নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

কুকুরদের একজন পেল বিচারের ডাক অন্যজন ইউরোপীয় ইউনিয়নের ভোটের ডাক

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

বিশ্বে অবাক করার মতো কত কিছুই না ঘটে। দুই বিদেশি কুকুর ডাক পেলো দুটি গুরুত্বপূর্ণ কাজে। তবে কাজ গুলো কুকুরেরা করে না। মানুষই এসব কাজ করে থাকে। একটি কাজ হলো বিচার করার । অন্যটি ভোট দেওয়ার।



সত্যি কথা বলতে কি ভুলক্রমে কুকুর দুটির কাছে এমন প্রস্তাব পাঠায় কর্তৃপক্ষ।



ছবিতে বায়ে ব্যারেট গ্রিনার আইভি ডানে আইভি



যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের কুমবারল্যান্ড কাউন্ট্রির বাসিন্দা ব্যারেট গ্রিনার আইভি। বয়স চল্লিশ। জুরির(বিচার) দায়িত্ব পালনের জন্য গত ১৮ এপ্রিল শুক্রবার তিনি আদালতের সমন পান। ভেবেছিলেন সমনে তাকে ডাকা হয়েছে। কিন্তু না, সমনে যার নাম উল্লেখ আছে সেটা তার পোষা জার্মান শেপার্ড কুকুরের। আইভি গ্রিনার নাম দিয়ে পাঠানো সমন তিনি কি করবেন। ফোন করেন স্থানীয় আদালতে। যেখান থেকে সমনটি পাঠানো হয়েছে। আদালত নিশ্চিত করেন তাদের কম্পিউটারে নাম বিভ্রাটের কারণে এমনটা হয়েছে। কুকুরে ও মনিবের শেষ নাম এক হয়ে যাওয়ার কারণে এরকমটা হয়েছে। শিগগিরি এটা ঠিক করে দেয়া হবে।



মি ব্যারেট গ্রিনার আইভি স্থানীয় একটি পানি শোধনাগারে কাজ করেন।





ছবিতে জিয়াস ও রাসেল হোয়েল



এবার আসা যাক আরেক কুকুরের ঘটনায়। এখানেও নাম বিভ্রাটের কারণে কুকুরের নামে ভোটের কাগজ পত্র এসে গেছে। রাসেল হোয়েল বয়স ৬৩। থাকেন উত্তর পূর্ব ইংল্যান্ডে । ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে ভোট দেবার জন্য তার কাছে চিঠি আসে। তিনি দেখেন চিঠিতে জিয়াস হোয়েলের নাম। এই নাম তার কুকুরের। চিঠির সাথে যেসব কাগজ পত্র আছে তাতে ওই একই নাম। তিনি বলেন, তার পরিবারে তিনি ছাড়া অন্য কেউ ইউরোপীয় ইউনিয়নে ভোট দেবার মতো বয়স হয়নি। সেই যাই হোক আগামী ২২ মে ইউরোপীয় ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন জিয়াসকে সাথে নিয়ে যাবে রাসেল পরিবার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২২

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.