![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনেতা ফারুক শেখ
আমার প্রিয় এক অভিনেতার মৃত্যুর খবর পেলাম। তার অভিনয় আমার খুব ভালো লাগতো। ৬৫ বছর বয়সী এই অভিনেতা ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইতে মৃত্যু বরণ করেন। তার পরিবার সূত্রে এ খবর বলা হয়। দুবাইতে তিনি একটি কনসার্টে যোগ দেবার উদ্দেশ্যে যান। শনিবার যেকোনো সময় তার মরদেহ মুম্বাইতে আনা হবে।
ফারুক শেখ হিন্দি সিনেমা ও হিন্দি টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। বাংলাদেশে বহুবার ভারতের চলচ্চিত্র জগতের প্রতিনিধি হয়ে এসেছিলেন। ফারুক শেখের জন্ম ১৯৪৮ সালের ২৫ মার্চ গুজরাটে। ১৯৭০-৮০ দশকে সিনেমাতে দক্ষ অভিনয় দ্বারা সকলের নজর কাড়েন। তার কয়েকটি জনপ্রিয় সিনেমা হচ্ছে সাতরঞ্চ কি খিলাড়ি, চাসমে বদ্দুর, কিসি সে না কেহনা,নুরি। তার শেষ সিনেমা ছিলো ক্লাব ৬০। এর আগে তাকে রনবীর কাপুর অভিনীত 'ইয়ে জাওয়ানি হেই দিয়ানি' সিনেমাতে রনবীরের বাবার ভূমিকাতে অভিনয় করতে দেখা যায়।
তার মৃত্যুতে হিন্দি সিনেমা জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন একজন সুদক্ষ উপস্থাপক, জি টিভিতে তিনি ' জিনা ইসিকা নাম হে' শোতে তে তিনি বহু বলিউড সেলেব্রিটির সাক্ষাতকার নেন।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
পথহারা নাবিক বলেছেন: উনি অনেকটা বাংলাদেশের আনোয়ার হোসেনের মতো! মানে বাবা এবং হার্ট অ্যাটাক!! যাই হোক ইন্নালিল্লাহি...............
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: শোকাহত।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
ইখতামিন বলেছেন:
আমরা শোকাহত
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: শেষ দিকে তিনি সিরিয়াল গুলোতে কমেডিয়ান হিসেবে ভাল অভিনয় করে প্রশংসা কুরিয়েছেন। তাছাড়া আগে তো চমৎকার কিছু সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করেছেন।
তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: "চমৎকার" নামে একটা সিরিয়ালে উনার অভিনয় ছিল অসাধারণ ।
আল্লাহ্ উনাকে বেহেশত নসীব করুন। আমীন।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: sad
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
খেয়া ঘাট বলেছেন: তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
আমিনুর রহমান বলেছেন:
উনার অভিনয় আমার ভীষণ ভালো লাগতো। আল্লাহ্ উনাকে বেহেশত নসীব করুন। আমীন।