নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

জানালা যখন ভিডিও গেমের পর্দা

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২



ভিডিও গেম খেলা কার না ভালো লাগে। অনেকেই কাজের ফাকে ভিডিও গেম খেলে থাকেন। এরকম একটি কমন গেম আছে যার সাথে অনেকেই পরিচিত। গেমটির নাম টেট্রিস। বিভিন্ন রকম জ্যামিতিক আকারের বস্তু ওপর থেকে নিচে পড়ে। গেমাররা আকার বদল করে একটির ওপর অন্যটি বসায়। একে অনেকে ব্রিক গেমও বলে থাকে। সাবেক সোভিয়েত ইউনিয়ন এই গেমের প্রথম সফটওয়ার বানায়। এরপর যুক্তরাষ্ট্রে এই গেম ব্যাপক জনপ্রিয় হয়।



লি নামের একজন গেম নির্মাতা এই গেমটির নকশা তৈরি করেন। তিনি এর আগে কয়েকবার গেম বানানোর জন্য পুরস্কৃত হয়েছেন।গত ৫ এপ্রিল এই গেমের একটি বিশাল ভার্সন তৈরি করেন তিনি। গেমটি খেলার জন্য নির্বাচন করা হয় ফিলাডেলফিয়ার সিরা সেন্টার নামের ২৯ তলা বিশিষ্ট একটি বহুতল ভবন।



দশ লক্ষ বর্গফুটের ভবনের জানালা গেমের পর্দা হিসেবে ব্যবহৃত হয়। ভবনের ওপর থেকে নিচে জানালা গুলোতে বসানো হয় এলইডি লাইট। এসব এলইডি লাইট পর্দার কাজ করে। যারা গেমটি খেলবেন তারা দূর থেকে জয়স্টিকের মাধ্যমে গেমের নিয়ন্ত্রণ নেবেন। প্রায় আধা মাইল দূর হতে এই গেম খেলবেন গেমররা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.