![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি ব্যস্ত মানুষ। সবার সঙ্গে যোগাযোগ করছেন মোবাইলে। আপনি ব্যস্ত। আপনার মোবাইলও ব্যস্ত। একসময় আপনার মোবাইলে চার্জ শেষ। কিন্তু আপনি মোবাইল বন্ধ রাখতে চান না। কিন্ত চার্জ শেষ হওয়ার কারণে আপনার মোবাইলকে কিছুক্ষণ বন্ধ রাখতেই হচ্ছে। এই কিছুক্ষণ মানে দুই থেকে তিন চার ঘণ্টা। অনেক সময় মোবাইল চার্জ করার পর্যাপ্ত সময় হাতে থাকে না আপনার। কি করবেন তখন ? মোবাইল চার্জের এই বিড়ম্বনা দূর করতে আগামীতে আসছে এমন এক প্রযুক্তি যেটি অল্প সময়ে মোবাইল ফোনকে ফুল চার্জ যুক্ত করে দেবে। ইসরাইলের তেলা আবিব ইউনিভার্সিটি এক দল বিজ্ঞানী এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যা দিয়ে ৩০ সেকেন্ডে মোবাইল ফোনকে চার্জ করা যাবে। পুরো বিষয়টিকে একটি ইউটিউব ভিডিও মাধ্যমে করে দেখানো হয়েছে। মোবাইল চার্জ করতে তারা এমাইনো এসিড ও পেপটাইডের সংমিশ্রণে তৈরি করেছে ন্যানো ক্রিসটাল নামক পদার্থ। যা দিয়ে খুব দ্রুত ব্যাটারিকে চার্জ করা যায়। স্টোরডট নামক একটি কোম্পানি এই ভিডিওটি বানায়। কোম্পানিটির সিও ডোরোন মেয়ারসড্রফ এসব বলেন।
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৫
bangal manus বলেছেন: অপেক্ষায় থাকলাম।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
ঢাকাবাসী বলেছেন: ভাল খবর তা আমরা কবে পাব?
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০
আজমান আন্দালিব বলেছেন: ভালো খবর।