নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

ইউরো জোনের ১৮ তম সদস্য হলো লাটভিয়া

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮



সাবেক সোভিয়েত রাজ্য লাটভিয়া এখন থেকে ইউরো মুদ্রা ব্যাবহার করবে। ১ জানুয়ারি বুধবার থেকে লাটভিয়ার সকল ব্যাংক তাদের দেশের সকল মুদ্রা ইউরোতে পরিবর্তন করার ঘোষণা দিয়েছে। ইউরো মুদ্রা ব্যবহারকারী হিসেবে লাটভিয়া ১৮ তম দেশ।



লাটভিয়া ইউরো মুদ্রা ব্যবহার করবে। সে সিদ্ধান্ত ২০১৩ সালের জুলাইতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রী এ কথা জানিয়েছিলো। নতুন বছরে তার বাস্তবায়ন ঘটল এই যা। ইউরো মুদ্রার বিনিময় হার ধরা হয়েছে ১ ইউরো= ০.৭ লাট



লাটভিয়ার এ সিদ্ধান্ত দেশটির জনগণের কেউ কেউ বিরোধ করেছে। তাদের যুক্তি এই সিদ্ধান্ত লাটভিয়ায় মুদ্রা স্ফীতি বাড়বে। তবে মুদ্রা বিনিময় কালে তাদের মধ্যে তেমন কোনো দুশ্চিন্তা দেখা যায়নি। দেশটি ৫৩ শতাংশ মানুষ ইউরো মুদ্রার ব্যবহারকে সমর্থন করেছে । ডিসেম্বর চালানো ইউরোব্যারোমিটার জরিপ এ তথ্য জানানো হয়।



১৯৯১ সালে লাটভিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। ২০০৪ সারে লাটভিয়া ন্যাটোতে যোগদান করে। দেশটির ৩০ শতাংশ মানুষ রাশিয়ান। প্রতিবছর ২৮ বিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ উৎপাদন করে লাটভিয়া।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

ঢাকাবাসী বলেছেন: ২৮ বিলিয়ন ডলার! ওরা দুর্নীতিবাজ নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.