![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষক গিল বোই
যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের এক স্কুল শিক্ষক চাকুরী হারিয়েছেন। শ্রেণী কক্ষে ওবামাকে নিয়ে কালো মন্তব্য করায় তার এ শাস্তি হয়।
ফেয়ারফিল্ড ফ্রেসমেন স্কুলের এক কালো ছাত্র শ্রেণী কক্ষে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে চান বলে শিক্ষক গিল বোইয়ের নিকট ইচ্ছা ব্যক্ত করেন। শিক্ষক গিল ভোই(Gil Voigt) ছাত্রের এই বক্তব্য শুনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো কালো কমান্ডার ইন চীফ দেখতে চায় না। ছাত্রের অভিভাবক এ মন্তব্য প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে।
ফেয়ার ফিল্ড বোর্ড অব এডুকেশন ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন। তারা শিক্ষক গিল বোইকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।
এদিকে গিল বোই তার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ছাত্রটি তার বক্তব্য সম্পর্কে ভুল উদ্ধৃতি দিয়েছে। আমি বলেছি, জাতি বারাক ওবামার মতো রাষ্ট্রপতিকে আর বয়ে নিতে চায় না।
সে যাই হোক , স্কুল কর্তৃপক্ষ গিল বোইয়ের এই বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করিনি।
উল্লেখ্য গত ডিসেম্বর থেকে গিল বোইয়ের বেতন বন্ধ রয়েছে।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল হয়েছে। রেসিস্ট।
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১
ঢাকাবাসী বলেছেন: খালি তো চাকরী গেছে আমাগো দেশ অইলে গুম অয়া যাইত।
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমার একটা ক্লাসের টিচার জর্জ বুশরে খালি পচাইত। তবে পোলাপাইন সেগুলা ভালই পছন্দ করত
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯
অদৃশ্য বলেছেন:
উপযুক্ত শাস্তি...
শুভকামনা...