নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

অলৌকিক ভাবে বেচে গেলেন যে মা !

০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮



ছবিতে ক্রিসটিনের গাড়ি উল্টানো



পাহারে গাড়ি চালিয়ে দুর্ঘটনাগ্রস্থ হোন এক মা। আহত অবস্থায় কিছু না খেয়ে ছয়দিন গাড়ির ধ্বংস স্তূপে আটকা থাকেন। মারা যাননি । তার এই বেচে যাওয়াকে অলৌকিক বলছে সবাই।



যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এই মায়ের নাম ক্রিস্টিন হোপকিনস। পাহারে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ১২০ উঁচু থেকে পড়ে যান। গাড়িটি দুমরে মুচরে যায়। গাড়ি থেকে বেড় হতে পারেননি ক্রিসটিন। এন্ডি লোমবার্ড নামের এক ইহুদী ব্যক্তি দমকল ডেকে ক্রিসটিনকে উদ্ধার করে। ছবিতে ক্রিসটিনের টানানো ব্যানার



চার সন্তানের মা ক্রিসটিন হোপকিনস গত ২৭ এপ্রিল রোববার থেকে নিখোঁজ। এদিকে লোমবার্ড ও তার স্ত্রী হাউওয়েতে ড্রাইভিং করেছিলেন। এমন সময় তারা দেখে কে যেনো বলছে আমাকে টেনে তুলুন। তাদের গাড়ির জানালা দিয়ে দেখেন একটি গাড়ি গাছের সাথে উল্টো হয়ে পড়ে আছে।



এটি একটি ভীতিকর দৃশ্য। তিনি পাহারের ওপর থেকে নিচে নেমে দেখেন গাড়ি ভিতর এক জন আটকা পড়ে আছে। একে লাশ ভেবে পুলিশ কে খবর দেন এন্ডি। পুলিশ এসে দেখেন গাড়ি ভিতর যাকে লাশ বলে মনে হচ্ছে সে জীবিত। দ্রুত দমকল কর্মীরা এসে ক্রিসটিনকে উদ্ধার করে।



ছবিতে ক্রিসটিন হোপকিনস

এদিকে টানা ছয়দিন ক্রিস্টিন পানি জলের জন্য ওই রাস্তায় একটি কাপড়ের ব্যানার টানিয়ে লোকজনের দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থ হোন। নির্জন স্থানে এমন দুর্ঘটনা ঘটায় এ অবস্থা হয় ক্রিস্টিনের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.