নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধের ট্যাটু নিয়ে ঢুকতে পারলো না ব্রিটিশ !

০৩ রা মে, ২০১৪ সকাল ৮:৩৬



ছবিতে নোওয়ামি কোল ম্যান



শরীরে ভগবান বুদ্ধের ট্যাটু একে শ্রীলংকা ভ্রমণে এসেছিল এক ব্রিটিশ। বিমান বন্দরে শ্রীলংকান ইমিগ্রেশন তাকে আর শ্রীলংকা ভ্রমণের সুযোগ দেয়নি। সোজা সেখান থেকে বিদায়। শ্রীলংকা একটি বুদ্ধিস্ট দেশ। সেখানে ভগবান বুদ্ধ সম্মানের সাথে পূজিত হয় । এমন ব্যক্তির ছবি যেখানে সেখানে আকা যায় না। শ্রীং লংকানরা বুদ্ধ'র বিষয়ে স্পর্শ কাতর।



যাকে বিমান বন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তার নাম নোওমি কোল ম্যান। বয়স ৩৭। পেশায় নার্স। বিমান বন্দর ছাড়ার আগে তিনি বলেন , আমি শ্রীলংকায় এর আগে দুবার এসেছি। কিন্তু শরীরের ট্যাটু নিয়ে এরকম বিড়ম্বনার শিকার হইনি। ট্যাটু আকা যাবে না। এটা শ্রীলংকা কর্তৃপক্ষের আগে বলা উচিত ছিল। তিনি আরো বলেন, আমি বৌদ্ধ ধর্মের চর্চা করি। এই ধর্মকে ভালোবাসি বলেই শরীরে ভগবান বুদ্ধের ছবি একেছি। কিন্তু শ্রীলংকা কর্তৃপক্ষের ব্যাখ্যা আবার ভিন্ন। তারা বলছেন, আমরা যদি এমন ব্যক্তিকে শ্রীলংকা ভ্রমণের অনুমতি দেই তবে তিনি রাস্তা ঘাটে সহিংসতার শিকার হতে পারেন। শ্রীলংকার লোক বুদ্ধ সম্পর্কে স্পর্শকাতর। তার নিরাপত্তার কথা ভেবেই এমনটা করা হয়েছে।



প্রথমবার কোলম্যানের সাথে এরকম আচারন করা হয়েছে, তেমনটা নয়। এর আগে ২০১৩ সালে আরেক ব্রিটিশ যুবককে বুদ্ধের ট্যাটু শরীরে আকার জন্য বিমান বন্দর থেকে বিদায় করে দেওয়া হয়েছিল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-১

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সকাল ৯:৫৮

দালাল০০৭০০৭ বলেছেন: তাও ভাল লংকানরা তাদের ধরমকে ভাল বাসেন।

২| ০৫ ই মে, ২০১৪ রাত ২:৩৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: গুড স্পিরিট অফ লংকা

০৯ ই মে, ২০১৪ সকাল ৯:৩৫

লোডশেডিং বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.