| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইমাত্র একুশে টিভির খবরে জানতে পারলাম বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নূর হোসেনের ধরা পড়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মিডিয়াতে তিনি বলেন, এই নূর হোসেন সেই নূর হোসেন কিনা তা তিনি নিশ্চিত নন। নূর হোসেনের কোনো যমজ ভাই আছে কি না আমাদের জানা নাই। ধরা পড়া ব্যক্তি যে নূর হোসেন এটা যখন সর্ব মহল থেকে বলা হচ্ছে তখন এই অপদার্থ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নূর হোসেনকে চিনতে পারছেন না। এমন অর্থব এক ব্যক্তিকে কেনো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মত দায়িত্ব দেওয়া হয় । তা বুঝে উঠতে পারি না। এই নূর হোসেনই সেই নূর হোসেন । নারায়ণগঞ্জের লোক নিশ্চয় ভিডিওতে আটক নূর হোসেনকে অবশ্যই চিনে ফেলেছে। এখন নারায়ণগঞ্জ বাসীর উচিত অপদার্থ স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কাছে গিয়ে নূর হোসেনকে চিনিয়ে দেওয়া। যাতে এই ছাগল মানসিক মন্ত্রী নূর হোসেনকে চিনতে পারে।
২|
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:২৩
গ. ম. ছাকলাইন বলেছেন: বাংলাদেশে যত সন্ত্রাসী আছে সবারই বাবা মা আছে কিন্তু তারপরও তারা সন্ত্রাসী হয়েছে কারন বেশীরভাগ ক্ষেত্রে তাদের বাবা-মা সন্ত্রাসী কর্মকান্ডকে সমর্থন করেছে।
৩|
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনি কি খেয়ে এসেছন না যেয়ে খাবেন!!??
নাকি হিন্দি সিনেমা দেখে মাথার তার ছিড়ছে!!!!
কেএসরথি বলেছেন: এই আষাঢ়ের দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে ভালো লাগলো। .. দারুন বলেছেন ভায়া...
৪|
১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪০
নতুন বলেছেন: এই নুরহোসেন আয়ামীলীগের কমী` না... হইতেই পারেনা...
আর এই নুরহোসেন ক্রসফায়ারে মারা যাইতেই পারে...
আরো কতসব কথা মন্ত্রী/হাসিনা বলবে এখন...
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ রাত ৯:২২
কেএসরথি বলেছেন: এই আষাঢ়ের দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে ভালো লাগলো।