![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশালাকার এক মৃত নীল তিমির ভয়ে দিনযাপন করছে কানাডার নিউফাউন্ডল্যান্ডের বাসিন্দারা। ভয়ের কারণ। তিমির পেটে জমা থাকা মিথেন সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস। যেকোনো সময়ে এটি বিস্ফোরিত হতে পারে। তখন ছড়িয়ে পড়তে পারে বিষাক্ত গ্যাস। যা প্রাণহানির মতো ঘটনা ঘটাতে পারে।
এক সপ্তাহ আগে কানাডার ট্রাউট নদীর তীরে ৮২ ফুট দীর্ঘ নীল তিমিটি ভেসে আসে। সেখানকার স্থানীয় সরকার তিমিটিকে ধ্বংস করতে ব্যর্থ হয়। ধীরে ধীরে তিমিটি পচতে থাকে। এতে তিমির পেটে জমা হয় গ্যাস। সেখানকার মৎস অধিদপ্তরে বিশেষজ্ঞরা বলছেন যেকোনো সময় এটি বিস্ফোরিত হতে পারে। তাই তিমিটিকে সেখান থেকে সরিয়ে ফেলতে বলেন তারা। কিন্ত সেখানকার সরকার এ ধরনের কাজ এর আগে করেনি। তাই তিমিটি সেখানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। তিমিটি যেখানে ভিড়েছে সেখানে ৬০০ লোকের বাস।
©somewhere in net ltd.