলিফোনে ও ইনটারনেটে গোপন নজরদারি চালায়। দীর্ঘ এক যুগ এসব চলতে থাকে। গোপন নজদারির তথ্য ফাঁস সম্পর্কে স্নোডেন বলেন, আমার সকল প্রচেষ্টা ও কার্যক্রম বৈধ ছিলো। আমি সমাজে পরিবর্তন আনার জন্য এসব করি নাই । আমি সমাজকে পরিবর্তনের সুযোগ দিতে চাই। যদি তারা নিজেরা পরিবর্তন চায়।
এদিকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি বারাক ওবামা এনএসএ তথ্য সংগ্রহের বিষয়ে কিছু পরিবর্তন আনার কথা বিবেচনা করছেন। ব্যক্তির গোপনীয়তাকে মাথা রেখে তিনি এ পরিবর্তন আনতে চান। শুক্রবার তিনি এসব বলেন। রাষ্ট্রপতির এ কথা এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিচার বিভাগ এনএসএ তথ্য সংগ্রহকে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। ওবামা এনএসএ কার্যক্রমে পরিবর্তন আনার লক্ষ্যে একটি শক্তিশালী প্যানেল কমিটি বানান। সে কমিটি এনএসএর ৪৬ টি কার্যক্রমে পরিবর্তন আনার সুপারিশ করেছে।
স্নোডেনের সাক্ষাতকার সম্পর্কে হোয়াইট হাউস কড়া প্রতিক্রিয়া দেখায়। হোয়াইট হাউজের মুখপাত্র কেটলিন হেউডেন বলেন, স্নোডেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। তার বিরুদ্ধে কঠিন অপরাধের অভিযোগ আনা হবে। যুক্তরাষ্ট্রের ফৌজদারি আদালতে একজন অভিযুক্ত যে ধরনের সুযোগ সুবিধা পান স্নোডেনকে সেরকম সবকিছু দেওয়া হবে।
উল্লেখ্য স্নোডেন গত পাঁচ মাস যাবত রাশিয়াতে অস্থায়ী আশ্রয় নিয়ে অবস্থান করছেন। সূত্র এপি
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
ঢাকাবাসী বলেছেন: তো কি হবে?