![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেরা মার্গারিটা পিজ্জার ছবি
পিজ্জার সাথে কমবেশি সবাই পরিচিত। ফাস্টফুডের দোকানে পিজ্জা খাননি। এমন লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। পিজ্জা নামক খাবারটির সাথে জড়িয়ে আছে ইটালির নাম। ইটালিয়ানরাই পিজ্জা আবিষ্কারক। বিশ্বে পিজ্জা এখন আন্তর্জাতিক খাবার। সে কারণে পিজ্জা এখন শুধু ইটালিয়ানরাই বানায় না। সারা বিশ্বের রন্ধন শিল্পীরা পিজ্জা বানাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবার পিজ্জার দেশে মানে ইটালিতে হয়ে গেলো পিজ্জা তৈরি প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের সেরা রন্ধন শিল্পীরা পিজ্জা বানালো। অবশেষে পুরস্কারের খেতাব গেল অস্ট্রেলিয়াতে। জনি ডি ফ্রান্সেসকো নামক এক রন্ধন শিল্পীর মার্গেরিটা পিজ্জা সেরা পিজ্জা হিসেবে মনোনীত হয় ইটালিয়ান বিচারকদের কাছে। জনির সেরা পিজ্জার দাম মাত্র ১৯ ডলার ৩০ সেন্ট। সেরা হবার পর তিনি পিজ্জার দাম বাড়াবেন না বললেন। প্রতিযোগিতা ৩৬ দেশের ৬০০ রন্ধন শিল্পী অংশগ্রহণ করে।
০৯ ই মে, ২০১৪ রাত ১০:৩২
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৩৭
ঢাকাবাসী বলেছেন:
ইটালির এই পিজ্জাটার দাম ৪২০০ ডলার! শুঁকলেই ১০০ ডলার!
৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:০৪
একজন ঘূণপোকা বলেছেন:
পিজ্জা খাইতে দেখি অস্ট্রেলিয়া যাওয়া লাগবে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:১০
অতঃপর জাহিদ বলেছেন: প্রায় ১৭০০ টাকা