নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

অমর প্রেম, মাত্র একদিনের ব্যবধানে মৃত্যু !

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৪১

ছবিতে জুন(বায়ে) নোর বার্ট



দীর্ঘ ৭২ বছর এক সাথে দাম্পত্য জীবন কাটিয়ে মাত্র এক দিনের ব্যবধানে মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার এক দম্পতি। তাদের নাম জুন ও নোরবার্ট রজার। ১৯৪১ সালে জুন- নোরবার্টের বিয়ে হয়। জুনের মা বলেছিল বিয়েটা টেকবেনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ জীবনে যেভাবে ছেলে মেয়েদের ঘন ঘন তালাক হয়। তেমনটা ভেবেই এই ভবিষ্যতবাণী করেছিল জুনের মা। কিন্তু না। তেমনটা হলো না। জুনের মায়ের ভবিষ্যতবাণী মিথ্যা প্রমাণ করে দীর্ঘ ৭ যুগ এক সাথে বসবাস করল জুন নোরবার্ট দম্পতি। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের পাঁচ সন্তান হয়। সন্তানদের ঘরে ১৪ জন নাতি-নাতনী হয়। আবার সেই নাতি নাতনির ঘরে আরো ১৭ জন নাতি নাতনী হয়। মৃত্যুকালে জুনের বয়স হয়েছিল ৮৭ বছর অন্যদিকে নোরবার্টের হয়েছিল ৯৭।



সবাই ভেবেছিল জুনেই আগে মারা যাবে। কারণ জুনের শরীরটা ভালো যাচ্ছিলো না। কিন্তু সবাইকে অবাক করে জুন মারা যাবার একদিন পর নোরবার্ট মারা যায়। বলা হচ্ছে জুনের মৃত্যু শোক সইতে না পেরে নোরবার্ট মারা গেছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:৪২

সজল আহমদখ বলেছেন: অবাক হওয়ার মত!দুজন একদিন পর পর চলে গেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.