![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুরি যাওয়া সাইকেলের ছবি
ইংল্যান্ডে সাইকেল চুরি একটি সাধারণ ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ সাইকেল চোরদের ধরতে পারে না। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন।
এক সাইকেল চোর সাইকেলের মালিককে ফোন করে পুলিশের কাছে ধরা খেয়েছে। তবে চুরি ধরতে পুলিশের চেয়ে বেশি ভূমিকা রেখেছে সাইকেলের মালিক। তার নাম বেন জেকোনেলি। তিনি ফুলচার্জ ডট কম নামক একটি অনলাইনের মালিক।
গোসাইকেল নামের একটি ইলেকট্রিক বাইক ছিল বেন জেকোনেলির। দাম ২ হাজার ৫০০ পাউন্ড। বাংলাদেশি টাকায় ৩ লক্ষ। জরুরী কাজে পূর্ব লন্ডনের কিংসল্যান্ড এলাকায় বেন তার সাইকেলটি কিছু সময়ের জন্য লক করে রেখে যান। ২০ মিনিট পর এসে দেখেন তার সাইকেল গায়েব। বুঝলেন সাইকেলটি চুরি হয়ে গেছে। ফেরত পাবার আশা একপ্রকার ছেড়েই দিলেন।
কিন্তু না। তেমন হলো না। কয়েকদিন পর এক ব্যক্তি বেনকে ফোন করেন। ফোনে সেই ব্যক্তি জানতে চান কিভাবে গোসাইকেল চার্জ করে । উল্লেখ বেন নিজে পূর্ব লন্ডনে গো সাইকেল বিক্রির ডিলার। বেন বুঝে যান এটি সেই চোর যে তার সাইকেলটি চুরি করেছে।
ফোনে তিনি চোরের অবস্থান কৌশলে জেনে যান। তারপর চোরের বাড়িতে গিয়ে হাজির হোন বেন। চোরের মায়ের সাথে দেখা হয় প্রথমে। বেন তাকে গোসাইকেল চার্জারের কথা বলে। পরে চোর বেনকে ফোন করে জানতে চায় কেনো সে তার বাড়িতে এসেছে।
বেন সরাসরি বলে তুমি আমার সাইকেল চুরি করে নিয়ে এসেছো। ২০ মিনিট পর বেন চোরের কাছ থেকে সাইকেলটি ফেরত পান। পুলিশ পুরো ঘটনাটি জেনে এ নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
ছবিতে বেন জেকোনেলি
©somewhere in net ltd.